নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ম্যাসকারেডে

১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২২


তুমি মাঝরাতে গিয়েছিলে সার্কাসে
আমি লেপমুড়ি ঘুমিয়েছি অক্লেশে
তুমি দেখেছিলে ক্রান্তীয় দড়াবাজি ,
আমি স্বপনেতে বেদিশা, ক্লাউন খুঁজি।
গালে রুজ মেখে ঠোঁটেতে স্ট্যাপল্ড পিন,
তুমি বোবা সুন্দরী, আমি যে অর্বাচিন
ঠোঁট বেয়ে ব্লাড, ওটাই তো লিপস্টিক
তুমি জেনে গেছো চুমুর শিল্প ঠিক।
তুমি জেনে নিও আমিও ম্যাসকারেডে
মুখোশাবৃত হাঁটবো সেক্স প্যারেডে
আমার এই ঘুম, তোমার দেয়া ছলশাপ
কেটে যায় মোহ, প্রেম; জেগে ওঠে পাপ।
ওরা কেউ কথা শুনবে না, সিল্করাণী
সিল্ক কেটে চামড়া ফুঁড়ে ফিসফিসানি
ফিসফাস শেষে ঘোষণা, ভয়াল ভোকাল
'তিরোধিত হও, যাদের ছুঁয়েছে কাল"

কালের ছোঁয়ায় জবুথবু এই চামড়ায়
আমরা বসে থাকি অপ্রেমের কামরায়।

মন্তব্য ১৩৭ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৩৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬

গেম চেঞ্জার বলেছেন: দারুণ!! দারুণ!! :)

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩০

নাবিক সিনবাদ বলেছেন: ভাল্লাগলো পিলাচ+++++

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৬

এস কাজী বলেছেন: বাপরে সেই ভাষা। কঠিন হয়সে হামা ভাই :)

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০

গেম চেঞ্জার বলেছেন: ১ম প্লাসও লন।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭

হাসান মাহবুব বলেছেন: নিলাম।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৪

প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার। ধন্যবাদ ভাই মাহবুব

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

সাহসী সন্তান বলেছেন: মাহবুব ভাই কি কবিতা রচনা করলেন?



তয় কবিতা কিন্তু চমৎকার হইছে? কবিতায় পিলাচ!

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮

হাসান মাহবুব বলেছেন: কবিতাই তো লিখলাম মনে হয়। ধন্যবাদ প্লাসের জন্যে।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

তৌফিক মাসুদ বলেছেন: কবিতা এর আগে পড়িনি। আজ আপনার কবিতাও পড়লাম।

ভাল লাগা রইল।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯

হাসান মাহবুব বলেছেন: কবিতা এখন থেকে নিয়মিত লিখবো বলে আশা রাখি :``>>

৮| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

জেন রসি বলেছেন: হামা ভাই, কবিতা বুঝি নাই। একটু ভাবার্থ কইরা দিয়েন।তারপর আবার পড়ব।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০

হাসান মাহবুব বলেছেন: কবিতাটি আসলেই কিছুটা দুর্বোধ্য হয়েছে। লেখার সময় বুঝতে পারছিলাম। অনেক কিছু প্রকাশ করার ছিলো, কিন্তু ছন্দ এবং মাত্রা বজায় রাখার জন্যে আমাকে সীমিত শব্দ এবং অধিক মেটাফর ব্যবহার করতে হয়েছে।

ম্যাসকারেড পার্টির আবহটা ভালোভাবে বুঝতে পারতেন যদি স্ট্যানলি কুবরিকের ব্লাডি মাস্টারপিস Eyes Wide Shut দেখা থাকতো। দেখে নিয়েন।

