নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

শহরের মতিভ্রম

১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪১



সে হতে পারে জল্লাদ বা ডাকপিওন। কসাই অথবা প্রেমিক। কবি অথবা সাংসদ। এমনকি হৃদয়ে দোলা দেয়া সুসজ্জিতা ষোড়ষীও হতে পারে। শহরে তার প্রবেশ কিরূপে হবে আমরা কেউ জানিনা এখনও। তার জন্যে অপেক্ষা করে আছে বিপত্নীক প্রৌঢ় দীর্ঘদিনের ক্ষুধা শরীরের নিম্নাংশে নিয়ে, প্রোষিতভর্তৃকা একটি চিঠি এবং কিছু উপহারের আশায়, ফাঁসিকাষ্ঠে দাঁড়িয়ে আছে খুনের আসামী তার কঠোর হাতের হ্যাঁচকা টানে জীবনের শেষ দৃশ্য দেখার উৎসাহে, বখাটে ছেলেটি রাস্তার কোণে আয়েশ করে অশ্লীল খিস্তিগুলো আবার আউড়ে নেয়, তাকে বলবে বলে। এত মানুষ! এত প্রতীক্ষা! সবার বিবরণ দিতে গেলে শয়তানের অর্গাজম পেতে যতটুকু সময় লাগে তার থেকেও বেশি লেগে যাবে।



সে কে হতে পারে বা এসে কি করবে আমরা জানিনা, তবুও এ নিয়ে আমাদের, শহরবাসীদের মধ্যে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিলো, যদিও এমন কোন পূর্বাভাস আমরা পাইনি যার ফলে নিশ্চিত হতে পারি যে সে আসছে। তবুও সুপেয় তরল বিক্রেতার দোকানে ক্রেতারা, শিশুদের স্কুলে অপেক্ষমাণ মুখরা রমনীগণ, অথবা উড়োজাহাজের ককপিটে নব্য নিয়োগ পাওয়া বিমানবালা অভিজ্ঞ পাইলটের মনোযোগ আকর্ষণের নিমিত্তে তার কথা আলোচনা করে।



অতিমাত্রায় নৈরাশ্যসেবনকারী অথবা মানসিক ব্যাধিগ্রস্থরা অবশ্য হেসেই উড়িয়ে দেয় তার আগমনী বার্তা।

"আরে ধুর! এ তো সেই ক্লিশে গল্পের কাহিনী। হয়তোবা কোন এক লেখকের কাটতিতে কমতি পড়েছে বলে এসব পুরোনো নেশাতুর কাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে-কেউ একজন আসবে আশার বাণী নিয়ে! হাহ! আগামী বইমেলায় হয়তোবা পাওয়া যাবে গল্পটি, আর কিছুনা।"

কিন্তু আশাবাদীদের যথারীতি সেই রোমান্টিক ভাবালূতা। তেজপাতার মত তেজ বিক্রী হচ্ছে আজকাল। তারা একটি মঞ্চে উপবিষ্ট হয়ে বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেইজনকে বরণ করে নেবার প্রস্তুতি নিতে থাকে।



নগরের সদর দরজায় প্রহরা বসানো হয়েছে। নতুন কারো আগমণ ঘটলেই এক নিমিষে খবর রটে যায়।



সেদিন, গ্রাম থেকে গাট্টি বোঁচকা নিয়ে এক গোবেচারা লোক এলো, তাকে দেখে ছুটে এলো শহরের শিল্পী-সাহিত্যিকেরা।

"স্বাগতম আপনাকে। অবশেষে এলেন! আমাদের রুক্ষ, জীর্ণ, ক্লেদজ শহরের বুকে জারুল গাছের উষ্ণ সুবাতাস আর টলোমলো শিশিরবিন্দুর স্নেহাশীষ নিয়ে!"

বোকা লোকটি নিমিষেই দেবতা হয়ে গেল।

"হ্যাঁ, আমি এসেছি আমার প্রতিভাবান ভক্তবৃন্দ! আমাকে নিয়ে তোমরা কাব্য ও সঙ্গীত রচনা কর। আমিই সেই আলোকমিস্তিরি"

শহরের অন্যপ্রান্তে তখন এসব নিয়ে টিটকিরি-মস্করা চলছিলো।

"কে না কে এসেছে আর তাতেই কবিকূল বিমুগ্ধ হয়ে মহাকাব্য লিখছে! হাহাহা!"

"হ্যাঁ, আসল মানুষটি যখন আসবে তখন যা বোকা বনে যাবেনা! একটু তর সওয়া ধাতে নেই ওদের!"



ওদিকে তখন শহরের প্রবেশ দরজায়,

"আমাকে নিয়ে কি লিখলে পড়ে শোনাও!" দেবতাটি নির্দেশ দেয়।



"সে হতে পারে জল্লাদ বা ডাকপিওন। কসাই অথবা প্রেমিক। কবি অথবা সাংসদ। এমনকি হৃদয়ে দোলা দেয়া সুসজ্জিতা ষোড়ষীও হতে পারে। শহরে তার প্রবেশ কি রুপে হবে আমরা কেউ জানিনা এখনও। তার জন্যে অপেক্ষা করে আছে বিপত্নীক প্রৌঢ় দীর্ঘদিনের ক্ষুধা শরীরের নিম্নাংশে নিয়ে, প্রোষিতভর্তৃকা একটি চিঠি এবং কিছু উপহারের আশায়, ফাঁসিকাষ্ঠে দাঁড়িয়ে আছে খুনের আসামী তার কঠোর হাতের হ্যাঁচকা টানে জীবনের শেষ দৃশ্য দেখার উৎসাহে..."



নিবিড় আগ্রহে পাঠ করে চলে একজন।

"থামো! এরকম কথা আমিও আগে কোথায় যেন শুনেছি, কিংবা পড়েছি, নাকি লিখেছি! আমিও তো তার খোঁজেই এখানে এসেছিলাম। কোথায় সে জন!"

মুহুর্তেই সাহিত্যিকেরা খুনী হয়ে যায়, তারা কলমের সূচালো ডগা দিয়ে গেলে দেয় লোকটার স্বপ্ন দেখতে উপক্রম করা দুটি চোখ, চিত্রশিল্পীরা তাদের বিবর্ণ ক্যানভাসটা অস্ত্র হিসেবে প্রয়োগ করে. অতঃপর তারা আবার মিলেমিশে ভদ্রস্থ নাগরিক হয়ে যায়। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে হাঁটতে সম্ভাব্য আগন্তুকের আগমণকাল,তার ব্যাপ্তি এবং প্রভাব সম্পর্কে আলোচনা করতে থাকে। কে শিল্পী, কে নতুন নাগরিক বোঝা যায়না।



এরকম ঘটছে অহরহ। শহরের প্রবেশ দরজায় এরকম ভুল বোঝাবুঝি হচ্ছেই। কখনও সার্কাস পার্টির ভাঁড়কে বরণ করে নিতে যায় চিত্রতারকারা, কখনও পর্ণতারকাদের বরণ করছে ধর্মযাজকেরা, অথবা কখনও ভীতু শিশুটিকে বিউটি পার্লারের ঝুলে পড়া স্তনের লিপস্টিকমন্ডিত কর্মকত্রী। ভুল ভাঙলে সবাই প্রতীক্ষারত হয় পুনরায়। আর 'তার' সম্পর্কে নানাবিধ জল্পনা কল্পনায় মেতে ওঠে।



আমাদের করিৎকর্মা সাংবাদিকেরা এই মওকায় জনসাধারণের কাছ থেকে প্রতিক্রিয়া আদায় করে খবরের কাগজে চটকদার সব খরর ছাপায়। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো প্রতিযোগীতায় মাতে কে কার চেয়ে দৃষ্টিমনোহর বিজ্ঞাপন দিতে পারে এ নিয়ে। তাদের কারও বিজ্ঞাপন প্রযুক্তির কল্যাণে ত্রিমাত্রিক অবয়ব পায়, কেউ বা নাগরিকদের দিকে আবেগের লাটিম ছুড়ে দেয়।



লাটিম ঘোরে। ঘুরতে থাকে। বন বন বন!



উল্লিখিত ব্যক্তি/কিশোরী/বৃহন্নলার আসন্ন আগমনের কথা ভেবে এবং আবেগের লাটিমের ঘুর্ণিপাকে আঁটকে পড়ে হাঁসফাঁস করে, অশ্রুবর্ষণ করে নগর এবং নাগরিক।



সন্তুষ্ট সম্পাদক চটকদারীতকে চটকানা মেরে জ্ঞানগর্ভ সম্পাদকীয় লেখেন।



"আমাদের মনে রাখতে হবে যে, যেকোন সময় যেকোন বেশে তিনি আসতে পারেন, তাই সর্বসাধারণের উচিৎ হঠাৎ কারো আগমণে উল্লসিত না হয়ে যাচাই করে নেয়া, কারণ এই ক্রান্তিলগ্নে..."



এসব সদুপদেশ বিতরণ করে তিনি কমোডে বসেন। তার কোষ্টকাঠিন্য নিবারণকারীর আগমণের প্রত্যাশায়। 'সে'ই আসবে। জগতে দু ধরনের লোক আছে, যাদের কোষ্টকাঠিন্য আছে, এবং যাদের হতে যাচ্ছে। তার না এসে উপায় কি! সম্পাদকের অভিজ্ঞ মস্তিস্কের সিদ্ধান্তকে অবজ্ঞা করা যায়না। হতেও পারে 'সে" একজন মহান কোষ্টকাঠিন্যবিদ। হতে পারে শহরটাই কোষ্টকাঠিন্যে আক্রান্ত!



সাধারণত এধরনের হুজুগ একবার উঠলে কিছুদিনের মধ্যে তা থিতিয়ে পড়ে। কিন্তু এবার তা নিভিয়ে দেবার জন্যে কেউ ছিলোনা। এহেন একঘেয়ে গুঞ্জন, গুজব বা হুজুগ, যাই বলা হোকনা কেন, সেদিনই তার পরিসমাপ্তি ঘটতে পারতো যেদিন উপাসনালয়ে অত্যাধুনিক সঙ্গীতের নেকরোফিলিক গায়কটি নেশার ব্যাকস্ট্যাবে রক্তাক্ত হয়ে তার বিদীর্ণ পশ্চাদ্দেশ সবার সামনে উন্মুক্ত করে দেয়। এই মরনমুখী গায়ককে কেউ কোনদিনই উপাসনালয়ে যেতে দেখেনি, কিন্তু শহরে প্রবাহমান তরঙ্গের রঙ্গে সে কম্পাঙ্ক না হয়ে পারেনি।



অথবা সেদিনও ঘটনার শেষ হতে পারতো, যেদিন মহিলা কলেজের সামনের চরিত্রহীন চা বিক্রেতা তার কুকর্মের কথা ফাঁস করে দেয়। সে অকপটে বলে দেয় যে সে ঘুলঘুলি দিয়ে মেয়েদের স্নান দেখতো গোপনে। অন্যসময় হলে হয়তোবা লাশ হয়ে ড্রেনের শোভাবর্ধন করতে হত গনপিটুনি খেয়ে। কিন্তু এক্ষেত্রে বরং কলেজের মেয়েরাই তার প্রতি সহমর্মী হয়ে সান্তনা দিতে থাকে।



শহরে এখন আর সহিংসতা নেই। হিংসা বিদ্বেষ নেই। 'তার' আগমণের দীর্ঘ প্রতীক্ষায় সাংসদ থেকে শ্রমিক অথবা সঙ থেকে প্রেমিক সবাই এক কাতারে দাঁড়ায়। এমনকি নৈরাশ্যবাদীরাও! তারাও বিশ্বাস করে যে এটা কোন লেখকের গল্পের ক্লিশে প্লট নয়, সত্যি একটা কিছু ঘটতে যাচ্ছে।



যেহেতু এই শহরটি ছিলো একটি উৎকৃষ্ট মাংস সরবরাহক, তাই বরাহ'রা আপাতত নিস্কৃতি পেলেও অন্যান্য শহরের অধিবাসীরা উদ্বিগ্ন হয়ে ওঠে পর্যাপ্ত মাংসের যোগান না পাওয়ায়। তারা স্বপ্ন এবং মাংসের অপ্রতুলতায় ভোগে। উক্ত শহরের নিস্পৃহ স্বপ্নালুতায় তাদের কার্যক্রম বিঘ্নিত হতে থাকে। তাই তারা এক ফন্দি আঁটে। মৃত স্বপ্নের শহরে বা স্বপ্নালু মৃত শহরে তারা একজন কসাই এবং একজন ডাক্তারকে দূত হিসেবে পাঠানোর সম্মিলিত সিদ্ধান্ত নেয়।



কসাইটি প্রমাণ আকারের একটি দা নিয়ে শহরের সদর দরজায় উপস্থিত হয়।

সতর্ক প্রহরীরা যাচাই করে নেয়,

"কে?"

