![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এনাক্ষী,
ভাল ঘুম হয়েছে তোমার। হয়তো ভালো আছ। থাকবে না বা কেন? তুমি তো সকল ভাল কিছুর যোগ্য। এই পচন ধরা সমাজ, দেশ আর মানুষের মাঝে তোমার মতো বিরল যেই কয়জন ভাল মানুষ আছে তারা যদি এক মুহূর্তের ভাল থাকার সুখ না পায় তাহলে মানুষ এতে বিশ্বাস হারাবে।
এনাক্ষী জানি না সময় আমার জন্য কী নিয়ে বসে আছে। ওই সময়ে হয়তো তুমি থাকবে না বা তুমি থাকবে। হয়তো অন্য কারো সাথে। আমি দেখবো হাস্যোজ্জ্বল চেহারা, তোমার নাক, মুখ আর থুতনি র অসাধারণ সৌন্দর্য। দেখবো তোমার সেই চোখ যা একমাত্র জীবনানন্দের পক্ষে আঁকা সম্ভব। শুধু একটাই ভয় আমি কী আমার মনকে এতো পরিশুদ্ধ করে সময়ের কাছে সমর্পণ করতে পারবো কিনা, যেখানে সে তোমার সৌন্দর্যে বিভোর হয়ে রবে তোমাকে পাওয়ার আশা ছাড়া? আমি কী আগের মতো মুগ্ধ হবো তোমার ব্যক্তিত্বে যা তোমার সুন্দরতম বৈশিষ্ট্য।
তোমার এই সৌন্দর্য তো চিরন্তন। কেন আমি পারবো না ভিন্ন সময়ে তোমায় বিভোর থাকতে? এই না হলে আমি তো নিজের কাছে নিজে একজন খদ্দেরের বেশি কিছু হতে পারবো না।
এনাক্ষী তুমি হয়তো কোনদিন রুদ্রে র কর তাপ কিংবা কাল বৈশাখী ঝড় উপেক্ষা করে হেটে যাবে প্রিয়তমের হাতে হাত রেখে। তোমার শাড়ির আঁচলে ঢেকে রাখবে প্রিয়তমের মাথা, হয়তো বৃথা চেষ্টা হবে। তবে নীল শাড়ি কিংবা যেই কোন হালকা রং এর শাড়ি তে ভেজা চুলে প্রিয়তমের সাথে তোমাকে অনন্য দেখাবে। হয়তো তুমি সেইদিন দৌড়াতে দৌড়াতে আশ্রয় নিবে কলা ভবনে র সামনের যাত্রী চাউনি তে কিংবা তুমি বৃষ্টির সাথে নৃত্য করবে খোলা আকাশের নিচে। ওইদিন প্রিয়তমের হাত ধরে ইচ্ছে হবে হারিয়ে যেতে কোথাও। যেখানে শুধু থাকবে, তোমার প্রিয়তম আর তোমাদের ভালবাসা।
সেইদিন কী আমি তোমার এতো আনন্দে আর এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতে পারবো? তাই তো এতোদিন পর হলেও বিধাতার কাছে প্রার্থনা করি আমাকে ঈর্ষা মুক্ত করো। আমি ওই দিন মুগ্ধ নয়নে উপভোগ করতে চাই তোমাকে, তোমার ভালবাসা, তোমার ভাল লাগা, তোমার প্রিয়তমের হাতে তোমার হাত আর দুইজনের মুখে ফুটা সব চেয়ে সুন্দর ফুল। যাকে আমরা হাসি বলে ওইদিন ছোট করতে পারবো না।
বিধাতা আমাকে রক্ষা করো আমার ঈর্ষা থেকে। আমি এনাক্ষীর সুখে আত্মহারা হতে চাই। ওইদিন আমি ভুলে যাবো পৃথিবীর সকল ঘ্রাণ, আমার নাসারন্ধ্র প্রবেশাধিকার দিবে শুধু তোমার সুঘ্রাণ আর বাতাসে ভেসে আসবে পৃথিবীর একমাত্র শব্দ যা তোমার কণ্ঠে উৎপন্ন আর আমি দেখবো একমাত্র ফুল যা তোমার ঠোকে ফুটে রয়েছে।
©somewhere in net ltd.