নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

অনলঋতুর গান

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯



গতকাল তুমি ছিলে না, কি ছিলে

প্রশ্নবোধক মুছে যায় মিছিলে

এখন তুমি আছো হয়তোবা আমার পাশেই দিচ্ছো শ্লোগান।

গতকাল আমি হারিয়ে খুঁজেছি

মৃত ধমনীর শোকেতে কেঁদেছি

আজ আমার এই দেহেতে প্লাবন রক্তনৃত্যে মেলাচ্ছি তান।

কাল পথে বুনে চেতনার চারা

আজ দেখি বৃক্ষশোভিত এ ধরা

আমাদের ছায়া হও, দাও সাড়া আজ সবাই আপনজন।

আপনজনকে দেখছি আমি আজ

ব্যানার হাতে, প্রভাতে রাতে

আপনজনকে দেখছি আমি আজ

চেতনাগ্নিতে জ্বালায় মনবাতি

দ্রোহের শপথে নেমেছি এ পথে চিনেছি উজ্জীবন

মনেতে সওয়ার চার দশকের সুপ্ত আন্দোলন।

যে ছেলেটার টিউশনি সন্ধ্যায়

যে মেয়েটা বকুনির ভয়ে ভীত

শাহবাগের ক্ষিপ্ত অগ্নিবলয়ে সবাই পরিচিত।

যে শিশুটা মা'র কোলে চড়ে আসে

যে বৃদ্ধ ভাঙে দেহশৃঙ্খল

প্রহসন তারা আর দেখবে না ভাঙবে সব শেকল।

শাহবাগ জাগে চেতনাভূম

গচ্ছিত রাখি আমাদের ঘুম

অনেক জমিয়েছি রক্ত আর ঘাম

বিকোবোনা যত চড়া হোক দাম।

বিকোনোবিদ্যা যারা ভালো জানে

শকুনের দল তারা ডেকে আনে

শিখেছো তোমরা নেগোসিয়েশন

মূল্য কাকে দেবে?

মূল্যের মূলো দেখেছো কোথায়?

ভুলিয়ে রেখেছো মিষ্টি কথায়!

বুঝতে পারো কি ক্ষমতাপ্রাসাদ যায় অতলে ডেবে?

ডুবসাঁতারে পটু খুব জানি

সাঁতার যে দেবে কোথা পাবে পানি?

আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন।



অনলঋতু এখন...



মন্তব্য ১৯২ টি রেটিং +৪০/-০

মন্তব্য (১৯২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

শামীম আরা সনি বলেছেন: 1st +

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++++++++++++++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! হয়তোবা একসাথেই মিছিল করেছি আমরা বা করব!

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

নেক্সাস বলেছেন: হাসান ভাই আমি ছিলাম সন্ধ্যার পরে। হয়তো পাশাপাশি ছিলাম কেউ কাউকে চিনিনা। তানিম ভাইয়ের সাথে ফোন কথা হল। আজ আসছি আবার

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

হাসান মাহবুব বলেছেন: দেখা হবে হয়তোবা। আমিও আসছি।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

সায়েম মুন বলেছেন: ঋতুটার যথার্থ প্রয়োগ যেন হয়। সেই প্রার্থনা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

হাসান মাহবুব বলেছেন: আশার মশাল জ্বলবেই।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

আমিনুর রহমান বলেছেন: আমাদের ছায়া হও, দাও সাড়া আজ সবাই আপনজন।


হাসান ভাই +++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: জাশিরা ছাড়া সবাই আপনজন আজ। এই কথাটা ব্রাকেটে লিখে দিব নাকি ভাবসিলাম, কিন্তু এর কোন দরকার নাই। সবাই জানে।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

ডানাহীন বলেছেন: কেন জানি মনে হচ্ছে এই আগুন জ্বলছে কারন কেউ তা চাইছে .. খুব খারাপ লাগবে যদি শুন্যহাতে ফিরে যায় সব দ্রোহ .. শুভকামনা তবুও ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

হাসান মাহবুব বলেছেন: অনেক কিছুই মনে হতে পারে। কিন্তু মন এখন শাহবাগে।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

আমিনুর রহমান বলেছেন: ঠিক বলেছেন ব্রাকেট এর দরকার নাই। সবাই আজ আমরা একটি প্রান। কখন যাচ্ছেন আজ? আমি ৫/৬টার দিকে যাবো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

হাসান মাহবুব বলেছেন: আমিও ঐ সময়েই যাবো।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি একুশ দেখিনি,
আমি একাত্তর দেখিনি,
আমি দেখিনি তর্জনী নাচিয়ে হুঙ্কার-
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম!
হাঁটিনি মানুষের সমুদ্রে, যার আকাশচুম্বী ঢেউ জাগিয়ে তুলেছিল,
মানচিত্রের অতল হতে এক সবুজ মায়া, বাংলাদেশ।
আমি হেঁটে গিয়েছি অনেকবার ইস্কাটন,
হাতিরপুলের অলিগলি রাস্তা দিয়ে,
সময়ের সাথে ভুল বোঝাবুঝি না থাকলে,
আমারও হয়ত দেখা হয়ে যেতে পারত রুমি বা আজাদ বা আসাদের সাথে।
হয়তোবা পঁচিশের কালো রাতে আমি হতাম কোন নিতান্তই সাধারন কেউ,
দুম করে যাকে মেরে ফেলা হল, ছিরে, দুমড়ে, মুচরে, পিষে ফেলা হল ।
তাড়া খাওয়া কোটি মানুষের উদ্ভ্রান্ত মিছিলের একজন আমি ছিলাম না।
যাদের বঁধু বা কন্যাকে পশুরা ছিড়ে খেয়েছিল, তাদেরও একজন আমি নই।
ছপ ছপ জল কাদা ঠেলে রাতের আঁধারে জীবনটা সঁপে আমি দিয়ে আসিনি;-
শত্রুর শেষ বুলেটের শেষ শহীদদের মধেও আমি পড়িনি,এত ভালবেসেছিলে যারা,
বুকের রক্ত দিলে, কিন্তু কোনদিন জানলেও না সুর্য উঠেছিল!