"আমি! আমি সেইজন!"

"আরে ওরকম কত দেখলাম! কতজন এলো গেলো! গ্রাম্য যুবক থেকে বাউন্ডুলে কবি। সবাই নকল। তুমি যে আসলজন, তার প্রমাণ কি?"

"এই দা'টা দেখেছিস?"

হঠাৎ সম্বোধনের পরিবর্তনে হতচকিত হয়ে যায় প্রহরীর দল।

"ভয় পাসনে, কতদিন তোরা মাংস খাসনা, দেখ কিরকম হাড় জিরজিরে হয়ে গেছিস। স্বপ্নের সিঙ্গারা আর লোভ লালসার পানীয় খেয়ে কি জীবন চলে?"

বলেই নিকটস্থ এক প্রহরীর মুন্ডু উপড়ে ফেলল সে।

"আমি কোন হত্যাযজ্ঞ করতে আসিনি। তোমাদের ভুল ভাঙাতে এসেছি।"

এবার একটু নরম শোনায় কসাইয়ের কন্ঠস্বর।

"আমার সাথে একজন ডাক্তার এসেছে, সে তোমাদের ভুল ভাঙিয়ে দেবে, চিকিৎসা করবে"

ডাক্তার কাটা মাথাটা ব্যবচ্ছেদ করে মস্তিস্কের যাবতীয় জটিল কার্যক্রম বুঝাতে থাকে। ইতিমধ্যে খবর পেয়ে শহরের সব শ্রেণীর মানুষ উপস্থিত হয়েছে।



"এই যে এটা দেখছেন-নিউরন, এটার কাজ হল....বুঝেছেন নিশ্চয়ই?"



"এখন আসি এ্যাক্সনের কথায়..."



সে বক্তৃতা দিয়ে চলে।



"আসলে আপনারা মস্তিস্কের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংকেতের কারণে এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছিলেন। সুসংবাদ এই যে, আমি সাফল্যের সাথে তা নিরাময়ে সক্ষম হয়েছি।



ডাক্তার এবার প্রহরীর কর্তিত মাথাটি জোড়া লাগিয়ে দেয়। প্রহরীটি উঠে বসে, যেন কিছুই হয়নি।



কিন্তু সমবেত জনতার ঘোর ভাঙে।

"আমাদের কি হবে! আমরাও তো আক্রান্ত হয়েছি!"

"চিন্তার কোন কারণ নেই। স্মিত হেসে ডাক্তার বলেন।

"ওটা ছিলো একটা মানসিক ব্যাধি। একজনকে যেহেতু ঠিক করতে পেরেছি, তার প্রতিক্রিয়ায় আপনারাও ঠিক হয়ে যাবেন"



একটা উল্লাস ধ্বণি ভেসে আসে সমবেত জনতার পক্ষ থেকে।



"শুধু উল্লাস করলে চলবেনা। এতদিন আমরা এই শহরের সুস্বাদু মাংস থেকে বঞ্চিত ছিলাম। লাস্যময়ী নায়িকার পেটের মাংস, পেটমোটা মাথামোটা রাজনীতিবিদের মগজ, গৃহপালিত পশুদের প্রোটিন, এগুলো আজ কড়ায় গন্ডায় উশুল করে নেবো"



এবার সমবেত জনতার মধ্যে বিভাজন সৃষ্টি হয়।



নেতা,পতিতা, কবি, ডোম সবাই যার যার জায়গায় দাঁড়ায়। তাদের প্রতিনিধি হিসেবে যথারীতি এগিয়ে আসেন একজন নেতা এবং একজন কর্পোরেট মাফিয়া , শলাপরামর্শ করার জন্যে। তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে, মৃত শহরটাকে পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া শুরু করতে হবে।



অন্য নগর গুলো থেকে খবর পেয়ে দলে দলে কসাইয়ের দল আসতে থাকে।



তারা নেতাদের মগজটা চিড়ে বের করে নিয়ে সেখানে এক টুকরো জলভরা তালশাস ভরে দেয়।

নায়িকাদের স্তন থেকে প্রয়োজনীয় মাংস কেটে নিয়ে সেখানে বহুজাতিক কোম্পানির লেবেল সেঁটে দেয়।



বস্তির লোকজনের শুকিয়ে যাওয়া পশ্চাদ্দেশে লাথি মেরে সেটাকে , চলমান করে তোলে।



তোষামুদে সম্পাদকের চোখের পাঁপড়ি কেটে নেয়।

চক্ষুলজ্জার বালাই নেই আর!



প্রেমিক প্রেমিকার ঠোঁট কেটে নেয়, যেন তারা সবসময় একে অপরকে হাস্যমুখে দেখতে পারে।



এভাবেই শহরটি ধীরে ধীরে গতিশীল হতে থাকে আবার। দোকানে দোকানে, ব্যানারে, ফেস্টুনে বিলবোর্ডে জমা হয় মাংস আর খাবার।



অতঃপর তারা চলে যায় মৃতপ্রায় একটি শহরকে বাঁচানোর, প্রাণচাঞ্চল্যে ভরিয়ে দেয়ার পরিতৃপ্তি নিয়ে।



কিন্তু কোথায় কার যেন মনে হয় শহরটি ঠিক বেঁচে নেই, তারা বাঁচার দিকে কোনক্রমে হামাগুড়ি দিয়ে এগুচ্ছিলো , এখন মরনের দিকে মার্চপাস্ট করে এগুচ্ছে।



সে কে, বা কেন এসব ভেবেছিলো পরিচয় বা কারণ কিছুই জানা যায়নি।







মন্তব্য ৩৫০ টি রেটিং +৮৮/-২

মন্তব্য (৩৫০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫০

রাজসোহান বলেছেন: B-) ;)

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৩

হাসান মাহবুব বলেছেন: কি হৈলো এত খুশী কেন! পুত্তুম পিলাচ দিছো নাকি! পুত্তুম কমেন্টও তো তোমার :#) দুপুরবেলায় এই প্রথম কোন গল্প পোস্ট করলাম।

২| ১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৮

নস্টালজিক বলেছেন: দারুন !

পড়া শেষ করে দু:স্বপ্ন থেকে জেগে উঠলাম, মনে হল...

টু থাম্বস আপ !

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৫

হাসান মাহবুব বলেছেন: দুঃস্বপ্ন দেখাইতে পার্সি, তাইলেতো আমি সার্থক, বাডি! থ্যাংকস!

৩| ১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৮

নুরুন নেসা বেগম বলেছেন: কি অবস্হা! আর বর্ণণা যথারীতি, লেখনী এগিয়ে যাক! শুভকামনা। +

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ খালা!

৪| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৩

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: জটিল!

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: হ মনসুর ভাই, খুবৈ জটিল :(

৫| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৪

মার্ক্স বলেছেন: ভালো লেখার পাশে আছি- সবসময়!

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: এটাকে ভালো লেখা হিসেবে স্বীকৃতি দেবার জন্যে থ্যাংকস মার্ক্স। পাশে চাই সবসময়।

৬| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৪

কিছুক্ষণ বলেছেন: ভাল লিখেছেন...

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্যে!

৭| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৫

এম চৌধুরী বলেছেন: প্রোষিতভর্তৃকা হবে। প্রোষিতভতৃকা না।

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১২

হাসান মাহবুব বলেছেন: দেখেছি,ধন্যবাদ। আরো অনেক ভুল আছে, এডিট করতে হবে। গল্প নিয়ে কিছু বললেননা?

৮| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৭

রাজসোহান বলেছেন: আমার অনুসৃত ব্লগে আপনার পোস্ট এখুন স্টিকি হয়া আছে ;) এখন বিকাল আর সন্ধ্যা বেলায় গফ দেবার রেকর্ড কৈরা ফালান আর সামনের ২৬ শে নভেম্বরের আগ পর্যন্ত এই গফ পড়ুম না ;)

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: ২৬শে নভেম্বরে কি হৈবো! অহুনি পড়। নাইলে আমি আর পুস্ট দিমুনা! /:)

৯| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: Chomotker..!!

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সিমু!

১০| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৮

জামিনদার বলেছেন: দুপুর বেলা এই প্রথম এরাম গল্প পড়লাম। সেইরাম হইছে।

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: আমিও দুপুরবেলায় প্রথম এরকম গল্প দিলাম। তবে ইদানিং আমার কাছে সবসময়ই রাত রাত লাগে!

পড়ার জন্যে অনেক ধন্যবাদ!

১১| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১১

বিপ্লবী স্বপ্ন বলেছেন: দারুন লিখেছেন।

যদিও সবটা বুঝতে পেরেছি বলে মনা হয় না।

পিলাচ...

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! গল্প নিয়ে কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন।

১২| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৬

এম চৌধুরী বলেছেন: ভাবটা ধরতে পেরেছি বলে ভালো লাগছে। অনেক প্রতিকী একটা লেখা। অসাধারণ।
তবে বর্ণনাটা পড়ে তৃপ্তি পেলাম না। কে জানে, অন্য কোন সমস্যা আছে কিনা।

প্লাস দিতেই হল!

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৮

হাসান মাহবুব বলেছেন: আমার লেখা এরকমই। প্রতিকী, আর বর্ণনা রিপালসিভ। তবে সেরকম রিপালসিভ হয়নি হয়তো। চেষ্টা করব ভবিষ্যতে।

অনেক ধন্যবাদ!

১৩| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৮

এম চৌধুরী বলেছেন: আবার পড়ছি!

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৯

হাসান মাহবুব বলেছেন: বলেন কি! :-/

১৪| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৮

রাজসোহান বলেছেন: শহরে তার প্রবেশ কিরূপে হবে।

পুরো গল্প চলিত ভাষায় কিন্তু এই লাইনে সাধু রাখার হেতু কি ? মাইনাস ।

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২০

হাসান মাহবুব বলেছেন: লেখকের স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্যে তোমার কমেন্ট রিফুটিত /:)

১৫| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২২

রাজসোহান বলেছেন: সাধু চলিত মিশ্র করায় পুরা পোস্টই এখন রিফ্যুত করা হইলো আর সাথে বানান ভুল তো আছেই X(

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৬

হাসান মাহবুব বলেছেন: মডুরা কি ব্যাকরণবিদ নাকি? =p~

১৬| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৮

এম চৌধুরী বলেছেন: তার জন্যে অপেক্ষা করে আছে বিপত্নীক প্রৌঢ় দীর্ঘদিনের ক্ষুধা শরীরের নিম্নাংশে নিয়ে, প্রোষিতভতৃকা একটি চিঠি এবং কিছু উপহারের আশায়, ফাঁসিকাষ্ঠে দাঁড়িয়ে আছে খুনের আসামী তার কঠোর হাতের হ্যাঁচকা টানে জীবনের শেষ দৃশ্য দেখার উৎসাহে, বখাটে ছেলেটি রাস্তার কোণে আয়েশ করে অশ্লীল খিস্তিগুলো আবার আউড়ে নেয়, তাকে বলবে বলে।
আমিই সেই আলোকমিস্তিরি।
যেহেতু এই শহরটি ছিলো একটি উৎকৃষ্ট মাংস সরবরাহক, তাই বরাহ'রা আপাতত নিস্কৃতি পেলেও অন্যান্য শহরের অধিবাসীরা উদ্বিগ্ন হয়ে ওঠে পর্যাপ্ত মাংসের যোগান না পাওয়ায়।

এ লাইনগুলো খুবই সামান্য পরিমাণের অগোছালো মনে হচ্ছে।



যাই হোক। সবকিছু মিলিয়ে চমৎকার হয়েছে।


১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫০

হাসান মাহবুব বলেছেন: ঠিক বুঝতে পারছিনা কোথায় অগোছালো। জাঝা'র জন্যে ধন্যবাদ!

১৭| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪০

এম চৌধুরী বলেছেন: আবার পড়মু? পড়ি তাহলে!

