নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

জোনাকচারী

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০১


যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে
সঙ্গী হবে হাজার জোনাক ফুল
ভবঘুরেমন রাস্তাটা হারাবে
ইচ্ছেডানায় সাঁপটে লেখা ভুল।
যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে
বিদায় নেবে অস্পর্শী রোদ্দুর
সুপ্ত আদর রাত্তির, খোয়াবে
পথিক ভাবে পথটা সমুদ্দুর!
সান্ধ্যআলোর কতো আয়োজন
মন উদ্যানে স্মৃতির চাষবাষ
কষ্ট পেলে হাতড়ে খুঁজি মন
মনপাখিটার নিরুদ্দেশ আবাস।
এইতো দেখো সন্ধ্যা নেমে এলো
বিদায়বেলায় কেউ নেই, চুপচাপ
আঁধারদেশের গল্প আমায় বলো
হারিয়ে খুঁজি বেঁচে থাকার পাপ।

মন্তব্য ১৭৬ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (১৭৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

রিকি বলেছেন: এইতো দেখো সন্ধ্যা নেমে এলো
বিদায়বেলায় কেউ নেই, চুপচাপ
আঁধারদেশের গল্প আমায় বলো
হারিয়ে খুঁজি বেঁচে থাকার পাপ।


১ ম লাইক কিন্তু আমি মেরেছি ভাইয়া :) :) :) :) :) :) :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারণ কবিতা ভালো লাগলো ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

লেখোয়াড়. বলেছেন:
হঠাৎ কবিতা!!
গুড ভেরি গুড।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

হাসান মাহবুব বলেছেন: আমার শুরুটা ছিলো কিন্তু কবিতা দিয়েই। এখন থেকে নিয়মিত লিখে আপনাদের সাম্রাজ্যে হানা দিবো B-))

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

লেখোয়াড়. বলেছেন:
আপনার শুরুটা কবিতা দিয়ে তাতো জানিই। সেই জন্যই বললাম হঠাৎ।

কিন্তু কবিতা লিখলে গল্প লিখবে কে?
তাহলে তো দেখছি আমারই গল্প পোস্ট দিতে হবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

হাসান মাহবুব বলেছেন: এখন থেকে গল্প কবিতা যা লিখবো সব এই নিক থেকেই। প্রচুর থিম মাথায় আছে। এমন কী আজ রাতেও বসতে পারি গল্প নিয়ে :-B

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা! শুভকামনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

লেখোয়াড়. বলেছেন:
যতই লিখবেন ততই থিম মাথায় আসবে।
চলুক গল্প কিংবা কবিতা সমান তালে।

ধন্যবাদ ও শুভকামনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

হাসান মাহবুব বলেছেন: শুভবিকেল।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

জাহাঙ্গীর.আলম বলেছেন: শুভেচ্ছা ৷শব্দেরা সঙ্গী হোক স্বপ্নচারীর পথে ৷

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

আমি মিন্টু বলেছেন: দারুন কবিতা । B-)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ :-B

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি সর্বনাশের কথা! ভ্যাট তো কবিতায় বসেছে, গল্প না!!

কবিতা ভালো হলেও কিন্তু ভ্যাট থেকে মুক্তি নাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

হাসান মাহবুব বলেছেন: ভ্যাটভ্যাট না কৈরা এইডা খাও ;)

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

সাহসী সন্তান বলেছেন: সান্ধ্যআলোর কতো আয়োজন
মন উদ্যানে স্মৃতির চাষবাষ
কষ্ট পেলে হাতড়ে খুঁজি মন
মনপাখিটার নিরুদ্দেশ আবাস।


-ভাই একটু দেরি হয়ে গেল, তবুও মন্তব্য না করে পারলাম না! আপনার কবিতার মধ্যে এই চার লাইনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই তুলে ধরলাম! খুব সুন্দর কবিতা! শুভকামনা জানবেন!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

