নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চা পানের আগে বা পরে বা পানকালীন সময়ে বিভিন্ন ব্লগারের প্রতিক্রিয়া কেমন হতে পারে? আসুন দেখা যাক,
প্রোফেসর শঙ্কু : খেলাম। ভালো লাগলো। চতুর্থ কাপ।
পরিবেশ বন্ধু : আমার এক কাপ চা এখানে রেখে গিয়েছিলাম। কিন্তু ফিরে এসে দেখি তা বাজেয়াপ্ত হয়েছে। জানেন আমার ল্যাবে তিনজন টি-ইঞ্জিনিয়ার কাজ করে? আমি চাইলে গোটা বাংলাদেশের চা পান বন্ধ করে দিতে পারি। তাই প্লিজ আমার চায়ের কাপটি ফিরিয়ে দিন।
বোকামন : সম্মানিত দোকানদার ভাইজান, আমাকে এক কাপ চা দিবেন কী? আসসালামুআলাইকুম।
ইরফান আহমেদ বর্ষণ : খেলাম
শায়মা : আপুনি!!!!!!!! তুমি এত্ত সুন্দর চা বানাও? আমার ভাইয়ামনিটা বড় ভাগ্যবান। তবে আমি কিন্তু তোমার চেয়েও ভালো চা বানাতে পারি। গোপন রেসিপি আছে। বলবো না
নস্টালজিক : গ্রামের অপাপবিদ্ধ কিশোরীর হাতের চা খেলাম। হাজার জোনাকপোকা এসে নাগরিক ক্লেশ ভুলিয়ে দিলো নিমিষেই।
প্লিওসিন অথবা গ্লসিয়ার : আমার চোখের ভেতর চা-পিয়াসী তীব্র তৃষ্ণার্ত প্রেমিকা কাঁদে সান্তিয়াগোর আকাশে তখন মেঘের মেটামরফসিস হয়ে চা-বৃষ্টি হয়।
জানা : একটি সুস্থ, সুন্দর চা-পানের জন্যে আমাদের যুথবদ্ধতা জরুরী। টেবিলের সুন্দর পরিবেশ রক্ষার্থে কাউকে পিরিচের বাইরে চা না ফেলার এবং শব্দ করে না খাওয়ার অনুরোধ করছি।
কাল্পনিক_ভালোবাসা : আমার কাছে খুব ভালো লেগেছে। চমৎকার এক কাপ চা। আমি ঠিক প্রকাশ করতে অতটা পারঙ্গম নই, তাই বোঝাতে পারছি না।
মামুন রশিদ : সুললিত সেপ্টম্বরের চা-পান নামা- গত সেপ্টেম্বরে অনেক চমৎকার চমৎকার নতুন চা-দোকান হয়েছে। আমি প্রতিটিতেই গিয়ে খেয়েছি। এবার আমি এগুলো একটি তালিকা করার সিদ্ধান্ত নিয়েছি। আমার সাথে যারা ছিলেন তারা কোন দোকানের চা মিস হয়ে গেলে বলবেন, আমি আপডেট করে দিবো।
আরজুপনি : চা-পান, আসলেই কী জরুরী? মুক্ত আলোচনায় সবাইকে আমন্ত্রন।
অপর্না মম্ময় : বেশ ভালো লাগলো চা টা। তবে চায়ের কাপে যে স্টিকারটা লাগানো আছে ওখানে বেশ কয়েকটা বানান ভুল আছে। ঠিক করে নেবেন। শুভেচ্ছা।
শান্তির দেবদূত : ডা: খাস্তগীরকে নিয়ে গিয়েছিলাম চা খেতে। সে কখনও টং দোকানে চা খায়না। স্টোভের আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ জ্বলজ্বল করতে লাগলো। "লক্ষ্য করেছিস, চায়ের কাপের গরম হওয়ার সাথে ধোঁয়া আর আগুনের কার্ভ করলে একটা সাইন ওয়েভ তৈরি হয়। এর মানে বুঝেছিস?" আমি কিছু না বুঝলেও সবজান্তার মত মাথা নেড়ে বললাম, "হু, খুবই ইন্টারেস্টিং ব্যাপার!"
রেজোওয়ানা : মুঘল আমলের বঙ্গদেশে লেটুস পাতা, চিনি আর কালিজিরা দিয়ে এক প্রকার বিশেষ ধরনের চা তৈরি হতো। আমি এখন সেটাই পান করছি বিক্রমাদিত্যের সুপ্রাচীন জমিদার বাড়িতে বসে।
সেলিম আনোয়ার : উনি চা খাবার পরে সেটা নিয়ে কবিতা লিখে ব্লগে পোস্ট করে সেটার লিংক ফেসবুকে সবার ইনবক্সে প্রেরণ করবেন।
নাফিস ইফতেখার : আমার চাই 'হিট' চা। মানে গরম চা!
নাজিম-উদ-দৌলা : অনেক কষ্টে বানালাম সোয়াজিল্যান্ডের বিশেষ প্রণালীতে তৈরি করা চা। এ জন্যে আমাকে প্রায় এক মাস পূর্ণ মনোযোগ দিতে হয়েছে। অনেক গুগলিং করেছি, মশলা-পাত্তি নিয়ে গবেষণা করেছি। এখন চুমুক দিয়ে মনে হচ্ছে কষ্টটা সার্থক!
লেজকাটা বান্দর : শায়লার কাছে আমার এক কাপ চা পাওনা আছে। শায়লা অসম্ভব সুন্দরী। কিন্তু সমস্যা হচ্ছে ওর চা খেলে আমার চার্ট্রাইথিস নামক গোপন রোগ মাথাচাড়া দিয়ে ওঠে। তাই ঠিক করেছি শায়লায় চা বানানোর সরঞ্জামাদীকে আমি খুন করবো!
ঢাকাবাসী : চা তো খেলেন, এবার দেখে নিন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং সুস্বাদু দশটি চা।
সুলতানা শিরীন সাজি : এমন মায়ায় মোড়ানো চা..., দুধের সর ভাসছে সমুদ্রে একাকী মাঝির ডিঙি নৌকার মতো। ভালো না লেগে উপায় কী! অনেক ভালো থেকো, শুভেচ্ছা। চা খাওয়াটা দারুণ ব্যাপার!
সবাইকে ঈদের শুভেচ্ছা!
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
জেনারেশন সুপারস্টার বলেছেন: আপনাকেও চায়ের নিমন্ত্রণ
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭
হাসান মাহবুব বলেছেন: হবে তাহলে একদিন।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনাকেও।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১
লিন্কিন পার্ক বলেছেন:
কয়েকজনেরটা পড়ে হেভি মজা পাইলাম !
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০
হাসান মাহবুব বলেছেন: স্পেসিফিকালি বললে ভালো হতো।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২
ডুবুরি বলেছেন: এ তো দেখছি সবাক চা পান!!!
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১
হাসান মাহবুব বলেছেন: হাহা!
৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৪
অচিন্ত্য বলেছেন: হাহ হাহ। দারুণ হয়েছে
পূজা মোবারক
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২
হাসান মাহবুব বলেছেন: পুজা এবং ঈদের শুভেচ্ছা।
৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৫
দুঃস্বপ্০০৭ বলেছেন: পরিবেশ বন্ধু : আমার এক কাপ চা এখানে রেখে গিয়েছিলাম। কিন্তু ফিরে এসে দেখি তা বাজেয়াপ্ত হয়েছে। জানেন আমার ল্যাবে তিনজন টি-ইঞ্জিনিয়ার কাজ করে? আমি চাইলে গোটা বাংলাদেশের চা পান বন্ধ করে দিতে পারি। তাই প্লিজ আমার চায়ের কাপটি ফিরিয়ে দিন।
শায়মা : আপুনি!!!!!!!! তুমি এত্ত সুন্দর চা বানাও? আমার ভাইয়ামনিটা বড় ভাগ্যবান। তবে আমি কিন্তু তোমার চেয়েও ভালো চা বানাতে পারি। গোপন রেসিপি আছে। বলবো না ।
শান্তির দেবদূত : ডা: খাস্তগীরকে নিয়ে গিয়েছিলাম চা খেতে। সে কখনও টং দোকানে চা খায়না। স্টোভের আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ জ্বলজ্বল করতে লাগলো। "লক্ষ্য করেছিস, চায়ের কাপের গরম হওয়ার সাথে ধোঁয়া আর আগুনের কার্ভ করলে একটা সাইন ওয়েভ তৈরি হয়। এর মানে বুঝেছিস?" আমি কিছু না বুঝলেও সবজান্তার মত মাথা নেড়ে বললাম, "হু, খুবই ইন্টারেস্টিং ব্যাপার!"