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫১

হাসান মাহবুব বলেছেন: আপনেরতো দেহি চয়েজ ভালো না। কি ফালতু গল্প বারবার পড়েন :-/

১৮| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪৩

এম চৌধুরী বলেছেন: হুঁম।
সাধু চলিতের মিশ্রণ দেখা যাচ্ছে।
ব্যাপার না। অসাধারণ সাহিত্যে ছোট খাটো ত্রুটি না থাকলে সাহিত্যের শক্তি বোঝা যাবে না।
রাইট??

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: এটা অসাধারণ সাহিত্য হয়েছে কিনা জানিনা, তবে আমার গল্প লেখার পাতাকে আমি ব্যাকরণ পরীক্ষার খাতা হিসেবে দেখতে চাইনা। গ্রামার অবশ্যই মানতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লেখক স্বাধীনতা প্রয়োগ করতে পারেন। সাধু চলিত মিশ্রণটা ইচ্ছাকৃত। ওটা কেন যেন আমার ভালো লেগেছে। ওরকমই থাক।

১৯| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৭

চতুষ্কোণ বলেছেন: এত ভাবাভাবির কাজ নাই। যেভাবে চলতেছে সেভাবেই চলুক। গল্পের থিম ভালো লাগছে কিন্ত পড়তে কষ্ট হৈছে একটু। +++

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৮

হাসান মাহবুব বলেছেন: কষ্ট করে পড়ার জন্যে ধন্যবাদ :|

২০| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৮

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: নস্টালজিক বলেছেন: দারুন !

পড়া শেষ করে দু:স্বপ্ন থেকে জেগে উঠলাম, মনে হল...


আসলেই দুঃস্বপ্ন ! :((

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৯

হাসান মাহবুব বলেছেন: আমি খুশী! :#)

২১| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:০০

এম চৌধুরী বলেছেন: গুড। সাধু চলিতের মিশ্রণ যে সবসময় দূষিত না বোঝা যাচ্ছে আপনার লেখা দেখে!

অগোছালো মনে হয়েছে খুবই সামান্য। সম্ভবত সেটা শুধু আমার খুঁতখুঁতে মনের কারণে।

যাই হোক। আরো একবার পড়া যাক। কি বলেন! =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১১

হাসান মাহবুব বলেছেন: লেখাটা প্রিয়তে লন এতৈ যখন পছন্দ হৈছে (লাজ লজ্জার মাথা খাওনের ইমু)

২২| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:০১

এম চৌধুরী বলেছেন: এখানকার মডুদের নাম কন তো একটু। দরকার আছে।

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১২

হাসান মাহবুব বলেছেন: জানা এবং আরিল! এটা তো সবাই জানে। তবে হিডেন মডুদের কথা জানিনা!

২৩| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৭

আমি সুখ পাখি বলেছেন: 'গডো'র কথা মনে পড়ে ।

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: গডো? সেটা কি ভাই? আমি জানিনা :(

২৪| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: অসাধারণ।সমসাময়িক সমাজের ক্ষয়িষ্ণু ও অস্থির জীবনবোধের চমৎকার চিত্রায়ন।

কর্পোরেট লেত্তির হেঁচকা টানে নাগরিক লাটিমের অস্বাভাবিক ঘূর্ণন কিংবা আপন কক্ষবিচ্যুতির চিত্র ফুটে উঠেছে প্রতিকী লিখনীর খোঁচায়।


+

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে নেক্সাস!

২৫| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৩

আলিম আল রাজি বলেছেন: নাহ! ঘোলাটে লাগছে হাসান ভাই।

যাই, তৃতীয়বারের মতো শুরু থেকে শুরু করি।

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৬

হাসান মাহবুব বলেছেন: এত ধৈর্য্য পোলাপাইনের! :-/

২৬| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৭

এম চৌধুরী বলেছেন: প্রিয়তে নিমু???
???????????
নেওনের আগে আরেকবার পইড়া দেহি???
কি কন???



মডুদের চিনুম ক্যামনে কন? আমি তো ভাই শিশু ব্লগার। এহন থেইকা আর লিখুম না। অন্তত আগামী দেড় মাস। এ সময়ের ভিতরে দেহা যাক....

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩০

হাসান মাহবুব বলেছেন: আইচ্ছা আরেকবার পৈড়াই প্রিয়তে লন। :#)

মডুদের চেনার কি দরকার? নিজের মত করে লিখে যাবেন। লেখা থামাবেন কেন?

২৭| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৫

এম চৌধুরী বলেছেন: এত কইরাই যখন কইলেন তখন আর কি করা। প্রিয়তে লইলাম। ;) ;) ;) ;) ;) =p~ =p~ =p~ =p~ =p~ ;) ;) ;) ;)
হুঁম। লিখুম না। আর মুঞ্চায় না। মাইনষে পড়ুক যেগুলা লিখছি। তারপর।

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৯

হাসান মাহবুব বলেছেন: থেংকু থেংকু! লেখা ফালায় রাখলে অবশ্য কমেন্ট বেশি আসে। লেখা ফালায় রাখেন আর ব্লগে ব্লগে ঘুরে বেড়ান দেখবেন অনেক কমেন্ট আসবে।

২৮| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪০

আলিম আল রাজি বলেছেন: এইটা আপনার সবচেয়ে "পেচাইন্না" গল্প। :( :( :(

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৬

হাসান মাহবুব বলেছেন: একমত হৈতে পারলামনা! আমার মতে অন্য একটা গল্প বেশি জটিল। ঐটা দ্বিতীয়বার পড়ার সময় আমার নিজেরই মাথা ঘুরতাসিলো :|

২৯| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৯

আলিম আল রাজি বলেছেন: আমি নাদান পাঠক আর আপনি লেখক। তাই একমত হওয়ার কথাও না। :)

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮

হাসান মাহবুব বলেছেন: আমি নাদান লেখক কি লিখি না লিখি... তবে কথা সেটা না, কথা হল, মতের অমিল হওয়াটাইতো স্বাভাবিক! প্রতিটি মানুষ আলাদা, চিন্তা চেতনা, পছন্দও আলাদা।

৩০| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:০১

রাজসোহান বলেছেন: ইদানিং কর্পোরেট দুনিয়ার অসঙ্গতি গুলো আপনার গল্পকে বেশ প্রভাবিত করেছে, গত মাসেও কর্পোরেট বিষয়ক একটি গল্প এসেছে, এটা কি লেখকের স্বতস্ফুর্ততা থেকেই আসছে নাকি দায়বদ্ধতা থেকে?

সমসাময়িক বিষয়ে আপনার লেখার দক্ষতা ঈর্ষনীয়।

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১০

হাসান মাহবুব বলেছেন: কর্পোরেটের দেখানেপনা আবেগ আর মাস্তানি আমার একদম সহ্য হয়না। ওরা হৈলো নিও মাফিয়া। সরকারের চেয়ে ওদের শক্তি অনেকাংশে বেশি।

হ্যাঁ,বর্তমান সময়কে নিয়েই লিখি, লিখতে পছন্দ করি। থ্যাংকস সোহান।

৩১| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৭

জিকসেস বলেছেন: আরিব্বাস।

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৭

হাসান মাহবুব বলেছেন: কিরিব্বাস?

৩২| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৬

ডেইফ বলেছেন: অসাধারণ!

১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩০

হাসান মাহবুব বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ ডেইফ! শুভসন্ধ্যা।

৩৩| ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৫

নৌশীন বলেছেন:
শহরের মতিভ্রম
বন্দে মাতারাম!
অশুভ অভ্যূথানে হোক
রংগীন ভূবন-শুভ জীবন
চিল-শকুন-কাঁক
যাক চলে যাক
ঈদ মোবারাক্‌..........

১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১১

হাসান মাহবুব বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখলাম। আশা করি পুরোনো তিক্ততা ভুলে আবার নতুনভাবে ব্লগিং করব একসাথে। তবে আপনি আমাকে চটি রাইটার বলসিলেন সেই দুঃখ এখনও ভুলিনাই :(

৩৪| ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৯

শিরীষ বলেছেন:
এই শহরকে ফেইস করতে হবে কাল থেকে। মাথানষ্ট শহর। হা হা, গল্পটা পড়ে প্রিপারেশন নিচ্ছি যাতে করে ভুল ভ্রান্তি কম হয়।
রেজর শার্প!!
কনগ্রাটস্, হামা ।

১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৪

হাসান মাহবুব বলেছেন: সেইম অবস্থা আমার। ওটা থেকেই কি গল্পটা আসলো? নাহ, কালকে গল্প লেখার থিমটা অন্যভাবে এসেছিলো। শুনলে হাসবা। অন্যত্র বলব তোমাকে।

থ্যাংকস ফ্রেন্ডো!

৩৫| ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

আলিম আল রাজি বলেছেন: গল্পের থিমটা ধরতে সমস্যা হচ্ছিলো। ধরতে পারার পর পড়তে চমৎকার লাগলো।
যথারীতি মুগ্ধ হাসান ভাই।

১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

হাসান মাহবুব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজি। হ্যাঁ, একবার টোনটা ধরতে পারলে আর অসুবিধা হবার কথা না।

৩৬| ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৮

জুন বলেছেন: হাসান তোমার গল্প পড়ার পর আমার লজ্জাই লাগছে।
আমার নিজের পোস্টের ট্যাগ/ কি ওয়ার্ডে গল্প লেখাটা মুছে ফেলতে ইচ্ছে করছে।
ভাবছি আর কখোনো গল্প লেখার দু:সাহস করবোনা ব্লগে ?
১৭ নং প্লাস।

১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪০

হাসান মাহবুব বলেছেন: কি যে বল! সবধরনের লেখাই থাকা উচিৎ। তোমার লেখাটা এক ধারার আমারটা অন্য ধারার। আমার তো ভালোই লেগেছে তোমার গতকালকের গল্পটা। আরো লিখলে নিশ্চয়ই আরো ভালো হবে!

৩৭| ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৮

কি নাম দিব বলেছেন: আয়হায়! মাথার উপ্রে দিয়ে গেল। বাংলায় লেখেন ভাইডি, পিলিজ! :| :| /:)

১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪২

হাসান মাহবুব বলেছেন: এইটা কি কৈলেন কিনাদি :(

৩৮| ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪২

মেঘ রোদ্দুর বলেছেন: ভূমিক্প আর ফিনিক্স আসুক ....


উপমাগুলা এত বিদঘুটে! মনে হচ্ছিল মি.হাইডের লেখা পড়তেছি :P
++++




১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫১

হাসান মাহবুব বলেছেন: মুহাহাহা! থ্যাংকস! ভূমিকম্প আর ফিনিক্স নিয়ে হয়তোবা পরে কোন একটা গল্প লেখার চেষ্টা করতেও পারি!

৩৯| ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

সাইমুম বলেছেন: ++

১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সাইমুম ভাই।

৪০| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:০২

কি নাম দিব বলেছেন: আমার মাথায় ইদানীং সহজে কিছু ঢুকেনা, মাথায় বড় কৈরা একটা ছিদ্র করতে হবে মনে হৈতেছে।

দাড়ান, আরেকবার পড়ি।

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:১১

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা। আপনাকে একটু হিন্টস দেই। মনে করেন শহরের সবাই কোন একজনের জন্যে অপেক্ষা করছে। যে যেরকম সে তার মত করে তাকে দেখতে চায়। যেমন সম্পাদকের কোষ্টকাঠিন্য, তাই সে উক্ত ব্যক্তিকে ঐ রোগের পরিত্রাতা হিসেবে দেখতে চায়। আর মাংসটা হল রূপক। মেয়েদের দেহ বা মাংস বিক্রী করে মুনাফা লুটছে কর্পোরেট মাফিয়ার দল। তো ঐ শহরের সবাই যখন স্বপ্নাদিষ্ট হয়ে গেলো, তখন অন্য শহরগুলোর কার্যক্রম বিঘ্নিত হতে লাগলো। তাই তারা কসাই আর ডাক্তারকে পাঠালো।

আমাদের এই যে স্বপ্ন দেখা তাতেও কদর্যতার প্রলেপ থাকতে পারে, কিন্তু প্রাণহীন এই শহরে আমরা স্বপ্ন দেখাই ভুলে গিয়েছি।

এরকম কিছুটা! আরো অনেক ডিটেইলস বলা যেতো, কিন্তু ওগুলো আপনি যা ভাববেন, তাই।

৪১| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:১৩

কালীদাস বলেছেন: পুরাটা ভালামত বুঝি নাই। আবার পড়তে হৈব!!
পেলাস দিয়া গেলাম B-)) B-)) B-)) B-))

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:১৮

হাসান মাহবুব বলেছেন: উপরে কিনাদির কমেন্টের রিপ্লাইয়ে কিছু কথা কৈসি পৈড়া দেখতে পারেন!

