নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাজনম্র বালিকার মত শীত আসে বিকেলে
নভেম্বরের এই সংশয়ী আবহাওয়ায়
একটু হাওয়া, একটু কুয়াশার স্পর্শ
শীত অর্ঘ্য কোল জুড়ে রাখো
আমায় দেবে বলে
তবু চলে যাও ভীরু কাঠবেড়ালীর মত।
চলে যাও তুমি শীতবালিকা
ফিরে আসো শেষরাতে
চুপিসারে বল উত্তরের জানালা বন্ধ করে দিতে
ওয়ার্ডরোব থেকে কাঁথাটা বের করে জড়িয়ে নিতে
শীতবালিকা, জানি তোমার এই অধিগ্রহণের কোমলতা
কিছুদিন পরে অদৃশ্য হবে ঋতুচক্রের প্রবল পরাক্রমে
তুমি নিয়ে আসবে হিমকাস্তে
আমার শরীর থেকে ওম উৎপাটন করে বুনে দেবে
বরফ আর বাতাসের উদ্দামতা
এই নভেম্বর ভোরের সরণীতে
শীতবালিকা, তোমার মিহি শুভ্র পদচ্ছাপ
এঁকে রাখি আমার দিনপঞ্জিতে
নবজাত সূর্যের তুলি দিয়ে।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: শীতবালিকা চলে গেলে হবে !! একটি ঋতু বিলুপ্ত হয়ে যাবে ! তার কী হবে !!
তবে কবিতায় মিষ্টতা বেশ । দারুণ লাগলো পড়তে ।
কবিতা পর পর দুইবার এসেছে ।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ঠিক করে নিলাম।
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৫
গেম চেঞ্জার বলেছেন: ২ বার ইচ্ছে করেই নাকি, কবিতা রিপিট হয়ে গেছে?
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: ইচ্ছে করে কেউ এমন করে? আমারই ভুল।
৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯
মানবী বলেছেন: ঋতু প্রেম নিয়ে এমন আধুনিক কবিতা আগে পড়েছি বলে মনে পড়েনা!
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ হাসান মাহবুব।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মানবী। আমার ব্লগে স্বাগতম।
৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫১
প্রবাসী পাঠক বলেছেন: কাঁথা কম্বলের শুভেচ্ছা হাসান ভাই।
কবিতায় প্লাস।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শীতের এই সূচনালগ্নটা বেশ ভালো লাগে,
৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৩
মানবী বলেছেন: আপনার ব্লগে স্বাগতম!!! এতো বছর পর?
আগের সব মন্তব্য ভুলে গেছেন? :-)
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯
হাসান মাহবুব বলেছেন: আপনি আমার পোস্টে আগেও মন্তব্য করেছিলেন? ভুইল্লা গেছি। সব বয়সের দোষ(খুক খুক কাশি)
৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৫
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর কবিতা ।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০২
মানবী বলেছেন: আমার বুদ্ধি সুদ্ধি কম, আপনার উচ্চমার্গের সব লেখা সবসময় বোধগম্য হয়না।
তবে এক গল্পের কথা মনে আছে। প্রেমিকা নিয়ে চট্রগ্রামের লেকের পাশে বসে প্যারালাল একটা ওয়ার্ল্ডের ঘটনার মতো গল্প লিখেছিলেন :-)
বয়সতো আমার আরো বেশী তাই গল্পের নামটা মনে নেই!!!
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৬
হাসান মাহবুব বলেছেন: মনে রেখেছেন জেনে ভালো লাগলো। কোন গল্পটার কথা জানতে চেয়েছেন তা আমিও মনে করতে পারছি না। তবে চিটাগাঙ হবে না বোধ হয়। ধানমন্ডি লেক নিয়ে লিখেছিলাম একটা।
শুভরাত্রি।
৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৬
কালের সময় বলেছেন: শীত আসতে না আসতে শীতের কাঁথা ওয়ার্ডরোপ থেকে বের করে ফেলেছেন ।
যাকগা কবিতা চরম মনে হচ্ছে ।
শুভরাত্রী।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ এবং শুভরাত্রি।
১০| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৫
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য!!!দারুণ ভালো লাগা+
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
১১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩২
বৃতি বলেছেন: শীতবালিকার কবিতা ভাল লেগেছে
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ বৃতি। শুভ জাগরণ।
১২| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৯
ভ্রমরের ডানা বলেছেন: দারুণ কবিতা মাহবুব ভাই। শীতে খবর আছে এবার যা বুঝছি।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
১৩| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর কবিতা| শীতবালিকা শব্দটাও ভাল লেগেছে| বাপ্পার মেঘবালিকা আর আপনার শীতবালিকা| খুব ভাল লেগেছে
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
১৪| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতাটা ভালো, বেশ ভালো।
তবে এখানে কবিতার প্রধান প্রধান অংশ চারটা, সেগুলো আলাদা প্যারায় করে দিলে ভালো হতো। কবিতার বিস্তার আর অর্থ বুঝতে সুবিধা হয়। যতি চিহ্নের ব্যবহারও আরেকটু ভালো হতে পারতো, কারন কবি কিভাবে ভাবছে, কবি নিজে কিভাবে চাইছেন পাঠক তা আবৃত্তি করুক সেটা বোঝানোর জন্য যতিচিহ্ন খুবই দরকার। তিন ধারার কবি দেখা যায় যতি চিহ্নের ব্যবহারের উপর ভিত্তি করে, একদল প্রায় ব্যবহারই করেনা, মুক্ত করে দেয়। আরেকদল সীমিত ব্যবহার করেন, আর আরেকদল পুরোপুরিই করেন। আমি শেষদলকে পছন্দ করি। কারন কবিতার প্রথম পাঠক কবি নিজেই, এটায় তার নিজের অধিকার প্রথমে। সম্পুর্ন পাঠকের হাতে ছেড়ে দেয়ার মানে নাই। বরং পাঠককে তার নিজের অনুভুতিটা যথাসম্ভব স্পস্ট করে বলাই ভালো।
শুভকামনা রইলো।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
হাসান মাহবুব বলেছেন: আপনার মন্তব্যটা ভেবে দেখার মত। কিছু পরিবর্তন করতে পারি।
শুভেচ্ছা।
১৫| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
সেই তো আসা প্রকৃতির মাঝে
শীতের কুয়াসা ভেজা সাঁঝে ,
রাত গড়িয়ে যায় মধ্যরাতে
তবু ঘুম নেই তার আঁখিপাতে
কবিতার নেশায় মত্ত এক কবি
রাত জাগে শীতবালিকার লাগি .............