হাসান মাহবুব বলেছেন: আগে-পড়ে ব্যাপার না। ধন্যবাদ পড়ার জন্যে।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

কাবিল বলেছেন: দারুন লেগেছে।
পর্যায়ক্রমে গল্প কবিতা লিখে যান, সাথেই আছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

হাসান মাহবুব বলেছেন: আপনারা সাথে থাকলে ভরসা পাই। অনেক ধন্যবাদ।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

মেহবুবা বলেছেন: লগইন করতে হল।
এমন লেখাও যে লিখতে পারেন গালে হাত এর ইমো চাই।
লেখোয়াড় কে ব্লক করেন যলদি।
খুব ভাল লেগেছে কবিতা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

হাসান মাহবুব বলেছেন: আপনার কমেন্ট পেয়ে ভালো লাগলো। আশা করি ভালো আছেন খুব।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

লালপরী বলেছেন: ৫ নম্বর ভালোলাগা :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

এস কাজী বলেছেন: এইতো দেখো সন্ধ্যা নেমে এলো
বিদায়বেলায় কেউ নেই, চুপচাপ
আঁধারদেশের গল্প আমায় বলো
হারিয়ে খুঁজি বেঁচে থাকার পাপ।


হামা ভাই ভালইছে ভালইছে :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

নেক্সাস বলেছেন: যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে
বিদায় নেবে অস্পর্শী রোদ্দুর
সুপ্ত আদর রাত্তির, খোয়াবে
পথিক ভাবে পথটা সমুদ্দুর!



মাইরি দারুন লিখছেন ভাই। ছোট কবিতা যে অবচেতন মনের কত গভীরে চলে যেতে পারে টার উদাহরণ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নিবিড় পাঠের জন্যে।

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

হানিফ রাশেদীন বলেছেন: বাহ! আপনার কবিতা এই প্রথম পড়লাম। ভালো লেগেছে, অনেক।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

হাসান মাহবুব বলেছেন: পুরোনো অনেক কবিতা আছে এই নিকে এবং সেই নিকে। পড়ে ফেলতে পারেন সময় করে। শুভেচ্ছা।

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: শেষ অংশটুকু বেশি ভাল লাগল ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮

হাসান মাহবুব বলেছেন: তাহলে একটু বেশিই ধন্যবাদ নিন।

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

গেম চেঞ্জার বলেছেন: সন্ধ্যাঘন মোহময় সময়কণিকাগুলি আমাকে অভিশাপ দিতে থাকবে
সময়রাজ্যে দৃষ্টি সংকুচিত রেখে বেঁচে থাকার অভিশাপ ।
পাথারের সীমান্তে খুঁজতে থাকব প্রেরণা ।
সন্ধ্যার আবছা তিমিরের অসাধারণ প্রপাতবর্ষিত অশ্রুসমুহ
আমার সাথে হাত মেলাবে, বেঁচে থাকবে কেবল ঝরণা ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। কাব্যকমেন্টে ভালো লাগা।

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

কথাকথিকেথিকথন বলেছেন: হারিয়ে খুঁজি বেঁচে থাকার পাপ।

এই লাইনটার বেশ ভাবায়। কবিতা ভাল লেগেছে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা হামা ভাই। :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জেন রসি। শুভকামনা রইলো।

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সুমন। ভালো থাকুক মন।

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩

কলমের কালি শেষ বলেছেন: কী ! আমাগো মত আম কবিদের ভাত মারার জন্যে আবার কবিতা লেখা শুরু করেছেন নাহ ?! :``>>

কবিতায় বেশ লেগেছে । ছোট্ট চরণের ছট্ট কবিতায় চমৎকার একটা রেশ পাওয়া যায় ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭

হাসান মাহবুব বলেছেন: আম ভালো ফল। কিন্তু আমি তো আম না। আমি আমড়া। তাই 'আম'দের সাথে 'রা' করা আমার সাজে না। ধন্যবাদ।