৪২| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:১৩

নীল ভোমরা বলেছেন: সুলিখিত, সুখপাঠ্য!... দূর্বোধ্যও বটে! প্লাস।

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আসলে আমি যে বিষয় নিয়ে লিখেছি ওটা প্লেইন টেক্সট এ লিখলে মনে হয় ভালো লাগতোনা। কিছু দুর্বোধ্যতা থাকুক না! ভাবার অবকাশ থাকলো। আর ভাবনার রঙতুলি দিয়ে যা ইচ্ছে তাই রঙ করতে পারেন আপনি।

৪৩| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৭

জিসান শা ইকরাম বলেছেন:
হাসান মাহবুব ভাই, আমার যে কত কষ্ট হয় , আপনার লেখা বোঝার জন্য :(
অর্ধেক বুঝেছি। তাতেই ব্রেনের কার্যকারিতা অর্ধেক শেষ।
ভালমতো বুঝেনি। আগামীকাল মন্তব্য । আজ পেন্ডিং ;)

তবে + এ চাপ দিয়া গেলাম :)

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৫

হাসান মাহবুব বলেছেন: মন্তব্যের অপেক্ষায় থাকলাম। অনেক ধন্যবাদ!

৪৪| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৩৭

কি নাম দিব বলেছেন: তৃত্যীয়বারের মতো পড়ে থিমটা ধরতে পেরেছি। সুন্দর :)

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৬

হাসান মাহবুব বলেছেন: শুনে খুব ভালো লাগলো, কিনাদি!

৪৫| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪১

আমি সুখ পাখি বলেছেন: সুত্রঃ ২৩ নং মন্তব্য-

স্যামুয়েল বেকেটের নাটক-গডোর প্রতীক্ষায় ।

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৭

হাসান মাহবুব বলেছেন: দেখা বা পড়া কোনটাই হয়নাই।

৪৬| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৩

এলোমেলো রকস বলেছেন: ভাই ফেইসবুকে রিকো পাঠায়া বইসা আছি। আওয়াজ দিয়েন

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৯

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা

৪৭| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪৯

স্বদেশ হাসনাইন বলেছেন: আবারও মুগ্ধ হলাম পাঠে এবং লজ্জিত হলাম নিজের অবস্থানকে দেখে

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৭

হাসান মাহবুব বলেছেন: পাঠের জন্যে অনেক ধন্যবাদ। আপনার গল্প কবিতা গানগুলো আমাকে শুধু মুগ্ধ না বিস্মিতও করে।

শুভরাত।

৪৮| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তুই তো আমাকে অবাক করে দিলি রে! :)

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫৩

হাসান মাহবুব বলেছেন: অবাক কেন? :-*

৪৯| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪০

েভােরর স্বপ্‌ন বলেছেন: ++++++

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫৪

হাসান মাহবুব বলেছেন: থেংকু ফ্রেন্ডু!

৫০| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৫

নিমা বলেছেন: দুটি কাথাই মাথায় আসছে এখন..... অন্ধসপ্ন আর বোবাকান্না ....

অসাধারনন লেখা

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ নিমা! স্বপ্নগুলো বেঁচে থাকুক, কান্না যেন না ছুঁয়ে যায়।

৫১| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৬

শূণ্য উপত্যকা বলেছেন: কর্পোরেট দুনিয়ার উপর আপনি বেশ ক্ষাপা দেখছি। কয়েকদিন আগেও একটা গল্প পড়লাম।
লেখা খুব বেশী জটিল মনে হয়নি।কিছুটা জটিল তো আপনার প্রায় সব লেখা।
যায় হোক হামা ভাই আমরাও একজনের অপেক্ষায় আছি। যে আমাদের উন্নতির পথে এগিয়ে নিবে। চলমান এ অপরাজনীতি বন্ধ করবে। পাব কি তার দেখা?

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৭

হাসান মাহবুব বলেছেন: সম্ভাবনা তো দেখিনা!

৫২| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এত পরিপক্ক লেখা... এত পরিণত... আ রিয়াল টাফ জব! হাততালি হবে একটা। :)

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৮

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! ইয়ে মানে আমার আগের লেখাগুলো কি একটু বেশিই অপরিপক্ক ছিলো নাকি? #:-S

৫৩| ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৮

সায়েম মুন বলেছেন: গল্প শুরু করছেন একটা স্বপ্নের মধ্য দিয়া। কারে জানি খুঁজি কিন্তু পাইনা। মিজাজ পুরা বিলা হৈয়া যাইতাছিল। শ্যাষে আইসা খোঁজ পাওয়া গেল। মাগার ততদিনে শহরটার অবস্থা ক্যাটাস্ট্রোফির কাছাকাছি। যাউগ্গা গল্পটা মারামার্ন্তিকরকম ভাল লাগছে।

১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪৮

হাসান মাহবুব বলেছেন: শ্যাষে আইসা খোঁজ পাওয়া যায়নাই, অন্য শহরের মানুষেরা তাদএর শহরে ঢুইকা পর্সিলো। কারণ এটা বিনিময়ের যুগ। স্বপ্নালুতায় ডুবে থাকার সময় কারো নাই। একদম নাই।

মারামার্ন্তিকরকম কথাটা পছন্দ হৈছে। থেংকু!

৫৪| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: umm... ta kichuta chilo to botei. ;)

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: :( X(

৫৫| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪২

শেখ আমিনুল ইসলাম বলেছেন: অসাধারণ! পুরো গল্পটাই আমার কাছে একটা কবিতার মত মনে হচ্ছিল। আমার নিজেরও কেমন যেন ঘোর বা বিভ্রম মনে হচ্ছিল। উত্তরটা মিলল শেষে এসে।

কিন্তু কোথায় কার যেন মনে হয় শহরটি ঠিক বেঁচে নেই, তারা বাঁচার দিকে কোনক্রমে হামাগুড়ি দিয়ে এগুচ্ছিলো , এখন মরনের দিকে মার্চপাস্ট করে এগুচ্ছে।


এই কোথাকার কারো জন্যই পুরো শহরবাসীর অপেক্ষা। এবং আমাদেরও। কিন্তু আমরা তাঁকে চিন্তেই পারি নি। মার্চ পাস্ট করে ক্রমশ মৃত্যুর দিকে এগুচ্ছি। অসাধারণ হাসান মাহবুব ভাই। অসাধারণ!

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৩৯

হাসান মাহবুব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!

৫৬| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩৯

অমিত চক্রবর্তী বলেছেন: দ্যাটস মোর লাইক ইট!

টু থাম্বস আপ!


২০ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস অমিত। শুভরাত্রি।

৫৭| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১২

এম চৌধুরী বলেছেন: হুজুগ। বাঙালী হুজুগের উপ্রে চলে। কি আর করা কন??
মাথাটা খারাপ হয়া গেল গা!

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৪১

হাসান মাহবুব বলেছেন: আফসোস!

৫৮| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১৫

এম চৌধুরী বলেছেন: আবার পড়লাম। ইচ্ছা করল তাই।

এটা কি বললেন? আমি বেশি ভাবি? হতেও পারে। অকর্মণ্য লোকদের ভাবাভাবির পরিমাণটা একটু বেশি।
মতামত দরকার ছিল শেষ লেখাটাকে। নইলে তো বুঝতে পারব জিনিসটা খাদ্য না অখাদ্য হয়েছে। তাই না??

২০ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: যতবার খুশী পড়েন আর ভাবেন নো প্রোব্লেমো।

৫৯| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:০৯

শামীম শরীফ সুষম বলেছেন: সে এক লেখক আছে কেবলই লাবণ্য ধরে বিক্ষত পানপাত্রে

+++++++++++++++++++++

২০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:০৬

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস সুষম!

৬০| ২০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৩

মাশফিক হক বলেছেন:
১টা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। হাসান ভাই অসাধারণ হয়েছে! লাইক লাইক!

২০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ঘোরের জয় হোক!

৬১| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ৮:১৭

ত্রাতুল বলেছেন:
এই মরনমুখী গায়ককে কেউ কোনদিনই উপাসনালয়ে যেতে দেখেনি, কিন্তু শহরে প্রবাহমান তরঙ্গের রঙ্গে সে কম্পাঙ্ক না হয়ে পারেনি।

সময়ের স্রোতে গা ভাসিয়ে দেয়াদের দলটা ক্রমেই বড় হচ্ছে।
কোন এক মহানায়কের অপেক্ষায় কেটে যায় বছরের পর বছর।
নিজের ভিতরে যেটুকু আলো জ্বলছিলো তাও আজ নিভু নিভু।
দায় এড়াতে গিয়ে সেই আলোটুকু বের করে আনতেও এখন ভয় হয়।

২০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০০

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস ত্রাতুল। কমেন্ট এবং কবিতার জন্যে।

৬২| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০০

আমি ছাড়া সবাই খারাপ বলেছেন: :|

২০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১১

হাসান মাহবুব বলেছেন: আমি ছাড়া সবাই খারাপ বলেছেন: :|

৬৩| ২০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৪

আমি ছাড়া সবাই খারাপ বলেছেন: স্যরি ..ভূল কৈরা পোস্ট পইড়া ফেলছি...

২০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২০

হাসান মাহবুব বলেছেন: খুবই ভালো কথা। থেংকু। কেমুন লাগলো?

৬৪| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩৫

আহাদিল বলেছেন: স্বপ্ন দেখা ভুইল্যা গেসিলাম, কিন্তু আপ্নে দুঃস্বপ্ন দেখায়া ছার্তেসেন!

সে যাই হোক, আপনার লেখা যে ভালো তা তো বলার অপেক্ষা রাখে না।
keep it up.
দুঃস্বপ্ন দেখতে দেখতে যদি কোনদিন সুন্দর স্বপ্নের দেখা পাওয়া যায়! শহরের মানুষগুলো যদি এগিয়ে যেতে পারত সেই স্বপ্নের দিকে!

২১ শে নভেম্বর, ২০১০ রাত ১:৫০

হাসান মাহবুব বলেছেন: আমিন!

৬৫| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ১:৪০

অনন্ত দিগন্ত বলেছেন: অসাধারন .... দিনের বেলা এমন পোষ্ট দিলেন ক্যামনে ?

২১ শে নভেম্বর, ২০১০ রাত ১:৫২

হাসান মাহবুব বলেছেন: আমার আছে রাত...

৬৬| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ২:১২

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
গল্পটা......
সেইরকম ফাইন হইসে!
সেইরকম!!

২১ শে নভেম্বর, ২০১০ রাত ২:১৫

হাসান মাহবুব বলেছেন: তোমার সাথে যেই থিমটা নিয়া আলোচনা কর্সিলাম সেটাই লিখতে গেসিলাম, কিন্তু কলম কোথায় নিয়ে গেল দেখসো!

৬৭| ২১ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২০

শোশমিতা বলেছেন: লিখাটা কালকে একবার পড়েছি কিন্ত বুঝতে পরিনাই তাই মন্তব্য করিনাই । এখন আবার পড়লাম ভালো লাগলো +

২১ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!

৬৮| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:২৫

নীল_পরী বলেছেন: যথারীতি চমৎকার!!!!

২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:৩৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভসকাল।

৬৯| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:০৪

অভিবাসী বলেছেন: :| :| :| কষ্ট করে পড়ার জন্য আমারে ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা আর এই লন আপনার +++
সামনের বার লেখার সময় আম-ব্লগারের কথা একটু মাথায় রাখলে ভাল হয় :)

২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্যে!