এ তিনটা পড়ে বেশি মজা পেয়েছি
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩
হাসান মাহবুব বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৯
মশিকুর বলেছেন:
হা হা... দুকানের ঠিকানা কই??
ঈদের শুভেচ্ছা।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজা পাইসি !!
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪
হাসান মাহবুব বলেছেন: থিংকু।
১০| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬
নিয়েল হিমু বলেছেন: হাহাহা । চা তো চাইই
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫
হাসান মাহবুব বলেছেন: চা চান!
১১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল ভাইয়া ।
...........
আর হ্যা > আপনার চা পান এর পয়েন্ট'টা ঝাতিকে মিস করালেন ক্যান ?
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: আমি চা খাই না।
১২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
তন্ময় ফেরদৌস বলেছেন:
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: কিতা খবর তন্ময়?
১৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসান মাহবুবঃ চাটা বেশ ভালো হয়েছে, তবে চিনির পরিমাণ একটু বেশি হওয়াটা ভালো লাগে নাই।
চায়ে +++++++++ রইল।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২
অপর্ণা মম্ময় বলেছেন: পোস্ট ঠিক আছে। কোনও বানান ভুল নেই। শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ ভাইয়ামনি।
খুব উপভোগ করেছি চা পান
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: গ্রাৎসি।
১৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬
দুঃস্বপ্০০৭ বলেছেন:
ব্লগারদের চা পান উপলক্ষে হাসান মাহবুবের মন্তব্যঃ
হাসান মাহবুবঃ ব্লগারদের চা পান এই ধারণাটা চমৎকার লাগলো।
অসাধারণ থিম! চতুর হাস্যরস আর কৌশলী সমাপ্তি। চা সিরিজ রক্স! সামুতে আমার সবচেয়ে প্রিয় সিরিজ। আপনি তো অনেকদিন পর এসে সমানে চার-ছক্কা পিটানো শুরু করেছেন ভাইয়া!
চা পানে আমিও যুক্ত হয়েছিলাম বেশ উত্তেজনার সাথে । তবে শেষের কথাটাই যেন সত্যি। চা বিশ্ব বোধ হয় চা সৃষ্টি রহস্য চিরকাল গভীর গোপনে সঙ্গোপনেই বয়ে বেড়াবে । :>
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯
হাসান মাহবুব বলেছেন: শান্তির দেবদূত ভাই আর অচিন্ত্যের পোস্টে করা কমেন্ট!
১৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭
না পারভীন বলেছেন: ব্যাপক বিনোদন , হাহাহা
একেবারে পারফেক্ট চা পান ।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পারভীন আপা।
১৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭
টুম্পা মনি বলেছেন:
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ টুম্পা।
১৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।
প্রিয় সব ব্লগারদের নিয়ে দুটি পোস্ট পড়া হয়ে গেল।
ঈদের আমেজ পাওয়া যাচ্ছে।।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬
হাসান মাহবুব বলেছেন: ঈদ আসে না কেন! ছুটি দরকার। বিশ্রাম দরকার।
১৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০
মামুন রশিদ বলেছেন: আগাম ঈদের শুভেচ্ছা
গাঢ় লিকারের মশলাদার কড়া চা পানে খুব তৃপ্তি পেয়েছি ।
ভাবীর বানানো চা'য়ের প্রেমে পড়ে গেছি ভাই । মাঝে মাঝে চা খেতে ডাকবেন কিন্তু ।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮
হাসান মাহবুব বলেছেন: ভাবীর বানানো চা আবার কবে খাইলেন?
২০| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪
শুকনা মরিচ বলেছেন: হেহেহে - আপনারে আমি খুবই কাটখোট্টা মনে করছিলাম । আসলে তা না মনে হচ্ছে :> :>
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫
হাসান মাহবুব বলেছেন: ধারণা ভুল প্রমাণিত হওয়ায় খুশি হলাম।
২১| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০
গোর্কি বলেছেন:
ব্যতিক্রমী পোস্ট পড়ে মজা পেলাম। শারদীয় ও ঈদের উৎসবমুখর দিনগুলো অনাবিল আনন্দে কাটুক। শুভেচ্ছা ও শুভকামনা রইল।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা আপনার জন্যেও।
২২| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০২
মোমেরমানুষ৭১ বলেছেন: আমি কিন্তু লাল চা পান করি....
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮
হাসান মাহবুব বলেছেন: করেন।
২৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৯
ইখতামিন বলেছেন:
ইয়ে, মানে... হাসান ভাই...
আমার প্রতিক্রিয়াটা কি যেনো...
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯
হাসান মাহবুব বলেছেন: আপনিই বলেন না!
২৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২
শান্তির দেবদূত বলেছেন: কি লিখছ এটা! উফ্! হাসতে হাসতে শেষ। সবগুলোই একেবারে পার্ফেক্ট হইছে।
এত প্রতিভা নিয়ে ঘুমাও কেমনে? মাথা কি বালিশের নিচে থাকে না কী উপরে?
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯
হাসান মাহবুব বলেছেন: ঘুমাইতে খুব সমস্যা ভাইয়া :-<
২৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪
সেলিম আনোয়ার বলেছেন: হাসান মাহবুব ভাই আমি এখন লেবু চা আদা চা পান করি ।কবিতা আসতেছে আপনার ইনবক্সটা কই।একটি লিংক দেয়ার খুব সখ।
এক কাপ চা
একটা কবিতা
একটা ইনবক্স
একটা লিংক
আর এত্তগুলা অগ্রিম ।ঈদশুভেচ্ছা
একটা কাজের কথা বলি রাস্তাঘাটে এখনই কুরবানীর গরুর আনাগোনা শুরু হয়েছে। এবার যে কি নাটক হয় কে জানে?গতবার তো পানির দামে গরু কিনা গেছে।দাড়ান একটু চা পান করে নিই।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
২৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭
শায়মা বলেছেন: প্রতিজ্ঞা ভেঙ্গে না বলে পারলাম না...
আমি কিন্তু সত্যিই এমন চা বানাতে শিখেছি যে নিজের চা খেয়ে নিজেই মুগ্ধ! আর অন্যেরা খেলে তো কথায়ই নেই। সব পরীর দেশে উড়াল দেবে।
আমার ধারনা আমার সা্থে চা বানানো প্রতিযোগীতায় কেউ কখনও আমাকে ছেড়ে আর ফার্স্ট হতে পারবেনা।
সে যাই হোক আমার পূর্ব জীবনের চা বানানো প্রজেক্টের কথা মনে হয় তুমি ভুলে গেছো তাই আবার মনে করাই দিলাম।
Click This Link
Click This Link
তবে স্পেশাল চায়ের গোপন রেসিপি কাউকে দেবো না। আমি যে একটু হিংসুটে আছি তা তো তুমি জানোই হামাবেবি।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
হাসান মাহবুব বলেছেন: যাক, আপনার সাথে এখন আমার ভাব। আড়ি করে থাকাটা ভালো না। অবশ্য দোষ আমারই ছিলো। স্যরি সেজন্যে শায়মান্টি বেইবি।
২৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯
অদৃশ্য বলেছেন:
যথেষ্ট মজা পেয়েছি... এই মাঝ দুপুরে কি হাসতে ভালো লাগে? তারপরেও না হেসে কি পারা গেলো!