এখন আসা যাক কবিতার অর্থ উদ্ধারে। শেষ লাইন দুটিতেই অনেকটা স্পষ্ট হয়। একটা কাপল, তাদের মধ্যে প্রেম নেই। অবিশ্বস্ত নারী মাঝরাতে কল্পনায় এক মুখোশ উৎসবে চলে যায়, যেখানে আরো অনেকের সমাবেশ। কেউ কাউকে চেনে না। চেনার নিয়ম নেই। চিনলেও যেন বলতে না পারে সেজন্যে ঠোঁট স্ট্যাপল করা। একসময় তার অর্ধাঙ্গও এই অবিশ্বস্ততা টের পেয়ে বোকাঘুম শেষে ম্যাসকারেড পার্টিতে যায়। কিন্তু সেখানে তারা বেশিক্ষণ থাকতে পারে না। সময় (কাল) নিষ্ঠুরভাবে ছুড়ে ফেলে তাদের। এই সুররিয়াল ফ্যান্টাসি যে বড়ই ক্ষণস্থায়ী! তারপর... তারপর কী তা শেষ লাইনে বলেই দিয়েছি।

এবার আরেকবার পড়ে কমেন্ট দেন। শুভরাত্রি।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: বাহ । হাসান মাহবুব ভাই আবারো কবি হয়ে ওঠলেন । ভাল লাগছে আপনার কবিতাগুলো । সুন্দর +

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। দুআ রাইখেন।

১০| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




আজ দেখি অনেক প্রিয় প্রিয় ব্লগাররাই কবিতা লিখছেন । আমিও নিজেকে ধরে রাখতে পারলুম না । তাই ------

কালের ছোঁয়ায় জবুথবু এই চামড়ায়
কেন যে কবিতারা কামড়ায়
এ তো চুমুর বিকল্প এক শিল্প ( কামড়ানো )
ক্ষতের জায়গায়
মলমের প্রলেপ বলে আরেক গল্প .....

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২

হাসান মাহবুব বলেছেন: বাহ বাহ! ভালা লিখছেন। বহুত খুব।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬

গোর্কি বলেছেন:
আপনার কবিতা অনেক বাদে পাঠ করলাম। সেই রকম লাগলো। +++++++

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ গোর্কি ভাই।

১২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬

গেম চেঞ্জার বলেছেন: @জিনি ভায়া! হামা ভাইয়ের কবিতার যেটা আমি ভাবার্থ করে নিছি সেটা হল -

প্রেম নেই, ছল, সব ভান।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

হাসান মাহবুব বলেছেন: কবিতার ভাবার্থ এটাই। তবে বিভিন্ন রূপক এবং মেটাফরগুলো একেকজন ভেদে একেকরকম হতে পারে।

শুভরাত।

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: গোদের উপর বিষফোড়া!! গদ্যই বুঝি না ভাল করে তায় কবিতা :-P ।।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৬

হাসান মাহবুব বলেছেন: :| #:-S :(

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১০

সচেতনহ্যাপী বলেছেন: =p~ :P

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২২

হাসান মাহবুব বলেছেন: শুভরাত্রি।

১৫| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফাস্ট ক্লাস কবিতা । প্লাস টু দি পাওয়ার ফোর !

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৭

হাসান মাহবুব বলেছেন: থেংকু টু দি পাওয়ার ফাইভ!

১৬| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭

মামুন রশিদ বলেছেন: কানে কে যেন তালে তালে গিটার বাজিয়ে শুনালো! নিজেই গেয়ে আপলোড করে দিন, ভালোই হবে।

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

হাসান মাহবুব বলেছেন: সবাইকে দিয়ে কি সবকিছু হয় মামুন ভাই? :(

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া ।

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ তন্দ্রা।

১৮| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২

রিকি বলেছেন: কবিতা, ম্যাসকারেডে নামটা, ছবিটা সবকিছুই ভাইয়া দুর্দান্ত লেগেছ..আসল চরিত্র vs অন্য একটা চরিত্রের শো অফ..:) :) :)