৭০| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:০১

স্তব্ধতা' বলেছেন: একটা বেশ মজার ব্যাপার লক্ষ্য করলাম মন্তব্য গুলোতে।অনেকেরই কয়েকবার করে পড়তে হচ্ছে বোঝার জন্য।গল্পের নামটি মাথায় রেখে পাঠ করলে গল্পটি বোঝা খুব সহজ হয়ে যায়।গল্পের নাম করনের সার্থকতা বোধ হয় একেই বলে।আমার মনে হয় আপনার এই গল্পটিতে গল্পের 'নাম করনের সার্থকতা' বিষয়টি সবচেয়ে বেশী উপভোগ্য হয়েছে।এই গল্পের নাম দিয়ে পাঠের সময় গল্পের প্রতিকী চিত্রটা ধরতে পারাটা ছাই দিয়ে মাছ ধরার মতো লাগলো, পিছলাবার কোন উপায় নেই।

কর্পোরেটের চাদরে ঢাকা সব শহর গুলোর মধ্যে একটি 'শহরের মতিভ্রম' ঘটলো 'আলোকমিস্তিরি' স্বপ্ন দেখার মধ্যে।এখানে লেখকের ''আলোকমিস্তিরি'র ডেলিবারেট ব্যঙ্গাত্মক বানানটিও পাঠ সহায়ক।অবশেষে প্রতিবেশী 'আলোকমিস্তিরি'র স্বপ্ন না দেখা কর্পরেট শহর গুলোর হস্তক্ষেপে আলোচিত শহরটি তার মতিভ্রম থেকে ফিরে আসে পুরোনো কর্পরেটের ছায়াতলে।গল্পে পুরো প্রক্রিয়াটিতে এবং শহরটির পূর্বাবস্থায় ফিরে আসার পুরো চিত্রটিতে ভোগবাদী সোসাইটির প্রতিকী ব্যবহার লক্ষণীয়। চমৎকার লাগলো হামা।+++++

তবে আর একটি বিষয় না বললেই নয়, আপনার লেখায় জীবনের ছোট খাট আত্ম-প্রতারণার চিত্রগুলি, যা আমরা সহজেই নিজের অনুধাবনের বাইরে থেকে করি, এতো সুন্দর করে ফুটে ওঠে যে আপনার লেখার মাধ্যমে তা অনুধাবন করার পর নিজের চেহারাটা নিজের কাছেই লজ্জা লাগে।যেমন, এই জায়গাটি ''অথবা উড়োজাহাজের ককপিটে নব্য নিয়োগ পাওয়া বিমানবালা অভিজ্ঞ পাইলটের মনোযোগ আকর্ষণের নিমিত্তে তার কথা আলোচনা করে''.....হাহাহা হ্যাটস অফ্।অসাধারণ অবজার্ভেশন, উই আর বাই ডিফল্ট ইউসড টু দিস কাইন্ডস অফ সেলফ ফ্যালাসী।অবশ্য এটি আপনার লেখায় নতুন কিছু না, এর আগেও এরকম অবজার্ভেশন দেখেছি...এনাদার গুড ওয়ান।

শুভ সকাল।

২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: আপনি আসলেই ছাই দি্যে ধরেছেন! এই গল্পটাকে ঈদ উপলক্ষ্যে রচিত বিশেষ গল্প বলতে পারেন। ঈদ বিষয়ক কিছু এলিমেন্টও পাবেন যেমন কসাই, মাংস, দা! আমি চেয়েছিলাম একটা গল্প লিখতে যেখানে একজন কসাই মাংস কাটতে থাকবে সেই সাথে আমাদের বিবেকের রক্তক্ষরণ প্যারালালি দেখানো হবে সিম্বলিকভাবে। পরে ভাবলাম, যে নাহ এটার বদলে লিফটের নামতে থাকা এবং আমাদের পতনশীল নাগরিক জীবন...শেষপর্যন্ত লিখতে বসলাম এবং ফলাফল দাঁরালো এই!

শুভেচ্ছা। শুভদুপুর!

৭১| ২১ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৩১

মুরাদ-ইচছামানুষ বলেছেন: গল্পের থিম সুন্দর,বর্ননাও ভাল।।

২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মুরাদ।

৭২| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১২

শ।মসীর বলেছেন: আজকে আর কিছু কমুনা, টায়ার্ড আছি.......... :):)

২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:২৬

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা! টায়ার্ড অবস্থায় এই গল্প না পড়াই ভাল :|

৭৩| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

ত্রাতুল বলেছেন:


কবিতা কোথায়?
লাইনগুলা আলাদা করে লিখলেই কবিতা হয় নাকি?
এইযে লিখলাম এইটা কি কবিতা হলো?
এখন কেমন আছেন?

২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৬

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ ভালো আছি। শুভসন্ধ্যা।

৭৪| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৪

ময়নামতি বলেছেন: তারা নেতাদের মগজটা চিড়ে বের করে নিয়ে সেখানে এক টুকরো জলভরা তালশাস ভরে দেয়।
নায়িকাদের স্তন থেকে প্রয়োজনীয় মাংস কেটে নিয়ে সেখানে বহুজাতিক কোম্পানির লেবেল সেঁটে দেয়।

হাসান ভাই কেমন আছেন।

আপনার কয়েকটি লেখায় মন্তব্য করার সৌভাগ্য আমার হয়েছে । এই লেখাটি মনে হল ক্ষোব প্রকাশের অপেক্ষার পালা হিসেবে।

আমার রক্ত ঘাম বুকের পাঁজর দিয়ে তোমার প্রাসাদ তৈয়ার
সাতমহলার স্বপ্নচুড়ায় বসে ভাব একা দাবিদার। না না না

ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৯

হাসান মাহবুব বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নিয়মিত মন্তব্য করে প্রেরণা দেবার জন্যে। কিপ ইন টাচ।

৭৫| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২৮

তারার হাসি বলেছেন:
অসাধারণ!

২১ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ :-)

৭৬| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৬

লিলি বিন্‌তে সো্লায়মান বলেছেন: +++++++
অবশ্য একটু জটিল লাগ্লো, আবার পড়ব...। :)

২১ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪৩

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা আবার পড়বেন। শুভরাত্রি!

৭৭| ২২ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৯

পল্লী বাউল বলেছেন: গল্পটা গতকাল পড়েছি লগঅফ অবস্থায়। +++

দারুন লেগেছে ভ্রাতা।

২২ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩১

হাসান মাহবুব বলেছেন: আরেহ বাউল ভ্রাতার আগমন! আপ্যায়িত হউন :#)

৭৮| ২২ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:১৪

ইসরা০০৭ বলেছেন: লেখাটা অসাধারন হয়েছে ভাইয়া,তবে পড়তে গিয়ে দাত গুলো যেন মরমর করছে।



সত্যি ভালো লেগেছে+++

২২ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:১৭

হাসান মাহবুব বলেছেন: দাঁতের জন্যে সমবেদনা আর পড়ার জন্যে ধন্যবাদ!

৭৯| ২২ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:২৪

কালীদাস বলেছেন: এবার অনেকটুকু ধরতে পেরেছি :#> :#> ভাল লাগল থিমটা B-) B-)

২২ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৪১

হাসান মাহবুব বলেছেন: ধরতে পেরে এত লাল হৈসেন ক্যান? সানগেলাস ভালা হৈসে। শুভ সকাল।

৮০| ২২ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:৪১

সানজিদা হোসেন বলেছেন: কি বলবো?আবারো মুগ্ধ হলাম

২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: আবারও ধন্যবাদ পাঠের জন্যে!

৮১| ২২ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৯

ড. কালাম এ. মীর বলেছেন: 'শয়তানের অর্গাজম পেতে যতটুকু সময় লাগে তার থেকেও বেশি' অনন্ত এই কাহন একদিন শেষ হবে, এই আশায় আছি!

অব্যক্ত বেদনাগুলো বারবার মনকে ছুঁয়ে গেছে! - আরো কষ্ট হয়েছে রূপকাশ্রয়ে ঘৃণাগোলো প্রকাশ করার আপ্রাণ চেষ্টায়।

আপনার সব গল্প আমার পড়া হয় নি, যা পড়েছি তাতে ভাবছিলাম, আপনি হয়তো খুব একটা কেয়ার করেন না। আমার ভুল ভাংলো!

২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভুল ভেঙেছে জেনে ভালো লাগলো।

৮২| ২২ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:১৯

রেজোওয়ানা বলেছেন: খুব চমৎকার লাগলো.......

২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস আপু।

৮৩| ২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩২

কমুনা বলেছেন: " style="border:0;" />

২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫১

হাসান মাহবুব বলেছেন: কমুনা বলেছেন: " style="border:0;" />

৮৪| ২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩৭

হুপফূলফরইভার বলেছেন: আফনের গপ বুঝার ছপ্তাহ ব্যাপি ট্রেনিং কোর্সের আয়োজন করেন~ নাম্বার ওয়ান ইস্টুডেন আমি~ :D =p~

২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: শিক্ষক হবে কেডা? :-/ আমি পারুম্না বুঝাইতে :|

৮৫| ২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৮

নীলঞ্জন বলেছেন: চমৎকার স্যাটায়ার ভাইজান।++++

২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ঠিক পুরোটা অবশ্য স্যাটায়ার না, তবে গল্পে বিদ্রুপ আছে কোন কোন জায়গায়।

৮৬| ২২ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৯

সায়েম মুন বলেছেন: আচ্ছা শহর যদি না থাকতো। ক্যামন হৈত /:)

২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৩

হাসান মাহবুব বলেছেন: তাহলে আমার গল্প ল্যাখার বারোটা বাজতো। কারণ আমার সব লেখাই শহরকেন্দ্রিক :-/

৮৭| ২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৮

অন্ধ আগন্তুক বলেছেন: হামা ভাই বলতে বাধ্য হচ্ছি , আপনার অন্যতম একটা স্ট্রাইকিং আর শার্প লেখা !

ইটস মোর দ্যান এ টিপিক্যান হামা পিস !

ডিটেল মন্তব্য পরে , অনেক কিছু বলার আছে । সাথে সাথে মন্তব্য করার লোভ সামলেতে পারলাম না ।

কিছু কিছু লাইন একদম চমকে দেয় ভিতর থেকে -

সবার বিবরণ দিতে গেলে শয়তানের অর্গাজম পেতে যতটুকু সময় লাগে তার থেকেও বেশি লেগে যাবে।

শহরে তার প্রবেশ কি রুপে হবে আমরা কেউ জানিনা এখনও

কে শিল্পী, কে নতুন নাগরিক বোঝা যায়না।

কখনও পর্ণতারকাদের বরণ করছে ধর্মযাজকেরা

নাগরিকদের দিকে আবেগের লাটিম ছুড়ে দেয়। লাটিম ঘোরে। ঘুরতে থাকে। বন বন বন!

জগতে দু ধরনের লোক আছে, যাদের কোষ্টকাঠিন্য আছে, এবং যাদের হতে যাচ্ছে। শহরে প্রবাহমান তরঙ্গের রঙ্গে সে কম্পাঙ্ক না হয়ে পারেনি।


আর শেষের আগের অংশটায় মাথা পুরো হ্যাং হয়ে যায় ভাবলেই ! অনেক অনেক বেশী স্ট্রাইকিং !

হ্যাটস অফ বস ।

একজন এরকম শহুরে বাসিন্দার পক্ষ থেকে ।

২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৭

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস মাশরুর। এই লেখাটা লিখে আমি নিজেও বেশ আরাম পেয়েছি। তোমার বিলম্ব দেখে ভেবেছিলাম পছন্দ করনি বোধ হয়। এখন আশ্বস্ত হলাম!

নাগরিক ধন্যবাদ।

৮৮| ২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২২

সোমহেপি বলেছেন: সমসাময়িক বিষয়গুলো আপনার লেখায় চমৎকারভাবে উঠে আসছে।যথারীতি ভালোলেখা।পুরো সচিত্র প্রতিবেদন আমাদের দুঃস্বপ্নের।

২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৯

হাসান মাহবুব বলেছেন: থেংকু! শুভসন্ধ্যা।

৮৯| ২২ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৭

দুরের পাখি বলেছেন: ডরাইছি ।

২২ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৭

হাসান মাহবুব বলেছেন: খাইচে আমি কি নাপে এনাম হয়ে গেলাম্নাকি!

৯০| ২২ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২০

শিপু ভাই বলেছেন: মাত্র গেরাম থে আইলাম। কেলান্ত আছি। নতু গফ পাইয়া খুশি হইছি। তয় এইডা পড়তে হইব ঠান্ডা মাতায়। এখন মাথা গরম আছে। :#) B-))

২২ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

হাসান মাহবুব বলেছেন: উখে! শহরে স্বাগতম!

৯১| ২২ শে নভেম্বর, ২০১০ রাত ৯:১৮

সায়েম মুন বলেছেন: না না ভচ। শহর থাকবে। কেবল আমরা থাকবো না। তার মানে আপনার গল্প বাঁইচা থাকবে ম্যালাদিন B-)

২২ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৩১

হাসান মাহবুব বলেছেন: এই নিষ্ঠুর শহরে আমার গফ পার্বেতো বেঁচে থাক্তে :( :|

৯২| ২২ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫০

মুকুট বিহীন সম্রাট বলেছেন: এক কথায় সময় উপযোগী ও সুন্দর পোস্ট।

২২ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্যে!

৯৩| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ৩:২৩

সুপান্থ সুরাহী বলেছেন: মুগ্ধতা প্রকাশ যোগ্য নয়...

