নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীপ্তিময়ী,
এই দীর্ঘ চিঠিটা ঠিক কী উদ্দেশ্যে তোমাকে লিখছি জানি না। তোমার আর আমার মাঝে অবিশ্বাসের দেয়াল দাঁড় করিয়েছিলো প্রবঞ্চক হৃদকর্মীরা। আমরা শীতলতার সওদা করেছি হিমপাখিদের বুকের ভেতর থেকে। আমার স্পর্শে তোমার হিরকসূর্যমুখী দেদীপ্যমনতা ম্লান হতে হতে নিভু নিভু কুপিবাতির মত হয়ে গিয়েছিল। তারপরেও কেন লিখছি তোমায়? কিসের আশায়? তুমি আবার জোনাক হবে? গোলাপ হবে? চড়ুই হবে? আমার জোনাকবাতি, গোলাপদানী, আর চড়ুইরেডিও সব হারিয়ে গেছে। এখন আমি কালান্তক অন্ধকারে নিমজ্জিত। নিঃশ্বাস নিতে গেলে ভক করে ফুসফুসের ভেতর ঢুকে যায় হৃৎপিন্ডের পচে যাওয়া কুচি কুচি ধ্বংসপিন্ড। তোমার কন্ঠ শুনতে চাইলে নিরন্তর নিরীখকারী বাজপাখিরা এসে কানের ভেতর ঠোকড়াতে থাকে। যেদিন তুমি পুরোপুরি নিভে যাবার আগে জ্বলে উঠলে অনন্ত নক্ষত্ররাজীর সমস্ত আভা নিয়ে, সেদিন তোমাকে স্পর্শ করতে গিয়ে আমি হাত পুড়িয়ে ফেলেছিলাম। তারপর থেকে স্পর্শ-গন্ধহীন পিচুটে জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছি। রাতের পর রাত কেটে গেছে তারাহীন বন্ধ্যা আকাশ দেখে। নির্মোহ সত্যের মত শৈত্যপ্রবাহ এসে ভাসিয়ে নিয়ে যেত ভালোবাসাহীন সরোবরে। সেখানে আমার ভুলগুলো সাঁতরে বেড়াত পিরানহা মাছের মত হিংস্র হয়ে। আমাকে দংশন করত। দেখ আমার শরীরে অজস্র ক্ষতচিহ্ন অনুযোগহীন, নত হয়ে আছে লজ্জাবতী গাছের মত। আমি লজ্জিত আমার ভুলের জন্যে। না, তোমার দৃষ্টি আকর্ষণের জন্যে আমার এই ক্ষতবিক্ষত শরীর উদোম দেখাব না। করুণাপ্রার্থী হবার যোগ্যতাও যে হারিয়ে ফেলেছি যেদিন তোমাকে প্রথম আঘাত করলাম, রক্ত ঝরালাম তোমার শরীর থেকে মদোন্মত্ত অবস্থায়। এর আগেও আমার উদ্দাম, বেপরোয়া জীবনের রাশ টানতে গিয়ে তোমাকে হড়কে পড়ে আঙুল ভাংতে হয়েছে। অবিশ্বাসের দেয়ালে মাথা ঠুকে যাবার সময়টাও কাছাকাছিই ছিল। তুমি শীতল হতে থাকলে। তোমার দীপ্তি কমতে লাগলো। আর আমি তখন বোকার মত এতসব কিছু খেয়াল না করে পঙ্কিলতার অশ্বারোহী হয়ে চড়া দামের টিকিট কেটে এ্যামিউজমেন্ট পার্কে ঘুরে বেড়াচ্ছিলাম। একবার, বেশ অর্থকষ্টে পড়েছিলাম। কী করব খুঁজে না পেয়ে তোমার কাছে এলাম, স্পর্শ করলাম। তখন ছিল উজ্জ্বল সূর্যালোকিত দিন। তখন ছিল চৈতালী বাতাসের আনন্দমুখরতা। আর আমার ছোঁয়ায় তোমার দীপ্তিময়ী হওয়াটাতো প্রত্যাশিতই ছিল! সেদিন আমি অবাক চোখে তাকিয়ে দেখলাম তোমার দীপ্তিহীনতার সাথে সুন্দর পরিপার্শ্ব কিভাবে বদলে গেল! শুকনো, ঠান্ডা তোমার হাত ধরে আমি স্মৃতির ট্রেনে চড়ে চলে গেলাম ভালোবাসার উৎসমুখে, বিভ্রান্ত যাত্রীর মত...
তুমি ছিলে রোদ্দুরের মত আলোকিত, আমি ছিলেম ছায়ার গ্যাসবেলুন। অস্তিত্ব খুঁজে বেড়াতাম এর ওর কাছে, একসময় তারা নিজেরাই অস্তিত্বহীন হয়ে যেত। ছায়াদের নিজস্ব শারীরিক অবয়ব নেই, তারপরেও তারা ক্লান্ত হয়, ভীষণ ক্লান্তি তাদের কাঁদায়। কান্নাকে আমি একটা হাস্যকর রসিকতা মনে করতাম। ছায়ার গ্রাসে হারিয়ে যাচ্ছিল আমার সব রঙ, অনুভূতি। আমি আবিস্কার করলাম, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। ভালোবাসার মিহিবুনটে গড়া আচ্ছাদন কুটকুট করে কামড়াতে থাকলাম পেটুক ইঁদুরের মত। অপোনুভূতির ভাঁড়ারঘরে এভাবে বেশ কাটছিল দিন। হঠাৎ একদিন সুড়ঙ্গ বেয়ে আলো, হঠাৎ আমার অন্ধ হল চোখ তোমার আগমনযানের সম্মুখবাতির তীব্র আলোকছটায়। এত আলো, এত আলো! ভূবন ভরা আলো। ভালোবাসা যেন আমার ওপর ভরসা করতে পারলো আবার। আমি শুধোলাম,
"ভালোবাসা, এ কোন ভরসায় আবার তুমি ডাকছো আমায়?"
এসব প্রশ্নের কোন উত্তর হয়না। তোমার দেয়া আলোকচুম্বন আমার ছায়াশরীরের জমিনে প্রবল অনুভূতির বীজ রোপন করে দিল। ভালোবাসা নামক বহুল ব্যবহৃত একটি স্ল্যাংকে আমার প্রথমবারের মত শূদ্ধতম শব্দ মনে হল। প্রথমে ভেবেছিলাম যে এ অনুভব সাময়িক। সময়ের সাথে সাথে উবে যাবে, উড়ে যাবে। কিন্তু রৌদ্রময়ীর বুনে দেয়া শেকড় এমনভাবে ছড়িয়ে পড়েছিল, যে আমার আর যাবার কোন পথ ছিল না...
আমাদের চলার পথে কোন প্রতিকূলতা ছিল না। ছিলো না কোন সামাজিক বা পারিবারিক বিধিনিষেধ। আকাশ থেকে খসে পড়া উজ্জ্বলতম তারা, রৌদ্রময়ী, তুমি তোমার সব আলো গচ্ছিত রাখলে আমার কাছে। আমার সংস্পর্শ পেলেই কেবল অনুভবের অনুরনন ঘটত তোমার শরীরে, এক অদ্ভুত সুন্দর আভায় তুমি দীপ্তিময়ী হয়ে উঠতে। আগের মত রোদচঞ্চল প্রখর এবং প্রবল রৌদ্রময়ী না, স্নিগ্ধ এবং কোমল হয়ে উঠেছিলে তুমি, আমার দীপ্তিময়ী! আর আমি জেনেছিলাম, এই মৃদু আলোতে মোহগ্রস্থ আত্মহত্যাপ্রবণ পোকাদের মত বারবার, আজীবন ছুটে আসা, পুড়ে যাওয়াই আমার নিয়তি। কে জানতো একদিন সব আলো নিভে যাবে, সব উষ্ণতা উবে যাবে!
এই চিঠিটা লিখতে গিয়ে বারবার মনে পড়ছে আমাদের প্রতিটা রিক্সাভ্রমণ, চাকুরির লিখিত পরীক্ষা শেষে তোমার জন্যে মহিলা কলেজের গেটে দাঁড়িয়ে থাকা আমি, পহেলা বৈশাখে নাগরদোলায় চড়া, পুতুলনাচ, শীতের বিকেলে হ্রদের ধারে বসে অস্তাভা দেখা। বিকেলের বিদায়ী সূর্যটা আমার স্পর্শে তোমার দীপ্তিময়ী হয়ে ওঠা দেখে রঙ বিনিময় করতে চাইতো। তখন ছিলো সূর্যের দিন।
আর এখন! তুমি বরফের তুলট চাদর গায়ে দিয়ে শুয়ে আছো কোন মেরুপ্রদেশে। আমি চকমকি পাথর হাতে নিয়ে তোমার পিছু ছুটছি, একটু আলোর জন্যে, একটু আভার জন্যে, তোমায় খুঁজে পাচ্ছি না আমি, খুঁজে পেলেও যে আলোকসংযোগ সফল হবে তা বলা যায় না। আমি খুঁজছি তোমায়, তোমার আলো অনেক আগেই পরাভূত হয়েছিল আমার ছায়ার কাছে, তমসার কাছে। বুঝতে বড্ড দেরী হয়ে গিয়েছিলো। তারপরেও বুঝতে পেরেছি তো! এ্যামিউজমেন্ট পার্ক থেকে সর্বস্ব খুইয়ে আসার পর তোমার শীতল তিরস্কার এখনও কানে বাজে,
-এমন কর না, এমন কর না! আমার আলো নিভে যাচ্ছে। আমি শীতল হয়ে যাচ্ছি, আমাকে ছুঁয়ে দেখ!