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রিকি।

১৯| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪

সুমন কর বলেছেন: ৮নং প্রতি উত্তরে ব্যাখ্যা দেয়াটাও পড়লাম। মুভিটি দেখা আছে।

কবিতা বেশ হয়েছে। ঝাঁঝালো.....+।

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯

হাসান মাহবুব বলেছেন: শুভবিকেল সুমন।

২০| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারন থিম ও ছন্দে মোহিত হয়ে আছি। অনেক অনেক ভাল লেগেছে। প্লাস নিন ভাই।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে।

২১| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: বেশ দুর্বোধ্য। খুব ভালো লাগল

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

২২| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৩

আলোরিকা বলেছেন: ' কালের ছোঁয়ায় জবুথবু এই চামড়ায়
আমরা বসে থাকি অপ্রেমের কামরায়। ' - চমৎকার +++:)

শিরোনাম , ইমেজ সব মিলিয়ে ভাষাটা ঠিকই আছে । :)

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আলোরিকা। শুভরাত্রি।

২৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯

কাবিল বলেছেন: আপনার ভাবার্থ কবিতাগুলো সব সময় জটিল। পরিপূর্ণ ভালো লাগে যখন আপনি কমেন্টের মাধ্যমে সহজ করে দেন।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

২৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৪

কলমের কালি শেষ বলেছেন: খুব ভাল লেগেছে কবিতা । ++

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০

নেক্সাস বলেছেন: হামা ভাই স্যালুট লন। কবিতা যন কবিতার মতই সুন্দর।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণা যোগানোর জন্যে।

২৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫

স্পর্শিয়া বলেছেন: দুর্বোধ্য মানষিকতার মানুষগুলো নিয়ে অসাধারণ একটি কবিতা।

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ স্পর্শিয়া। স্বাগতম আমার ব্লগে।

২৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভাললাগায় অতল ছুঁয়ে দিলেন...
অভিবাদন সতত...

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০২

হাসান মাহবুব বলেছেন: নান্দনিক কমেন্টে পিলাস!

২৮| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

অগ্নি সারথি বলেছেন: কালের ছোঁয়ায় জবুথবু এই চামড়ায়
আমরা বসে থাকি অপ্রেমের কামরায়।
- ভাললাগা।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২৯| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কোন গল্পকার যখন কবিতা লেখেন তখন বুঝার জন্য বিশেষ চেষ্টা করা উচিত।
আমিও করেছি :)

কবিকে শুভেচ্ছা....

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬

হাসান মাহবুব বলেছেন: কবি বলে লজ্জা দিবেন না মইনুল ভাই। সবাইকে দিয়ে সব কিছু হয় না।

শুভরাত্রি।

৩০| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১২

তারছেড়া লিমন বলেছেন: ফিসফাস শেষে ঘোষণা, ভয়াল ভোকাল
'তিরোধিত হও, যাদের ছুঁয়েছে কাল"

কালের ছোঁয়ায় জবুথবু এই চামড়ায়
আমরা বসে থাকি অপ্রেমের কামরায়।


এই চার লাইন চরম সত্য.............

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

৩১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯

রাবেয়া রব্বানি বলেছেন: লাইনে লাইনে চমক আর চটক। একটা চমকদার কবিতা। বেশ।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

৩২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো লাগলো হামা ভাই।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শোভন। অনেক দিন পরে দেখলাম!

৩৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

আরণ্যক রাখাল বলেছেন: কবিতটা প্রথমবার পড়ে খুব বেশি বুঝতে পারিনি| ছন্দ ভাল লেগেছে| আরো দুইবার পড়তে হবে

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: পড়েন। শুভদুপুর।

৩৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩

সানজিদা হোসেন বলেছেন: "কালের ছোঁয়ায় জবুথবু এই চামড়ায় " বুড়া হচ্ছি মনে পড়ে গেল। কবিতা বরাবরের মতই অসাধরন।

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সানজিদা।

৩৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


আধুনিক কল্প

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

হাসান মাহবুব বলেছেন: জ্বী, ধন্যবাদ।

৩৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

এহসান সাবির বলেছেন: জটিল কবিতা...............!!!!!!