২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: এইতো দেখো সন্ধ্যা নেমে এলো
বিদায়বেলায় কেউ নেই, চুপচাপ
আঁধারদেশের গল্প আমায় বলো
হারিয়ে খুঁজি বেঁচে থাকার পাপ

মনোমুগ্ধকর।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন শক্তিমান কবির আগমন ধ্বনি শুনতে পাচ্ছি ।

আমার ভুলও হতে পারে , হাসান ভাইয়ের কবিতা কি প্রথম পড়লাম ?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০

হাসান মাহবুব বলেছেন: আমি তো অনেক আগে থেকেই কবিতা/লিরিক লিখি। আমার ব্লগের প্রথমদিকের লেখাগুলো দেখতে পারেন। আরো আছে চিপায় চুপায় অন্য কয়েকটা আইডিতে।

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । কবিতার ভূবনে ফের স্বাগত ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

হামিদ আহসান বলেছেন: দারুন ভাল লেগেছে কবিতা ......

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আগেও আপনার কবিতা পড়েছি । কবিতা সাম্রাজ্যে হানা দিতে চান শুনে ভাল লাগলো ।

পথিক ভাবে পথটা সমুদ্দুর!

আমার তো মনে হয় পথিক পথটাকে ভাবে বসতবাড়ী ।

দিলেন রাস্তাকে পানিতে ফেলে । আসলে কবিদের ক্ষমতা ব্যাপক তারা কত সহজে পথকে সমুদ্র বানিয়ে ফেলে । #:-S

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ। কবিরাও একরকম ঈশ্বর। শুভকামনা।

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫

নাভিদ কায়সার রায়ান বলেছেন: উদাসীন জোনাকমন। "হারিয়ে খুঁজি বেঁচে থাকার পাপ" - এই লাইনটা ইন্টারেস্টিং। নিজের কথা বলছেন মনে হল। তাই কি?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

হাসান মাহবুব বলেছেন: নিজের কথা ঠিক না, এরকম আরো অনেকের কথা।

শুভরাত্রি।

২৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩

কামরুন নাহার বীথি বলেছেন:

সান্ধ্যআলোর কতো আয়োজন
মন উদ্যানে স্মৃতির চাষবাষ
কষ্ট পেলে হাতড়ে খুঁজি মন
মনপাখিটার নিরুদ্দেশ আবাস।
[/si- -----
-------------- দারুন!!!!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ বীথি।

৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: দারুণ! গান করা যায় না একটা?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২

হাসান মাহবুব বলেছেন: তা হয়তো যায়, কিন্তু বানাবে কারা?

৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫

কালীদাস বলেছেন: অনেকদিন পর।
:)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ! লেখা শেষ করার পর বেশ এক্সাইটেড ছিলাম।

৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা থাকছে সুপ্রিয়।

হারিয়ে খুঁজি বেঁচে থাকার পাপ।

শুভকামনা। অনিঃশেষ।

বিদায়বেলায় কেউ নেই, চুপচাপ

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

৩৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: আপনি কবিতায়ও অসাধারণ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩

হাসান মাহবুব বলেছেন: আমি অতি সাধারণ
সংগ্রামী আমরণ
খেটে খাওয়া এক যুবক


আর্কের গান। শুইনা নিয়েন।

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮

আরণ্যক রাখাল বলেছেন: সংগ্রাম না করলে, শব্দ ছন্দকে নিয়ে কবিতাই হয় না| শুনে নেব গানটা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০

হাসান মাহবুব বলেছেন: গুড নাইট।

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।
ভাল লাগার অনুভূতিটা ছড়িয়ে আছে পুরো কবিতা জুড়ে।
শুভ কামনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: এইতো দেখো সন্ধ্যা নেমে এলো
বিদায়বেলায় কেউ নেই, চুপচাপ
আঁধারদেশের গল্প আমায় বলো
হারিয়ে খুঁজি বেঁচে থাকার পাপ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

হাসান মাহবুব বলেছেন: পাঠের জন্যে ধন্যবাদ। শুভসন্ধ্যা।

৩৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

রাবেয়া রব্বানি বলেছেন: ভালো লাগল

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাবেয়া। ভালো থাকবেন।

৩৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১১

ডি মুন বলেছেন: খুব সুন্দর কবিতা হাসান ভাই
+++

জোনাকি আমার খুব পছন্দের। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা মুন।

৩৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১

এহসান সাবির বলেছেন: আরে বাপস্‌......!!