ছুঁয়ে দেখেও কোন পরিবর্তন আমি টের পেতাম না। তখন তরল গরলের পরিক্রমায় আমি উত্তপ্ত এক রঙমহল দেখতাম চোখের সামনে। বলপ্রয়োগ করে প্রবেশ করতে গিয়ে ভেঙে পড়ত মহলের পিলার, খসে পড়ত পলেস্তারা, ক্ষয়ে যেত রঙ। আর এভাবেই দূরত্ব আর শীতলতার সন্ধিতে তুমি রঙ হারাতে। আমি ক্ষেপে উঠতাম,
-এত লুতুপুতু হইস কেন তুমি? কিছু হইলেই খালি ফ্যাচফ্যাচানি! আমার মত রেকলেস পাঙ্ক সুপারস্টারের সাথে থাকতে হৈলে তোমাকেও উদ্দাম হতে হবে। সাইকোডেলিক সেল্ফ স্যাডিস্ট হতে হবে।
তরলিত অবস্থায় নিজের সম্পর্কে এমন হাস্যকর ভুল ধারণা নিয়ে আমি তোমাকে আঘাত করতাম। তোমাকেও আহবান করতাম পাল্টা আঘাত করতে। তুমি পারতে না। পরেরদিন তোমার হাতে প্লাস্টার করতে ডাক্তারের কাছে যেতে হয়েছিলো।
তুমি আমাতে বুনে দিয়েছিলে আলোর চারা, বিনিময়ে আমি তোমাকে দিয়েছিলাম অবিশ্বাসের ঋণ। যা তুমি কোনদিন পরিশোধ করতে পারবে না আমি জানি। আমার স্বেচ্ছাচারী জীবনের প্রতি হতাশ হয়েও তুমি বারবার আমার কাছেই ছুটে আসতে। রঙ ফিরে আসতো আবার। তুমি দীপ্তিময়ী হয়ে উঠতে। কিন্তু একদিন আমার কাছে আসতে গিয়ে ভীষণ চোট পেলে অবিশ্বাসের দেয়াল দ্বারা বাধাগ্রস্থ হয়ে। তুমি অবিশ্বাসী চোখে তাকিয়ে থাকলে অবিশ্বাসের দেয়ালের দিকে। আমি তখন নিষ্প্রদীপ সময়ের ভুলের সরণী থেকে কেবল ফিরেছি অপ্রকৃতস্থ হয়ে। সেই পাথর দেয়ালের চরম আঘাতে তোমার রক্ত ঝরেনি একটুও। অশ্রূ ঝরেছিলো শুধু।
এরপর শীতকাল এলো। বড় দীর্ঘস্থায়ী এক শীতকাল। শীত থেকে রক্ষা পেতে আমি বেশ ভালোরকম প্রস্তুতি গ্রহণ করলাম। দেরাজে ভরে রাখলাম অনলপানীয়, শীতের অব্যর্থ ওষুধ! কিন্তু তুমি ক্রমশ কাবু হতে থাকলে শীতে। তোমার কোন প্রস্তুতি ছিলো না, উপরন্তু আমার প্রস্তুতিগুলো তোমাকে বরফকন্যায় পরিণত করতে থাকলো। তুমি খুব ক্লান্ত এবং নির্জীব কন্ঠে বললে,
-আমি তোমাকে আগেই বলেছিলাম, এমন করোনা আমার সাথে। আমি যে পাল্টা আঘাত দিতে জানি না!
তার চুল থেকে বরফকূচি সরাতে গিয়ে মাথার খুলি প্রকাশ্যে দেখতে পেরে আমি আতঙ্কিত হয়ে উঠি। আমার মধ্যে জাগ্রত হয় পুরোনো এক ভয়, গেড়ে বসে...
প্যানিক এ্যাটাক...
"এটি একটি অত্যন্ত ভয়ানক মনোশারীরিক দূরাবস্থা, যাতে আক্রান্তের মনে হবে যে সে মারা যাচ্ছে, তার হার্টবিট লাফিয়ে ১৫০/২০০ হয়ে যাবে, মনে হবে যে সে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ব্রেইনে এলোপাথারি ইলেকট্রিক সিগন্যালগুলি জানাবে যে সে পাগল হয়ে যাচ্ছে, প্রভৃতি..."
আমার এই রোগটা ছিলো। অনেকদিন আগে একবার হয়েছিলো, তারপর কয়েকবার মাথাচাড়া দেয়ার চেষ্টা করেও সুবিধে করতে পারেনি। কিন্তু দীপ্তিময়ীর চোখের তারায় আমার নির্ভরতার ধ্বংসলিপি, তার মস্তিষ্কে উন্মাদীয় খুলিলিপি পড়তে পেরে আমি আবারও আতঙ্কগ্রস্থ হই। প্যানিক ওয়েভ আসতে থাকে একটার পর একটা।
"এর থেকে পরিত্রানের উপায়, নিয়মিত ব্যায়াম করবেন, নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখবেন, মেডিকেশন-ব্রোমাজিপাম..."
ফাক ইট!
সেই ধুসর শীতকালে কোনকিছুই আমাকে সাহায্য করতে পারেনি দীপ্তিময়ী তোমার সংস্পর্শ ছাড়া। আমি বারবার আতঙ্কগ্রস্থ হতাম, বারবার তোমার বুকে মুখ গুঁজে দিয়ে আশ্রয় প্রার্থনা করতাম, তুমি তোমার ঠোঁট থেকে বরফকুচিগুলো সরিয়ে আমাকে নির্ভরতার প্রতিশ্রূতি দিত। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠলাম, এবং পুনরায় আগ্নেয় তরলের কাছে ফিরে গেলাম। নিজেকে আমার আবারও রেকলেস রকস্টার কবি প্লেবয় ইত্যাদি মনে হতে থাকলো। আর তোমার থেকে সবকিছু শুষে নেবার পর তা মনে হতে লাগলো বোরিং আর ডাম্ব।
এবার আমি তোমাকে চরমতম আঘাত করলাম বিভ্রান্তি তরলের চরমতম দশায় উপনীত হয়ে। তোমার নাক বেয়ে দরদর করে রক্ত বেরুতে লাগলো, তোমার গলায় আমার হাতের দাগ বসে গেল। এবং সোল্লাসে অনুভব করলাম যে তারপরেও তুমি আমারই আছো! অবশ্য স্রেফ থাকা আর পাশে থাকা, এই দুটো ব্যাপারের মধ্যে পার্থক্য বুঝতে দেরী হয়ে গিয়েছিলো আমার। বিলম্বিত উপলদ্ধিটা আগেও হয়েছিলো, উল্লেখ করেছি চিঠিতে। আমি খুঁজতে বেড়িয়েছিলাম তোমাকে কিন্তু বেশিদিন উৎসাহ থাকেনি। ক্ষান্ত দিয়েছিলাম অল্পতেই। তারপর যখন দেখলাম,
তোমার মলিন মুখমন্ডলীতে আমার মানচিত্র পুরোটাই,
যখন দেখলাম,
তোমার নির্জীব চোখের তারায় আমার জন্যে এখনও কিছু অবগুন্ঠিত আকুতি রক্ষিত আছে,
তখন সিদ্ধান্ত নিলাম, শেষ চেষ্টা একটা করতেই হবে। তোমাকে আবারও আমি দীপ্তিময়ী করে গড়ে তুলব। সৌরছাঁচ দিয়ে ছেকে তুলবো তোমার বরফকূচিসমূহ। নিজেকে আর কাল্পনিক রকস্টার, প্লেবয় আর লেখক ভাববো না।
চিঠিটা লেখার শুরুতে মনে হচ্ছিল এর কোন অর্থ নেই। শেষের দিকে এসে মনে হচ্ছে এর থেকে অর্থবোধক আর কিছু আমি লিখিনি। তোমার জন্যে একটা লিরিক, এটাতে সুর করলেই প্রস্ফুটিত হবে তোমার রঙ, আলো, অক্ষর,
"
ঘুমিয়েছো দীপ্তিময়ী?
রাত এখন বেজে সাড়ে তিন
ক্লান্তিকে করে বিজয়ী
নিয়েছো কটা রিলাক্সিন?
ঘুমচোখে তাকাও যদি
কতদূর দেখতে পারো?
দেখো আমার ঘর অবধি
তমসা কাটাতে পারো?
অনেক হল আঁধারবিলাস
ছুড়ে ফেলো তিমিরচাদর
চোখে দেখো, কী অভিলাষ?
আমাকে দাও আলোকআদর!
স্পর্শিত অহংকারে
তোমার ওই মুখের জ্যোতি
দেখে চলি রাতকাবারে
ঈর্ষাতে কে করে ভ্রুকুটি!
ঘুমিয়োনা দীপ্তিময়ী
রাত কেবল বেজে সাড়ে তিন!
ভালোবাসা হোক বিজয়ী
ভালোবেসে যাও প্রতিদিন..."
*
ভালোবাসা আমাকে কোন ভরসায় যেন ডেকেছিলো আবার! ক্লান্ত, ভ্রান্ত আমাকে। আর আমি জেনেছি, ভালোবাসাকে অবজ্ঞা করার মত শক্তিশালী আমি না। যদিও অপজীবনের অপচ্ছাসে প্লাবিত হয়েছে আমার দীপ্তাঞ্চল। তাতে কী! দীপ্তিময়ী এখন তার কর্মস্থলে। আমি চিঠিটা সেই ঠিকানায় গিয়ে পোস্ট করে আসব। হঠাৎ পাওয়া এই চিঠি বা কনফেশন যাই বলি না কেন, পেলে পরে তার গাল একটুও রক্তিম হবেনা? দীপ্তি ছড়াবে না? না ছড়িয়ে পারবে? জানি আমার হাতে লেগে আছে রক্তের দাগ, অবিশ্বাসের চাড়া, জানি আমি নেহায়েৎ স্বার্থপরের মত তার দ্বারস্থ হয়েছিলাম প্যানিক ডিজঅর্ডারের সম্মুখীন হয়ে। কিন্তু এও জানি দীপ্তিময়ীর দীপ্তিউৎস একমাত্র আমিই। আর কেউ না। একবার অন্তত সব উল্লাসসন্ত্রাস আর বিনোদেনকেন্দ্র রহিত করার প্রতিশ্রূতি দিয়ে তার কাছে ফেরার প্রতিশ্রূতি আমি দিতেই পারি। আমি জানি এটা দীর্ঘ এক প্রক্রিয়া এবং আমি আবারও বিগড়ে যেতে পারি। তাতে আবারও সবকিছু নতুন করে শুরু করার প্রয়োজন হতে পারে। হোক!
আমার জীবনে একমাত্র সেই এমন জন, যার জন্যে সবকিছু নতুনভাবে শুরু করতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই।
দীপ্তিময়ী, ঘুমিয়োনা দীপ্তিময়ী!
২৩ শে মে, ২০১৩ রাত ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: সোহান আই মিচিউ!
২| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৩১
ফ্রাস্ট্রেটেড বলেছেন: দীপ্তিময়ী !! ঝটিকা কিছু সুন্দর সময় কাটিয়ে আবার টাটা... শুভরাত্রি হাসান ভাই। আর হ্যা সময়টুকুর জন্য ধন্যবাদ।
২৩ শে মে, ২০১৩ রাত ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: এইটা কি পড়স নাকি পড়নাই বুঝলাম না। আগের দুইটা গল্পে তুমার কমেন্ট পাইনাই!
৩| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৩২
রাজসোহান বলেছেন: দীপ্তিময়ী কি দিয়া ভাত রাঁধলো আর আপনে কি দিয়া খাইলেন?
২৩ শে মে, ২০১৩ রাত ২:৩৭
হাসান মাহবুব বলেছেন: এইসব বস্তুবাদী প্রশ্ন করবা না, এইগুলা ভাবের ব্যাপার!
৪| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৪১
রাজসোহান বলেছেন: ছবির মেয়েটা বিছানায় একলা শুয়ে আছে, আমিও একলা শুয়ে আছি, আমাদের দুইজনের কতো মিল!
২৩ শে মে, ২০১৩ রাত ৩:১৩
হাসান মাহবুব বলেছেন: আরো কতজনের সাথে কত মিল!
৫| ২৩ শে মে, ২০১৩ রাত ২:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: দীপ্তিময়ী, ঘুমিয়োনা দীপ্তিময়ী!
মাত্র ভাবলাম লগ আউট করে ঘুমাতে যাবো! আর আপনি কন না ঘুমাইতে!!
রিলাক্সিন না খেয়েই এই দশা!! হাহা
পুরো পড়ে কমেন্ট দিবো..ভাইয়া!