'' রেজোওয়ানা : মুঘল আমলের বঙ্গদেশে লেটুস পাতা, চিনি আর কালিজিরা দিয়ে এক প্রকার বিশেষ ধরনের চা তৈরি হতো। আমি এখন সেটাই পান করছি বিক্রমাদিত্যের সুপ্রাচীন জমিদার বাড়িতে বসে।''
_____ এই চা এখন মিরপুর ১০ এর কুরিয়ারের গলিতে পাওয়া যায়... চমৎকার চা ... ওদিকে গেলে চা-পান করতে ভুলবেননা যেন...
ঈদের শুভেচ্ছা...
শুভকামনা...
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
হাসান মাহবুব বলেছেন: কন কী! সত্যি নাকি! আমি তো হুদাই লেখসিলাম।
২৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫
শায়মা বলেছেন: যাহা হৌক এই পোস্টের জন্য আমার অনন্য সাধারণ ঠান্ডা এবং গরম দুই প্রকার চায়ের ছবি উপহার দেওয়া হইলো....
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২
হাসান মাহবুব বলেছেন: আহা! দেখতেই ভালো লাগতেসে। খাইতে না জানি কত ভালো হবে!
২৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭
শীলা শিপা বলেছেন: আপনাকেও ইদের শুভেচ্ছা... আপনার চায়ে মনে হয় চিনি বেশি হয়ে গেছে...
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩
হাসান মাহবুব বলেছেন: চায়ে চিনি বেশি হোক, সমস্যা নাই।
শুভেচ্ছা।
৩০| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮
মামুন রশিদ বলেছেন: হামা ভাই সবাইকে চা খাওয়াবে, অথচ নিজে খাবে না তা তো হবে না । শুনি হামা'র চা খাওয়ার গল্প..
হাসান মাহবুবঃ আমার স্ত্রী জেনি গত কিছুদিন ধরে তার ক্রমবর্ধমান স্থুলকায়া নিয়ে খুব চিন্তিত। চা-আইসক্রিম সব খাওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু আমার জন্য চমৎকার করে এক কাপ চা বানিয়ে এনেছে । সেদিন রাতে একটা কুইকির পরে আমার বুকে মাথা রেখে ছলছল চোখে জিজ্ঞাসা করেছিলো সেই আদিমতম দাম্পত্য শঙ্কার প্রশ্ন, সে যদি মরে যায় তাহলে আমি আরেকটা বিয়ে করবো কী না। আমিও গতানুগতিক একটা উত্তর দিয়ে তার কপালে চুমু এঁকে ঘুমোনোর প্রস্তুতি নিলাম। কিন্ত তার প্রশ্নপর্ব শেষ হয়নি তখনও।
-আমি যদি খুব মোটা আর কালো হয়ে যাই, কুৎসিত হয়ে যাই তখন তুমি কী করবে?
মায়াই লাগে এমন সকাতর জিজ্ঞাসায়।
-কী আর করব? তোমাকে বস্তায় করে রাস্তায় ফেলে দিয়ে আসবো! হাহাহা!
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩
হাসান মাহবুব বলেছেন: সর্বনাশ!
৩১| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩১
অদৃশ্য বলেছেন:
ওহ্হো... একদম খেয়াল করিনাই... এখনতো বিকেলের শুরু হয়ে গ্যাছে...
সময়টা বুঝতে পারায় মনে পড় গেলো এখন আমার এককাপ চা খাবার সময় হয়েছে... এটাকে চা না বলে এটাকে চা-ফি বললেই বেশি মানায়...
দু'প্যাক চা ( চা এর ব্যবহারটা শেষে ) এর সাথে আধা চামচ কফি... সাথে এক/দেড় চামচ চিনি... দু'চামচ কফিমডে এর সাথে কোয়ার্টার চামচ কনডেন্সড মিল্ক... ক'ফোটা গরম পানিতে প্রথমে মিশ্ননটির একটি পেষ্ট তৈরী করুন চামচ দিয়ে... এরপর যথেষ্ট গরম পানি নিন চা-প্যাক গুলো ঠিক এসময় কাপে ডুবিয়ে রংটা নিয়ে নিন... অতঃপর মার্ভেলাস কয়েটা ঘুটা... ব্যাস... চাফি পান করুন আর অদৃশ্যের নাম করুন...
শুভকামনা...
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪
হাসান মাহবুব বলেছেন: আমাদের বড় ভাইদের একটা ভ্রাম্যমান দোকান ছিলো। নাম "অন্যরকম"। ওরা চাফি বানাইতো। বেশ লাগতো খেতে।
শুভেচ্ছা।
৩২| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪
মাহতাব সমুদ্র বলেছেন: বাহ!
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।
৩৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: কড়া পাত্তির চা ভালো হইছে
পূজা এবং ঈদের শুভেচ্ছা
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫
অদৃশ্য বলেছেন:
@শায়মাপুনি... উপরের চা'টার নাম কি আর নীচের চা'টার নাম কি?
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬
হাসান মাহবুব বলেছেন: আমিও জানতে চাই।
৩৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২
নক্ষত্রচারী বলেছেন: হা হা !!
চা পানের জটিলতা ভালোই উপভোগ করলাম ।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রাফি।
৩৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭
লাবনী আক্তার বলেছেন:
ভীষণ মজা পেয়েছি।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ লাবনী।
৩৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখতে গিয়ে চা ঠান্ডা হয়ে গেছে এখন আমি গরম চা কোথায় পাই। হবে নাকি এককাপ। এককাপ গরম লেবু চা।লেবু গোল করে কাটা কাপের চায়ে ভেসে থাকে এমন।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮
হাসান মাহবুব বলেছেন: আহা! লেবু চা'ই ভালো।
৩৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহ!! এপিক!!!!!!!!!
অপর্না মম্ময় : বেশ ভালো লাগলো চা টা। তবে চায়ের কাপে যে স্টিকারটা লাগানো আছে ওখানে বেশ কয়েকটা বানান ভুল আছে। ঠিক করে নেবেন। শুভেচ্ছা।
হাস্তে হাস্তে পেট ব্যাথা করতাছে!!!!!!! জটিল!!!
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯
হাসান মাহবুব বলেছেন: পেট ব্যথা করলে চা না খাওয়াই ভালো! শুভেচ্ছা কাভা।
৩৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬
নিক নূরুল বলেছেন: সুচারুভাবে চা পানের চৌদ্দগোষ্ঠী উদ্ধার হল।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০
হাসান মাহবুব বলেছেন: ঠিক বুঝলাম না।
৪০| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১
আমি ইহতিব বলেছেন: চা পান আড্ডা ভালো হয়েছে।
আমার মতো সবারও কি ঈদের আমেজ লেগে গিয়েছে নাকি? অফিসের কাজ না করে আড্ডা দিতে ইচ্ছে করছে শুধু।
ঈদের আগাম শুভেচ্ছা ভাইয়া।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: ঈদ তো এসেই গেলো। আমেজ তো লাগবেই!
