![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযোদ্ধারা বিনা খরচে সব ধরনের চিকিৎসা পাবেন,তাদের সন্তানরা প্রতিযোগিতা ছাড়াই বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি স্কুল কলেজে ভর্তি হবে।বিসিএসের মত গুরুত্বপুর্ন জায়গায় তারাই ৩৩ শতাংশ। উপজাতি,পোষ্য কোটার, কথা বাদ দিব কেন? তারাও তো সরকারি চাকুরি,বিশ্ববিদ্যালয়,স্কুল কলেজের কড়িডরে হাওয়া খাচ্ছে।
এই সব কিছু থেকেই থেকেই বাদ পরা একটা দল আছে যারা হল আমজনতা।যাদের মধ্যে দরিদ্র কৃষকই সংখ্যাগরিষ্ঠ।তাদের অসুখে চিকিৎসা পাবার অধিকার নেই।সরকারি স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা চাকুরির ক্ষেত্রে তাদের সন্তানদের কোন কোটা নেই।ও ভুল বললাম একটা কোটা আছে। পোষ্য কোটা," তোর বাপ গরিব কৃষক,তুইও হবি গরিব কৃষক"।
মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন,তেমনি কৃষকরাও যুদ্ধ করে দেশের স্বাধীনতা রক্ষা করে আসছে। তবে তাদের কেনো এই অবহেলা।
©somewhere in net ltd.