কবিতাটা খুব চমৎকার লেগেছে++++
২৩ শে মে, ২০১৩ রাত ৩:১৪
হাসান মাহবুব বলেছেন: ঘুমান! গুডনাইট। গল্পটা পৈড়া কেমন লাগলো জানায়েন।
৬| ২৩ শে মে, ২০১৩ রাত ৩:৫৮
ভিয়েনাস বলেছেন: হামা ভাই অর্ধেক পড়ে ভালো লাগা জানিয়ে গেলাম... পরে বাঁকিটুকু পড়বো ........
২৩ শে মে, ২০১৩ ভোর ৪:০০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভভোর!
৭| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানালাম ! তারমানে অনেক পছন্দ হইছে !
২৩ শে মে, ২০১৩ সকাল ১০:০১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অভি। শুভ বৃষ্টিসকাল (অবশ্য বৃষ্টি এখনও শুরু হয়নাই, তবে হৈব!)।
৮| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: চিটিটা কি দীপ্তিময়ীর কর্মস্হলে পৌছেছিল? সেটা পেয়ে দীপ্তিময়ী কি দীপ্তি ছড়িয়েছিল? শেষের দিকে এসে এরকম প্রশ্ন জাগানো আর প্রথম দিকে চিটির কয়েকটা চমতকার দৃশ্য মিলিয়ে লেখাটা দারুণ একটা গপ হয়ে উঠেছে!
২৩ শে মে, ২০১৩ সকাল ১০:০২
হাসান মাহবুব বলেছেন: এটা একটা হ্যাপি এন্ডিং গল্প। সবকিছুই ঠিকঠাকমত হয়েছিলো। তারা আবার সুখে জীবনযাপন করা শুরু করেছিলো। দীপ্তিময় জীবন।
শুভসকাল!
৯| ২৩ শে মে, ২০১৩ ভোর ৬:৫৩
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার, লিরিকটাও ভাল্লাগসে।
শু-সকাল হাসান ভাইয়া।
*ব্লগে ঢুকে নির্বাচিত পোস্টের পাতা দেখে মুগ্ধ হৈসি। পাতাটা আজকাল প্রায়ই মুগ্ধ করে ||
২৩ শে মে, ২০১৩ সকাল ১০:০৪
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস মুন! নতুন এক নির্বাচক আইছে সে কেন যেন আমারে সহ্যই করতে পারেনা!
১০| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৩
বৃতি বলেছেন: হাসান মাহবুব ভাই, আপনার কনফেশানে দীপ্তিময়ীর গাল কিছুটা রক্তিম হয়েছিল কিনা জানার আগ্রহ থেকে গেল ।
২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৪
হাসান মাহবুব বলেছেন: হাসান মাহবুব ভাই না, বলেন গল্পের কথক ভাই! আমি আশা করি হয়েছিলো। শুভকামনা তাদের জন্যে।
শুভসকাল।
১১| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কি সুন্দর করে লেখেন আপনি !!!!!!!!!!! কি চমৎকার ভাষা ! অদ্ভুত ভালো লাগলো পড়ে । প্রিয়তে না নিলে বড্ড অন্যায় হবে ।
২৩ শে মে, ২০১৩ সকাল ১০:২৪
হাসান মাহবুব বলেছেন: চেষ্টা করেছি ভাষাগত সৌন্দর্য বজায় রাখার। আপনার ভালো লেগেছে জেনে অত্যন্ত আনন্দিত। শুভ সকাল!
১২| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:২৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: গল্প পড়ে রবীন্দ্রনাথের কোন একটা ছোটগল্পের একটা ডায়লগ মনে পড়ে গেল। এক্স্যাক্ট মনে নাই, তবে ডায়লগটা অনেকটা এমন ছিলঃ "দস্যুর মত কেড়ে নেওয়া আমার স্বভাব নয়, তুমি ভালবেসে যতটুকু দেবে আমি তা ভিখারির মত দুহাত পেতে নেব" আমার মনে হয় গল্প কথকের এই ধারনায় বিশ্বাসী হওয়া প্রয়োজন! দীপ্তিময়ীরা ভালবেসে যা দেয়, তাই তো পরম পাওয়া!
ফেবুতে একটা কনফেশন পাতার লিংক দিয়েছিলেন দেখলাম। সেখান থেকেই কি একটা কনফেশনমুলক গল্প লেখার আইডিয়া এল নাকি?
গল্পে ভাষা তুলনাহীন।
২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৬
হাসান মাহবুব বলেছেন: রবী বস এমনভাবে সব দখল করে রাখসে, কী বিপদ!
এরকম একটা গল্পের থিম মাথায় এসেছিলো গত নভেম্বরে। মাকসুদের গীতিকবিতা-৪ গানটা অনেকদিন পর ফিরে পেয়ে।
অনেক ধন্যবাদ নাজিম!
১৩| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:২৫
কালোপরী বলেছেন:
২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কালোপরী।
১৪| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩২
মামুন রশিদ বলেছেন: কি নিয়ে মন্তব্য করবো ? গল্প, ভাষার শৈলী, কবিতা না হ্যাপি এন্ডিং ? আজ ঐগুলি থাক..
আত্মপোলব্ধির তাড়নায় দুমরে মুচড়ে যাওয়া কথকের হৃদয় থেকে নিঃসৃত মৃগনাভি সুষমায় আপ্লুত হোক দীপ্তিময়ীর হৃদয় ।
যে কোন ভাবেই হোক পোস্ট হয়ত নির্বাচকের দৃষ্টি এড়িয়ে গেছে । এ বিষয়ে আরো সতর্কতা কামনা করি ।
২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৯
হাসান মাহবুব বলেছেন: আপনি বরাবরই আমাকে একটু বেশি প্রশ্রয় দেন :#> কৃতজ্ঞতা এজন্যে।
গত বেশ কিছুদিন ধরেই নির্বাচকেরা আমার গল্প দেখতে পাচ্ছেন না -_-
১৫| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:০২
নাজিম-উদ-দৌলা বলেছেন: পোস্ট নির্বাচিত পাতায় নেই দেখে অবাক হলাম!!!
আর আপনার কাছে একটা আবদার আছে, আবদার না বলে দাবি বলাই ভাল। আমাকে আপনি "তুমি" করে বলবেন। বয়স ও জ্ঞান উভয়ক্ষেত্রেই আমি আপনার অনুজ।
২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:০৭
হাসান মাহবুব বলেছেন: পোস্ট নির্বাচিত পাতায় নেবার জন্যে দুর্বার আন্দোলন গড়ে তোল!
বয়সে ছোট বিধায় তুমি করে বলার অনুরোধ রাখলাম।
১৬| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! হামা ভাই!!! চমৎকার এক ভালোবাসা ময় লেখা!!
আজকের আবহাওয়ায় এমন লেখা পড়ে মন উতাল হলে দোষ আপনার।
জনৈক নির্বাচককে গ্রীন রোডে আমন্ত্রন জানাই। এখানে অনেক ভালো চোখের ডাক্তার বসেন।
২৩ শে মে, ২০১৩ দুপুর ১:২৫
হাসান মাহবুব বলেছেন: দোষী হতে ইচ্ছা করতেসে!
গ্রীনরোডে আপনার সাথে দেখা হওয়াটা খুব আচানক ব্যাপার ছিলো। ভালো লাগসিলো!
শুভ বৃষ্টিদিন!
১৭| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:২৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রথমে পড়ছিলাম বেশ লাগছিল, মুক্ত গদ্যে প্রেয়সী চিঠি এগোচ্ছিল তরতরিয়ে। হঠাৎ কাহিনীর হুঙ্কার শোনা গেল, থমকে আবার পড়লাম। তারপর আবার। অকস্মাৎ চিঠি হয়ে গেল কাহিনি। রুমাল হয়ে গেল বেড়াল। গল্পের শেষে, আবার ম্যাজিক। মনে হচ্ছে ওটা রুমাল-ই ছিল।
আপনার লেখা পড়ছি, সাথে শুনছি Lynyrd Skynyrd এর 'Free Bird', খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে।
২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৩৩
হাসান মাহবুব বলেছেন: মুক্তগদ্য বা পত্রকাব্য না, আমি গল্প লিখিয়েই হতে চাই!
গানটা শুনিনি। নেটে সার্চ দিচ্ছি। অনেক ধন্যবাদ প্রফেসর!
১৮| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৪৯
অপর্ণা মম্ময় বলেছেন: সারাটা সকাল পার করে অফিসে মাত্র নেটের লাইন পেলাম! মোবাইল দিয়ে গল্পটা পড়েছিলাম।
এখন প্রশ্ন হচ্ছে গল্প বলব নাকি কাব্য বলব ? পরতে পরতে ভাষা শৈলীর জন্য একে আমার কাব্যই বলতে হচ্ছে এবং খুব সুন্দর !
দীপ্তিময়ীকেও খুব ভালো লাগলো যেন ভালোবাসার আঁধার ! আর কথক কে মনে হয় অস্থির কিন্তু ভালোবাসার আঁধার সেও। কিছু কিছু মানুষ আছে না যারা বেশী মনোযোগ পেলে বিরক্ত হয় , ফেরোসাস হয়ে ওঠে ওরকম কিন্তু পাশাপাশি আবার মনোযোগও চায় ? কথকের আকুতিটাও স্পর্শ করল ।রেকলেস রকস্টার কবি প্লেবয় যাই হোক না কেন রেকলেস লাইফ বেঁচে থাকার জন্য ক্ষণিক উত্তেজনা দিলেও মানুষ শান্ত দীঘিতেই শেষ পর্যন্ত অবগাহন করতে চায় !
শিরোনাম টা সুন্দর ! মনে হচ্ছে একটানে লেখা এবং খুব দ্রুত তাই ছোটখাটো বানান ভুল হয়ে গেছে।
২৩ শে মে, ২০১৩ দুপুর ২:১৭
হাসান মাহবুব বলেছেন: গল্পই লেখার ইচ্ছে ছিলো। তাই কিছু ঘটনা এবং সংলাপ যোগ করলাম। শেষে তো একটা টার্নও আছে। গল্পই বলেন পিলিজ!
আপনার পাঠ প্রতিক্রিয়া খুব ভালো লাগলো। ভালো থাকবেন। শুভদুপুর।
আর বানান! প্রতিবারই ভুল করি, লজ্জাজনক।
১৯| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:২০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: চিঠিটা কয়েকবার পড়লাম। অসাম বললেও কম বলা হবে। শব্দচয়ন আর বাক্য গঠনে আপনি বস!!
দীপ্তিময়ী চিঠিটা কি পেয়েছিলো? সে কি আবারো দীপ্তশিখায় উদ্ভাসিত হয়েছিলো? কথক কি শান্ত অবগাহনে আবারো সাঁতরেছিলো?!
প্লাস সহ প্রিয়তে।
২৩ শে মে, ২০১৩ দুপুর ২:২৫
হাসান মাহবুব বলেছেন: দীপ্তিময়ীকে পেতেই হবে এ চিঠি। পৃথিবীর সব গল্পের শেষ বিষাদের হওয়া মোটেও কাজের কথা না! শুরু হোক তাদের আবার পুরোনো ভুল ত্রুটি মুছে ফেলে।
অনেক ধন্যবাদ!
২০| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৩৪
নোমান নমি বলেছেন: পড়তে পড়তে "ভালোবাসা এ কোন ভরসায় ডেকেছো আবার" এখানে থেমে গেলাম!