শুভেচ্ছা ইহতিব।
৪১| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া লেখাটা দুইবার আসছে! এডিট করে দেন।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: দিলাম। থেংকু।
৪২| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: "সেলিম আনোয়ার : উনি চা খাবার পরে সেটা নিয়ে কবিতা লিখে ব্লগে পোস্ট করে সেটার লিংক ফেসবুকে সবার ইনবক্সে প্রেরণ করবেন। "
মাইরালান,আমারে কেউ চায়ের সাথে নাইট্রাস অক্সাইড মিশাইয়া হাসাইতে হাসাইতে মাইরালান ।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২
হাসান মাহবুব বলেছেন: হাহা! আপনার মৃত্যচিন্তা অভিনব।
৪৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
নস্টালজিক : গ্রামের অপাপবিদ্ধ কিশোরীর হাতের চা খেলাম। হাজার জোনাকপোকা এসে নাগরিক ক্লেশ ভুলিয়ে দিলো নিমিষেই।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২
হাসান মাহবুব বলেছেন: হু
৪৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০
মুনসী১৬১২ বলেছেন:
এটা যে কত পারফেক্ট হয়েছে.. শায়মা আপুর কমেন্টেই পরিষ্কার
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩
হাসান মাহবুব বলেছেন: থেংকু!
৪৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭
খাটাস বলেছেন: মজা পেয়েছি, বেশ কয়েকজনের অভিমত বেশি মজার ছিল।
আপনাকে ও ঈদের অগ্রিম শুভেচ্ছা হামা ভাই।
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৪৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা!
ঈদের আগাম শুভেচ্ছা
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫১
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৪৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০
নেক্সাস বলেছেন: tar mane amader ke cha khawaiben na. Okey hassan vai apni na kahwaleo amar pokkho theke apnake cha paner nimontron always amar bloge
০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১০
হাসান মাহবুব বলেছেন: চা খাওয়াবো না এই কথা আবার কখন কৈলাম!
৪৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭
শহুরে আগন্তুক বলেছেন: আমি চা খাই না ( আসলেই ) বলেই কি আমার নাম দেন নাই ?
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩
হাসান মাহবুব বলেছেন: আমিও খাই না। তাই আমার নামও নাই!
৪৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮
এইচ ইউ রোকন বলেছেন: বেশ , চায়ের দামে সরবতটাও দিয়ে দিলেন ।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৬
হাসান মাহবুব বলেছেন: হু, আমি খুবই উদার মানুষ কী না!
৫০| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
ঈদের অগ্রিম শুভেচ্ছা!!
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৭
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা অ.সি।
৫১| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০
মনিরা সুলতানা বলেছেন: হাসান মাহবুব --- ব্লগার দের সাথে এই সান্ধ্য কালীন চা - আসরে আপনাকে স্বাগত জানাই ,আপনার চা-পান মুহূর্ত গুলো আনন্দময় হোক ।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮
হাসান মাহবুব বলেছেন: সবাই মিলে আনন্দে থাকি আসুন।
শুভেচ্ছা।
৫২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
বটবৃক্ষ~ বলেছেন: সবগুলা পইড়া হাসতএ হাসতে মইরা যাইতেসি!!
আমি মারা গেলে এর দ্বায়িত্ব হামা ভাইয়ের!!
কবি দের গুলা বেশি মজার হইসে!!! সাজি আপু আর প্লিঅসিন ভাইয়া!! হাহাহাহাহা!!
আজকে খালি একের পর এক হাসির পোস্ট পরতেই আছি!!
আরমান ভাইয়ের মতো আমারো হাস্তে হাস্তে খিদা লাইজ্ঞা গ্যাসে!
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮
হাসান মাহবুব বলেছেন: আমি ব্লগে তেমন টাইম পাই নাই বসার। হাসির পোস্ট অনেক আসছে নাকি? মিস করা যাবে না।
৫৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
নুর ফ্য়জুর রেজা বলেছেন: হায়রে, আজকে সারাদিন কাজের চাপে যে চা খেতে ভুলে গেছিলাম। এই পোস্ট দেখে আর থাকা গেল না....
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯
হাসান মাহবুব বলেছেন: চা খাওয়া ছেড়ে দেন। কী হয় না খাইলে!
৫৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: চা খাইবার মুন চায়
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০
হাসান মাহবুব বলেছেন: মুন চাইলে চাঁদে যান
৫৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
ইখতামিন বলেছেন:
আহ... কী মজার!!!
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০
হাসান মাহবুব বলেছেন: আহা...চাহা!
৫৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
আদম_ বলেছেন: পরিবেশ বন্ধুর টা কবিতা হওয়া উচিত ছিল। মজার পোস্ট।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১
হাসান মাহবুব বলেছেন: আপনি তার এই এপিক পোস্টটা মিস করে গেছেন বোধ হয়!
৫৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
বশর সিদ্দিকী বলেছেন: চা খাওয়ার আগে জানতে হবে চা কিভাবে তৈরি হয়। আপনি কি জানেন প্রথীবির সবচেয়ে বড় চায়ের ফ্যাক্টরি কোনটি??
আমি আজকে বলব এই বিশাল স্থাপনাটি নিয়ে..........................এটি .........স্কয়ারফিটের উপর অবস্থিত..............................
আমি যা বুঝি তাই কইলাম।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২
হাসান মাহবুব বলেছেন: আরো বলেন। বলতেই থাকেন!
৫৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
হুমায়ুন তোরাব বলেছেন: ami O ca kheyesilam.
kintu amar nam nei keno ?
:'( :'(
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২
হাসান মাহবুব বলেছেন: বেশি কড়া মিষ্টি বিশেষ চা না তো!
৫৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
নিক নূরুল বলেছেন: পড়ে খুব মজা পেয়েছি। ধন্যবাদ।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬০| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ঈদের শুভেচ্ছা সকলকে!
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।
৬১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: চাঁ ! বেঁশঁ বেঁশঁ....
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
হাসান মাহবুব বলেছেন: ভূত! বেশ বেশ।
৬২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
মাগুর বলেছেন: হা হা হা! চা পানের প্রতিক্রিয়া শুনে চা পান করতে মুঞ্চাইলো!
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
হাসান মাহবুব বলেছেন: খান। তবে খাবার সময় হাসবেন না। গলায় আটকায় যাবে।
৬৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
অদ্বিতীয়া আমি বলেছেন:
অনেক মজার হইসে , হাসতেই আছি ।
ঈদের আগাম শুভেচ্ছা
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
হাসান মাহবুব বলেছেন: হাসতেই থাকেন। শুভেচ্ছা।
৬৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহাহাহ
হাসান মাহবুব - গরম চা নিয়ে "ব্লগারদের চা পান" পোস্ট লিখতে বসছিলাম, কিন্তু চা কখন যে ঠান্ডা হয়েছে সেটা খেয়ালই করিনি। সমস্যা নাই এখন আমি ঠান্ডা চা পান করবো, তারপর সে চায়ের টেস্ট নিয়া একটা সাইকো থ্রিলার টাইপের গপ লেখমু
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫
হাসান মাহবুব বলেছেন: চায়ের টেস্ট নিয়া সাইকো গল্প! টাফ হবে।
৬৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২
প্রত্যাবর্তন@ বলেছেন: জম্পেস । উপভোগ্য ।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
৬৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩
শ্যামল জাহির বলেছেন: দুধ চা!
রং চা হবে?
ঈদ শুভেচ্ছা।
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫
হাসান মাহবুব বলেছেন: আমি খেলে লেবু চা খাই। শুভেচ্ছা।
৬৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১২
তাসজিদ বলেছেন: ha ha ha. হামা ভাই, দারুণ।
যাই চা খেয়ে এসে পোস্ট পড়বো
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
৬৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১২
কালোপরী বলেছেন: আমি শুধু লেবু চা খাই
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮
হাসান মাহবুব বলেছেন: আমিও!
৬৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২২
তওসীফ সাদাত বলেছেন: চা এর তেষ্টা পেয়ে বসলো এই পোস্ট পড়ে !!! এক কাপ চা না হলেই না এখন।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২
হাসান মাহবুব বলেছেন: চটপট খেয়ে নেন!
৭০| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: আমি একজন শান্তি প্রিয় ব্লগার । দীর্ঘদিন ধরে সামুতে আছি । এবং আমি অনেক চা খাই ।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪২
হাসান মাহবুব বলেছেন: ভালো ভালো।
৭১| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
শাহেদ খান বলেছেন:
ফ্যান্টাস্টিক, হাসান ভাই !!!
ব্লগারদের কমেন্টের প্যাটার্ন'টা খুব ধরেছেন ! আমার পরিচিত যে ক'জনেরটা পড়লাম, সবক'টা দারুণভাবে মিলে গেছে ! পোস্ট'টা 'ফান'-এর পাশাপাশি প্রামান্য হয়েও থাকবে ! এই পোস্টের আগ পর্যন্ত এই ব্লগার'রা সচরাচর কেমন কমেন্ট করতেন - তার একটা উদাহরণসহ সংজ্ঞা !
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫
হাসান মাহবুব বলেছেন: শাহেদ খানের কমেন্টের নির্দৃষ্ট কোন প্যাটার্ন পাওয়া গেলো না। সে বড়ই ভার্সেটাইল!
৭২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭
আরজু পনি বলেছেন:
হাসান,
দুঃখিত...আপনার নামে পাঠানো মেইলটা পেয়েছি, যেটাতে বলেছেন আপনার এই আইডির মেইলটা হ্যাক হয়ে নিকটার পাস্ওয়ার্ডও বদলে ফেলেছে কেউ...
কিছু টেকনিক্যাল জটিলতায় আপনাকে এই মুহুর্তে কোন সহায়তা করতে পারছি না ।
তবে এই আইডিটা নজরে রেখেছি...
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬
হাসান মাহবুব বলেছেন: কোন লাভ নাই মডু আপা। হাসান মাহবুব এখন আমার দখলে
৭৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
ইখতামিন বলেছেন:
@আরজুপনি...
এমন একটা খবর আসলেই দুঃখজনক। এই পোস্টটা দেখেই আমার কেমন কেমন যেনো মনে হয়েছিল!!! হাসান ভাই এমন পোস্ট কী করে দিল, আমার বুঝে আসছিল না। এখন বুঝতে পারলাম- ব্যাপারটা অন্য কিছু।
৭৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, বিষয়টা হাসানের পোস্টে জানালে যারা হাসানকে ফলো করে তাদের নজরে খুব সহজেই পড়বে, তাই এখানে মন্তব্য করে সবাইকে জানানোর চেষ্টা করলাম ।
উল্লেখ্য হাসান বর্তমানে সমুদ্রকন্যার সাথে ঢাকার বাইরে অবস্থান করছেন ।
৭৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪
এম মশিউর বলেছেন: চা দিবি কিনা বল!!!
বাংলা ছিঃনেমা'র একটা নাম হতে পারে।
চায়ের সাথে টা খেতে চাই!
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
হাসান মাহবুব বলেছেন: খান চাটা
৭৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩
ইখতামিন বলেছেন:
@আরজুপনি..
তাহলে তো তিনি তার ফেবুতে বলতে পারতেন!! নাকি ফেবু আইডি-ও হ্যাক হয়েছে। আমি তো দেখলাম, তিনি এই পোস্ট ফেবুতে শেয়ার করেছেন?
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
হাসান মাহবুব বলেছেন: সব হ্যাক!
৭৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
মাহমুদ০০৭ বলেছেন: চা টা না খাইলে কি হয় ?
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
হাসান মাহবুব বলেছেন: না খাইলে খাইতে ইচ্ছা করে।
৭৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
চরম মজার হয়েছে
+++++
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
৭৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! আসলেই চা টা বেশ ছিল ! মুগ্ধতা এখনো রয়ে গেছে !
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯
হাসান মাহবুব বলেছেন: হেহে! ধন্যবাদ।
৮০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২২
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ঈদের আগেই ব্যাপক ঈদের আনন্দ পাইলাম!
থ্যাংকস হামা ভাই! মেনি মেনি থ্যাংকস!
টি-ইঞ্জিনিয়ার পরিবেশ বন্ধুর হাতে থাকলেও থাকতে পারে! বলা যায়না সব ব্লগারদের চা খাওয়া বন্ধ করে দিতে পারে!
আমি চা বানাতে এত খাটনি খাটার পক্ষপাতি নই!
আর চার্ট্রাইথিস নামে রোগ কি আসলেও আছে নাকি??
ঈদের অগ্রিম শুভেচ্ছা হামা ভাই
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা নাজিম। চার্ট্রাইথিস থেকে সাবধান।
৮১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০
রেজোওয়ানা বলেছেন: হাসান মাহাবুব
কড়া লিকার আর প্রচুর চিনি দিয়ে তৈরি এক কাপ ডাইল চা খেয়ে তরকারির গন্ধযুক্ত ঝাঁঝালো একটা ঢেকুর তুলে বিছানায় গেলাম। সন্ধ্যা পর্যন্ত টানা একটা ঘুম দেবার সিদ্ধান্তটা চুড়ান্তও করে ফেল্লাম। তবে জগতের আনন্দধারায় আমার দিবানিদ্রা সংযুক্ত হতে গিয়ে বাধা পায় যন্ত্রের শব্দে। পাশেই একটা নতুন দালান উঠছে। ইট-সুড়কি প্রক্রিয়াকরণের কাজে দিনের অধিকাংশ সময় ব্যস্ত থেকে তা এলাকার মানুষের কর্ণগহবরে ডাকাবুকো মাস্তানের মত ঠেলেঠুলে ঢুকে পড়ে নৈরাজ্য সৃষ্টি করে। দিনের এই সময়টায় সচরাচর আমাকে বাইরে থাকতে হয় বলে এই বিপত্তির কথা জানতাম না।
"হালার এমুন শব্দের মধ্যে ঘুমামু কেমনে!"
.........তোমারটাও এড দিও মাম্মা
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১
হাসান মাহবুব বলেছেন: রেজুআপু মাম্মা, হাসানের ইচ্ছেদুপুর এ্যাড করা যাবে না। তার ইচ্ছাগুলো খুবই কমজোরী
৮২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২
মুদ্রা সংগ্রাহক বলেছেন: চা খাওয়ার থুক্কু পান করার পর হামা ভাইয়ের প্রতিক্রিয়া কি হবে :-& নাকি উনি কমেন্টের বদলে সংগৃহীত কমেন্টসমূহ নামে পোস্ট দিয়ে দেবেন একখান?? আমার তো মনে হয় চা উপজীব্য সিনেমার পোস্ট পেয়ে যেতে পারি একখান।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২
হাসান মাহবুব বলেছেন: গল্প লেখা দরকার। গল্প না লিখলে ভালা লাগে না।
৮৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮
আমিনুর রহমান বলেছেন:
দুর্দান্ত +++
ব্লগারদের কমেন্ট দেয়ার স্টাইলের সাথে পুরোপুরি মিলে গেছে।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২
হাসান মাহবুব বলেছেন: থেংকু!
৮৪| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। ঈদের শুভেচ্ছা।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২
হাসান মাহবুব বলেছেন: তেংস। শুভেচ্ছা।
৮৫| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৬
কাজী মামুনহোসেন বলেছেন: হা হা হা।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৮৬| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৯
কয়েস সামী বলেছেন: আমার নাম নাই দেখে রাগ হল!!
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩
হাসান মাহবুব বলেছেন: দুঃখিত!
৮৭| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪
এন এফ এস বলেছেন: হাসুম না কান্দুম
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৪
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা বিনিময় করেন।
৮৮| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
প্রিয় হাসান
সকালে ফেইস বুকে লিঙ্কটা দেখে লেখাটা পড়েছি।
সারাদিন বাইরে থাকায় কমেন্ট দেয়া হয়নি।
একটা কথা না বলে পারছিনা , লিখতে বসে সাজি আপার কথা মনে রেখেছো? সাধে কি বলি ,এই ব্লগবাড়ির মায়াতে আর কোথাও যাওয়া হয়না।
সবগুলো এত মজার।হাসতে হাসতে শেষ। আমরা দুজন মিলে পড়লাম।
তুমি আমার খুব প্রিয় একজন গল্পকার........দেশ বরেণ্য হবে এ প্রার্থণা করি।
চা নিয়ে আর একজনের কথা না লিখলেই নয়।হিমু, হিমালয়৭৭৭ Click This Link
যার প্রোফাইল এর ছবিতে দুই হাতে দুই কাপ চা।এত মজার ছবিটা।
আর হ্যা চায়ের সাথে সমুদ্রকন্যার হাতে বানানো পিঁয়াজু হলে বেশ হতো...........
আমার মনেহয় ব্লগের সব্বাই আমার সাথে একমত হবে।
আর ঈদের সময় মাংসের কাবার হলে তো আরো ভালো হবে.......সাহায্য লাগলে ভেবুলী বা শায়মাকে বলতে বলো.......
অনেক ভালো থেকো।
ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবখানে।
শুভেচ্ছা রেখে গেলাম .........সত্যি হাসান, বেঁচে থাকা সত্যিই দারুণ ব্যাপার।আমি সারাজীবন এভাবেই ভাবতে চাই।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
হাসান মাহবুব বলেছেন: বেঁচে থাকা বিষয়ক আপনার দর্শনটা আত্মীকরণের চেষ্টা করছি। কিন্তু বড় কঠিন এই কাজ! শুভেচ্ছা সাজি আপা। অনেক ভালো থাকবেন।
৮৯| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪
আদম_ বলেছেন: @@লেখক বলেছেন: আপনি তার এই এপিক পোস্টটা মিস করে গেছেন বোধ হয়!
ওরে মাবুদ..............
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
হাসান মাহবুব বলেছেন: মাবুদ আবার কী করলো?
৯০| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
রাবেয়া রব্বানি বলেছেন:
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।
৯১| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯
সুমন কর বলেছেন: মজা পাইছি। গুড জব।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।
৯২| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
আশিক মাসুম বলেছেন: ভাই সামুতে পাওয়া অনেক মজার চা বেস্ট এভার
খুব খুব খুব মজা পেয়েছি। হেটস অফ।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! শুভদুপুর।
৯৩| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা
কঠিন পর্যবেক্ষণ ভাই! সেইরাম হইসে! এই পোস্ট আরও আগেই পড়া দরকার ছিল!
হাসান মাহবুবের চা পান নাই কেন?
হাসান মাহবুবঃ চা সুন্দর হয়েছে, তবে চিনি একটু বেশী হয়েছে যা চায়ের মূলগত স্বাদ ক্ষতিগ্রস্থ করেছে! সামনের বার পানি আরেকটু জ্বালালে ঠিক হবে!
শুভকামনা!
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯
হাসান মাহবুব বলেছেন: চা পান নাই কেন? কারণ চা আর পান কুনোডাই খাই না!
৯৪| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
সপ্নাতুর আহসান বলেছেন: বেশ মজার।
আমার মতে এইটা বেস্ট
প্লিওসিন অথবা গ্লসিয়ার : আমার চোখের ভেতর চা-পিয়াসী তীব্র তৃষ্ণার্ত প্রেমিকা কাঁদে সান্তিয়াগোর আকাশে তখন মেঘের মেটামরফসিস হয়ে চা-বৃষ্টি হয়।
পোস্ট পড়তে পড়তে চা এর তৃষ্ণা পেয়ে গেল। যাই।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯
হাসান মাহবুব বলেছেন: শুভ তৃষ্ণা নিবারণ!
৯৫| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং পর্যবেক্ষণ। পড়লাম। হাহা। হাসলাম। প্লাস দিতে পারিনি।
দারুণ লেগেছে পোস্টটা। ঈদীয় পোস্টের সাথে বৈকালিক আমেজ! চা-র কথা যখন উঠলোই, বলে রাখি- আমার প্রিয় মালাই চা, যদিও পরিস্থিতির ফেরে পড়ে এখন র চা খেতে বাধ্য হই প্রতিদিন!
ঈদের শুভেচ্ছা রইল, প্রিয় হাসান।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা প্রফেসর। দেখা হলে এক কাপ মালাই চা খাওয়াবো।
৯৬| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
রুমমা বলেছেন: তোর স্টাইলটা লিখলিনা?
ডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডংডিং ডং
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
হাসান মাহবুব বলেছেন: ডিং!
আমি চা খাই না
ডং!
৯৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫
রেজোওয়ানা বলেছেন: হু ইজ দেয়ার?
মিতিনের আম্মু মনে হচ্ছে
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
হাসান মাহবুব বলেছেন: হুদাই কনফু খায়েন না রেজুআপুমাম্মা
৯৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১
মোঃ ইসহাক খান বলেছেন: অসাধারণ। মাঝে মাঝে কেউ কেউ লেখার মাধ্যমে এমন রসবোধের পরিচয় দেন, অবাক হয়ে যেতে হয়।
বেঁচে থাকুক হিউমার।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা ঈদের।
৯৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এই ছেলে গ্লাস ভালো করে জোৎস্না দিয়ে ধুয়ে নিও আর জোনাক পোকার আলো দিও বাড়তি দুয়েক ফোটা, সাথে এক চিমটি শিমুল লাল। চা নিয়ে এসো, তারাতারি!!
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩
হাসান মাহবুব বলেছেন: এহ কী আবদার!
১০০| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৪
বোকামন বলেছেন:
কুল !
বোকামনের প্রতিক্রিয়াও আছে দেখছি ! ! !
মজার এবং উপভোগ্য পোস্ট।
ভালোলাগা এবং প্লাস রইলো
ভালো থাকবেন, শুভেচ্ছা ।। :-)
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪
হাসান মাহবুব বলেছেন: পাল্টা শুভেচ্ছা ও প্রীতি রইলো।
১০১| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩
সায়েম মুন বলেছেন: কয়েক জনের চা খাওয়ার স্টাইল দেখে মজাক পাইলাম। পরিচিত ঘরানার স্টাইল বলে মজাটা ব্যাফক হৈছে।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪
হাসান মাহবুব বলেছেন: তিংকু মুনাপু।
১০২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০২
সিদ্ধার্থ. বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা ।সুস্থ থাকুন ,সুস্থ রাখুন ।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা শুভেচ্ছা।
১০৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২
নোমান নমি বলেছেন: এইটা ইউনিক হইছে ভাই
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
হাসান মাহবুব বলেছেন: থেংকু!
১০৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৪
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: চা তো চা'ই। ভাল চা ভাল জিনিস। একেবারে মন্দ না। যাই চা খাই
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
হাসান মাহবুব বলেছেন: নিশ্চয়ই!
১০৫| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: চায়ের মতই মজাদার লেখাটা ।
১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
১০৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪
সোহাগ সকাল বলেছেন: আপনের প্রতিক্রিয়া কি হইতো?
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮
হাসান মাহবুব বলেছেন: দামটা আপনেই দেন
১০৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২
জেনারেশন সুপারস্টার বলেছেন: ওককে যেকোন একদিন নক করব রেডী থাইক্কেন
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮
হাসান মাহবুব বলেছেন: আমি রেডি!
১০৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০২
রহস্যময়ী কন্যা বলেছেন: মজা পেলাম অনেক
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৫
হাসান মাহবুব বলেছেন: জেনে ভালো লাগলো।
১০৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫
রহস্যময়ী কন্যা বলেছেন: ঈদের শুভেচ্ছা দিতে ভুলে গিয়েছিলাম ভাইয়া
ঈদের শুভেচ্ছা রইলো
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৫
হাসান মাহবুব বলেছেন: আপনার জন্যেও শুভেচ্ছা।
১১০| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৬
লেজকাটা বান্দর বলেছেন: হাহাহহাহা ভাই এইটা কি লিখলেন ভাই আমি তো হাসতে হাসতে কাশতে কাশতে শেষ!
১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯
হাসান মাহবুব বলেছেন:
১১১| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১
ভিয়েনাস বলেছেন: চায়ের সাথে ঈদ শুভেচ্ছা নতুন আইডিয়া। সব গুলোই মজারু হয়েছে। হামা ভাই আপনার মধ্যেও রসবোধ আছে তাহলে
যাইহোক ঈদ শুভেচ্ছা আপনার জন্যও।
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ! আমাকে আপনারা যেমন ভাবেন আমি তেমন না।
শুভেচ্ছা।
১১২| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮
ঢাকাবাসী বলেছেন: সাংঘাতিক লিখেছেন তো! রসবোধ আইডিয়া শব্দচয়ন সব মিলিয়ে চমৎকার! শারদীয় দুর্গা পুজো আর ঈদের শুভেচ্ছা।
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭
হাসান মাহবুব বলেছেন: আপনার জন্যেও রইলো অনেক শুভেচ্ছা।
১১৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২
ইনকগনিটো বলেছেন: হাসলাম কয়েক জায়গায় খুব।
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪
হাসান মাহবুব বলেছেন: বাহ! চশমা লাগায়া হাসি। বেরি পাইন।
১১৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
শুঁটকি মাছ বলেছেন: ভাই হাসতে হাসতে শ্যাষ হইয়া গেছি।চরম হইছে!!!!!!!!
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
হাসান মাহবুব বলেছেন: থিংকু!
১১৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
তুষার আহাসান বলেছেন: অামার চা পানের কথা নাি কেন??????????
খেলুম না.
স কিছু হাসির িষয় নয়.
পোসটে +++++++++++++++++++++
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ এত্তগুলা প্লাসের জন্যে।
১১৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
তুষার আহাসান বলেছেন: ঈদের শুভেচ্ছা
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
১১৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
মাহী ফ্লোরা বলেছেন: হা হা ! চা টা ঠান্ডা হইলেও মজা ছিল!
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭
হাসান মাহবুব বলেছেন: আপনি তাহলে কোল্ড টি খাইসেন! আমি কখনও খাই নাই।
১১৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫
অ্যানোনিমাস বলেছেন: চা ভালো পাই না
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
হাসান মাহবুব বলেছেন: আমিও! অনেকদিন পর তোমাকে দেখে ভালো লাগলো চয়ন।
১১৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩
এম ই জাভেদ বলেছেন: দিকভ্রান্ত পথিকঃ চায়ে চিনি এত কম কেন? এটা নিশ্চয়ই দেশ বিরোধীদের ষড়যন্ত্র ।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭
হাসান মাহবুব বলেছেন: হাহা! হতে পারে এরকম।
১২০| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
জানা বলেছেন:
মগজে যে কত কি উদয় হয় এই পাগলটার ।
খুব ভাল লাগলো চা চরিত। 'জানা'র চা সচেতনতা( ) সম্পর্কে এখানে যা বলেছো তাতে দুটো অংশই আলাদা আলাদা তাৎপর্যপূর্ণ। প্রথমটা (একটি সুস্থ, সুন্দর চা-পানের জন্যে আমাদের যুথবদ্ধতা জরুরী) গতবছর সেপ্টেম্বর-অক্টোবরের আমাদের (!) নোংরা সাম্প্রদায়িক কান্ডজ্ঞানহীনতার সময়ে এবং এ বছর ৫ই ফেব্রয়ারী থেকে ৫ই মে পর্যন্ত সময়ে আমাদের (!) বিচ্ছিন্নতায় দোদূল্যমান সময়গুলোতে আমার শংকার প্রকাশ এবং মঙ্গলের আহবানে অস্থিরতা এবং পরেরটা ( টেবিলের সুন্দর পরিবেশ রক্ষার্থে কাউকে পিরিচের বাইরে চা না ফেলার এবং শব্দ করে না খাওয়ার অনুরোধ করছি) আমার চারিত্রিক বৈশিষ্ট্য। ভাল লাগলো দেখে যে তুমি আমায় ঠিক ঠিক ব্যাবচ্ছেদ করতে পেরেছো।
খুব মজার পোস্ট হাসান।
শারদীয় এবং ঈদের শুভেচ্ছা রইলো।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১
হাসান মাহবুব বলেছেন: থেংকু জানা আপা! মাথায় তো কতকিছুই ঘোরে। সব লিখতে গেলে আর অন্য কাজকাম করা লাগবে না। শুধু ব্লগিংই করতে হতো। আমার তাতে আপত্তি নাই, বড় সুখের জীবন হতো সেটা। কিন্তু তা তো হবার না!
শুভেচ্ছা জানা'পা।
১২১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৯
আমি তুমি আমরা বলেছেন:
ঈদ মুবারাক
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১
হাসান মাহবুব বলেছেন: থেংকু! ঈদ মুবারক।
১২২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮
নস্টালজিক বলেছেন: চেরেনোবিল! চেরেনোবিল!!
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: তেজস্ক্রিয় চা পানকারী উপস্থিত!
১২৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫
আহাদিল বলেছেন: চা পান করিতে করিতে ব্লগারদের চা-পান এঞ্জয় করিলাম!
আনন্দ পাইলাম
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: আনন্দ দিতে পেরে আনন্দিত।
১২৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৭
গরম কফি বলেছেন: আমি চা খাবো না . কফি আছে ?
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৯
হাসান মাহবুব বলেছেন: কফি স্বয়ং উপস্থিত!
১২৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৯
মেলবোর্ন বলেছেন: অফিসে ব্লগ পরি চা কফি দুটাই আছে কোনটা যে খাবো, থাক যেহেতু চা নিয়ে সমাচার তবে চায়েরই হোক জয়জয়কার। হামা ভাই আছেন কেমন?
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬
হাসান মাহবুব বলেছেন: এইতো আছি ভালোই। ঈদের শুভেচ্ছা।
১২৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬
বৃতি বলেছেন: চা দেখে ব্লগে ঢুকে পড়লাম । মজার পোস্ট!
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮
হাসান মাহবুব বলেছেন: এক কাপ চা খেয়েই যান! বেশ চাখোর মনে হচ্ছে!
১২৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৬
বৃতি বলেছেন: হ্যাঁ, আমি চা-কফি দুইয়েরই খোর
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১
হাসান মাহবুব বলেছেন: আমি তার ঠিক উল্টা! কোনটাই খাই না!
১২৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯
সালমাহ্যাপী বলেছেন: আরিবাবাহ মজার তো।
ভাল্লাগ্লো।
ঈদের শুভেচ্ছা
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সালমা! শুভেচ্ছা।
১২৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০১
সালমাহ্যাপী বলেছেন: ওহ আরেকটা কথা। আমাকে 'চা' লেখাটাই আপনার ব্লগে টেনে এনেছে।( চাখোর বলে কথা )যদিও আমি ব্লগে এলে আপনার ঘরে একবার হলেও ঢু মেরে যাই।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
হাসান মাহবুব বলেছেন: আপনাকে ব্লগে দেখতে ভালো লাগে। কিন্তু আপনি বড় অনিয়মিত হয়ে গেছেন এখন।
১৩০| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯
জিএম শুভ বলেছেন: ভালো লাগল…তালিকায় কবে যে নিজের নামটা দেখব
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
হাসান মাহবুব বলেছেন: মহল্লায় না থাকলে পোলাপাইনের সাথে জমবো কেমনে!
১৩১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬
তৌফিক জোয়ার্দার বলেছেন: অসাম হয়েছে। দারুন।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! শুভরাত্রি।
১৩২| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮
শেরজা তপন বলেছেন: বেশ-মজা পেলাম
১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা আসন্ন উৎসবের।
১৩৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাই আপনাকে ঈদের শুভেচ্ছা আর নিরন্তর শুভকামনা।
১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
হাসান মাহবুব বলেছেন: আপনার জন্যেও অনেক শুভেচ্ছা।
১৩৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৮
রিমঝিম বর্ষা বলেছেন:
খুব খারাপ। আমি নাই, তিথী নাই, লতা নাই। আজব..........আপন মানুষদের অনুভূতির খবর না রাইখা আমজনতা নিয়া বিজি।
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১২
হাসান মাহবুব বলেছেন: তিন ডাল্লিংকে আমজনতার সাথে মিশাতে আমি পারবো না!