কজ ভাষা পালিয়েছে...।

এবং প্রিয়তে...

+++

২৩ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:৫৮

হাসান মাহবুব বলেছেন: অসংখ্য ধন্যবাদ! শুভসকাল।

৯৪| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ৩:২৫

সেলিম তাহের বলেছেন: ব্যস্ততার কারণে অনেকদিন আপনার লেখা ফলোআপ করতে পারিনি। গল্পটা পড়লাম। হয়তো আবার পড়তে হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই- মোঁপাসার ক্লেদাক্ত অতিতীর্যক বিভৎস স্যাটায়ারের কথা মনে করিয়ে দেয় আপনার লেখনী।
মনে হয় আপনার বই প্রকাশের সময় এসেছে। ভেবে দেখবেন।

২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:০০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! বই প্রকাশ...হু ভাবছিতো! দেখা যাক কিছু হয় কিনা! ভালো থাকবেন।

৯৫| ২৩ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:৫৭

চিটি (হামিদা রহমান) বলেছেন: দুপুরে পোষ্টানো গল্প দুপুরে পড়লাম। শীতে হানা দিয়েছে, বাইরে ঠান্ডা হাওয়ায় মিষ্টি রোদ। এই সময়ে চমৎকার একটি গল্প পড়ে বেশ ভালো লাগলো।

২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:০১

হাসান মাহবুব বলেছেন: আমাদের এখানে এখন স্নিগ্ধ সকাল। অল্প শীত। সুন্দর সময়টায় আপনার চমৎকার মন্তব্যটা পেয়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।

৯৬| ২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩৫

মোহাম্মদ লোমান বলেছেন: প্রতিটি পোস্ট চরম হিট আর অসংখ্য কমেন্টে ভরপুর। যাদুটা কোথায়?

২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৪৬

হাসান মাহবুব বলেছেন: :-< সাতসকালে মেজাজটা বিলা হৈলো। কেটে পড়। ছাগুপাল থিকা ছুইটা আসছো কেন? এইটা তোমার জায়গা না। আর আইসোনা। খুদাপেজ।

৯৭| ২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:১২

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: জটিল গল্প। পুরাটা মাথায় ঢুকাইতে পারলাম না। আমার ব্যর্থতা। :( :( :(

২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:২৬

হাসান মাহবুব বলেছেন: আমারই ব্যর্থতা বুঝাইতে না পারাটা :( :( :(

৯৮| ২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:০২

লেডি বার্ড বলেছেন: শহরটাই এমন। চাইলেই আমজনতা নিজেদের মত থাকতে পারে না।

শহরে প্রবাহমান তরঙ্গের রঙ্গে সে কম্পাঙ্ক না হয়ে পারেনি।


গেরাম নিয়া লেখেন। যাও একটু আধটু এখনো বাকী আছে।


পুরাটা বুঝছি বলে মনে অয় না। /:)

২৩ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: পুরোটা না বোঝার জন্যে ধন্যবাদ ভালো পোকা! গেরাম নিয়ে যে লিখতে পারিনা, আসেনা লেখা। একটা অবশ্য লিখসিলাম পড়তে পারেন Click This Link

৯৯| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১২

আরফার বলেছেন: অতুলনীয় মুগ্ধতা...!

আপনার সমসাময়িক ঘটনার প্রেক্ষিতে গল্পের থিম তৈরি করাটা অসাধারণ।

একশ যোগ চিহ্ন রইলো।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ একশ প্লাসের জন্যে B-)

১০০| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০২

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: জ্বি,
উনার অনেক বয়স, লোকে বলে উনি ৩৫-৪০ এর দিকে হবেন। তবে আরো বেশি হতে পারে। কই য্যানো শুনেছিলাম উনি উনার বড়ো মেয়ের বিবাহ ঠিক করতে দুশ্চিন্তায় আছেন। তাহলে আরো বেশি সিনিয়র হবার কথা। ক্যান, উনার লেখা পড়ে কি কমবয়েসী মনে হয় নাকি?

হাসান ভাই, আপনার নামে অপপ্রচার চালানো হচ্ছে দেখে এলাম। :P :P

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪১

হাসান মাহবুব বলেছেন: :(

১০১| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪৮

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: =p~ =p~ =p~ =p~

প্রোপিকটা মানাইসে ভালো !!! হিহিহিহিহি !!!

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৫৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ :(

১০২| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৫৭

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

হেলু য়াছান ভাঈ,
য়বষেছে ণিযেঢ় য়াষল ছেহাঢ়া ধেখালেণ। য়াখণ ঠেখে লোখে আঢ় বুল ভুঝভে ণা।
দন্যভাধ!

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:০২

হাসান মাহবুব বলেছেন: হ। এতদিনে তোমার আসল সাহিত্যস্বর বের হল। এই বানানরীতি অনুসারে এখন থেকে কোবতে লিখবা। এতদিন কেডা লিখা দিছে আম্রা জান্তে চামুনা।

১০৩| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:০৪

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: হাসান ভাই, পাত্র হিসেবে আমি কিন্তু খুব একটা খারাপ না। :P :P

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:১০

হাসান মাহবুব বলেছেন: ওকে তোমার ওপর কফি ঢেলে খাবো!

১০৪| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:০৪

আকাশ অম্বর বলেছেন: + শুভরাত্রি ব্রো

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। শুভরাত্রি।

১০৫| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৭

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
খোভথে লিকভো, য়াফনে পরভেণ থ? থাচাঢ়াও কাগুর মাণষম্‌মান ঠীকাএ রাকথে হভে ণা? য়েঈ খাড়নে য়াছল সাহিথ্যছড় লুখিএ ঢ়েকেচি...

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: কোবতে নিপাত যাক। কাগুশখতির জয় হোক!

১০৬| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৭

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: ভাই, দুঃখ পাইলাম। আমি আপনাকে দুর্দশা থেকে মুক্তি দিতে চাইলাম, আর আপনি এইভাবে অর্ধচন্দ্র দিলেন? :( :(

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: পূর্ণচন্দ্র দিলাম এইবার, খুশী? /:) :#)

১০৭| ২৪ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:১৮

কালীদাস বলেছেন: ও ভাই, এই ফটু কার? আমি তো টাসকি খাইছি দেইখা:| B-))

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: এইডা আমার ইয়াংকালের চভি।

১০৮| ২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:০৬

রুদ্রপ্রতাপ বলেছেন: what da fcuk! আমি তো আরেকটু হৈলে চিয়ার থেইকাই পৈড়া যাইতাম! কি পিক লাগাইলেন এডি!!!! :-* :-* :-* :-* :-* :-* :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: লেখক বলেছেন: এইডা আমার ইয়াংকালের চভি।

১০৯| ২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২২

সোমহেপি বলেছেন: নিজের চেহারাটা কেমন হবে আগেই দেখে নিলেন।পিকটা কিন্ত্ত সুন্দর হয়েছে বিশেষ করে চুল দাড়ি

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: অসংখ্য ধন্যবাদ!

১১০| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

পাপতাড়ুয়া বলেছেন: আমি অনেকদিন পর নিজের উপ্রে খুশি বস!

শুরুতেই ঢুকে গিয়েছি গল্পের ভেতর,এখনো বের হই নি।গল্পনিয়ে গল্পের চেয়ে বড় আলোচনা করতে পারবো যদিও জানি তার অধিকাংশ কেবলমাত্র আমার কল্পনাপ্রসূত হবে।তবু ও পারবো কিন্তু করবোনা।


গল্পের সামারি টা গল্পেই এক লাইনে বলা আছে তাই না?

২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

হাসান মাহবুব বলেছেন: মে বি! আমি ভুইলা গেসি লি লিখসিলাম :| :-/

১১১| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫১

নীল_পরী বলেছেন: প্রোপিক চেঞ্জ করলেন কেন?? আমিতো ভয় পেয়ে গিয়েছিলাম।ভাবলাম অন্য কারো ব্লগে এসে পরেছি কিনা?? পরে দেখি না ঠিকই আছে।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৩

হাসান মাহবুব বলেছেন: আমি করতে চাইনাই। সব ষড়যন্ত্র :-/ :|

১১২| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:০১

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: :( :( :( :(( :(( :(( :((

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৬

হাসান মাহবুব বলেছেন: কি সমস্যা! অর্ধচন্দ্র, পূর্ণচন্দ্র কোনডা দিয়াই লাভ হয়না। দ্বিগুনচন্দ্র!

১১৩| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২৫

পাপতাড়ুয়া বলেছেন: তারা বাঁচার দিকে কোনক্রমে হামাগুড়ি দিয়ে এগুচ্ছিলো , এখন মরনের দিকে মার্চপাস্ট করে এগুচ্ছে।


এইতো আমাদের কর্পোরেশান।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৫

হাসান মাহবুব বলেছেন: ও হ্যাঁ, ইয়াহ! নাইস পিক। আমার আসলেই মনে ছিলোনা ঐ লাইন্দুইটার কথা। আউলা হয়া আছি পুরা!

১১৪| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:২৬

সবাক বলেছেন: পড়তে খারাপ লাগেনি। লেখকের অনুভূতির বেশিরভাগই ভেতরে রয়ে গেছে। লেখায় উঠে এসেছে অবহেলার লাইন ধরে।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩২

হাসান মাহবুব বলেছেন: :-)

১১৫| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৫৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: কিন্তু কোথায় কার যেন মনে হয় শহরটি ঠিক বেঁচে নেই, তারা বাঁচার দিকে কোনক্রমে হামাগুড়ি দিয়ে এগুচ্ছিলো , এখন মরনের দিকে মার্চপাস্ট করে এগুচ্ছে।

সে কে, বা কেন এসব ভেবেছিলো পরিচয় বা কারণ কিছুই জানা যায়নি।..............................

গল্পটা পড়েছিলাম অফলাইনে।শুরু থেকে শেষ পর্যন্ত একটা টান।
হাসানের লেখার ম্যাজিক।
তোমার লেখা ছোটগল্প আসলেই টেনে রাখে।
ব্লগে বসে মোস্তাফিজ রিপন,রোডোয়া,তিরোন্দাজ এর গল্প পড়তে এমন টান অনুভব করেছি।

ক'দিন সাইন ইন করা হয়নি.....
মাঝে মাঝেই ছায়ার মত ঘুরতে ভালোলাগে......
ভালো থেকো।
শুভকামনা সবসময়কার।

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপু! প্রিয় কিছু নামের সাথে আমার নাম উচ্চারণ করলেন সম্মানিত বোধ করছি :-)

শুভরাত্রি!

১১৬| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৩

নিভৃত নয়ন বলেছেন: ভাই প্রফাইল পিক টা জটিল হইছে :) :) :)

২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৬

হাসান মাহবুব বলেছেন: থেংকু! B-)

১১৭| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৫

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: ভালবাসিয়া গেলাম ফাসিয়া,
আসিতে হইবে তাই কিছু না ভাবিয়া.... :P :P :P

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩২

হাসান মাহবুব বলেছেন: মঙ্গলম :-<

১১৮| ২৫ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:৪৯

সুপান্থ সুরাহী বলেছেন: কেমন আছেন ?

প্রোপিক দ্যাইখা তো সেলাম কত্তে মন্চায়...

২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: হাহা! সেলাম করেন তয় সেলামি দিতে পারুম্না /:)

১১৯| ২৫ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৩

ছোটমির্জা বলেছেন: পড়ে পড়ব।
প্রিয়তে গেল
৬০ নং+।

২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৫

হাসান মাহবুব বলেছেন: না পড়েই প্রিয়তে! আচ্ছা ধন্যবাদ।

১২০| ২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৬

জিসান শা ইকরাম বলেছেন:
হাসান মাহবুব ভাই,
একটা সময় ছিল যখন অসংগতি নিয়ে খুব ভাবতাম।অনেক আগে হাল ছেরে দিয়েছি।প্রতি বছর এখন বাইরে যাই,চিকিতসার জন্য,বাচার জন্য।ডাঃ এর নিষেধ - টেনশন নেয়া যাবে না। তাই আর নেই না।

ক্ষোভ,ঘৃনা,আক্ষেপ গুলো যেভাবে ফুটিয়েছেন,তা একথায় অনবদ্য। বেশি ভাব্বেন না। এটা আমার পরামর্শ।

আপনি অনুমতি দিলে- আপনার এই লেখাটার স্টাইল সম্পর্কে কিছু বলতাম।
যদিও এটা খুবই রিস্কের।আমাকে আপনি ভুল বুঝার সম্ভাবনা থাকবে।
তারপরো বলবো- কারন আমি আপনাকে খুবই লাইক করি।

২৫ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১০

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই বলবেন! আমার লেখা সম্পর্কে বলতে সংকোচ কেন? ভুল বোঝার কিছু নেই। প্লিজ প্রসিড!