ব্রেক নিলাম। মাকসুদের গান বাজাইলাম। একটা বিড়ি ধরাইলাম। তারপর আবার প্রথম থেকে শুরু করলাম। বলতে হয় হামা ভাই ভালো খাইছি
২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: তোমার কারণেই গানটা খুঁজে পাইসিলাম। সেদিনই এমন একটা গল্প লেখার প্লট আসে গানটার প্রভাবে। সুতরাং এই গল্পের জন্মের ব্যাপারে তোমারও অবদান আছে কিছুটা।
থ্যাংকস!
২১| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৪২
অপর্ণা মম্ময় বলেছেন: আপনাকে তো গল্পকার হিসেবেই জানি , গল্পকার - হাসান মাহাবুব।
এখানে একজন তার অন্তর্গত বেদনা, ভালোলাগা সবশেষে যা দাঁড়ায় কনফেস করছে দীপ্তিময়ীর কাছে । স্মৃতিচারণ হিসেবে দুই একটা ডায়ালগ আসছে মাত্র যা সুন্দর প্রেমময় একটা চিঠির আদল দিয়েছে।
ওকে, আমিও একটা এরাম চিঠি সর্বস্ব লেখা কোন একদিন লিখুম। দেখি ওইটা কে গল্প বলন যায় নাকি । যদিও আমি এরকম একটা সিরিজ করেছিলাম " মায়াবতীর গল্প, ১,২,৩ নামে " যা চিঠি সর্বস্ব ছিল । সামুতে একটা পোস্ট দিছিলাম শুধু ।
২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: চিঠি শেষের পরেও কিন্তু একটা অংশ আছে। লাস্টের প্যারাটা চিঠি শেষ করার পর কথকের ভাবনা। আচ্ছা যাই হোক, গল্প বা পত্রকাব্য, ভালো লাগাটাই মূল কথা!
মায়াবতীর গল্প মনে হয় পড়া হয় নাই। পড়ুম নে।
২২| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৫৪
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো অনেক।
২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার বিশ্লেষণাত্মক কমেন্ট মিস করি। ভালো থাকবেন।
২৩| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারণ, হাসান ভাই।
প্রতিটা অংশ এই পোস্টের ভালো লাগছে।
চিঠি, কবিতা মুগ্ধ হচ্ছি বার বার।
২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়। শুভকামনা রইলো।
২৪| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৫২
মায়াবী ছায়া বলেছেন: অসাধারন । ভাললাগা ছোঁয়ে গেলো ।।
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।
২৫| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২
শুকনোপাতা০০৭ বলেছেন: মন ছুঁইয়ে গেল... দ্বীপ্তিময়ী... নামটাও অসাধারন
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা। সজীব থাকুন, সতেজ থাকুন।
২৬| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
অনীনদিতা বলেছেন: এমন দিনে, এমন একটা গল্প পড়ে দারূণ লাগছে।
দীপ্তিময়ী, ঘুমিয়োনা দীপ্তিময়ী!
এমন দিন কি ঘুমিয়ে ঘুমিয়ে নষ্ট করা যায়।তাইতো দীপ্তিময়ী ঘুমাবেনা
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
হাসান মাহবুব বলেছেন: আপনার ভালো লাগা জেনে আনন্দিত হলাম। এমন দিনে দীপ্তিময়ী নিশ্চয়ই ঘুমাবে না।
শুভসন্ধ্যা অনিন্দিতা।
২৭| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সবাই এত্ত এত্ত ভাল কথা কইলো, আমি উলটা কইয়া না আবার ভ্যাজালে পড়ি। যা হওনের হউজ্ঞা। আমি কাউরে ডরাইলেও প্রকাশ করি না।
এই লেখাটায় আবারও গণ্ডী মুক্ত হামার সাক্ষাৎ পাইতে পাইতে পাশে দেখা যায় খিস্তিওলা হামা হামাগুড়ি দিতাছে। আমার তো মনে হয় গালিটার কোনো দরকার আছিল না। আপনের মতামত কি পাঠক হিসাবে?
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
হাসান মাহবুব বলেছেন: আপনি আপনার মত করে বলবেন। ভেজালের কি আছে!
কোন গালিটার কথা বলছেন, "ফাক ইট"?।
একজন প্যানিক ডিজঅর্ডারে ভোগা মানুষকে যখন অকার্যকর কাগুজে নিরাময় পদ্ধতির কথা বলা হয়, তখন সে ক্ষিপ্ত হয়ে উঠে খিস্তি করতেই পারে। পাঠক হিসেবে এটা আমার মতামত।
আর লেখক হিসেবে আমার বক্তব্য হৈল লেখায় গালাগালি দিলে যে র ভাবটা আসে সেইডা আমি ভালা পাই
ধন্যবাদ আপনাকে।
২৮| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
রাইসুল সাগর বলেছেন: চমৎকার লিখায় ভালোলগা হামা ভাই। আশা করি ভালো আছেন? শুভকামনা জানিয়ে গেলাম।
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
হাসান মাহবুব বলেছেন: ভালো আছি। ধন্যবাদ এবং শুভকামনা রইলো।
২৯| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার সব শব্দের সমন্বয় , খুব ভাল লাগল ।
বেশি ভাল লাগল শেষ অংশের দীপ্তিময়ীর প্রতি সমর্পিত অনুভূতি ।
কিছু কিছু গল্প খুব সহজ লাগে বুঝতে , ছুঁয়ে যায় , শব্দ চয়ন আর বাক্য মিলে অসাধারন লাগল ।
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া। ভালো থাকবেন।
৩০| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: একজন প্যানিক ডিজঅর্ডারে ভোগা মানুষকে যখন অকার্যকর কাগুজে নিরাময় পদ্ধতির কথা বলা হয়, তখন সে ক্ষিপ্ত হয়ে উঠে খিস্তি করতেই পারে।[/sb
খিস্তির বিকল্প নাই? মানুষ তার ক্ষিপ্ততা নানা ভাবে প্রকাশ করে। গালি দিয়াই পকাশ করতে হবে কেন? এই জিজ্ঞাসা তখনই অসার হইয়া যায় লেখক যখন বলেন-
লেখায় গালাগালি দিলে যে র ভাবটা আসে সেইডা আমি ভালা পাই
ভালা থাইক্যেন।
২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
হাসান মাহবুব বলেছেন: গালি নিয়ে আপনার এত শূচিগ্রস্থতার কারণ বুঝলাম না। জিজ্ঞাসা অসার হবে কেন? উত্তর তো দিসি। অনেক লেখক গালি ইউজ করে বেশি, কেউ কম। আগে অবশ্য অনর্থক ইউজ করতাম। সেটা অনাবশ্যক ছিলো।
আপনিও ভালো থাকবেন।
৩১| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:২২
মিরাশদার১০ বলেছেন: তোর ইংরাজির হাত কেমুন? বাংলায় এসব কথা ক্যান জানি যায় না।
ক্লাসিক ইংরাজির অনুবাদ অনুবাদ লাগে।
২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩৪
হাসান মাহবুব বলেছেন: কয় কী! এরকম মন্তব্য এই প্রথম পাইলাম। ইংরাজি পারি তয় অনুবাদ করার মত না।
৩২| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৫৮
রাতুল_শাহ বলেছেন: লিরিকটা সুন্দর হইছে।
২৩ শে মে, ২০১৩ রাত ১১:০৫
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।
৩৩| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:১২
মাগুর বলেছেন: অসাধারন লিখেছেন হামা ভাই। একনাগাড়ে পুরোটাই পড়ে ফেললাম। চমৎকার সব শব্দের সমন্বয় করেছেন। সহজ ভাষা, শব্দ নির্বাচন আর ভালোবাসার সরল প্রকাশ সব মিলিয়ে চমৎকার
২৩ শে মে, ২০১৩ রাত ১১:৪৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
মাগুর মাছ আমার প্রিয়। তবে অনেকদিন খাওয়া হয় না।
৩৪| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:২২
অন্তহীন বালক বলেছেন: ভাই, এতো সুন্দর করে লেখেন ক্যামনে?
আমাকে একটু শিখিয়ে দেবেন??
উপমাগুলো খুব ভালো লেগেছে, যদিও ভালো মত বুঝতে পারি নাই।
ভালো লাগা রইলো।।
২৩ শে মে, ২০১৩ রাত ১১:৪৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।
৩৫| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:২৭
রেজোওয়ানা বলেছেন: আরে বাহ, তুমি তো দেখছি দারুন চিঠি লেখো!!
২৩ শে মে, ২০১৩ রাত ১১:৫০
হাসান মাহবুব বলেছেন: তা আর বলতে রেজুপা! বন্ধুরা হায়ার করত প্রেমপত্র লেখার জন্যে
৩৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:০৩
ফালতু বালক বলেছেন: ঘুমিয়েছো দীপ্তিময়ী?
রাত এখন বেজে সাড়ে তিন
ক্লান্তিকে করে বিজয়ী
নিয়েছো কটা রিলাক্সিন?
খুব ভালো।
২৪ শে মে, ২০১৩ রাত ১২:১৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভরাত্রি।
৩৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪১
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: চমৎকার একটা গল্প। সুন্দর কিছু কথা, সুন্দর একটা গল্প, সুন্দর একটা কবিতা! সবকিছুই দারুন।
অনেক অনেক ভালো লাগা। শুভ রাত্রি
২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভস্বপ্ন।
৩৮| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৪৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতাটা সেইরকম হইছে হা মা ভাই
আপনি একটা আস্ত বাংলা অভিধান
২৪ শে মে, ২০১৩ রাত ১:২০
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ মন্ত্রী সাহেব। অভিধান পড়া দরকার। লিখতে গেলে শব্দ স্বল্পতায় ভুগি।
শুভরাত্রি।
৩৯| ২৪ শে মে, ২০১৩ রাত ১:০৬
নস্টালজিক বলেছেন: গল্প পরে পড়বো!
কবিতা-টা পড়লাম! ভালো লাগসে অনেক! একটু মাতবরি করি!
ঘুমচোখে তাকাও যদি
কতদূর দেখতে পারো?
দেখো আমার ঘর অবধি
তমসা কাটাতে পারো?
দুইবার পারো হয়ে গেছে! লাস্ট লাইন টা করে দিতে পারো-
তমসা, দুঃখ তারও
অথবা তমসা বাড়ছে আরও!
ভালো থাকো, বেশি বেশি ডিমকেক খাও!
২৪ শে মে, ২০১৩ রাত ১:২২
হাসান মাহবুব বলেছেন: গুড সাজেশন। তবে কবিতাটা বছর দুয়েক আগের লেখা। থাকুক ওভাবেই! তখন তো আর ডিমকেক খাইতাম না তাই একটু টাউরা হয়া গেসে হাহা!