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

হাসান মাহবুব বলেছেন: হু :-B

৩৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

দর্পণ বলেছেন: মুখ ও মুখোশ। দারুন হামাভাই।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ দর্পণ। শুভেচ্ছা রইলো।

৩৮| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কঠিন কঠিন শব্দের কবিতায় শুধু ভালোলাগা... না প্লাস প্লাস...।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ঈপ্সিতা।

৩৯| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫

আরাফাত নিলয় বলেছেন: দর্পণ বলেছেন: মুখ ও মুখোশ। দারুন হামাভাই।

২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

হাসান মাহবুব বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দর্পণ থুক্কু আরাফাত নিলয় শুভেচ্ছা রইলো।

৪০| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৯

সাহসী সন্তান বলেছেন: মাহবুব ভাই, সেই কবে একখান কবিতা পোস্টাইয়া বইসা আছেন! নতুন পোস্ট কই? খুব সুন্দর একটা ভয়ানক গল্প চাচ্ছি আপনার কাছে থেকে, পারবেন না?

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

হাসান মাহবুব বলেছেন: গল্প লিখতেছি, তবে বিশেষ কারণে আপাতত ব্লগে দেয়া সম্ভব হচ্ছে না। সামনে হয়তো বা আরো কবিতা লিখবো। আর ইচ্ছা আছে ছোটদের জন্যে গল্প দেয়ার।

৪১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

সাহসী সন্তান বলেছেন: ছোট বড় কথা না! একটা ভয়ঙ্কর এ্যাডভেঞ্চার মূলক গল্প চাচ্ছি! কারণ আপনার এ্যডভেঞ্চার মূলক গল্প গুলো আসলেই অনেক ভাল হয় সেকারণে! কবিতা দেন তাতে কোন আপত্তি নেই, তবে তার আগে একটা গল্প দিলে ভাল হয়!

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪১

হাসান মাহবুব বলেছেন: চেষ্টা করবো দেয়ার। ধন্যবাদ। শুভরাত।

৪২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১০

সায়েদা সোহেলী বলেছেন: কবিতা পড়িয়া মাথা চুলকাচ্ছিলাম ,

কালের ছোঁয়ায় জবুথবু এই চামড়ায়
আমরা বসে থাকি অপ্রেমের কামরায়।


এই দুইলাইনে সাহস সঞ্চয় করে ছুঁড়লাম আন্দাজে ঢিল , গিয়ে বিঁধল "মরিচিকা " তে । 8-| মন্তব্য পড়িয়া আনন্দে আত্নহারা !:#P " আমি কঠিন তীরন্দাজ , যতই জটিল করেন ধরি ফেলামু :-0 "

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন! পরবর্তীতে আরো জটিল কৈরা লেখনের উৎসাহ দিলেন :-B

৪৩| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: "গালে রুজ মেখে ঠোঁটেতে স্ট্যাপল্ড পিন,
তুমি বোবা সুন্দরী, আমি যে অর্বাচিন
ঠোঁট বেয়ে ব্লাড, ওটাই তো লিপস্টিক
তুমি জেনে গেছো চুমুর শিল্প ঠিক।
তুমি জেনে নিও আমিও ম্যাসকারেডে
মুখোশাবৃত হাঁটবো সেক্স প্যারেডে
আমার এই ঘুম, তোমার দেয়া ছলশাপ
কেটে যায় মোহ, প্রেম; জেগে ওঠে পাপ।" কবিতায় গভীর মুগ্ধতা রইলো!

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: গভীর পাঠের জন্যে ধন্যবাদ।

৪৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এই প্রথম আপনা্র কবিতা পড়লাম, তবে কবিতার চাইতে ছড়ার টোনটা বেশী লেগেছে :D । তা ক্যামন আছেন হা.মা. ভাই ?