১২১| ২৫ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৭

অগ্নিশিখা বলেছেন: ++

২৫ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৬

হাসান মাহবুব বলেছেন: থেংকু ইমুসোনা!

১২২| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৫৬

মিরাজ is বলেছেন: এভাবেই শহরটি ধীরে ধীরে গতিশীল হতে থাকে আবার। দোকানে দোকানে, ব্যানারে, ফেস্টুনে বিলবোর্ডে জমা হয় মাংস আর খাবার।

অতঃপর তারা চলে যায় মৃতপ্রায় একটি শহরকে বাঁচানোর, প্রাণচাঞ্চল্যে ভরিয়ে দেয়ার পরিতৃপ্তি নিয়ে।

কিন্তু কোথায় কার যেন মনে হয় শহরটি ঠিক বেঁচে নেই, তারা বাঁচার দিকে কোনক্রমে হামাগুড়ি দিয়ে এগুচ্ছিলো , এখন মরনের দিকে মার্চপাস্ট করে এগুচ্ছে।

সে কে, বা কেন এসব ভেবেছিলো পরিচয় বা কারণ কিছুই জানা যায়নি।



+- বাটন আসে নাই(হায়রে নেট স্পীড :( :( )

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৪১

হাসান মাহবুব বলেছেন: ব্যাপার্না :-)

১২৩| ২৬ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৭

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: অনেক ভাল লাগল। ছবিটাও চমৎকার হয়েছে।

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

১২৪| ২৬ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৯

শায়মা বলেছেন: স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন ।:)

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২৮

হাসান মাহবুব বলেছেন: নচি নচি নচি কেতাদুরস্ত শায়মাপা!

১২৫| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৫

সন্যাসী বলেছেন: সেই পাখিটি কবিতাটি পড়েছেন? কবির নাম মনে নেই। ৭ম শ্রেণীতে আমাদের পাঠ্য ছিল। কবিতাটি তখন বুঝিনি। ভেবেছিলাম সত্যিই বুঝি একটি পাখি শহরে উড়ে আসবে যার প্রতীক্ষায় শহরের সকল মানুষ। মাঝে মাঝে নিজেও আকাশের দিকে তাকাতাম। মনে হত আমিও সেই পাখিটি দেখতে পাব যেটা সকল সুখ নিয়ে কোন এক শহরে আসবে। আপনার লেখাটা পড়ে ছোটবেলায় পড়া সেই কবিতাটি মনে পড়ে গেল।

একুশে মেলায় বই বের করবেন কি?

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২৭

হাসান মাহবুব বলেছেন: পড়েছি বলে তো মনে হচ্ছেনা। বই বের হবার সম্ভাবনা নেই।

১২৬| ২৭ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:৩৭

মহাকালর্ষি বলেছেন: শুরুতে সুনীলের লোরকা স্মরণে 'কবির মৃত্যু'-র আদল মনে হচ্ছিলো...শেষ পর্যন্ত এসে দম নিয়ে দেখলাম, বোধের ব্যাবচ্ছেদের চাবুক মারা প্রকাশ! নপুংশক এ সময়ে ফ্রন্ট লাইনেই লড়ে যান, লিখে যান...অসাধারণ!

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২৬

হাসান মাহবুব বলেছেন: প্রেরণাদায়ী মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ!

১২৭| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২১

লজ্জাবতী বলেছেন: প্রোফাইল পিকচারে কমেন্ট করার অপশন থাকলে বেশ হতো

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২৫

হাসান মাহবুব বলেছেন: এখানেই ব্লে ফ্লেন!

১২৮| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:২৪

যীশূ বলেছেন: বরাবরের মত।

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২৫

হাসান মাহবুব বলেছেন: বরাবরই আমার লেখা পড়ে আসছেন বলে কৃতজ্ঞতা জানুন।

১২৯| ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৬

আরফার বলেছেন: প্রোফাইল পিক তো পুরাই একশ একশ.....!!!... B-) B-)

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২৩

হাসান মাহবুব বলেছেন: এখনকারটা কিমুন?

১৩০| ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪০

আরফার বলেছেন: যোগ দিয়া গেলাম। :)
ঐদিন যোগ চিহ্ন খুঁইজা পাই নাই।

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২৩

হাসান মাহবুব বলেছেন: :#)

১৩১| ২৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৮

সায়েম মুন বলেছেন: শহরের সাথে সাথে শহরের কিছু স্বপ্নদ্রষ্টা মানুষের মতিভ্রম হৈছে। শহরে এখন তাদেরকে দেখা যাচ্ছে না :(

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২২

হাসান মাহবুব বলেছেন: চ্রমাপ্সুস!

১৩২| ২৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮

মাহী ফ্লোরা বলেছেন: আমি পইড়া কিছুই বুঝি নাই।হে মাবুদ আমারে বোঝার শক্তি দাও। :((

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:২১

হাসান মাহবুব বলেছেন: ব্যাপার্না। আমিও কিছু বুইঝা লেখিনাই! B:-/ =p~ :|

১৩৩| ২৯ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৯

রুদ্রপ্রতাপ বলেছেন: ২ বছর পূর্তির শুভেচ্ছা। এই গল্পটা এখনো পড়া হয়নাই। পড়তে হবে... মানসিক ভাবে কিছুটা বিপর্যস্ত আছি।

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:১৯

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস। কি হৈছে?

১৩৪| ২৯ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৫৯

অগ্নিশিখা বলেছেন: দ্বিতীয় বর্ষ পূর্তিতে শুভেচ্ছা :)

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:১৮

হাসান মাহবুব বলেছেন: থেংকু ইমন!

১৩৫| ২৯ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০০

কিষান বলেছেন: এমিলিও জোলার কথা মনে পড়লো আপনার লেখা পইড়া
ভাই, একটা বই ছাপান প্লিজ..........

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:১৮

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! বই কেম্নে ছাপায় জানিনাতো!

১৩৬| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩১

শূণ্য উপত্যকা বলেছেন: হামা ভাই কোথায় আপনি?

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:১৬

হাসান মাহবুব বলেছেন: এইতো এখানেই!

১৩৭| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৭

হানিফ রাশেদীন বলেছেন: সব সময়ের মত ভালো লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:১৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

১৩৮| ৩০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯

সপ্রতিভ বলেছেন: লাটিম ঘোরে। ঘুরতে থাকে। বন বন বন!

আমার ও মাথা ঘুরতেই আছে!!!

আপনার কলমে+আঙ্গুলের ডগায় মারাত্নক শক্তি

৩০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্যে!

১৩৯| ৩০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৯

তীর্থহীন বলেছেন: এক্সিলেন্ট। আমি অভিভূত।

কোন অংশেই সমালোচনা করার মত কিছু পেলাম না।তাই বলে ভাববেন না যে সবসময় শুধু সমালোচনা করতে রেডি হয়ে থাকি :D

এরকম আরো লিখুন। অপেক্ষায় থাকলাম।

৩০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

হাসান মাহবুব বলেছেন: যেকোন ধরনের সমালোচনা সাদরে গৃহীত হবে! পড়ার জন্যে অনেক ধন্যবাদ। চেষ্টা করব লেখার।

১৪০| ০১ লা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৪

সুবিদ্ বলেছেন: OMG!

এই ধাক্কা যে দিবা, আগে বিন্দুমাত্র ধারনা করতে পারিনাই...

অনেকদিন পরে পড়া হইলো, (সমসাময়িক) এমন বিক্ষিপ্ত মন নিয়া আসলে ঠিক মনযোগি হইতে পারতেছিলাম না...

আরো কথা হবে।

০১ লা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১৫

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ অবশ্যই কথা হবে চোখে চোখে অপলকে ধুরো কি কই :#) ধইন্যা!

১৪১| ০১ লা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১৪

আসিফ মুভি পাগলা বলেছেন: শততম পোস্টের অপেক্ষায় আছি আপনার । স্ট্যানলি কুবরিক লাগাইলেন কেন হঠাৎ প্রোফাইলে? :-B

০১ লা ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩০

হাসান মাহবুব বলেছেন: শততম পোস্ট দেয়ার টাইম নাই ম্যান। অবসর সময়ে মুভি দেক্তাসি। স্ট্যানলি কুবরিক লাগামুনাতো কি করুম? মুভিটা কতবার দেখসি, দেখতাসি, দেখুম হিসাব নাই। মুকস্ত করার চিষ্টা কর্তাসি :-B

১৪২| ০১ লা ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৬

টানজিমা বলেছেন: জানেনই তো, লেখা নিয়া কিছু কওয়া আমার নিষেধ।... /:)


তয় পুপিকের খোমাডায় ফুঁকলা দাঁতের হাসি হবে... :P

০১ লা ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৫

হাসান মাহবুব বলেছেন: তলোয়ার দিয়া খোঁচা দিমু!

১৪৩| ০১ লা ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৭

সুবিদ্ বলেছেন: শেখ হাসিনার ছেলে জয় একবার বাংলাদেশে আসলে তাকে বিপুল সংবর্ধনা দেয় আ'লীগ, সম্ভবত সেটা বি.এন.পি. আমলে...তখন মেজাজ খারাপ কইরা একটা কবিতা লিখছিলাম।

মজার ব্যাপারটা কি জান, তোমার গল্প পড়ার শুরুতেই ঐ ঘটনাটা মনে পইড়া গেল!

০১ লা ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৯

হাসান মাহবুব বলেছেন: হ কবিতাটা পর্সিলাম। ভালো লাগসিলো। থিমটা দারুন ছিলো।

১৪৪| ০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:৪৬

সুপান্থ সুরাহী বলেছেন: নয়া লেহার সুভ মুকতি কবে অইব...?

০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ২:০০

হাসান মাহবুব বলেছেন: হরতাল ডাকসে কলম :(

১৪৫| ০২ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৮

মাহী ফ্লোরা বলেছেন: কি যে সব ছাইপাশ লিখেন না?আমজনতার মত সোনা খুঁজতে খুঁজতে হয়রান হয়া গেলাম।লেকিন আমজনতা হইতে ফারলাম না।আফসুস.... /:) B:-/
অবশেষে সিদ্ধান্ত দিলাম পুরাই ফচা লেকা।হুদায় দু বার পড়সি।আমার লেকা চারবার পইড়া আপনে এ ঋণ শুধ করবেন কয়া দিলাম :-/ X( X( :-< |-)

০২ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

হাসান মাহবুব বলেছেন: আপনের ল্যাখা আমার এ্যাকেবারেই ভালো লাগেনা /:) তারপরেও পর্তে যখন কৈসেন পরুম্নি :#) :||

১৪৬| ০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৪

মিরাজ is বলেছেন: ইর্ষান্বিত আমরা আমাদেরকেই টেনে ধরি নিচের দিকে......... কারন আলোতে যে আমাদের ভয় যদি তাতে কেউ আলোকিত হয়......

০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৩

হাসান মাহবুব বলেছেন: আরে মিরাজ, কি খবর!

১৪৭| ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৫

মিরাজ is বলেছেন: স্বার্থপর দুনিয়ায় স্বার্থপরের মত ভাল আছি...... আপনার খবর কি বস......

০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:১৯

হাসান মাহবুব বলেছেন: আমি...ব্ল্যাঙ্ক!

১৪৮| ০৩ রা ডিসেম্বর, ২০১০ সকাল ৯:২৯

মাহী ফ্লোরা বলেছেন: এক্ষুনি পড়েন।ঋণ বেশিদিন রাখা টিক না..... :-/

০৩ রা ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: পড়ে ফেলসি ৮-১০ বার। মুকস্ত হৈয়া গেসে :#) /:)

১৪৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ২:৪৬

সুপান্থ সুরাহী বলেছেন: আমি হরতাল বিরোধী মিছিল নিয়া আইতাছি

কলমরে খাড়ায়া থাক্তে কইন...।

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩৬

হাসান মাহবুব বলেছেন: আইচ্ছা! :|

১৫০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৩

মিরাশদার১০ বলেছেন: আপনার অধিকাংশ লেখার genre কী তা জানতে ইচ্ছুক।

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

হাসান মাহবুব বলেছেন: পরাবাস্তব এবং জাদুবাস্তবের মিশেল।

১৫১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৮:২২

ফাহাদ চৌধুরী বলেছেন:

৯৬ নং এর জন্য বলিঃ

এইসব পাকি আবাল কি বাংলা পড়তেও পারে না? লেখাটা পড়লেও তো বি.সি. টা বুঝতো জাদুটা কোথায়!!