৪০| ২৪ শে মে, ২০১৩ সকাল ৮:৫৭
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,
বরাবরের মতোই আপনার শব্দকল্প ।
তোমার কন্ঠ শুনতে চাইলে নিরন্তর নিরীখকারী বাজপাখিরা এসে কানের ভেতর ঠোকড়াতে থাকে....... এভাবে যখোন লেখেন তখোন রূপকল্পেও আপনার সহজ বিচরন বোঝা যায় ।
আর আমি তখন বোকার মত এতসব কিছু খেয়াল না করে পঙ্কিলতার অশ্বারোহী হয়ে চড়া দামের টিকিট কেটে এ্যামিউজমেন্ট পার্কে ঘুরে বেড়াচ্ছিলা..... এই লাইনগুলো পড়তে গিয়ে আর আপনার কমবেশী সব লেখাতেই " ছড়ছড় করে হিসু.. " কিম্বা " খিস্তি -খেউর" ইত্যাদি দেখে আপনাকে বেশ "বোহেমিয়ান" মনে হয় ( আপনার যে সব লেখা পড়েছি তা থেকে ) আর তখোনি আমার নিজের লেখা একটি কবিতার কথা মনে পড়ে গেল।
আপনার বেলাতে খাটবে দারুন মনে হ্ওয়াতে প্রকাশ করার লোভ হচ্ছে খুব ।
আপনার অনুমতি পেলে আপনাকে "উৎসর্গ" করা যায় ।
ভাববেন না "উৎসর্গ" করাতে আমি খুব পটু । সম্মানিত পাঠকদের/ব্লগারদের সাথে নিবিঢ় হ্ওয়ার ইচ্ছে থেকেই এমোনটা ।
ভালো থাকুন ...
২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:২১
হাসান মাহবুব বলেছেন: উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করাতে সম্মানিত বোধ করছি। অনেক ধন্যবাদ আপনার আন্তরিক পাঠের জন্যে। তবে লেখা পড়ে আমাকে যেমন মনে হয় আমি কিন্তু সেরকম না। আমি মোটেই বোহেমিয়ান টাইপ না। ঘরকুনো ছেলে।
৪১| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এই হল আমাদের হাসান মাহবুব ভাই +++++++++++++
২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:২২
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আমাকে একটা স্বীকৃতি দেয়ার জন্যে। ভালো থাকবেন।
৪২| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১:১৫
মাক্স বলেছেন: শুধু গল্পেই হ্যাপী এন্ডিং থাকে। বাস্তবের দীপ্তীময়ী, রৌদ্রময়ীরা বিষণ্ণ ফ্যাকাশে মেঘচাদরে নিচে লুকিয়ে যেতে চায়! চিঠি পোস্ট করার আগেই পরিবর্তিত ঠিকানায় শিফট করে। আর যাবার আগে উপহার দিয়ে যায় চকচকে অন্ধকার!
অফটপিকঃ ইদানিং মোবাইল ইউজারদের জন্য ব্লগ ইউজ করা হেভি পেইন। তৃতীয়বারের চেষ্টায় কমেন্ট করতে পারলাম কিন্তু প্লাস দিতে পারলাম না। কি একটা এরর দেখায়। পরে আবার আসব।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ ঠিক, আমার অন্যান্য গল্পেও এন্ডিংটা দুঃখেরই হয়। এই গল্পে হ্যাপি এন্ডিংয়ের সম্ভাবনা দেখান হয়েছে অন্তত।
মোবাইল দিয়ে আমিও ঢুকতে পারি না। কী যে একটা সমস্যা!
শুভবিকেল মাক্স।
৪৩| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঘুমিয়েছো দীপ্তিময়ী?
রাত এখন বেজে সাড়ে তিন
ক্লান্তিকে করে বিজয়ী
নিয়েছো কটা রিলাক্সিন?
আবার পড়তে এলাম।
আবার ও মুগ্ধতা।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:২৫
হাসান মাহবুব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা দূর্জয়!
৪৪| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২
মাহী ফ্লোরা বলেছেন: দীপ্তিময়ী !
kobiiiiiiita ta age jokhn porechilam mugdhota chiloi, r ekhn golpo ta kmn misro onuvob dilo, bishad r anonder!
২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মাফ্লো। শুভসন্ধ্যা।
৪৫| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ইখতামিন বলেছেন:
অনেক ভালো লেগেছে
২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ইখতামিন। শুভকামনা।
৪৬| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
ফারিয়া বলেছেন: প্রেমের গপ্প + প্রেমময় চিঠি।
নাইস ওয়ান, আই এম ইমপ্রেসড!
২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ফারিয়া। সুখে থাকুন।
৪৭| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
সানজিদা হোসেন বলেছেন: আমার জীবনে একমাত্র সেই এমন জন, যার জন্যে সবকিছু নতুনভাবে শুরু করতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই।
এত ভালবাসা এই ছোট্ট হৃদয়ে আমরা কিভাবে ধারন করি ?
২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
হাসান মাহবুব বলেছেন: হৃদয় মোটেও ছোট্ট জায়গা না সানজিদা। ভালো থাকবেন।
৪৮| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:২৭
সায়েম মুন বলেছেন: কবিতাটা বেশ লাগলো। তাই অফুরান প্লাস। সময় আমাকে জাপটে ধরেছে। আশা রাখি গপটা কাল পড়তে পারবো।
২৪ শে মে, ২০১৩ রাত ৮:২৯
হাসান মাহবুব বলেছেন: আপনার আশা পূরণ হোক! আমিন।
৪৯| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৫১
আরমিন বলেছেন: অনেক ভালো লাগছে হামা ভাই! +
আই হোপ দিপ্তীময়ী ঘুমাবে না!
২৪ শে মে, ২০১৩ রাত ৯:৪৫
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস আরমিন। দীপ্তিময়ী জেগে উঠুক, আলো দিক।
শুভকামনা।
৫০| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৪১
সোনালী ডানার চিল বলেছেন:
হাসান ভাই, আপনার এই লেখাটির শব্দসমন্বয় আর গদ্যের ভাষা খুব টানলো।
আর কবিতার অংশটুকুও মুগ্ধকর!!
লেখার কিছু ভালোলাগা অংশ বোল্ড করলাম:
ভালোবাসা আমাকে কোন ভরসায় যেন ডেকেছিলো আবার! ক্লান্ত, ভ্রান্ত আমাকে। আর আমি জেনেছি, ভালোবাসাকে অবজ্ঞা করার মত শক্তিশালী আমি না। যদিও অপজীবনের অপচ্ছাসে প্লাবিত হয়েছে আমার দীপ্তাঞ্চল।
শুভকামনা রইল।
২৪ শে মে, ২০১৩ রাত ৯:৪৬
হাসান মাহবুব বলেছেন: মাকসুদের একটা গানের লাইন "ভালোবাসা, এ কোন ভরসায় আবার তুমি ডাকছো আমায়?" ঐ লাইনটা একটু মডিফাইড করে ঢুকায় দিসি। গানটা আমাকে খুব পেইন দিচ্ছিলো।
অনেক ধন্যবাদ আপনাকে।
৫১| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৫১
সায়েম মুন বলেছেন: কনফেশান জমপেশ হৈছে। দীপ্তিময়ী আর কি ঘুমাতে পারে! কাব্যিকতার নিখুঁত ছোঁয়া আছে লেখায়। সেই সাথে কবিতাটাও দারুন। নাইস কম্পোজিশন।
২৪ শে মে, ২০১৩ রাত ১১:১১
হাসান মাহবুব বলেছেন: কাব্যিকতা এখনও আমার ভেতর আছে নাকি সেই টেস্ট করসিলাম, মনে হয় পাস করসি
শুভরাত্রি!
৫২| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৪০
বটবৃক্ষ~ বলেছেন: বিকেলের বিদায়ী সূর্যটা আমার স্পর্শে তোমার দীপ্তিময়ী হয়ে ওঠা দেখে রঙ বিনিময় করতে চাইতো। তখন ছিলো সূর্যের দিন।
আর এখন! তুমি বরফের তুলট চাদর গায়ে দিয়ে শুয়ে আছো কোন মেরুপ্রদেশে। আমি চকমকি পাথর হাতে নিয়ে তোমার পিছু ছুটছি, একটু আলোর জন্যে, একটু আভার জন্যে, তোমায় খুঁজে পাচ্ছি না আমি, খুঁজে পেলেও যে আলোকসংযোগ সফল হবে তা বলা যায় না। আমি খুঁজছি তোমায়, তোমার আলো অনেক আগেই পরাভূত হয়েছিল আমার ছায়ার কাছে, তমসার কাছে। বুঝতে বড্ড দেরী হয়ে গিয়েছিলো। তারপরেও বুঝতে পেরেছি তো! এ্যামিউজমেন্ট পার্ক থেকে সর্বস্ব খুইয়ে আসার পর তোমার শীতল তিরস্কার এখনও কানে বাজে,
-এমন কর না, এমন কর না! আমার আলো নিভে যাচ্ছে। আমি শীতল হয়ে যাচ্ছি, আমাকে ছুঁয়ে দেখ!
ভীষন মায়াবী লিখা..আচ্ছন্ন হয়ে পড়লাম...হৃদয়ে রক্তক্ষরনের ফলে নিঃসৃত লেখাগুলো পড়লে মনটা বিক্ষিপ্ত হয়....
++
২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভরাত্রি।
৫৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:২৮
নুসরাতসুলতানা বলেছেন: অনেক ভাল লাগলো।গল্প ? বাস্তবেও এমন হেপী এন্ডিং দেখার যখন সুযোগ হয়েছে তখনও ভেবেছি কি অদ্ভুত এই ভালবাসা! মাক্স এর মন্তব্য সব সময়ের জন্য সঠিক নয়।বাস্তবেও হেপী এন্ডিং হয়।
২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা গল্পই। সুখে থাকুক সকল যুগল।
শুভকামনা আপনার জন্যে।
৫৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৪০
ভিয়েনাস বলেছেন: পুনরায় গল্পটা পড়লাম।
দীপ্তিময়ীরা ঘুমায় না বলেই এমন চিঠি লেখকরা সবশেষে আবার সবকিছু নতুন করে শুরু করতে বিন্দুমাত্র আপত্তি করেনা। উপমায় ভরা চিঠিটা অনেক ভালো লাগলো।
চমৎকার লিরিক.....