সেই রকম...!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: থেংকু!

৪০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।+++++++++

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

৪১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




আপনার কবিতা সম্ভবত এটাই প্রথম পড়লুম।

সান্ধ্যআলোয় এই কবিতা আয়োজনে জোনাকচারী হতেই হয় !!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৪২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩

মহান অতন্দ্র বলেছেন: আপনার কবিতা এর আগে পড়িনি। আজ পড়লাম। ভাল লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ তন্দ্রা।

৪৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ তামান্না।

৪৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

বৃতি বলেছেন: চমৎকার! মাঝে মাঝে কবিতা লিখলেই পারেন, ফর আ চেইঞ্জ :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

হাসান মাহবুব বলেছেন: ইচ্ছা আছে সেরকম। শুভেচ্ছা বৃতি।

৪৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

কালের সময় বলেছেন: অসাধারন লাগলো কবিতা ।
চালিয়ে যান কাব্যের পাশে আছি ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্যে। আশা করি চালিয়ে যেতে পারবো।

৪৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: দারুণ !!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।

৪৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ কবিতা। মন ছুঁয়ে গেল হাসান ভাই।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভ বৃষ্টিদিন।

৪৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪

আরজু পনি বলেছেন:
এই নিক থেকেই কবিতা দেবার আইডিয়াটা ভালো লেগেছে ।
লেখায় বেশ একটা জোনাক জ্বলা আলোর আভা আছে ।
সুর লাগালে জানাইয়েন...শুনতে ইচ্ছে করছে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

হাসান মাহবুব বলেছেন: জানাবো পনি আপা।

৪৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

আলোরিকা বলেছেন: বাঙময় কবিতা, চমৎকার দৃশ্যকল্প ! :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আলোরিকা।

৫০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোই লাগলো। :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত।

৫১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

রোদেলা বলেছেন: আপ্নে যে ছন্দের জাদুকর তাতো জানা আসাল না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

হাসান মাহবুব বলেছেন: আমি জাদুকর না, পকেটমার /:)

৫২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

হাবিব কবি বলেছেন: বেশীর ভাগ সাহিত্যক অনেকগুলো (সাহিত্যর) বিষয় নিয়ে চর্চা করে। আপনাকে অনুরোধ করবো কবিতা/গল্প যে কোন একটি সিলেক্ট করতে। আপনার মাঝে ছোট গল্পের সম্ভাবনা দেখছি। জীবনের কিছু সময়ের পর্ব হয়তো অতিক্রম করেছে ফেলেছেন। কোন কারনে দুটিই হারাতে পারেন।
গল্পের চেয়ে কবিতা গভীরতম। প্রাকৃতিক ভাবেই হয়তো এটা আপনাকে টানে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

হাসান মাহবুব বলেছেন: আমি এখন মূলত ছোটগল্পই লিখি। কবিতা হঠাৎ হয়তো বা এসে যায়। তবে ছোটগল্পেই নিজেকে ভালোভাবে প্রকাশ করতে পারি বলে মনে করি।

ধন্যবাদ মন্তব্যের জন্যে।

৫৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ!!! আপনারটাও তো ভালো হৈচে । :) সত্যিই দারুণ হয়েছে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।

৫৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

গুলশান কিবরীয়া বলেছেন: Thank you so much for welcoming me , it seems you are very interesting writer and I'll come to visit you more often to read your writing . Thanks again and take care .

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

হাসান মাহবুব বলেছেন: Thats my pleasure.