আমি বাংলাদেশ দেখেছি,
পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,
আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।

আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

হাসান মাহবুব বলেছেন: সময় এসেছে নতুন সময়ের।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

শাহিন বলেছেন: ভালোলাগা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

হাসান মাহবুব বলেছেন: এখন তুমি আছো হয়তোবা আমার পাশেই দিচ্ছো শ্লোগান।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

রেজোওয়ানা বলেছেন: Dekha hobe bondu

slogane o protibade .



astasi . . .

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

হাসান মাহবুব বলেছেন: দেখা হবে মিছিলে...

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগা ++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

হাসান মাহবুব বলেছেন: আজ কোথাও না যাবার পরিকল্পনা বাদ দিয়ে শাহবাগে যান!

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: গতকাল সকালে একাই অনেকক্ষণ ধইরা বইসা থাহনের পর, কয়েকজন আইসা কইলো "আপ্নে একা কেন ??? আপ্নের দল নাই ?? কোন ব্যানারে আইসেন ?? কোন ইউনি ?? " আজীব, ব্যক্তি সমর্থন থাকতে পারবে না ???

লেখা ভাল হইসে বস, হুংকার।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

হাসান মাহবুব বলেছেন: ব্যাপারটা অভিনব এবং নতুনই বটে আমাদের দেশের প্রেক্ষিতে। মানুষ পথে নামা শিখে গেছে। এরপর থেকে আর এমন প্রশ্ন আসবে না এমন সর্বজনীন আন্দোলনে।

গর্জন!

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

সোনালী ডানার চিল বলেছেন:

অনলঋতু এখন......++++++++++++++++++++++++++++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

হাসান মাহবুব বলেছেন: অনলঋতু এখন। উত্তাপ গ্রহণ করুন।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

অন্তরন্তর বলেছেন: সকল আন্দোলনকারী এবং এই আন্দোলনের সমর্থনকারীদের
আমার সংগ্রামী সালাম।
কোন কথা নাই, রাজাকারের ফাঁসি চাই।

কবিতায় স্যালুট।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

হাসান মাহবুব বলেছেন: সঞ্চিত বারুদ বক্ষে...

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

ইখতামিন বলেছেন:
১২তম...

আমিও আসছি...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

হাসান মাহবুব বলেছেন: আসুন আসুন। সবাইকেই আসতে হবে।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

স্বপ্নবাজ শোয়েব বলেছেন: শাহবাগের অগ্নিশিখা ছড়িয়ে পড়ুক দাবানলের মত সারা বাংলাদেশে প্রতিটি মানুষের প্রতিটি রক্তবিন্দুতে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

হাসান মাহবুব বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ক্রোধ, ক্ষোভ, রোষ
ক্রুব্ধতা, হুঙ্কার ||

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: প্রহসনের এই রায় মানিনা মানবোনা।

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

সামসজীব বলেছেন: দারুন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার মতো অভাগা একটাও খুঁজে পাচ্ছি না। মন পড়ে আছে শাহবাগে বাট ভার্সিটির ঝামেলায় এমনভাবে আটকে গেছি যে কোথাও যেতে পারছি না।

হাসান ভাই, মনে প্রাণে আপনাদের সাথে আছি। আশা করি, দু' চারদিনের মধ্যেই স্বশরীরে যোগ দিতে পারবো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

হাসান মাহবুব বলেছেন: কালকে মহসমাবেশ। চেষ্টা করুন চলে আসতে। ৩টার মধ্যে।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি ঢাকার হলে অবশ্যই যেতাম। তবে তাই বলে কি আন্দোলনে শরীক হবো না? মোটেই নয়।ব্রাহ্মণবাড়িয়া বাসীদের বলছি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

হাসান মাহবুব বলেছেন: এ আগুন ছড়িয়ে পড়েছে সবখানে।

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

আফসিন তৃষা বলেছেন: আমার সন্ধ্যায় টিউশনি এবং বাসায় বকুনির ভয় দুটোই ছিল। তারপরো আজকে গিয়েছি, আগামীকালও যাব। দেখা হবে শ্লোগানে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

হাসান মাহবুব বলেছেন: জয় বাংলা!