২৫ শে মে, ২০১৩ রাত ১২:৫৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস। শুভরাত।
৫৫| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৫৮
ম.র.নি বলেছেন: ভাই, আপনার লেখা পোস্ট প্রায়ই পড়ি কিন্তু কমেন্ট করা হয়ে উঠে না।আপনি যা লিখেন তা ছোটগল্প না গীতিকাব্য বুঝি না।পড়া শুরু করে পরে আর এগোতে পারি না, আপনার একনিস্ঠ পাঠক হিসেবে তাই আমি ব্যর্থ।জীবনান্দদাশ বলেছিলো, কবিতার আগে কবিকে চিন।আপনিতো গল্প পোস্ট ছাড়া অন্য কোন পোস্ট দেন না,অন্তত আমার খেয়াল হয়নি তাই আপনাকে তেমন জানতে পারি নাই।তবে মনে হয়েছে আপনার শব্দের দখল ভালো কিন্তু তার প্রয়োগ বেশি হয়ে যাচ্ছে,মূল বক্তব্যের চেয়ে উপমা বেশি হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আমাকে টানে না।একজন সাধারন ব্লগার হিসেবে আমার মতামত দিলাম, হোপ ইউ য়োন্ট মাইন্ড।
২৫ শে মে, ২০১৩ রাত ১:১৬
হাসান মাহবুব বলেছেন: একেক গল্প একেকরকম ভাষার ব্যবহার ডিমান্ড করে। এই গল্পটায় কাব্যিকতা এবং উপমা বেশি। এটা ইচ্ছেকৃত। কারণ এর অনেকটা অংশ জুড়েই একটা গভীর আবেগের চিঠি। চিঠি রচয়িতা তো চাইবেই যতটা সুন্দর করে লেখা যায়, তাই না? আমার অন্য বেশ কিছু গল্পে মেদবিহীন বর্ণনা পাবেন। সামনে যে গল্পটা লেখার পরিকল্পনা সেটাও তেমনই হবার কথা। তারপরেও যদি উপমাজর্জর হতে থাকে আপনার কথাটি মাথায় রাখবো।
যেকোন মতামত নিঃসঙ্কোচে জানাবেন।
অনেক শুভকামনা রইলো।
৫৬| ২৫ শে মে, ২০১৩ ভোর ৪:১৩
আমি সাজিদ বলেছেন: আপনার ওয়ার্ডস্টক অনেক রিচ ভাইয়া।
বর্ণনার ধারা আর লিরিকটা অনেক ভালো লেগেছে।অবশ্য অনেকগুলো কঠিন শব্দ মাঝখানে এসে বাগড়া দিয়েছিলো।
অনেক অনেক ভালো থাকুন।
২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৩৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সাজিদ। আপনিও ভালো থাকুন।
৫৭| ২৫ শে মে, ২০১৩ ভোর ৪:৪২
আরজু পনি বলেছেন:
পড়ার শুরুতে দু'টো ব্যাপার মাথায় কাজ করছিল।
প্রথমত, লেখাটাকে গদ্য না বরং পদ্যই মনে হচ্ছিল
আর
দ্বিতীয়ত, পুরো লেখাটাকে আবৃত্তি করলে কেমন লাগবে বেশ শুনতে ইচ্ছে করছে।
আর পুরোপুরি আত্নকথন মনে হয়েছে...হ্যাঁ, কনফেশনতো বটেই!
তোমার মলিন মুখমন্ডলীতে আমার মানচিত্র পুরোটাই,
যখন দেখলাম,
তোমার নির্জীব চোখের তারায় আমার জন্যে এখনও কিছু অবগুন্ঠিত আকুতি রক্ষিত আছে
এই লাইনগুলো ....................
২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৩৩
হাসান মাহবুব বলেছেন: আবৃত্তি করে আমাদের শোনান পনি আপা!
৫৮| ২৫ শে মে, ২০১৩ ভোর ৫:২৩
বাংলাদেশী দালাল বলেছেন:
ভালোবাসা হোক বিজয়ী
ভালোবেসে যাও প্রতিদিন...
+++++ দিলাম ভাই বেশি কিছু বলার সাধ্য নাই।
২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।
৫৯| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
বুলবুল আহমেদ পান্না বলেছেন: দীপ্তিময়ী, ঘুমিয়োনা দীপ্তিময়ী!
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
হাসান মাহবুব বলেছেন: আরে পানু ভচ! ব্যাপুক ভালু পাইলাম আপনারে দেইখা।
৬০| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:০৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এক কাজ করেন টানা কিছু মুক্তগদ্য লেইখা মুক্তগদ্যের বই বাইর কইরা ফালান !
উম সিরিয়াস ! আমার পড়া লাস্টের দুইটা লেখার বর্ণনা দুর্দান্ত লাগছে ।
২৫ শে মে, ২০১৩ রাত ৮:১৮
হাসান মাহবুব বলেছেন: মুক্তগদ্য লিখে আমি তৃপ্তি পাই না। মনে হয় কিছু একটা অতৃপ্তি থেক গেল। মুক্তগদ্যগুলা গল্পের ভেতর রেখে কাব্যগুণময় গল্প লেখার চেষ্টা করি। তুমি তোমার মুক্তগদ্যগুলায় কাহিনী, সংলাপ যোগ কৈরা গল্প লেখার ট্রাই কর না! ভালো হবে। আমি আশাবাদী।
৬১| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৪৬
মাক্স বলেছেন: এটলাস্ট প্লাস দিতে পারলাম! হুমম মোবাইল থিক্যাই!
২৬ শে মে, ২০১৩ দুপুর ২:০৯
হাসান মাহবুব বলেছেন: থেংকিউ!
৬২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা জানবেন।
২৬ শে মে, ২০১৩ দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শোভন। শুভদুপুর।
৬৩| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:২৩
অদৃশ্য বলেছেন:
হাসান ভাই
এটাকে চিঠি হিসেবে যেমন নিলাম তেমনি মুক্তগদ্য হিসেবেও নিলাম...
একটি চিঠি যেখানে নিজেকে সারেন্ডার করে প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার বা প্রিয়জনকে ফিরে পাওয়ার ব্যাকুলতা...
লিখাটিতে চমৎকার সব মিশ্রন করেছেন... ভালো লেগেছে... লিরিকটাও সুন্দর হয়েছে...
আমি চাই আপনি মাঝে মাঝে দু একটা কবিতা পোষ্ট করবেন এখানেই... তাতে আপনার কিছুটা উপকার হতেও পারে...
বরাবরের মতোই চমৎকার...
শুভকামনা...
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:০৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ কবি। একজন বিশূদ্ধ কবি যখন কবিতার আবদার করেন সেটা সম্মানজনক আমার কাছে।
ভালো থাকবেন। শুভবিকেল।
৬৪| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৪৭
সালমাহ্যাপী বলেছেন: অনেক অনেক দিন পর এত্ত সুন্দর একটা গল্প পড়লাম।
ভাইয়া আপনি যে কবিতাও লিখতে পারেন এই লেখায় টের পেলাম। আপনি তো দারূন গল্পও লিখেন !!!!
অনেক গুলো ভালো লাগা।
প্রিয়তে রাখলাম
২৭ শে মে, ২০১৩ রাত ১০:২২
হাসান মাহবুব বলেছেন: কবিতা আগে লিখতাম মাঝেমধ্যে। পরে তেমনভাবে আর লেখা হয় নাই। লিখলেও বিভিন্ন ছদ্মনিকে। কবিত্বের স্বীকৃতি পেতে খুব লোভ হয় মাঝেমধ্যে
থ্যাংকস সালমা!
৬৫| ২৮ শে মে, ২০১৩ সকাল ৭:২০
এম হুসাইন বলেছেন: আপনার গল্প পড়ে পড়ে আমি গল্পের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি... সত্যি বলছি...
কবিতাটা চমৎকার লাগলো...... এর জন্যে আবারো ++++
আর গল্পের কথা বলতে গেলে শেষ হবেনা......
শুভেচ্ছা জানবেন হামা ভাই, ভালো থাকুন।
আমার জীবনে একমাত্র সেই এমন জন, যার জন্যে সবকিছু নতুনভাবে শুরু করতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই।
দীপ্তিময়ী, ঘুমিয়োনা দীপ্তিময়ী!
২৮ শে মে, ২০১৩ সকাল ১১:০২
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস। ভালো থেকো।
৬৬| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৩১
সোমহেপি বলেছেন: অনুবাদ অনুবাদ মনে হইল।
অনেক বেশি কাব্যিক হইছে।
ঠোঁটে বরফ কুচি থাকে নাকি?
২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০২
হাসান মাহবুব বলেছেন: তাই?
থ্যাংকস!
থাকে।
৬৭| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৪৯
চুক্কা বাঙ্গী বলেছেন: ভালো হইসে ব্রাদার। কবিতাটা চমৎকার লাগলো।
২৯ শে মে, ২০১৩ রাত ১২:০৫
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! আপনার গান বাজনা এবং লেখালেখি ভালো চলছে আশা করি।
শুভরাত্রি।
৬৮| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪৪
প্যাপিলন বলেছেন: চিঠি গল্পের মোড়কে না গল্প চিঠির মোড়কে.... আমার কাছে দুটোই মনে হচ্ছে। যদি চিঠি হয় তবে শব্দগুলো মারাত্নক রকমের যুতসই, কেননা কনফেশনে হালকা টাইপ শব্দ অনুনয় বিনুনয়ে রূপ নিয়ে দিপ্তিময়ীদের কিঞ্চিত করুণা বাড়ায় আর এরকম শব্দের সংযোজন দিপ্তিময়ীদের কতকটা অপরাধী করে তোলে নি:সন্দেহে -
আর চমতকার গল্পের জন্য ভাললাগা থাকলো
২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:০৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ প্যাপিলন। শুভদিন!
৬৯| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
আহমেদ রাকিব বলেছেন: এই দীর্ঘ সময়ে আপনার লেখায় একটা পরিবর্তন পেলাম। আর পেলাম দারুন ছন্দ। লিখতে থাকুন আপন গতিতে, আপন আনন্দে।
২৯ শে মে, ২০১৩ রাত ৮:১৪
হাসান মাহবুব বলেছেন: লিখে তো যাচ্ছি, কিন্তু আপনাকে পাচ্ছি না! এর মধ্যে হয়তোবা বেশ কিছু পরিবর্তন এসেছে। আপনি তো দেখেনই না!
থ্যাংকস!
৭০| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৪
নাসরীন খান বলেছেন: গল্পটা পড়ে গত শুক্রবার ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে চলে যাওয়া [আমার এক আত্মীয়া]অল্প্বয়সের বীথি নামক মেয়েটির মুখটা চোখের সামনে ভেষে উঠল।
২৯ শে মে, ২০১৩ রাত ৯:০৪
হাসান মাহবুব বলেছেন: তার আত্মার মাগফিরাত কামনা করছি।
ভালো থাকুন। শোক সামলে উঠুন।
৭১| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:০১
ইনকগনিটো বলেছেন: লেখাটি কাব্যিক এবং অন্যকিছু!
লাইক ইট।
২৯ শে মে, ২০১৩ রাত ১০:০৭
হাসান মাহবুব বলেছেন: থেংকু! শুভরাত।
৭২| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:১০
কালীদাস বলেছেন: পুরাটা বুঝি নাই, আরেকবার চোখ বুলাইতে হইব!!
২৯ শে মে, ২০১৩ রাত ১১:৩২
হাসান মাহবুব বলেছেন: তেমন কিছু না! একটু ভংচং মার্কা লুতুপুতু প্রেমের গফ!
৭৩| ২৯ শে মে, ২০১৩ রাত ১১:৩৭
আহমেদ রাকিব বলেছেন: সময় তেমন পাই না রে ভাই। সময় পেলেই পড়ে কমেন্ট দিয়ে যাব।
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:১৫
হাসান মাহবুব বলেছেন: সময় সহায় হোক!
৭৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:০৭
কালীদাস বলেছেন: নাহ, মিলে নাই ফিনিশিংটা কনফিউজড কইরা দিছে আমারে
অফটপিকে জিগাই, ভাইজান আপ্নে কি বিসিএস ক্যাডার?
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:১৮
হাসান মাহবুব বলেছেন: ফিনিশিংটা সিম্পল। স্বীকারোক্তিমূলক চিঠি লিখে সে পৌঁছায় দিবে দীপ্তিময়ীর কাছে।
নাহ আমি বিসিএস ক্যাডার না।
৭৫| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৯
ডানাহীন বলেছেন: শুরুতে মনে হচ্ছিল এর কোন অর্থ নেই। শেষের দিকে এসে মনে হচ্ছে এর থেকে অর্থবোধক আর কিছু লেখেন নি !
