নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাহাড়ি ফুল

আমি জ্যোস্না দেখি নি, তাই হয়তো তুমি এখনও জাগো নি।

পাহাড়ি ফুল › বিস্তারিত পোস্টঃ

এনাক্ষীর সুখ

১৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩১



এনাক্ষী এখন তোমার মুখ দেখার খুব ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে এখন তোমার মুখে প্রশান্তির এক ঐশ্বরিক হাসি ফুটে আছে। আমি ওই হাসির কথা ভেবে আনন্দে উদ্বেলিত হচ্ছি।
মনে হচ্ছে তোমাকে কোন দিন এমন দেখি নি। তাই এই মুখ না দেখার কিছুটা আক্ষেপ হচ্ছে। তবে তোমার জন্য দারুন আনন্দ লাগতেছে।
গতকাল আমি যা করেছি তার জন্য খারাপ লাগছে আবার তোমার রাগের কারণ হতে পেরে সুখ পাচ্ছি। তুমি যখন রেগে বললে আর কিছু বলার আছে? তখন আমার সমস্ত দুঃখ, হতাশা, শঙ্কা এক মুহুর্তে বিলীন হয়ে গেছে। এ কেমন ক্ষমতা বলো?
জানি না আর কোন দিন তোমার রাগের কারণ হতে পারবো কিনা তবে গতদিন (১৫.০৮.২০২২) কে আমি ধরে রাখবো অনন্তকাল। এমন সুখ কবে পেয়েছি মনে করতে পারছি না। মনে হচ্ছিলো শরীরের প্রতিটি কোষে সুখ প্রবেশ করছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.