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫২

হাসান মাহবুব বলেছেন: এইতো ভালো আছি। ছন্দ থাকলেই ছড়া হয় না। ধন্যবাদ।

৪৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: রাগ হয়েছে ? আমি কিন্তু ছড়া বলিনি। :|

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৬

হাসান মাহবুব বলেছেন: না রাগ করার কী আছে? শুভরাত্রি।

৪৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৯

সোমহেপি বলেছেন: তরজমা করাতে বুঝলাম । শেষ লাইন গুলো অনেক সুন্দর হয়েছে ।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ইমন।

৪৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

দীপংকর চন্দ বলেছেন: কালের ছোঁয়ায় জবুথবু এই চামড়ায়
আমরা বসে থাকি অপ্রেমের কামরায়।


গভীর দাগ পড়লো অনুভূতিতে!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

কেটে যায় মোহ, প্রেম; জেগে ওঠে পাপ।


২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ নিবিড় পাঠের জন্যে। শুভেচ্ছা।

৪৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! বেশ ছন্দময়। আজকাল যেসবকে মানুষ কবিতা বলে সেগুলোকে আমার কবিতা মনেই হয় না। অন্তমিলে ভরা এটা সেদিক থেকে শতভাগ সার্থক। শুভেচ্ছা রইলো।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: আধুনিক গদ্যকবিতার চেয়ে আমার ছন্দকবিতাই বেশি ভালো লাগে। শুভদুপুর তনিমা।

৪৯| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

রাজসোহান বলেছেন: গদ্যকারের হাতে কবিতারা গল্পকে চোখ রাঙায় :)

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

হাসান মাহবুব বলেছেন: শরম্পাইলাম :``>>

৫০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

সাবলীল মনির বলেছেন: শব্দ ও প্রকাশ অাধুনিক, একটা নিজস্বতা অাছে, মুগ্ধ হওয়ার মতো, সুন্দর !

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পাঠের জন্যে। শুভেচ্ছা।

৫১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: ছালাম কবি সাব B:-/

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: মা'আছছালাম।

৫২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: ২১ ফেব্রুয়ারি নিয়ে আপনার অনেক আগের একটা লেখা ছিল। অই লেখাটার লিঙ্ক আমাকে ইনবক্সে দিয়েন।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

হাসান মাহবুব বলেছেন: ফেসবুকে ঢুকতে পারছি না। এখানেই নেন।

http://www.somewhereinblog.net/blog/Paranoid/29534705

৫৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

অন্ধবিন্দু বলেছেন:
লিরিক্যাল লেখাটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো। মোটেই দুর্বোধ্য নয়। বব ডিলনের লিরিকেও আছে- Easy to see without looking too far/That not much is really sacred লেখাটা পড়ে তেমোনি স্বাদ পেলুম। যদিও অন্তমিলে ছড়ার ছন্দ, কথাগুলোর সাথে যাচ্ছে না। আর এখানটাতে দুর্দান্ত-

ভয়াল ভোকাল
'তিরোধিত হও, যাদের ছুঁয়েছে কাল"

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

হাসান মাহবুব বলেছেন: আমার লেখালেখিটা ছড়া দিয়েই শুরু। তাই পদ্য জাতীয় কিছু লিখলে ছন্দ চলেই আসে।

অনেক ধন্যবাদ সুচিন্তিত মতামতের জন্যে।

৫৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

শামীম আরেফীন বলেছেন: দারুল। সাধুবাদ

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভসন্ধ্যা।

৫৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

রাবার বলেছেন: আমি পয়লা মনে করছি মিসক্যারেজ :`>
১৮ নম্বর ভালোলাগা হাসান ভাই :)

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

হাসান মাহবুব বলেছেন: হাহা! ধন্যবাদ।

৫৬| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

তাহসিনুল ইসলাম বলেছেন: হাসান ভাইয়ের কবিতা ১ম পড়লাম। অনেক দিন ব্লগে ঢুকা হয় না। আপনার গল্পগুলো পড়বো সময় করে। কবিতা ভালো লাগলো--
:)

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত।

৫৭| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক দিন ধরে একটা আক্ষেপ ছিল। হামা কবিতা লিখে না কেন! যাক সারপ্রাইজড হলাম। দীর্ঘদিন পর আপনার ব্লগে ঢুকেই কবিতা পেলাম।