মনে হয় দীপ্তিময়ীকে তার প্রাপ্য অনুভূতিটা পৌঁছানো গেছে ..
মানুষ তার নিজের ভিতরে যখন আরেকজনকে বসত গড়তে দ্যায় সে নিজের অজান্তেই পরাজয়কে ভালবাসতে শুরু করে । রঘু ডাকাতের রক্তচক্ষুও নরম হয়ে আসে ..
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪০
হাসান মাহবুব বলেছেন: দীপ্তিময়ী তার প্রাপ্য বুঝে পাক! নতুন আভায় উদ্ভাসিত হোক দুজনে।
শুভেচ্ছা ডানাহীন!
৭৬| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৬
মিনাক্ষী বলেছেন: চিঠি অনেক ভালো লাগে।
সবসময়ই বলি জটিল জিনিস ভালো লাগেনা। অবশ্য ঐটা আমারি অযোগ্যতা। কবিতাটা ভালো লাগছে।
৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:০২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মিনাক্ষী। শুভবিকেল।
৭৭| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩
রহস্যময়ী কন্যা বলেছেন: গল্প +কবিতা দুইটাই অসাম ++++++++++++
৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৪০
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভ বৃষ্টিদুপুর।
৭৮| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ভালো লাগলো...+++++++
৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৪১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মায়াবতী নীলকন্ঠি। স্বাগতম আমার ব্লগে।
৭৯| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকল শব্দ ভাণ্ডার আর উপমা যে আপনি দখল করে আছেন ।
তাইতো বলি , আমার ভাগে কম পড়লো কেন ?
৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৪
হাসান মাহবুব বলেছেন: শুভসন্ধ্যা গিয়াসলিটন। ধন্যবাদ পাঠের জন্যে।
৮০| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩৪
আমি তুমি আমরা বলেছেন: ফিনিশিংটা ভিন্ন আশা করেছিলাম
০১ লা জুন, ২০১৩ রাত ১২:০১
হাসান মাহবুব বলেছেন: আশাহত হয়েছেন নাকি অপ্রত্যাশিত চমক ভালো লেগেছে তা অবশ্য জানা হল না!
শুভরাত্রি। পড়ার জন্যে ধন্যবাদ।
৮১| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৪৯
শাদা-অন্ধকার বলেছেন: দুর্দান্ত ফিউসন! - গদ্য কবিতা বলতে পারি? বরাবরের মতোই হামা ভাই কোয়ালিটি... +++
০১ লা জুন, ২০১৩ দুপুর ১:০৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো থাকবেন।
৮২| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:১১
এরিস বলেছেন: পড়লাম। অনুভূতি বুঝানোর জন্যে যথেষ্ট শব্দ আমার জানা নেই। এতো বেশি উপমা ব্যবহার করা লেখা এই প্রথম পড়লাম। আমি কোন গল্প, কবিতা বা যা কিছুই পড়ি, আমার পছন্দের লাইনগুলো মন্তব্যে কোট করে দেই। কিন্তু ঘুমিয়োনা দীপ্তিময়ী'র একটা বাক্যও কোট করতে পারলাম না। কারণ, কোট করতে হলে পুরো লেখাটাই মন্তব্যে কপি পেস্ট করতে হবে। অনেক অনেক ভালো থাকুন। আপনার সুন্দর সুন্দর কথাগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যাবার জন্যে উপস্থিত থাকুক সবসময়।
০২ রা জুন, ২০১৩ দুপুর ১:০৬
হাসান মাহবুব বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ এরিস, নতুন নক্ষত্র।
৮৩| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
বৃষ্টিধারা বলেছেন: কিছু লিখতে ডর লাগে । কেমনাছেন ? ভাবী? বাবু টা ?
০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
হাসান মাহবুব বলেছেন: আরে ধারা ম্যাডাম যে! ভালো আছি সবাই। আপনিও ভালো নিশ্চয়ই!
৮৪| ০৩ রা জুন, ২০১৩ সকাল ৮:৫২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এত ক্যামনে পারেন............ ভালবাসা বেচে থাকুক///////তুমি ছিলে রোদ্দুরের মত ............আলোকিত, আমি ছিলেম ছায়ার গ্যাসবেলুন...............
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪০
হাসান মাহবুব বলেছেন: শুভদুপুর তুহিন!
৮৫| ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩০
শাওণ_পাগলা বলেছেন: আচ্ছন্ন করার মত একটা লেখা! অনেক ভালো লাগলো।
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ শাওন। শুভরাত।
৮৬| ০৫ ই জুন, ২০১৩ ভোর ৫:০৮
নস্টালজিক বলেছেন:
আচ্ছনতা!
স্বেচ্ছাচারী জীবনযাপন!
বিভ্রম!
হ্যালুসিনেশন!
আয়নায় হেরে যাওয়া মুখ!
ভালোবাসা এবং ভালো না বাসা!
অতঃপর একটা সময় প্রবল অনুতাপে এক আকাশ দুঃখ!
অতঃপর প্রবল অনুতাপ!
লেখাটা ভালো হইসে! অনেকই ভালো হইসে!
০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৭
হাসান মাহবুব বলেছেন: থেংকু বাডী। অনেকই থেংকিউ!
৮৭| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
লেখোয়াড় বলেছেন: হামা,
কেমন আছেন?
একটা কথা জানতে ইচ্ছে করছে, এ লেখাটা পুরানো স্টাইলে লিখলেন কেন?
বিশেষ করে ভাষার সংযুক্তি, যেমন-সূর্যালোকিত, আলোকছটা,মদোন্মত্ত ইত্যাদি।
এই সময়ে ওই স্টাইলে লেখা কম কঠিন নয়।
অপোনুভূতির এই শব্দটার মানে কি হবে। অনুভূতির আগে কি অপ উপসর্গ ব্যবহার করেছেন, না আপন অনুভূতি বলতে চেয়েছেন।
ধন্যবাদ।
০৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৭
হাসান মাহবুব বলেছেন: লেখাটাকে প্রেমময় করার জন্যে যেমন ভাষা উপযোগী মনে হয়েছে তাই ব্যবহার করেছি।
অপোনুভূতি=অপ+অনুভূতি।
মনোযোগ দিয়ে পড়ার জন্যে অনেক ধন্যবাদ!
৮৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:০০
অর্পণ! বলেছেন:
পোস্ট পড়তে শুরু করার আগে শিরোনাম দেখে কেন যেন বিশেষ একজনের চেহারা চোখের সামনে চলে আসছে !
তবে নিবির পাঠে বেশ লাগলো।
আপনার বিশেষ কিছু পোস্টের আমি ভক্ত । সেগুলি ইদানিং দেখি না। সত্যি বলতে কি মিসও করি।
০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৭
হাসান মাহবুব বলেছেন: আহা... কথা পেটে রাইখা দেন কেন! বিশেষ একজনটা কে? আর আমার সেই বিশেষ পোস্টগুলা কোনগুলা?
পাঠের জন্যে অনেক ধন্যবাদ।
৮৯| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০
রিমঝিম বর্ষা বলেছেন:
অন্যের চিঠি পড়তে হয়না। তাই চিঠি বাদ দিয়ে কেবল কবিতা। কবিতা জটিল হইসে।
০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
হাসান মাহবুব বলেছেন: ওটা তো অনেক আগের লেখা। পড়সিলা বোধহয়।
৯০| ০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ফ্রাস্ট্রেটেড বলেছেন: আশ্চর্য !! এতোদিন পর আপনার রিপ্লাই খেয়াল করলাম
গল্প পড়ার সময়টা আসলেই খুব সুন্দর ছিলো; বেশ দীপ্তিময়তার মধ্যে কাটাইসি; সেইটার জন্য আগেরবারই খুব শর্টকাটে ধন্যবাদ জানাইসিলাম।
এইবার ব অ অ অ ড় একটা ভালোলাগা জানাই
আর হ্যা, এইলাইনটা খুব সুন্দর হইসে - "আর আমি তখন বোকার মত এতসব কিছু খেয়াল না করে পঙ্কিলতার অশ্বারোহী হয়ে চড়া দামের টিকিট কেটে এ্যামিউজমেন্ট পার্কে ঘুরে বেড়াচ্ছিলাম। "
"ভালোবাসা নামক বহুল ব্যবহৃত একটি স্ল্যাং" অন্যরকম, স্রেফ অন্যরকম
শুভকামনা হাসান ভাই।
বহুদিন পর বৃষ্টি হইলো; উফফ, ম্যালা হ্যাপা পোহাইসি।
০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
হাসান মাহবুব বলেছেন: লেখাটা শেষ করার পর খুব অস্থিরতায় ছিলাম। অনেক স্ট্রেস গেসিলো সেইদিন। তাই কিছুটা উষ্মামিশ্রিত প্রতিক্রিয়া!
আরো বৃষ্টি হোক। শুভবৃষ্টিরাত।
ব্লগে নিয়মিত দেখলে ভালো লাগবে।
৯১| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:০৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাগ! শুভ দাগ কইয়েন!
পড়ে মন্তব্য করমু।
কেমন আছেন হা-মা ভাই?
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:০৯
হাসান মাহবুব বলেছেন: শুভ দাগ!
শুভ রাত!
শুভ আছি।
৯২| ০৭ ই জুন, ২০১৩ রাত ২:২৮
হৃদছায়া বলেছেন: খুব সুন্দর
০৭ ই জুন, ২০১৩ রাত ২:৪১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ হৃদছায়া। শুভরাত।
৯৩| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই রকম একটা চিঠি লিখবার চাই। তবে যদি কখনো লিখি আপনার এই লেখাটা আরেকবার পড়ে নিবো।
কবিতাটা অসাধারণ লেগেছে।
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০
হাসান মাহবুব বলেছেন: না। কোন দেখাদেখি চলবে না। পরিদর্শক নাম্বার কেটে নিবে। তিনি সবই দেখেন
থেংকু!
৯৪| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪০
সুপান্থ সুরাহী বলেছেন:
আপনার কবিতাই লেখা উচিত...
গল্পটা পড়তে পড়তে বারবার মনে হলো কবিতা পড়ছি না তো...
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭
হাসান মাহবুব বলেছেন: আমি গল্পই লিখব। মাঝে মাঝে একটু টেরাই দিমু আর কি যদি আপনারা আস্কারা দেন!