১৩৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮
রিমঝিম বর্ষা বলেছেন:
বুঝছিলাম........ঠিক একটা রাজনৈতিক উত্তর দিবা।
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১
হাসান মাহবুব বলেছেন: তোমার সাথে একদিন চা খাবো। সেদিন তুমি বুঝবা তুমি আমার কাছে কতটা স্পেশাল
১৩৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯
রিমঝিম বর্ষা বলেছেন:
উপরে যে কইলা চা কফি কোনটাই খাওনা !!
আইচ্ছা ....... অন্থুন খাবোনে।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
হাসান মাহবুব বলেছেন: তুমি যা কউ :#>
১৩৭| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮
মো: আতিকুর রহমান বলেছেন: পরিবেশ বন্ধু : আমার এক কাপ
চা এখানে রেখে গিয়েছিলাম। কিন্তু
ফিরে এসে দেখি তা বাজেয়াপ্ত হয়েছে। জানেন
আমার ল্যাবে তিনজন টি-ইঞ্জিনিয়ার কাজ
করে? আমি চাইলে গোটা বাংলাদেশের চা পান
বন্ধ করে দিতে পারি। তাই প্লিজ আমার চায়ের
কাপটি ফিরিয়ে দিন।
হাহা চা না খেয়েও অনেক মজা পেলাম।
ঠান্ডা ইদ মোবারক।
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১
হাসান মাহবুব বলেছেন: থিংকু!
ঠান্ডা ইদ মোবারক।
১৩৮| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৮
নীরব 009 বলেছেন: শায়মা আপুর কমেন্টটা পড়ে মজা পেলুম। হুবহু ঐভাবেই কথা বলেন আপু
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৫
হাসান মাহবুব বলেছেন: শায়মান্টি বেইবির ভাবসাবই আলাদা!
১৩৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৪
টেস্টিং সল্ট বলেছেন: নাজিম-উদ-দৌলা : অনেক কষ্টে বানালাম সোয়াজিল্যান্ডের বিশেষ প্রণালীতে তৈরি করা চা। এ জন্যে আমাকে প্রায় এক মাস পূর্ণ মনোযোগ দিতে হয়েছে। অনেক গুগলিং করেছি, মশলা-পাত্তি নিয়ে গবেষণা করেছি। এখন চুমুক দিয়ে মনে হচ্ছে কষ্টটা সার্থক!
হাসতেই আছি। ওরে নাজিম তুই কইরে বন্ধু ??
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৫
হাসান মাহবুব বলেছেন:
১৪০| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: হাসান মাহবুবের প্রতিক্রিয়া না পাইয়া ক্ষীণ আফসসিতো হলুম , বাকিটা কুরবানির মাংসের মতোই উপাদেয় হয়েছে !!! এই বছর তো শেষ আগামী বছরের ঈদের শুভেচ্ছা আগাম জানিয়ে রাখলাম ।
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
হাসান মাহবুব বলেছেন: আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা!
১৪১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬
সুপান্থ সুরাহী বলেছেন:
নাহোলের আর রানা ভাইয়েরটা জটিল হইছে...
আমারটা কই শুনেন...
''চা-টা আমি পান করি কম। তো খাইয়া দেহি ভালই তো লাগে। কিন্তু জিহ্বা পুইরা যায় কেন?''
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
হাসান মাহবুব বলেছেন: হাহা! শুভ চা পান।
১৪২| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
তামিম ইবনে আমান বলেছেন: ভালো লাগলো।
০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ তামিম।
১৪৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৪
নীল-দর্পণ বলেছেন: আহারে মডেমের প্রব্লেম থাকায় আর বাড়ী যাওয়ার এই পোষ্টটা এতদিনে চোখে পড়লো!
রেজুপা'রটা পড়ে হাসতে হাসতে শেষ
০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
হাসান মাহবুব বলেছেন: হাসতে হাসতে চা ঠান্ডা!
১৪৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
অনিক্স বলেছেন: চা আবার চেয়ে খেতে হবে কিনা তাই ভাবছিলাম। এসে দেখি টি-ব্যাগ না চাইতেই চা রাজকন্যা হাজির! তাই কেয়ার করার খেতা পুড়ে গরম গরম গিলেই ফেললাম।
ধন্যবাদ ভাইয়া। অনেক অনেক অজুহাত রইল!!
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও অনেক অনেক অজুহাত
১৪৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: জানা আপু আর শায়মা আপুর টা পড়ে হাসতে হাসতে কাইত হইয়া গেলাম
১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫
হাসান মাহবুব বলেছেন: আরে চেরমেন্সাব যে!
১৪৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: জি হামা ভাই ,আপনাদের দেখতে আসলাম ব্লগ ডেতে আসবেন নাকি ভাই, একবার বুক মিলাইতাম
১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
হাসান মাহবুব বলেছেন: আমি একবারও যাই নাই। এইবার ইচ্ছা আছে যাওনের।
১৪৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: শায়মারটায় আরেকটু যোগ করা যায়। "এত সুন্দর চা কোথায় পাওয়া যায় তাও জানো না ভাইয়ামনিটা? আরে তারার দেশে!"
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪
হাসান মাহবুব বলেছেন: তারার দেশে নাকি পরীদের দেশে?
১৪৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: দুইখান মিষ্টেক হয়া গেসে। ১. পরীদের দেশে হবে। ২. এই ডায়ালগটা শায়মা না, অপ্সরা দিবে।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭
হাসান মাহবুব বলেছেন: দুইজন তো একই!
১৪৯| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
মহামহোপাধ্যায় বলেছেন:
ইস এমন মজার একটা পোস্ট মিস করলাম !! সবগুলো কমেন্টও পড়ে ফেলেছি। ভাইয়া আপনার হিউমারের প্রশংসা না করে উপায় নেই। সবার প্রতিক্রিয়াগুলোকে চমৎকার করে ব্যক্ত করেছেন।
ভালো থাকুন ভাইয়া।
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।
১৫০| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
চানাচুর বলেছেন: খ্যাক
২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২১
হাসান মাহবুব বলেছেন: তুমি এখন লেখো গিয়ে ব্লগারদের চানাচুর ভক্ষন!
১৫১| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
আরমিন বলেছেন: দারুন মজাদার পোস্ট , সবগুলি একদম পারফেক্টভাবে মিলে গেছে!
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
হাসান মাহবুব বলেছেন:
১৫২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৩
সাইনাস বলেছেন: ব্লগারদের চরিত্র বিশ্লষণমূলক গবেষণাধর্মী সব্যসাচী পোস্ট।
উমম. . .হ্যাঁ. . . বিশেষণগুলো ঠিক আছে।
এই আড্ডায় থাকলে মন্দ হত না। স্বচোক্ষে এদের তাদের উক্তি এবং মুখের ভাব দেখেত পেতাম। আহাঃ
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৮
হাসান মাহবুব বলেছেন: ব্লগ ডেতে চলে আসেন!
১৫৩| ১২ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৬
বিজ্ঞান মনস্ক বলেছেন: শায়মা : আপুনি!!!!!!!! তুমি এত্ত সুন্দর চা বানাও? আমার ভাইয়ামনিটা বড় ভাগ্যবান। তবে আমি কিন্তু তোমার চেয়েও ভালো চা বানাতে পারি। গোপন রেসিপি আছে। বলবো না
হা হা হা ! ক্যান জানি একটু বেশি হাসি আসতেছে এই লাইনটাতে ।
১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৮
হাসান মাহবুব বলেছেন: খিকজ!
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনার জন্যেও