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

মামুন রশিদ বলেছেন: সাঁতার যে দেবে কোথা পাবে পানি?
আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন।


অনেক বছর পর আবার তারুন্যের শক্তি দেখে মুগ্ধ । বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে, এই আগুনেই পুড়ে যাবে জন্মের সকল গ্লানি ।


বাংলা মায়ের বসন্ত আবাহন : বাংলা বসন্ত ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: অনলঋতু এখন। শ্রেষ্ঠ সময়।

২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: শাহবাগ তোমারে লাল সালাম -তোমায় বিনম্র অভিবাদন !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: এখনও পথের অনেক রয়েছে বাকি।

২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

সোহাগ সকাল বলেছেন: শাহবাগ জেগে আছে চেতনাভূম
গচ্ছিত রেখেছি আমাদের ঘুম
অনেক জমিয়েছি রক্ত আর ঘাম
বিকিয়ে দেবোনা যত চড়া হোক দাম।।
*****************************

ফিরলাম শাহবাগ থেকে একটু আগে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

হাসান মাহবুব বলেছেন: আমি ঘন্টাখানেক আগে ফিরেছি।

২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

ক্লান্তিহীন পথচারী বলেছেন:
আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন।
++++++.....আজকে গিয়েছিলেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

হাসান মাহবুব বলেছেন: ৫-৯টা পর্যন্ত ছিলাম।

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

নস্টালজিক বলেছেন: দেখা হবে মিছিলে!



কবিতার দ্রোহে হবে জাগরণ , জনতার!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

হাসান মাহবুব বলেছেন: বিজয়তৃষ্ণ জনতা। এত সহজে তৃষ্ণা মিটবে না।

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

ঐকতান০০৮ বলেছেন: দেখা হবে মিছিলে! দেখা হবে শ্লোগানে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

হাসান মাহবুব বলেছেন: দেখা হবে বিজয়ে।

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: শাহবাগের আগুন ছড়িয়ে যাচ্ছে সারা বাংলায়.............এই মাত্র শাহবাগ থেকে এলাম............

কাল আবার দেখা হবে বন্ধু..............

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

হাসান মাহবুব বলেছেন: দেখা হবে...

২৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

রোমেন রুমি বলেছেন: অনলঋতু এখন...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

হাসান মাহবুব বলেছেন: বিরল এবং তেজোদ্দীপ্ত এক ঋতু।

৩০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

ফ্রাস্ট্রেটেড বলেছেন: গতকাল সকালে একাই অনেকক্ষণ ধইরা বইসা থাহনের পর, কয়েকজন আইসা কইলো "আপ্নে একা কেন ??? আপ্নের দল নাই ?? কোন ব্যানারে আইসেন ?? কোন ইউনি ?? " আজীব, ব্যক্তি সমর্থন থাকতে পারবে না ???

ভাই আমার অবস্থাও আপনার মতই। কাল এবং আজ সন্ধায় একাই ছিলাম। কিছুক্ষন আগে বাড়ি ফিরলাম। আশা করি কাল মহাসমাবেশ এ থাকবো।
তবে একটা কথা আমরা যারা একা একা সমাবেশ এ যাচ্ছি তারা তো একসাথে হতেই পারি। যদি কেউ আমার সাথে একমত হন তাহলে এইখানে একটা message দিয়ে আপনার মোবাইল নম্বরটা আমাকে দিতে পারেন।


দেখা হবে মিছিলে! দেখা হবে শ্লোগানে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

হাসান মাহবুব বলেছেন: কালকে মহাসমাবেশে দেখা হোক বা না হোক, থাকবো তো অবশ্যই। একসাথে।

৩১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: তবে একটা কথা আমরা যারা একা একা সমাবেশ এ যাচ্ছি তারা তো একসাথে হতেই পারি। যদি কেউ আমার সাথে একমত হন তাহলে এইখানে একটা message দিয়ে আপনার মোবাইল নম্বরটা আমাকে দিতে পারেন।


দেখা হবে মিছিলে! দেখা হবে শ্লোগানে।


নারে ভাই, আমার সুযোগ আছে ম্যালা। ইচ্ছা নাই। বহুত ব্যানার খুব কাছের মাইনষের কাছ থিকাই বাইর হইতাসে। আমার ইচ্ছা করে নাই, আমি একলা একলা বই-টই পড়ি (রাতের বেলা ফুটপাতে ল্যাম্পোস্টের আলোয়), মাইকের শ্লোগানের লগে গলা মিলাই। চা-বিড়িও খাওয়া যায় ইচ্ছামতন। এক ঢিলে কয়েকটা পাখি আর কি !!! :) :)

অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য সরি হামা ভাই। আর আন্তরিক ধন্যবাদটাও নেন সমসাময়িক ব্যাপারে সুন্দর 'লেখনী' এর জন্য। :) :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: শুভরাত্রি। ঘুমানো দরকার। কিন্তু ঘুম আহেনা ক্যান!

৩২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ফ্রাস্ট্রেটেড কে ধন্যবাদ উত্তর দেবার জন্য।

হামা ভাইকে অফটপিকে বিরক্ত করার জন্য সরি :)

লেখক বলেছেন: শুভরাত্রি। ঘুমানো দরকার। কিন্তু ঘুম আহেনা ক্যান!

ভাই আমারও ঘুমানো দরকার, জ্বর ১০২, সারা শরীরে ব্যাথা, কিন্তু ঘুম আহেনা ক্যান !!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

হাসান মাহবুব বলেছেন: আন্দোলনের জ্বর।

৩৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা রইল+++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

সমানুপাতিক বলেছেন: মনেতে সওয়ার চার দশকের সুপ্ত আন্দোলন।

আমাদের চার দশকের সুপ্ত চাওয়া আর আন্দোলন যেন অনলঋতুতে বৃথা না যায় ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

হাসান মাহবুব বলেছেন: যাবেনা ইনশাল্লাহ।

৩৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

নিষিদ্ধ আমি বলেছেন: উনবিংশ তম ভালালাগা ভাই। আমার অনেক প্রিয় একজন ব্লগার আপনি!

জামাত-শিবির-রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়!

শুভকামনা!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

হাসান মাহবুব বলেছেন: জামাত-শিবির-রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়!


শুভসকাল।

৩৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

হাসান মাহবুব বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

৩৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

নক্ষত্রচারী বলেছেন: সংক্রামিত মিছিলে মৌন সমর্থন ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

হাসান মাহবুব বলেছেন: সব ধরণের সমর্থনই গুরুত্বপূর্ণ।

জয় বাংলা!

৩৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

সানজিদা হোসেন বলেছেন: আসাধারন। ছোট বাচ্চা রেখে যেতে পারছিনা। তাই সারাদিন ব্লগ, টিভি আর পেপার খুঁটিয়ে দেখছি আর আফসোস করছি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: আপনার সন্তান খুব ভালো সময়ে জন্ম নিয়েছে। শুভেচ্ছা।

৩৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

মাক্স বলেছেন: বরাবরের মতই লেট!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: ফাঁসি চাই ফাঁসি চাই! (আপনার না কিন্তু)।

৪০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

hasin82 বলেছেন: একটাই দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। অন্যথায় জ্বলবে আগুন আদালতে।

নতুন পোস্ট দিয়েছি। স্বাগতম আমার ব্লগে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আসবো। শুভরাত।

৪১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

অদ্বিতীয়া আমি বলেছেন: +++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভসকাল।

৪২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

রোকসানা লেইস বলেছেন: সীমাহীন আকাশ পারি দিয়ে আমি তোমার সাথে আছি......
সাহস হয়ে পাশে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

হাসান মাহবুব বলেছেন: আমাদের সবার সাহস এবং চেতনা এখন সম্মিলিত এবং দুর্বার।

৪৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

ফয়সাল হুদা বলেছেন:
+++++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: অনলঋতু এখন...

৪৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

সোমহেপি বলেছেন: অনল ঋতুর দহনে পোড়ে আসুক শ্বাসত সবুজ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: ১.
কাদের তোকে জানাই ঘৃণা ▬▬ কাদের রে তুই পার পাবি না
সাঈদী তোকে জানাই ঘৃণা ▬▬ সাঈদী রে তুই পার পাবি না

মুজাহিদকে জানাই ঘৃণা ▬▬ মুজাহিদ তুই পার পাবি না
নিজামীকে জানাই ঘৃণা ▬▬ নিজামী তুই পার পাবি না

কাসেম তোকে জানাই ঘৃণা ▬▬ কাসেম রে তুই পার পাবি না
গোলাম তোকে জানাই ঘৃণা ▬▬ গোলাম রে তুই পার পাবি না

২.
কাদের মোল্লার হবে ফাঁসি ▬▬ সোনার বাংলা ভালোবাসি
সাঈদী রে তোর হবে ফাঁসি ▬▬ সোনার বাংলা ভালোবাসি
মুজাহিদ তোর হবে ফাঁসি ▬▬ সোনার বাংলা ভালোবাসি
নিজামী তোর হবে ফাঁসি ▬▬ সোনার বাংলা ভালোবাসি
কাসেম রে তোর হবে ফাঁসি ▬▬ সোনার বাংলা ভালোবাসি
গোলাম রে তোর হবে ফাঁসি ▬▬ সোনার বাংলা ভালোবাসি

৪৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

আলম িসিিদ্দকী বলেছেন:
শাহবাগ জেগে আছে চেতনাভূম
গচ্ছিত রেখেছি আমাদের ঘুম
অনেক জমিয়েছি রক্ত আর ঘাম
বিকিয়ে দেবোনা যত চড়া হোক দাম।
..........................................
...........................................

ডুবসাঁতারে পটু খুব জানি
সাঁতার যে দেবে কোথা পাবে পানি?
আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন।

.............................................
..............................................

জযতু.......................................

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

হাসান মাহবুব বলেছেন: জয় হোক!

৪৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

অনীনদিতা বলেছেন: হয়তোবা একসাথেই মিছিল করেছি আমরা বা করব!

জয় আমাদের হবেই

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

হাসান মাহবুব বলেছেন: শাহবাগের ক্ষিপ্ত অগ্নিবলয়ে সবাই পরিচিত


জয় আমাদের হবেই!

৪৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

আহাদিল বলেছেন: অনলঋতুর দহনে পুড়ে শুদ্ধ হয়ে তরুণ প্রজন্ম বরণ করে নিক বসন্তকে.....

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: শূদ্ধ হবার ঋদ্ধ শপথ
আমরা চিনেছি আলোকের পথ!