শুভবিকেল কবি।
৯৫| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:১৫
মাহমুদ০০৭ বলেছেন: অনেক ভাল লাগল । আপনার গল্প খুব মনোযোগ দাবি করে ,
যদিও এই গল্পে তেমন না , কাব্যিক ভঙ্গিমায় যে আপনি সিদ্ধহস্ত , এ গল্প তার প্রমাণ । পুরো গল্পের প্রতিটা লাইন আমার ভাল লাগছে ।
ভালভাবে লক্ষ্য করলে আপনার গল্পগুলো হতে অনেক কিছু শিখার আছে ।
আপনার শব্দভাণ্ডারের ব্যাপকতা ও নিপুণ ব্যবহার দুটোই প্রশংসনীয় ।
''শুধোলাম '' শব্দটা আকর্ষণ করল বেশ , একদম জায়গামত বসিয়ে দিয়েছেন , টের পাওয়া যায় না । এই শব্দটার এখন তেমন কোন প্রয়োগ দেখিনা আজকাল । আমি একটা গল্পে প্রয়োগ করলে চেয়েছিলাম , কেমন কেমন বাধে
বলে আর করিনি । আপনার ব্যবহার দেখে নতুন করে আত্মবিশ্বাস পেলাম ।
ভাল থাকবেন হামা ভাই , আমরা যারা নতুন লিখালিখি করি , তাদের ব্লগিয়
গুরু আপনিই ।
আরেকটা কথা শব্দভাণ্ডার বাড়াতে চাইলে কি করা যায় ? একটু সাজেশন দেন ।
শুভকামনা রইল
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫০
হাসান মাহবুব বলেছেন: আপনার মনোযোগী পাঠ অনেক ভালো লাগলো। শব্দভান্ডার বাড়াতে চাইলে পড়তে হবে প্রচুর। আমার পড়ার এই খামতিটা লেখার সময় অনুভব করি মাঝেমধ্যে। খুব খারাপ লাগে তখন।
৯৬| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:০১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেকদিন পর ব্লগে এসে আপনার এই লেখাটা খুব-খুবই ভাল লাগলো। হামা ভাই আপনিকি জানেন আপনার কবিতার হাতও দারুন.........
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫০
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভদুপুর।
৯৭| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৪:০২
এই সব দিন রাত্রি বলেছেন: আশাকরি দীপ্তিময়ী ঘুমোবেনা; ঘুমোনোর কথা নয়! এমন করে বললেন, মন ছুঁয়ে গেল আমারই!!
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১
হাসান মাহবুব বলেছেন: শুনে ভালো লাগলো। ভালো থাকবেন।
৯৮| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:২৩
অচিন্ত্য বলেছেন: বেশ কিছুদিন পর আপনার লেখা আবার পড়লাম। এই বিলম্বের ফলে একটা বিষয় খেয়াল করলাম। একটি শিশু বড় বড় চোখে তাকায়, কারণ তার কাছে সবকিছুই বিস্ময়ের। বয়সের সাথে সাথে তার অভ্যস্ত চোখের বিস্ময় কমে আসে। আপনার ‘চিঠি ও চোখানুক্রম’ প্রথম পড়েছিলাম। সেই মুগ্ধপাঠের পর আপনি যে গল্পদের লিখেছেন, তাদের প্রায় সবাইকেই পড়েছি [দুই একখানা বাদে]। আস্তে আস্তে আমারও বিস্ময় সয়ে গিয়েছিল। আজ আবার সেই শব্দজাদুর মোহনজালে বাধা পড়লাম।
চড়ুইরেডিও, ছায়ার গ্যাসবেলুন, অনলপানীয়- শব্দগুলো বেশ লেগেছে। শুধোলাম- হঠাৎ ঊনিশ শতকের গোড়ার দিকের আবহ ! একুশ শতকের গোড়ায়ও কীভাবে যেন মানিয়ে গেল। অপোনুভূতি- শব্দটি আমার অপরিচিত; কিংবা যদি আপনার হাতেই এর জন্ম, এর গঠনটা ঠিক ধরতে পারছি না। ভালবাসা স্ল্যাং ! কি জানি।
ভাল থাকুন, আর শব্দঘোরে মোহিত রাখুন।
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৫
হাসান মাহবুব বলেছেন: শব্দগুলো উল্লেখ করে ভালো লাগা জানানোটা খুব চমৎকার। অপোনুভূতি- অপ অনুভূতি মানে অনুভূতির বিপরীত ক্রীয়া। এটাও একটা স্ল্যাং ধরে নিতে পারেন!
পরীক্ষা ভালো হচ্ছে নিশ্চয়ই? অনেক শুভকামনা।
৯৯| ১০ ই জুন, ২০১৩ সকাল ৯:৪২
অচিন্ত্য বলেছেন: হুম। সেক্ষেত্রে সন্ধির নয়মে শব্দটি হবে অপানুভূতি। অবশ্য নিয়ম মানতেই হবে এমনটিও তো নয়।
ভাইভ'র ডেট এখনো হয় নি ধন্যবাদ
১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৫
হাসান মাহবুব বলেছেন: অপোনুভূতি শুনতেই বেশি ভালো লাগতেসে! নিয়ম ভাঙার আনন্দও পাচ্ছি!
শুভদিন।
১০০| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০
শহুরে আগন্তুক বলেছেন: মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ........
১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর একটা গান!
শুভদুপুর।
১০১| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০
রোকেয়া ইসলাম বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর। অসাধারন একটা লেখা। ঘুমিয়োনা দীপ্তিময়ী...............
সত্যি মন ছুঁয়ে গেল।
অনেক ভাল লাগা রেখে গেলাম। তবে আবারও আসব বারবার আসব এমন অসাধারন সব কথামালার খোঁজে। ভাল থাকবেন।
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রোকেয়া। আপনিও ভালো থাকবেন।
শুভবিকেল।
১০২| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:০৬
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: এত সুন্দর করে ক্যামনে লিখেন???
+++++
১১ ই জুন, ২০১৩ রাত ১২:২১
হাসান মাহবুব বলেছেন: আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো।
শুভরাত্রি।
১০৩| ১১ ই জুন, ২০১৩ রাত ১:০৮
?জকির! বলেছেন: অসাধারন!
১১ ই জুন, ২০১৩ রাত ১:১৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! স্বাগতম আমার ব্লগে।
শুভরাত্রি।
১০৪| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬
জাফরিন বলেছেন: আপনার লেখাগুলো সব কবে যে পড়ব! অনেকগুলো জমে গেছে! সময় পাচ্ছি না...তবু শুভকামনা রেখে গেলাম
১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭
হাসান মাহবুব বলেছেন: তোমার জন্যেও শুভকামনা। সময় সহায় হোক।
শুভদুপুর।
১০৫| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
১২ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩
হাসান মাহবুব বলেছেন: ডোন্ট ট্রাই ইট মাই ব্লগ। লাস্ট ওয়ার্নিং।
১০৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ৮:১৪
ত্রিনিত্রি বলেছেন: দীর্ঘদিন পর আপনার ব্লগে এলাম। ১০০০ এর উপরে যেটা পঠিত সেটাতেই ঢুকলাম। পড়া শেষে যখন ৫০তম ভালো লাগা দিলাম তখনও একটু ঘোরের মাঝেই আছি।
তবে কিনা এত করুনার পরেও আমার আপনার প্রতি মায়া জন্মালো না। আমি দীপ্তিময়ীর সাথে আছি।
++++++++
১৩ ই জুন, ২০১৩ রাত ৮:২৩
হাসান মাহবুব বলেছেন: দীপ্তিময়ীর সাথে থাকাটাই ভালো সিদ্ধান্ত!
একটা খুবই শম্বুকগতির ফিফটি করলাম। হাহাহা!
ধন্যবাদ ত্রিনিত্রি।
১০৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৫৩
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা দিতে গিয়ে দেখি ভালো লাগাতো আগেই দিয়েছি আপনার লিখা ১ বার পড়লে হয় না আমার ২ বার পড়তে হয়। মন ছুয়ে যাওয়া লিখা। অসাধারণ।
ভালোবাসা হোক বিজয়ী
ভালোবেসে যাও প্রতিদিন
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো থাকবেন। শুভদুপুর।
১০৮| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:২৮
অরুদ্ধ সকাল বলেছেন:
মনে হচ্ছিল আবৃত্তি শুনছি।
মেঘ মেঘ কাব্য পুরো শব্দভার ময়। যেন শব্দ ফুলে আছে বৃক্ষময়।
দীর্ঘ চিঠি। সুন্দর বক্তব্য
৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭
হাসান মাহবুব বলেছেন: সুন্দর মন্তব্য। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১০৯| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৯
প্রত্যাবর্তন@ বলেছেন: এটা লেখার সময় লেখকের আবেগের কত গভীরে ডুব দিয়েছিলেন তার একটা ছায়া ছায়া চিত্র আঁকবার কিংবা বুঝবার চেস্টা করছি
১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪
হাসান মাহবুব বলেছেন: কেউ কি কারোটা বুঝতে পারে?
১১০| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪
টুম্পা মনি বলেছেন: আমার জীবনে একমাত্র সেই এমন জন, যার জন্যে সবকিছু নতুনভাবে শুরু করতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই।
হুম! দীপ্তিময়ী জেগে থাকুক।
শুভ রাত্রি বিগ হামা।
১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮
হাসান মাহবুব বলেছেন: আসুক তেমন কেউ।
শুভবিকেল টুম্পা।
১১১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭
নীল কষ্ট বলেছেন: চিঠির প্রতি এক বিশাল দুর্বলতা
তাই বেছে বেছে এখানেই ঢুকলাম
সত্যি বলতে কি আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, পড়তে পড়তে।
শেষ না করে আমি ওঠি না,
দীপ্তিময়ীরা কিভাবে পারে ওদের সাথে? নেহাত অন্ধ দূর্বলতা প্রেম। এটাই হবে।
কি খবর আপনার সংসারের। ব্লগিং ত চলছে পুরোদমে, বাকিটার কি অবস্থা। অনেক পরে আসলাম,এখন আর আসতে পারিনা, নইলে কোন পোস্ট মিস হতো না হামা ভাই।
ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩
হাসান মাহবুব বলেছেন: বেছে বেছে আমার সবচেয়ে আবেগমথিত লেখাগুলার মধ্যে একটা পড়লেন। থেংকু!
ব্লগিং এর সাথে সবকিছুই চলছে। তবে চলার স্বার্থে কিছুটা হেরফের, অদলবদল করতে হচ্ছে!
ভালো থাকবেন।
১১২| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: কবিতাটা কি চমৎকার ! ইচ্ছে করছে শব্দগুলোকে আদর করে দেই !
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০
হাসান মাহবুব বলেছেন: করে দেন না! শব্দরা আদরের কাঙাল হয়।
১১৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩
রিমঝিম বর্ষা বলেছেন:
এইসমস্ত ঝুড়িভরা মিথ্যে দিয়ে সাজানো চিঠি পড়ে বোকা দীপ্তিময়ীরাই কেবল মোহাবিষ্ট হয় এবং একই ভুল বারবার করে। আর ওই যে "দীপ্তিময়ীর দীপ্তিউৎস কেবল আমিই"........এই আত্নবিশ্বাস আবারও দীপ্তিময়ীকে আঘাত করতে উদ্যত হয় এই্ ভরসায় যে মাস দু'তিন পরে আবারও এমন কথার ফুলঝুড়ি সাজিয়ে একটা চিঠি লিখে দিলেই হবে।
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৭
হাসান মাহবুব বলেছেন: কুল ডাউন নায়িকা
১১৪| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫
রিমঝিম বর্ষা বলেছেন:
তাইলে আমারে একখানে চিঠি ল্যাখো। :#>
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩
হাসান মাহবুব বলেছেন: এইটা আবার বলা লাগে! :!>
১১৫| ০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০
যক্ষা_রোগী বলেছেন: মুগ্ধতায় মাথা নস্ট!!
১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৭
হাসান মাহবুব বলেছেন: থেংকু।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০১৩ রাত ২:২৮
রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ!