![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তনু চলে গেছে।আর ফিরবে না। চোখের সামনে দিয়েই প্রতিদিন কোন না কোনো তনু হারিয়ে যাচ্ছে।তবুও নির্লজ্জ মানুষদের লজ্জা হচ্ছে না।নোংরামি করছে,মজা করছে, শেষে প্রানটাও নিয়ে নিচ্ছে।
তনুরা হয়তো আমাদেরকে ক্ষমা করতে পারবে না।সকল ঘৃনা ছুড়ে দেবে আমাদের ওপর।বারবার হয়তো চিৎকার করে বলবে,আমি কেন বাঁচতে পারলাম না???
তারপরও বলছি।তনু, আমরা দুঃখিত,লজ্জিত....
©somewhere in net ltd.