৪৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

ফারিয়া বলেছেন: খুব ভালো লিখেছেন ভাইয়া!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ফারিয়া।

৪৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

shfikul বলেছেন: +++++++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শফিকুল।

৫০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জ্বালো রে জ্বালো,
আগুন জ্বালো

রাজাকারের আস্তানা,
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও।

সংগ্রাম সংগ্রাম ,
চলছেই চলবে।

লড়াই লড়াই
লড়াই চাই।
লড়াই করে বাঁচতে চাই।

দিয়েছি তো রক্ত,
আরো দেব রক্ত।

রক্তের বন্যায়
ভেসে যাবে অন্যায়।

আমাদের ধমনীতে শহীদের রক্ত।
এই রক্ত কোনদিনও বৃথা যেতে দেব না।

একশ্যন একশ্যন
ডাইরেক্ট একশ্যন।

দাবি রে দাবি
একটাই দাবি

ফাঁসি রে ফাঁসি
রাজাকারের ফাঁসি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

হাসান মাহবুব বলেছেন: "শ্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখেছি নাতুন মানুষজন
শ্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখেছি কে ভাই কে দুশমন..."

(প্রতুল মুখোপাধ্যায়)

৫১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২০

অচিন্ত্য বলেছেন: আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

হাসান মাহবুব বলেছেন: অনলঋতু এখন।

শুভসকাল অচিন্ত্য।

৫২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

প‌্যাপিলন বলেছেন: একটাই দাবী- রাজাকারের ফাসি, তবে শাসকরা জেনে গেছে আর কোন অনাচারেই মুখ বুঝে থাকবেনা তরুণরা, তারা পথে নামতে শিখে গেছে,

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

হাসান মাহবুব বলেছেন: আর আমি আশাবাদী হওয়া ভুলেই গিয়েছিলাম!

৫৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

অদৃশ্য বলেছেন:



প্রতিশোধ নিতে ওরা যাত্রা শুরু করেছে, আবার শুরুর


হাসান ভাই

চমৎকার হয়েছে....

শুভকামনা.....

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অদৃশ্য। শুভকামনা।

৫৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

বদ বলেছেন: তুই রাজাকার

রাজাকারের ফাসি চাই(আওয়ামীলীগের গুলা বাদে)

আমিও ভন্ড দেশপ্রেমিক হতে চাই, আর কি কি বলে জপ করলে দেশপ্রেমিকের লেবাজ ধরা যাবে একটু শেখাবেন??

আমিও দেশপ্রেমিক সাজতে চাই...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: আপনারে ভন্ড দেশপ্রেমিক সাজতে কেডা কৈছে? শাহবাগে কি ভন্ডামী হৈতাছে? হালায় বদ!

৫৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

বদ বলেছেন: তুই রাজাকার

রাজাকারের ফাসি চাই(আওয়ামীলীগের গুলা বাদে

জয় বাংলা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

হাসান মাহবুব বলেছেন: আমরা সকল দলের সকল রাজাকারের ফাঁসি চাই। আর তুমি রাজাকারের ফাঁসি চাও জামাতীগুলার বাদে। ঠিক কৈসি না? এখন যাও মগবাজারে যায়া পেমেন্ট নিয়া আসো।

৫৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

ইখতামিন বলেছেন:
লাইক বাটনে কাজ করে না.
অন্নেক ভালো লেগেছে.



জামাত শিবির রাজাকার
এই মূহুর্তে বাংলা ছাড়

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ইখতামিন।

রাজাকারের চামড়া
তুলে নেব আমরা।

৫৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

ব্যতিক্রমী বলেছেন: হামা ভাই,

দেখেছিলাম প্রচুর ছাগু
চার বছর আগে
সুযোগ পেলেই তারা একত্রে
দালালিতে লাগে
লাগো দালালিতে লাগো তোমরা
আমরাও আছি
ছিলাম আগেও থকবো আমরা
যতোদিন বাঁচি
তোমরা দালাল গো-আযমের
জানা আছে আমাদের
কারও পক্ষ নিইনি আমরা
আছি বিরুদ্ধে তোমাদের
দেখছি তোমাদের নাক, মুখ, চোখ
দেখছ আমাদেরটাও
তোমাদের মুখে শুধুই ঘৃণা
আয়নায় দেখে নাও

ছাগুসঙ্গীত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

হাসান মাহবুব বলেছেন: বাহ +++

৫৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

যাযাবর৮১ বলেছেন:




গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে।

প্রতিধ্বণি করলাম।

৫৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

কালো ঘোড়ার আরোহী বলেছেন: চমৎকার।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! শুভরাত্রি।

৬০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খুবই ভাল লাগল।

জামাত শিবির রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ স্বর্ণা।

এ আমাদের সকলের প্রাণের দাবী।

৬১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

নীলপথিক বলেছেন: ওরে তোরা সব জয়ধ্বণি কর !

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

হাসান মাহবুব বলেছেন: এখনই না!

৬২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

অনীনদিতা বলেছেন: ফালগুনের শুভেচ্ছ)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

৬৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

৬৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

নাজিম-উদ-দৌলা বলেছেন: যে ছেলেটার টিউশনি সন্ধ্যায়
যে মেয়েটা বকুনির ভয়ে ভীত
শাহবাগের ক্ষিপ্ত অগ্নিবলয়ে সবাই পরিচিত।
যে শিশুটা মা'র কোলে চড়ে আসে
যে বৃদ্ধ ভেঙেছে দেহশৃঙ্খল
প্রহসন তারা আর দেখবে না ভাঙবে সব শেকল।


দিজ লাইনস আর এপিক!

আমিও টিউশনি বাদ দিয়া যাইয়া বইসা থাকি ভাই! আল্লায় জানে আমারে না বাদ দিয়া আবার অন্য মাস্টার রাইখা দেয়।

কবিতা দারুন লাগছে ভাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

হাসান মাহবুব বলেছেন: প্রজন্ম চত্বরের সবকিছু, সবাই এপিক!

শুভরাত্রি নাজিম।

৬৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

ব্যতিক্রমী বলেছেন: হামা ভাই, আরেকটা---

গান: রাজাকার

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

হাসান মাহবুব বলেছেন: দেখছি।

৬৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

কালীদাস বলেছেন: সুন্দর। আছেন কেমন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! অনলঋতুতে মানুষ যেমন থাকে!

৬৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: স্বস্তি পাচ্ছিনা কিছুতে। বুকের ভেতর থেকে ক্যামন দলা বাঁধা একটা কিছু কোথায় যেন আটকে আছে। সেই একটা কিছু উপরে ফেলতেই ছুটে যাই শাহবাগ।

হাসান মাহবুব ভাই, চমৎকার লাগলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

হাসান মাহবুব বলেছেন: একই অনুভূতি এখানে।

শুভরাত্রি।

৬৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

টুকিঝা বলেছেন: আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন।

অনলঋতু এখন...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: অনলঋতুর শুভেচ্ছা টুকি।

৬৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনলঋতু এখন...

হাসান ভাইয়ের পদ্য মনে হয় প্রথম পড়লাম.........অনেক অনেক ধন্য হলাম......জয় হবেই.........

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

হাসান মাহবুব বলেছেন: শুভরাত্রি তুহিন।

৭০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

গিফার বলেছেন: হামা ভাই !

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: কি খবর গিফার!

৭১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

রুপ।ই বলেছেন: রাজাকার যে দলেই থাকুক না কেন সে রাজাকার, কোনো মাফ নেই ফাসি হতেই হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: হতেই হবে!

৭২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

আদনান০৫০৫ বলেছেন: ডুবসাঁতারে পটু খুব জানি
সাঁতার যে দেবে কোথা পাবে পানি?
আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন

অনলঋতু...............

অনলঋতু..................

অনলঋতু.................................

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

হাসান মাহবুব বলেছেন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সংশোধনী বিল ২০১৩ পাশ হলো সংসদে। এখন রায়কে চ্যালেঞ্জ করে বাদী বিবাদী এবং রাস্ট্রপক্ষ উচ্চ আদালতে আপীল করতে পারবে। ব্যাক্তির পাশাপাশি যুদ্ধাপরাধের দায়ে সংশ্লিষ্ট সংগঠনেরও বিচার করা যাবে।

আমরা জিতবোই আদনান! বাংলার জনগণ মাঠে নামলে বিজয় না নিয়ে ফেরে না!

৭৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল।অসাধারণ একটি কবিতা!!!
++++++++++++++++++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

৭৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

আদনান০৫০৫ বলেছেন: হামা ভাই, আমি মিউনিখে সংহতি প্রকাশ করতে যখন বলছিলাম তখন অনেকগুলা বাধা পাইছি, জামাতি লোকজন আমাকে চোখ রাঙ্গিয়ে, রিডিকিউল করে, আমাকে গাঞ্জাখোর বলে অপবাদ দিছে।

কিন্তু আমি আশ্চর্য্য হইছি, যতই বাধা পাইছি কেমনে কেমনে যেনো আমার ভিতরে ওদের মুখের উপর জুতা মারার জেদ আরো বেশি করে চাপছে। আমি এত দূরে থেকেও যে দৃঢ়তা পাইছি, শাহবাগে উপস্থিত আপনাদের কথা চিন্তা করে ভাবি- শাহবাগে উপস্থিত প্রতিটা মানুষের হার্টের টেম্পারেচার নিশ্চয়ই ১০০ ডিগ্রী সেলসিয়াসের বেশি।
আমি শাহবাগে উপস্থিত প্রতিটা মানুষের কাছে ঋনী, আমি আমার প্রজন্মের কাছে ঋণী। এই অনুভূতি আমি আপনাকে বুঝাতে পারবোনা। আমার পরীক্ষা চলতেছে, কিন্তু আমার পিসিতে লেকচার স্লাইডের সাথে ফেসবুক আর চ্যানেল ৭১ সবসময় খোলা আছে। একটা পরীক্ষা কোনো প্রিপারেশন ছাড়াই দিছি শুধুমাত্র মিউনিখে শাহবাগের প্রতি সংহতি প্রকাশের অনুষ্ঠান করার জন্যে।

হাল ছাইড়েন না ভাই... দূরে থেকে আপনাদেরকে বাহবা দেয়া ছাড়া এই মূহূর্তে কিছু করার নাই, কিন্তু জাইনা রাইখেন আই কাউন্ট অন ইউ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: আমরা সকলেই সকলের দিকে তাকায়া আছি। হাত ধৈরা আছি। মিউনিখের জাগরণ শাহবাগকে প্রেরণা যোগাচ্ছে না ভাবো? চারিদিকের এই সংহতি অসাধারণ সুন্দর। সব সুন্দর এবং পবিত্রতা, চেতনার পরিশূদ্ধ মিছিল সবখান থেকে এসে মেশে শাহবাগে। আমরা সবাই সবার স্পন্দন অনুভব করি।

৭৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

এসএমফারুক৮৮ বলেছেন: যুদ্ধ শুরু হয়েছে মাত্র,শেষ হতে অনেক সময় লাগবে। সে পর্যন্ত টিকে থাকতে হবে আমাদের। আর সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সংশোধনী বিল ২০১৩ পাশ আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। এটা শাহবাগ আন্দোলনের ফসল এবং প্রথম সফলতা। জয় আমাদের হবেই হবে।

রাজাকারদের ফাঁসি এখন সময়ের ব্যাপার মাত্র।

অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সহযোদ্ধা।

শুভসকাল।

৭৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

আলম িসিিদ্দকী বলেছেন:
হাসান ভাই,
আপনার লেখা বরাবরই সুন্দর।
এটাও তার ব্যতিক্রম নয়।
অনেক ভালো লাগলো।

একটা কথা আপনার সাথে শেয়ার করতে চাই...
শাহবাগে তরুণদের আবেগ কে পুজি করে কেউ ঘোলা জলে মাছ শিকার করছে না তো?
আমার আশঙ্কার কথা আমার ব্লগে লিখেছি...
সময় পেলে দেখে আসবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!

এমন আশঙ্কা তো আমারও হচ্ছে! সুবিধাবাদীরা তাদের হাত ক্রমশঃ প্রসারিত করছে সন্দেহ নেই।

আপনার ব্লগে যাচ্ছি। শুভবিকেল।

৭৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

সোহাগ সকাল বলেছেন: রাজাকারের চামড়া
তুলে নেব আমরা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: তুলতে পারলে তো ভালোই!

শুভরাত্রি।

৭৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

ফারাহ দিবা জামান বলেছেন: বুঝতে পারো কী ক্ষমতাপ্রাসাদ যায় অতলে ডেবে?
ডুবসাঁতারে পটু খুব জানি
সাঁতার যে দেবে কোথা পাবে পানি?
আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন। -------------


সুন্দর!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ফারাহ। শুভরাত্রি।

৭৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০

মোঃ নুর রায়হান বলেছেন: যে ছেলেটার টিউশনি সন্ধ্যায়
যে মেয়েটা বকুনির ভয়ে ভীত
শাহবাগের ক্ষিপ্ত অগ্নিবলয়ে সবাই পরিচিত।

তিমাত্রিক ধাঁধা।
মন্তব্য করার সাহস পাচ্ছি না।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

হাসান মাহবুব বলেছেন: ধাঁধা! মন্তব্য করতে সাহসের কি হল বুঝলাম না।

৮০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

তুষার আহাসান বলেছেন: +

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! শুভরাত্রি।

৮১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

স্বদেশ হাসনাইন বলেছেন:

এখন তুমি আছো হয়তোবা আমার পাশেই দিচ্ছো শ্লোগান।

দারুণ একটা লাইন। ছুঁয়ে যায়, সফল করে দেয় গীতকে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভরাত্রি।

৮২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

ভাবছিলাম হাসান কোন লেখা দিবে নাকি এই আন্দোলন নিয়ে, মাঝখানে দেখতে এসে একদিন অফলাইনে পড়েও গেছি...

অনেক জমিয়েছি রক্ত আর ঘাম
বিকোবোনা যত চড়া হোক দাম।


দারুণ অনুভুতির অনেক ভালো লাগা...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৮৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

স্তব্ধতা' বলেছেন: হামা...দারুন কবিতা।পড়তে গিয়ে দু'একবার ঠেকে গিয়েছি, কিন্তু সমগ্র কবিতাটির পালসটা অসাম।

- প্রথম লাইনে 'কি' নাকি 'কী'?

-''বিকোনোবিদ্যা যারা ভালো জানে
শকুনের দল যারা ডেকে আনে''----এখানে কোন একটা কি 'যারা' এর জায়গায় 'তারা' হবে?

কবিতা বিশুদ্ধ। তাই মাফ করবেন। তবে সমাপ্তিটা দূর্দান্ত, যদিও এখানেও প্রথম লাইনে 'কি' পড়বো না 'কী' পড়বো আবারও কনফিউজড, আমি পড়ার সময় 'কি' দিয়ে পড়লাম :

বুঝতে পারো কী ক্ষমতাপ্রাসাদ যায় অতলে ডেবে?
ডুবসাঁতারে পটু খুব জানি
সাঁতার যে দেবে কোথা পাবে পানি?
আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন।

অসাধারন লাগলো...++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস ভ্রাতা! কবিতাটি একটানে লেখা। কিছু ছন্দবিচ্যুতি, কিছু ব্যাকরণগত সমস্যা ছিলো, পরে আর বসা হয় নাই। কী, আর কি এর ব্যাপারে আপনি সঠিক। যারা/তারা ওটা দুভাবেই পড়া যায় বলে মনে হল।

ভালো থাকুন, আগ্নেয় থাকুন!

৮৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

এম হুসাইন বলেছেন: আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন।

+++++++++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৮৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক অনেক অনেক ভালো লাগলো।
অসাধারন একটা কবিতা।
অনেক ভালো লাগা রেখে গেলাম.........।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রোকেয়া। ভালো থাকবেন।

৮৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

নস্টালজিক বলেছেন: লেখাটা এবার শান্ত হয়ে পড়লাম!

