নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

Palash Talukder

সময় এসেছে নতুন কিছু করার, সময় এখন বদলে যাওয়ার- পরিবর্তন

Palash Talukder › বিস্তারিত পোস্টঃ

না বুঝেই আমরা অবহেলা করছি আমাদের জাতীয় সম্পদগুলোকে। (বঙ্গবন্ধু vsজিয়া তত্ত্ব)

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

আমরা যে ভুলগুলো করছি,তা অনেকটা না বুঝে,আবার কখনও বুঝেও।রাজনৈতিক দলাদলির মাঝখানে ফেলে আমারা আমাদের জাতীয় সম্পদগুলোকে দিন দিন নষ্ট করে দিচ্ছি।যারা আওয়ামিলীগ করছি তারা জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করছি।আবার যারা বিএনপি সাপোর্ট করি তারা বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করছি।তাদেরকে কখনও খুনি বলছি,কখনও চোর বলছি,আবার কখনও বেঈমান বলে গালি দিচ্ছি।আমি এমন কিছু মানুষ পেয়েছি,যারা কথায় কথায় বঙ্গবন্ধুকে গালি দিচ্ছে বা জিয়াউর রহমানকে নিয়ে খারাপ কথা বলছে।তারপর পাশে বসে যখন বলেছি,আপনি কি উনার জীবনযাত্রা সম্পর্কে জানেন ভালভাবে? উত্তরটা বেশিরভাগ সময় এরকম ছিল,আমার বাবা/চাচা/নেতার কাছে শুনেছি উনি খারাপ ছিলেন।যখন জিয়াউর রহমানকে খারাপ বললেন তার কারন হয়তো এই ছিল, তিনি আওয়ামিলীগ পন্থি।বা তার বাবা আওয়ামিলীগ পন্থি,তাই তার বাবা এরকম বলেছেন।আবার যখন বঙ্গবন্ধুকে খারাপ বললেন,তার কারনটাও একই, ঐ বিএনপি পন্থি।
কিন্তু আমাদের সবার জানা দরকার, স্বীকার করা দরকার,উনারা কেউই চোর,-ডাকাত ছিলেন না।দেশদ্রোহী ছিলেন না।দেশের জন্য বীরের মত কাজ করে গেছেন।বঙ্গবন্ধু স্বাধিনতার ঘোষনা দিয়েছিলেন,জিয়াউর রহমান বঙ্গবন্ধুর অনুপস্হিতিতে তার পক্ষে স্বাধিনতার ঘোষনা দিয়েছিলেন, এটা মানতে অসুবিধা কোথায়?
তারা সবাই তো দেশের ভালই চেয়েছিলেন।
তাদের এই ভাল কাজগুলোকে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকতে দিন।পরবর্তি প্রজন্মগুলোকে তাদের সম্পর্কে ভালো করে জানতে দিন। উনাদেরকে অবহেলা করবেন না।আপনারা রাজনীতি করছেন, করুন।কিন্তু আমাদের এই সম্পদগুলোকে নষ্ট করবেন না।উনারা আমাদের জাতীয় সম্পদ।ছিলেন,আছেন থাকবেন।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

বিজন রয় বলেছেন: হা হা হা

২| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

Palash Talukder বলেছেন: হাসলেন কেনো?

৩| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

প্রামানিক বলেছেন: ভাল বলেছেন।

৪| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

Palash Talukder বলেছেন: আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.