নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আমি ছাত্র

Palash Talukder

সময় এসেছে নতুন কিছু করার, সময় এখন বদলে যাওয়ার- পরিবর্তন

Palash Talukder › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলনে ছাত্রলীগ কর্মীদের চোখ রেজওয়ানুল হক চোধুরী শোভন -এর দিকে

১৩ ই মে, ২০১৮ রাত ১২:১৯

স্বাধীনতার পর থেকেই দেশের উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের অর্থনীতি তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের অন্য সকল জেলার মত কুড়িগ্রামেরও উন্নয়ন হচ্ছে। কুড়িগ্রামকে দরিদ্রতার ছোবল থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপও গ্রহন করে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেন। ধরলা সেতু নির্মান ( ধরলা সেতু-০২ উদ্ভোধনের অপেক্ষায়), ন্যাশনাল সার্ভিস প্রকল্প ইত্যাদি ছিল সরকারের পক্ষ থেকে নেওয়া বিশেষ কিছু পদক্ষেপ। কিন্তু তবুও কোথায় যেন থমকে আছে। সবার উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। কুড়িগ্রামের দরিদ্র মানুষকে দরিদ্রতার ছোবল থেকে কোনভাবেই রেহাই দেওয়া যাচ্ছে না।
সাধারণ মানুষ, বুদ্ধিজীবী ও ছাত্র সমাজের অনেকেই ধারণা করেন কুড়িগ্রাম এগিয়ে যাচ্ছে না সরকার পন্থি যোগ্য তরুণ নেতৃত্বের অভাবে বা নেতৃত্ত্ব থাকলেও তা খুব সামান্য পরিমানে আছে যারা একটি অঞ্চলকে অনেকদুর এগিয়ে যেতে কাজ করতে পারবে। কুড়িগ্রাম তথা রংপুর বিভাগের ছাত্রলীগ কর্মীদের বর্তমানে চাওয়া উত্তরবঙ্গ থেকে কমপক্ষে একজন যোগ্য নেতৃত্ব আসুক, যে পরবর্তীতে দেশের জন্য, নিজ এলাকার মানুষের জন্য কাজ করবেন। যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে উত্তরবঙ্গকে, এগিয়ে নিয়ে যাবে দেশকে।
গত কয়েকদিন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলনে নতুন মুখ হিসেবে আলোচনায় আসেন কুড়িগ্রাম জেলার মোঃ রেজওয়ানুল হক চোধুরী শোভন। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানায় তার জন্ম। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ণরত।

তার বাবা বর্তমানে ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও ২০০১ সাল থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এবং ১৯৮১-১৯৮৬ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ ভূরুঙ্গামারী শাখার সভাপতি ছিলেন।
মোঃ রেজওয়ানুল হক চোধুরী শোভন-এর দাদা ছিলেন কুড়িগ্রাম-০১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসন থেকে পর পর দুইবার নির্বাচিত সাংসদ। তিনি জাতির জনক ও তার কন্যা দেশনেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। পাকিস্তান আমলে আওয়ামীলীগের এমএলএ ছিলেন। এবং সফলভাবেই তিনি তার রাজনৈতিক জীবন অতিবাহিত করেন।
তার ছোট ভাই মোঃ রাকিবুল হক চৌধুরী ছোটন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিন শাখার সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পারিবারিক রাজনৈতিক দিক থেকে তার শিরা উপশিরায় আওয়ামীলীগের রক্ত বইছে। যোগ্য হিসেবেও আওয়ামীলীগের নেতৃবৃন্দের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। উত্তরের সাধারণ মানুষ ও ছাত্রলীগ কর্মীরা আশা করেন ২৯ তম সম্মেলনে দেশনেত্রী শেখ হাসিনা মোঃ রেজয়ানুল হক চোধুরী শোভনকে তার যোগ্য পদে রেখে দেশের ছাত্র-রাজনীতির সেবা ও ভবিষতে দেশ ও উত্তরের মানুষের সেবা করে কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের উন্নয়ন করার সুযোগ দিবেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের জাতীয় ডাকাত?

২| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ইদানীং ছাত্রলীগের পারফরমেন্স হতাশা জনক। দলের কর্মীরা সাংগঠনিক ভাবে শুদ্ধ না হলে এদের বসিয়ে কোন ফায়দা পাওয়া যাবেনা।

৩| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনাগত কোটিপতি সন্ত্রাসী...

৪| ১৩ ই মে, ২০১৮ রাত ১:৩৬

শহীদ আম্মার বলেছেন: হ্যাঁ ভাই দেশ আগাই নেন। তবে গতিটা একটু কমান। যে রোড়ে বাস-ট্রাক-কার চলে ঐ রোড়ে বেপরোয়া গতিতে ব্যাটারী রিকশা চালানো বেশ সাহসী ব্যাপার হলেও তবে তা আত্মঘাতী!!!!

৫| ১৩ ই মে, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: বিনোদন মূলক পোষ্ট।

৬| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:২৩

Palash Talukder বলেছেন: আপনারা এত জ্ঞানী, এত ত্যাগী মানুষ যে সবার নামেই উলটাপালটা কথা রটাচ্ছেন। কেউ যে ভাল কিছু করবে বা করতে চাইবে তার আগেই সমালোচনায় মুখর হয়র উঠেন। কিছু একটা করে দেখান না ভাই আপনারা। তারপর ইসব কথা বলতে আসবেন।
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), চাঁদ্গাজী, শহীদ আম্মার, রাজীব নুর সবাইকে বললাম।

৭| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমরা সবাই কিছু না কিছু করছি, এই ছাত্রলীগার জাতি সম্পদ ডাকাতী করছে, কিংবা করবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.