দারুণ লিখসো!










অনল ঋতুর গান!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

হাসান মাহবুব বলেছেন: লেখাটায় কিছু চেঞ্জ আনসি। আমি নিজেও মোটামুটি সন্তুষ্ট এখন। অন্তত খচখচানিটা কিছু কমসে!

অনলঋতুর রশ্মিতে ঋদ্ধ হোক জীবন।

৮৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি এখানে কোন মন্তব্য করিনি দেখে নিজের উপরই হতাশ হলাম। যদিও বেশ কয়েকবার পড়েছি এমনকি প্রিন্টও করেছি। এই শাহবাগ আন্দোলনে এই কবিতা বা লেখা আমার কাছে বেশ অনুপ্রেরনাময় লেগেছে।

তখন পড়েছি জোসে, এখন পড়ছি কিছুটা হতাশে।
ইতিহাসের মাঝে থেকে ইতিহাস নিয়ে নিয়ে লেখা কবিতা পড়তে কেমন যেন গা শিরশির করে।

ভাল থাকবেন হামা ভাই। অনেক শুভেচ্ছা জানবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভরাত্রি।

৮৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

ইখতামিন বলেছেন:
হাসান ভাই.
অনলঋতু কি শেষ হবে না?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: না হলেই তো ভালো! শূদ্ধ চেতনার স্পর্ধায় ভস্মীভূত হবে সমস্ত অপশক্তি!

৮৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

হায়রে দুনিয়া বলেছেন: ভাই নতুন গল্প দেন । পোস্টে পিলাচ :)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

হাসান মাহবুব বলেছেন: পরিস্থিতিটা ঠিক গল্প লেখার অনুকূল না। অন্তত আমি যেরকমটা লিখি তার উপযুক্ত না। আর দেশের এমন পরিস্থিতি,গল্প লেখার তাগাদা আসেও না সেভাবে। তারপরেও চেষ্টা করব লেখার। প্লাসের জন্যে ধন্যবাদ। স্বাগতম ব্লগে।

৯০| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮

নীলপথিক বলেছেন: বইমেলা নিয়ে ব্যস্ত ছিলেন নাকি? আমি অবশ্য জানি না আপনার আদৌ কোন বই বের হয়েছে কিনা এবার (কিংবা কখনও)। বইমেলায় গিয়ে আপনার বই খুঁজলাম। যেহেতু জানিনা কোন প্রকাশনী, কেউ বলতে পারেনি। দেখা হলে পরিচিত হয়ে যাবার ইচ্ছে ছিলো।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: এবার বইমেলায় যাওয়াই হয়নাই। কীভাবে কীভাবে যেন চলে গেল মেলাটা! আমার একটা বই বের হৈসিল গত বছর। সেটা এবার কোন স্টলে পাওয়া গেছে বলে জানি না।

৯১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

রেজওয়ান তানিম বলেছেন: ভালো লাগল।

আছেন কেমন ?

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! আছি আর কী...

আছি।

৯২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

তন্ময়০১৩ বলেছেন: +++++++


জয় বাংলা

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! জয় বাংলা!

শুভসন্ধ্যা।

৯৩| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

চতুষ্কোণ বলেছেন: এই ধরনের লেখায় আপনি চমৎকার। আরেকটু সময় দেন। ভাল কিছু হবে।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: এ ধরণের লেখালেখির চর্চাটা অনেকদিন যাবৎ বন্ধ আছে। দেখি মাঝেসাঝে আবার লেখা যায় কী না!

শুভদুপুর চতুষ!

৯৪| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

শাহেদ খান বলেছেন: ভাল লাগল - কবিতা অথবা গান! অনলঋতুর গান!

'মনবাতি' - শব্দের সুন্দর ব্যবহার।

অনেক শুভকামনা।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৪

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা শাহেদ।

৯৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,

.." যে শিশুটা মা'র কোলে চড়ে আসে
যে বৃদ্ধ ভাঙে দেহশৃঙ্খল ..."

খুব সুন্দর লিখেছেন এইখানটাতে । তুলির একটানে পুরো শাহবাগকে
এঁকে ফেলেছেন এই লাইন দু'টোতে । ।
আমি জানিনে, অন্যেরা কিভাবে দেখেছেন এই দু'টো লাইন ।

প্রশ্নবোধক চিহ্ন আসলে উবে যায়না কখোনও । ঝুলে থাকে সময়ের কাটা ধরে । ডিং ডিং করে জানান দেয় ধমনীতে .....

দেখতে দেরী হলেও ভালো লাগাটি জানাতে দেরী করিনি কিন্তু।
নতুন বছরের শুভেচ্ছা রইলো ।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ওই লাইন দুটো আমারও প্রিয়। শুভেচ্ছা রইলো আপনার জন্যে।

৯৬| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

প্রত্যাবর্তন@ বলেছেন: দ্রোহের গান ভাল্লাগ্লো ।

আপনজনকে দেখছি আমি আজ
চেতনাগ্নিতে জ্বালায় মনবাতি
দ্রোহের শপথে নেমেছি এ পথে চিনেছি উজ্জীবন
মনেতে সওয়ার চার দশকের সুপ্ত আন্দোলন।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

শুভবিকেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.