----



১৪১ কমেন্টেঃ মুকস্ত করার চিষ্টা কর্তাসি :-B

আমার কুর্স কুম্পিলিট!! B-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৬

হাসান মাহবুব বলেছেন: আমি ভাবতেসি অহুন ঐটা অনুবাদ করুম নাকি!

১৫২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫২

ফাহাদ চৌধুরী বলেছেন:

ভাই ফেইক বুক মেসেজ দেক্সন?
ঐডা দিয়া কি কাম হৈব নাকি আরো মোডিফিকেশ্ন লাগবো??

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৯:২২

হাসান মাহবুব বলেছেন: দেক্সি। ভালৈ তো লাগ্লো! ইন্টারেস্টিং!

১৫৩| ০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪৯

জেরী বলেছেন: আপ্নেরে না বলছি সহজ ভাষায় লিখতে। এমন কঠিন লিখলে তো ভাবওয়ালা ব্লগারদের মতন ভাব নিয়া খালি বলতে হবে খুব ভালো হইচে,প্লাস,ওমক-তমুক /:)

আপ্নারে প্লাস দিছি ,মনে করে আমারে প্লাস ফেরত দিয়া আসবেন...বাকির কাজ আমি করি না /:)

০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৫

হাসান মাহবুব বলেছেন: ওকে, ডিল!

১৫৪| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: কাব্যিক গল্প - ভালো লাগলো

০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!

১৫৫| ০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩৪

করবি বলেছেন: মতিভ্রমটা কার শহরের না শহুরেদের !!


আপনার ভাবনা নিয়ে নতুন কিছু বলার নেই। আবারও চমৎকার লেখা।

০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৫৮

হাসান মাহবুব বলেছেন: আমরাই তো বানিয়েছি এ শহর। শহরের মন!

ধন্যবাদ করবি। অনেকদিন আপনার নতুন লেখা পাচ্ছিনা। লেখা চাই।

১৫৬| ০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪১

বোহেমিয়ান কথকতা বলেছেন: চমৎকার! :) :)

পড়তে লেইট হয়া গেলু! :(

০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:১১

হাসান মাহবুব বলেছেন: থেংকু! ব্যাপার্না! :#)

১৫৭| ০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: কবে আসবে? :-/

০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: জানিনা :(

১৫৮| ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০৭

সায়েম মুন বলেছেন: লেখালেখি বাদ দিলেন :(

০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: তাই তো দেখা যাচ্ছে :(

১৫৯| ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪১

লেডি বার্ড বলেছেন:
শুভ দুপুর।

প্রো-পিক দৈখাত ডরাইছি। #:-S ল্যাহা বাদ দিয়া মারমুখি মুডে ক্যান?


০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫৬

হাসান মাহবুব বলেছেন: শুভ দুপুর। এত সুন্দর একটা ছবি দেইখা ডরাইলেন :(

১৬০| ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০২

লেডি বার্ড বলেছেন: সুন্দর!!!! :-*

হৈতারে, কতায় আছে না যার চোউক্ষে যারে লাগে ভালা। :P

০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০৫

হাসান মাহবুব বলেছেন: আসলে এটাই আমার আসল চেহারা :|

১৬১| ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১৯

জিসান শা ইকরাম বলেছেন:
প্রিয় ভাই,
লেখাটা আমার জন্য খুব কঠিন হয়েছে।কয়েকবার পড়ে বুঝতে হয়েছে। আমি বুঝি- আমার বোঝার/বুদ্ধির লেভেল অন্য সবার চেয়ে , অনেক কম। যদিও এই কঠিনতার জন্য- আপনার লেখার প্রমে পরে গেছিলাম ;) আর আপনার ঐ - প্রেমে পরা লেখাটা আমার প্রিয়তেও রেখেছি।

আমার বলা শেষ। এটা আমার একান্তই নিজস্ব মতামত। আমাকে ভুল না বোঝার জন্য অনুরোধ করছি।যতই কঠিন ভাবে লিখবেন- আমি কিন্তু আপনার লেখা পড়বোই।হয়ত মন্তব্য দিতে একটু দেরী হ্য় আমার :(

শুভকামনা আপনার জন্য :)

০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। এই লেখাটাকে অনেকেই কঠিন বলেছে। বলবে নাই বা কেন! আমার লেখাগুলো তো ঠিক সেই অর্থে লেখা না, সাহিত্য না, পাজল জাতীয় কোন কিছু হবে! ভবিষ্যতে হয়তোবা পাঠকের সাঠে যোগসূত্রটা আরো বাড়বে...

শুভকামনা!

১৬২| ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৪৭

আলিম আল রাজি বলেছেন: হাসান ভাই... নতুন লেখা কই???

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫২

হাসান মাহবুব বলেছেন: জানিনা! আমি হারায় গেসি।

১৬৩| ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৫

আলিম আল রাজি বলেছেন: ভালোয় ভালো ব্যাক করেন।
আমি আর আরেকজন এমনিতেই আপনার বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র করায় ব্যাস্ত আছি। ;)

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৫

হাসান মাহবুব বলেছেন: :| চারিদিকে খালি ষড়যন্ত্র আর ষড়যন্ত্র :-/ :((

১৬৪| ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩২

রিমঝিম বর্ষা বলেছেন: বিটিভি-তে আগে বিশ্বনাটক হোত। এখন হয় কিনা জানিনা। একদিন সেখানে হোল "গডো-র প্রতীক্ষা"। আপনার গল্পটাও অনেকটা সেই ধাঁচের হইছে। তবে ওই নাটক দেখতে বসে হাপিয়ে উঠছিলাম। আপনার গল্পটা পড়ার সময় অতটা হইনি। :)

০৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। বিশ্বনাটক দেখতাম, তবে ঐ নাটকটা দেখিনাই। আমার গল্প পড়ে হাপিয়ে ওঠেন্নি জেনে হাঁফ ছাড়লাম!

১৬৫| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৯

সোমহেপি বলেছেন: লেখা দ্যান খালি পান চিবাইয়েন না

০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫২

হাসান মাহবুব বলেছেন: দিলামনা ল্যাখা, চিবাইলাম পান। Whatz the difference?

১৬৬| ০৯ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:০৩

আলিম আল রাজি বলেছেন: বৃষ্টি ভেজা শুভ সকাল হাসান ভাই...

০৯ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:০৮

হাসান মাহবুব বলেছেন: শুভ সকাল রাজি। চাইতেসি যে বৃষ্টিটা চল্তেই থাকুক।

১৬৭| ০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪১

সবাক বলেছেন: আপনি নাকি শততম পোস্টের জন্য শততম রিকোয়েস্টিং কমেন্টের অপেক্ষা করছেন। মানে, পাবলিক আপনাকে শততম পোস্ট দেয়ার অনুরোধ জানিয়ে মন্তব্য করবে, আর সে মন্তব্যের সংখ্যা ১০০টি হলেই নাকি আপনি শততম পোস্ট দিবেন।

এটা কি সত্যি?

অবশ্য গুজবতো হতেই পারে।

০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: হাহা! নাহ, লিখতে পারছিনা। পোস্টের আবার শততম হাজারতম কি! লেখা আসলে লিখে ফেলবো, এবং সেটা বিশেষ কিছু হবেনা।

১৬৮| ০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৪

সবাক বলেছেন: আমিও তাই বলি। কিন্তু আপনার ভক্তকূলের একজনতো প্রায় বুকের ব্যাথায় মৃত্যুপথে। "পরাবাস্তব রাইটার্স অ্যাসোসিয়েসন" এর সভাপতির এমন নিস্তব্ধতা উদীয়মান পরাবাস্তবিক হিসেবে তিনি কোনভাবেই মেনে নিতে পারছেন না। তাই আমার সাথে প্রায় এ নিয়ে আপসোস করে।

০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৬

হাসান মাহবুব বলেছেন: খোঁচা মারা ভালৈ পারেন। /:)

১৬৯| ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:২৪

নিভৃত নয়ন বলেছেন: কেমন আছেন হাসান ভাই?
খুব ব্যাস্ত নাকি!
ভাল থাকবেন
দোয়া করবেন।

১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৯

হাসান মাহবুব বলেছেন: ভালোই আছি। ব্যস্ততা তো থাকেই এক আধটু। ভালো থেকো।

১৭০| ২৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

কুন্তল_এ বলেছেন: ভাল লিখেছেন। মনে হল ইঁদুর দৌড়ে লিপ্ত এই সময়ের ঢাকার তথাকথিত শিক্ষিত সমাজের গল্প! কিংবা আমার বুঝার ভুলও হতে পারে।

ভাল থাকবেন। +

২৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

হাসান মাহবুব বলেছেন: ঢাকার অথবা সব শহরের। আপনাকে ধন্যবাদ।

১৭১| ২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪১

সুবিদ্ বলেছেন: এরকম ঘটছে অহরহ। শহরের প্রবেশ দরজায় এরকম ভুল বোঝাবুঝি হচ্ছেই।----

কই ভুল বোঝাবুঝি, ট্রানজিট দিয়া কী আসতাছে সবাই জানে-বুঝে, কিছুই করার নাই :(

অনেকদিন পর তোমার গল্প পড়লাম, তাও পুরাতন একটা, এইসব থিমগুলো বোধহয় বাংলাদেশের জন্য চিরকাল প্রাসঙ্গিকই থেকে যাবে...

২৬ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:১৯

হাসান মাহবুব বলেছেন: এই লেখায় এতদিন পর তোমার কমেন্ট পায়া খুব ভালো লাগলো সুবিদ। ভালো থাইকো।

১৭২| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা-মা ভাই, এই লেখা পড়ার পর মাথায় যেটা আসলো তা হলো-- " আপনি যখন এই গল্পটা লিখেন তখন আপনার মনের অবস্থা কী ছিলো?"!

আমরা মনে হয় এমন একটা শহরেই বাস করছি! :(

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

হাসান মাহবুব বলেছেন: এটা কোরবানী ঈদের ছুটিতে লেখা। প্রচুর মাংস টাংস খাওয়ার পরে কসাই আর রক্ত এইসব নিয়া এলোমেলো ভায়োলেন্ট চিন্তা মাথায় ঘুরতো। তারপরে এইটা লিখলাম। অনেকেই বলে এটার সাঠে নাকি ওয়েটিং ফর গডো নামক একটা বিখ্যাত লেখার মিল আছে। তবে আমি ঐটার নামই শুনিনাই এই গল্প লেখার আগে। লেখাটা পড়া দরকার। আইজকাই পড়ুম ভাবতাসি!

১৭৩| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অইটার কোন লিংক থাকলে দিয়েন। আমিও পড়মু।

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

হাসান মাহবুব বলেছেন: Click This Link

১৭৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

ডানাহীন বলেছেন: শহর অথবা শহরের মন স্বপ্নে বাঁচতে চায় অথবা স্বপ্ন দিয়েই তাকে বাঁচিয়ে রাখা হয় কিন্তু যারা তাকে উপজীব্য করে বেঁচে থাকে তাদের চাই তালশাস মগজ, বহুজাতিক স্তন, লাস্যময়ী মাংস, জীবন্মৃত প্রানচাঞ্চল্য, মৃত্যুমুখী গতি । আপনার এই গল্প প্রাচীন থেকে আধুনিক প্রতিটি শহরের, আদিমন থেকে আমাদের ..
বিভাজিত নাগরিক মনের দারুন পর্যবেক্ষণ, প্রথম দুটি প্যারা বারবার পড়ার মত , কাফকার কোন প্রলাপের মত ..

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: আপনার গভীর পাঠ এবং নিবিড় মন্তব্য ভালো লাগলো। লেখাটাকে আপনি অনুভব করতে পেরেছেন। এ লেখা সার্থক।

শুভবিকেল!

১৭৫| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৩

ক্লে ডল বলেছেন: গল্পটাতো খুবই ভাল লেগেছে। সেই সাথে আরো ভাল লাগছে প্রায় সাড়ে ছয় বছর আগের একটি পোষ্টে কমেন্ট করতে, এবং অন্যদের কমেন্ট পড়তে!!

আমিও মিল পেলাম ওয়েটিং ফর গডোর সাথে।

১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৮

হাসান মাহবুব বলেছেন: থিংকু ক্লে ডল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.