ঠোঁট বেয়ে ব্লাড, ওটাই তো লিপস্টিক
তুমি জেনে গেছো চুমুর শিল্প ঠিক।


অন্ত্যমিলগুলো ক্যারিজমাটিক ডিফরেন্ট।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অনেক। শুভরাত্রি।

৫৮| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

শান্তির দেবদূত বলেছেন: একে তো কবিতা, তার উপর আবার মেটাফরিক সেটা আবার লিখছে হাসান মাহবুব, এমনিতেই কবিতা বুঝি কম, ভাবছিলাম ঝড়ের বেগে বের হয়ে যাব, কিন্তু আলগোছে চোখ গিয়ে পড়ল ৮ নং কমেন্টের রিপ্লাই এ। কমেন্টটি পড়ে কবিতাটা আবার পড়লাম। গ্রেট, বেশ বুঝেছি ভালোও লেগেছে। মনে হচ্ছে জেমসের কোন গানের লিরিক পড়ছি। দারুন একটা গান হতে পারে কিন্তু এটা। শুভেচ্ছা রইল।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভরাত।

৫৯| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

গান হিসেবেতো পুরাই ফাটবে মনে হচ্ছে ...

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

হাসান মাহবুব বলেছেন: B-) হ!

৬০| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

মাসুম মুনাওয়ার বলেছেন: ভালো লাগলো

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

৬১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
অসামনেস!

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

হাসান মাহবুব বলেছেন: থিংকু!

৬২| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: উপমাময় কবিতায় ভালোলাগা, চমৎকার +++

সচেতনহ্যাপী বলেছেন: গোদের উপর বিষফোড়া!! গদ্যই বুঝি না ভাল করে তায় কবিতা :-P ।।

কি শুনাইলেন হ্যাপী ভাই,
হাসতে হাসতে পইড়া যাই।

=p~ =p~ =p~

২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

হাসান মাহবুব বলেছেন: হাহা! ধন্যবাদ।

৬৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সুন্দর ,সাবলীল ।

সুখপাঠ্য কবিতা ।

বিদেশী কবিতার স্বাদ পেলাম । +++++++++্

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

৬৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: বিশ্বাস করুণ আমি এতোটা মুগ্ধ হয়েছি যে, ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে মুগদ্ধতা প্রকাশ করবো। তবে অনুসরণ করা শুরু হলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পাঠের জন্যে। শুভেচ্ছা।

৬৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: এটা ভাল ছিল।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পাঠের জন্যে। শুভেচ্ছা।

৬৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: একের পর এক কবিতা পড়েই যাচ্ছি। অনেকদিন পর মনে হচ্ছে প্রাণ ভরে কবিতা পড়ছি।..... শুভকামনা অবিরাম।

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

হাসান মাহবুব বলেছেন: কি্তু স্টকে আর বেশি না :( আর আমার কবিতা!

৬৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৭:১৯

তার আর পর নেই… বলেছেন: সম্প্রতি আপনাকে ভিজিট লিস্টে দেখতে এলাম। আপনার ব্লগিং এ সাত বছরের পর্ব গুলো ছাড়া তেমন কিছু পড়া হয় নি। আনন্দভ্রমের পোস্ট পড়েছি কিন্তু বইটা কিনি নাই বলে সেখানে কমেন্ট করা হয় নি। তবে সংগ্রহ করবো।

কবিতা ভাল লেগেছে। জেন রসির কমেন্টের উত্তরও দেখলাম। অন্তমিল ভাল লেগেছে। কিন্তু বুঝতে পারছি না আপনি কোন ছন্দে লিখেছেন?

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। এটা হলো ন্যাচারাল ছন্দ। প্রকারভেদ নিয়ে কনসেপ্ট তেমন ক্লিয়ার না। শুভেচ্ছা।

৬৮| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কঠিন।
সুন্দর।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।
রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.