শুভরাত।

৫৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

সিদ্ধার্থ. বলেছেন: অনবদ্য |

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম। ভালো ছিলেন আশা করি।

৫৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হারিয়ে খুঁজি বেঁচে থাকার পাপ, এই লাইনে এসে একটা ধাক্কা খেলাম!বিশ্লেষণধর্মী পুরো একটি প্রবন্ধ লেখা যাবে এই একটি লাইন দিয়ে!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

হাসান মাহবুব বলেছেন: তো লিখে ফেলেন :-) শুভেচ্ছা রইলো।

৫৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

প্রামানিক বলেছেন: এটা হইল কি? আমি মন্তব্য করেছিলাম সেটা তো খুঁজেই পাচ্ছি না।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

হাসান মাহবুব বলেছেন: কী জানি!

৫৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: অসাধারণ!!
ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬

অন্ধবিন্দু বলেছেন: সঙ্গী/ হবে হাজার জোনা/ক ফুল/

বাহ্ ! বেশ বললেন তো। যদিও লেখার ছন্দটা ধরতে বেশ বেগ পেলুম। গানটা তুলে নিন। আরোও ভালো লাগবে নিশ্চয়।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। গানটা তো তুলতে পারবো না। এসবক্ষেত্রে আমি একেবারেই অজ্ঞ। দেখি পরিচিত ভাই বেরাদররা যদি কিছু করে!

৬০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে
বিদায় নেবে অস্পর্শী রোদ্দুর
সুপ্ত আদর রাত্তির, খোয়াবে
পথিক ভাবে পথটা সমুদ্দুর!
চমৎকার লাগল হাসান ভাই।


অস্পর্শী রোদ্দুরটাকে স্পর্শ করা যায় না? :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আঁধারদেশে নিবাস যার নিয়তি সে কিভাবে রোদ্দুরের স্পর্শ পাবে?

:(

৬১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৬

কালীদাস বলেছেন: ঈদ মুবারক :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০১

হাসান মাহবুব বলেছেন: ঈদ মুবারক।

৬২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪

হাসান মাহবুব বলেছেন: ঈদ মুবারক।

৬৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ঈদের শুভেচ্ছা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২০

হাসান মাহবুব বলেছেন: ঈদ মুবারক।

৬৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

অচিন্ত্য বলেছেন: অদ্ভুত !!! কখনো সুর করে ফেললে মাইন্ড কইরেন না।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

হাসান মাহবুব বলেছেন: গো অন!

৬৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৩

ব্লগার মাসুদ বলেছেন: দারুন কবিতা হয়েছে ভাই । ভাইয়া কি গল্প রেখে কবিতা লেখা শুরু করলেন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। দুটোই লেখার ইচ্ছে আছে।

৬৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

সানজিদা হোসেন বলেছেন: পথিক ভাবে পথটা সমুদ্দুর!
অসাধারণ লেখা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সানজিদা।

৬৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০

রঙ তুলি ক্যানভাস বলেছেন: বাহ!!!
আপনার কবিতা আগে খুব সম্ভবত আমার পড়া হয়নি,তাই জানা ছিলনা এমন সুন্দর ছন্দময় কবিতাও যে লিখেন আপনি।মন্তব্য পড়ে জানলাম অন্য কোন আইডিতে কবিতা দেন! আইডি জানা থাকলে ঢু মেরে আসতাম সেসবে :P
শেষ লাইনটা কি অর্থে একটু দ্বিধান্বিত হয়ে গেলাম কেন যেন, বেচে থাকাটাকে পাপ বলছেন নাকি কোন পাপের ফলাফলস্বরূপ বেচে থাকা বুঝাচ্ছেন,কোনটা খুজছেন ধরতে পারিনি।

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০

হাসান মাহবুব বলেছেন: এই যে সেই আইডি অবশ্য আমার প্রথমদিকের লেখাগুলোতে কবিতা ছিলো বেশ কিছু। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে অন্যান্য নিকেও আছে।

শেষ লাইনটা খোলাসা করবো না। থাকুক না কিছু দ্বন্দ্ব! ধন্যবাদ।

৬৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন ভালোলাগা। গল্পকার তার গল্পের মতই সফল কবি।

০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৬৯| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

রোদেলা বলেছেন: পকেটমারের গল্প পড়ার অপেক্ষায় আছি। ;)

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

হাসান মাহবুব বলেছেন: সেইটা আবার কোন গল্প? B:-)

৭০| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৮

রোদেলা বলেছেন: াপনার গল্প :D

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

হাসান মাহবুব বলেছেন: :|

৭১| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯

সোমহেপি বলেছেন: লেখায় অন্যকারো ছাপ আছে ।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: কী! কার ছাপ আছে?

৭২| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬

নেক্সাস বলেছেন: সব্যসাচী হামা ভাই

০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

হাসান মাহবুব বলেছেন: #:-S

৭৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

সোমহেপি বলেছেন: মনে হয় শেখ রানা

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

হাসান মাহবুব বলেছেন: আমি তা মনে করি না।

৭৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

সোমহেপি বলেছেন: আচ্ছা

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: ওকে।

৭৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

উল্টা দূরবীন বলেছেন: অমানবিক অনুভুতি হচ্ছে। মন গলে কি চোখ ভিজে যায়?

ভালো লাগলো।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

৭৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:০০

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার কবিতা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জোনাকের কবিতা পড়ে যে এখন আমার জোনাক হাতে নিয়ে খেলতে ইচ্ছে করছে ভাইয়া...? কে ধরে দিবে একটা জোনাক...হু?

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৮

হাসান মাহবুব বলেছেন: জোনাক নিয়ে গান শোনো। তুমি আর তোমার হাম্বা মিলে।

৭৮| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা

০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭৯| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫

শামীম আরেফীন বলেছেন: বেশ সরস এবং ছান্দসিক কবিতা। ভালো লাগা রইল

১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।

৮০| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১০

কৌশিক অর্ণব বলেছেন: হারিয়ে খুঁজি বেচে থাকার পাপ.. (y)

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ।

৮১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪২

পেন আর্নার বলেছেন: ভালো লাগছে।
অনুভব করা যায়।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

৮২| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার :)

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৮৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা। শীত বিকেলের শুভেচ্ছা।

৮৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনার বেশ কয়েকটা কবিতা পড়লাম । অনেক ভালো হচ্ছে ভাইয়া

নিয়মিত কবিতা লিখুন ভাইয়া

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রানিত হলাম।

৮৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

সুপান্থ সুরাহী বলেছেন: বেশ আওয়াজ করে পড়লাম। বউ বলে, 'কবিতায় মইজ্যা গেসো?'

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

হাসান মাহবুব বলেছেন: আপনাকে এবং ভাবীকে শুভেচ্ছা।

৮৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

প্রোফেসর শঙ্কু বলেছেন: কয়েকটা কবিতা এবং গল্প পেলাম একসাথে। পড়েও ফেললাম, এখন শুয়েবসে মন্তব্য দিচ্ছি। মাঝে মধ্যে ডুব দিলে ভালই হয়, এরকম পড়ার জিনিস পাওয়া যায় একত্রে।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

হাসান মাহবুব বলেছেন: ডুব দেন, কিন্তু তলায়ে যায়েন না আবার! :-/

৮৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জাদু।।।।

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

হাসান মাহবুব বলেছেন: https://www.youtube.com/watch?v=psuRGfAaju4

৮৮| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০

তার আর পর নেই… বলেছেন: এইমাত্র একটা প্রজেক্ট হাতে নিলাম, যারা যারা অনলাইনে আছেন তাদের সবাইকে দেখে আসা। ( আরজুপনির পোস্ট থেকে জানা) :D
কবিতা ছোট দেখে বেছে নিলাম।
ভাল্লাগছে!
হারিয়ে খুঁজি বেঁচে থাকার পাপ

১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

হাসান মাহবুব বলেছেন: দারুণ তো ব্যাপারটা! শুভরাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.