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো আপনার কাব্যিক মন্তব্য।
শুভেচ্ছা।
১৬| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯
শামছুল ইসলাম বলেছেন: প্রিয় কবিতার লাইন গুলো বার বার পড়তে খুব ভাল লাগে।
শেষ বিকেলে লাজনম্র বালিকার আগমনঃ
//লাজনম্র বালিকার মত শীত আসে বিকেলে
নভেম্বরের এই সংশয়ী আবহাওয়ায়
একটু হাওয়া, একটু কুয়াশার স্পর্শ
শীত অর্ঘ্য কোল জুড়ে রাখো
আমায় দেবে বলে
তবু চলে যাও ভীরু কাঠবেড়ালীর মত।//
তারপর শেষরাতে শীতবালিকা আবার ফিরে আসাঃ
//ফিরে আসো শেষরাতে
চুপিসারে বল উত্তরের জানালা বন্ধ করে দিতে
ওয়ার্ডরোব থেকে কাঁথাটা বের করে জড়িয়ে নিতে
শীতবালিকা,//
যদিও জানি আসছে হাড় কাঁপানো হিমঃ
//তুমি নিয়ে আসবে হিমকাস্তে
আমার শরীর থেকে ওম উৎপাটন করে বুনে দেবে
বরফ আর বাতাসের উদ্দামতা//
তবুও কবি নভেম্বরের ভোরে, শীতবালিকাকে আঁকেঃ
//এই নভেম্বর ভোরের সরণীতে
শীতবালিকা, তোমার মিহি শুভ্র পদচ্ছাপ
এঁকে রাখি আমার দিনপঞ্জিতে
নবজাত সূর্যের তুলি দিয়ে।//
সে আঁকা জায়গা করে নেয় এক নগণ্য পাঠকের হৃদয়ে।
ভাল থাকুন। সবসময়।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
হাসান মাহবুব বলেছেন: চমৎকার বিশ্লেষণ করেছেন। অনেক শুভকামনা।
১৭| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
সুমন কর বলেছেন: কবিতা ভালো লেগেছে।
কিন্তু শীত এলে, আমার গলার ১২টা বেজে যায়..
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
হাসান মাহবুব বলেছেন: ঘড়ির কাঁটাটা একটু স্লো করে রাখবেন
১৮| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: ফিরে আসো শেষরাতে
চুপিসারে বল উত্তরের জানালা বন্ধ করে দিতে
ওয়ার্ডরোব থেকে কাঁথাটা বের করে জড়িয়ে নিতে
শীতবালিকা, জানি তোমার এই অধিগ্রহণের কোমলতা
কিছুদিন পরে অদৃশ্য হবে ঋতুচক্রের প্রবল পরাক্রমে -----------
ভাল লাগল শীতবালিকা বন্দনা!!
তবে বালিকা, এখনও ঢাকায় ঢুকতে পারেনি সে ভাবে। বিশাষ করে আমার ঘরে!!!
বাংলাদেশের শীতকালটা আমি খুব উপভোগ করি!!
ভাল থাকবেন সব সময়ের জন্য-----------
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা বীথি।
১৯| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
এস কাজী বলেছেন: আই নিড এ শীত বালিকা হামা ভাই
কবিতা সুন্দর হয়েছে। কিন্তু শীত বালিকার কথা ভেবে এখন ঠান্ডা লাগতেছে
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
হাসান মাহবুব বলেছেন: দুইজন মিলে আইসক্রিম খান
২০| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতা ভাল লাগলো হামা ভাই ।
কেমন আছেন ?
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো আছি।
২১| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০১
আমি মিন্টু বলেছেন: শালার এই দুনিয়াতে শীত গরম ঠান্ডা আন্ডা সব চলে যেয়ে আবার ফিরে আছে মাগার প্রেমিকা একবার চলে গেলে
আর ফিরে না
ভালো হয়েছে কাব্যের জগৎ এ আপনাকে স্বাগতম ভাই ।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
২২| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১
জেন রসি বলেছেন: শীত আসছে মানেই উষ্ণতার সন্ধান!
চমৎকার কবিতা।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস ব্রো।
২৩| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
মাহমুদ০০৭ বলেছেন: বাহ , ভাল লাগলো ।
শীতের শুভেচ্ছা রইল ।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১
হাসান মাহবুব বলেছেন: শুভশীত।
২৪| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১
কাবিল বলেছেন: শীতবালিকা কবিতা পড়ে আমার শীত শীত লাগছে। শীতের সূচনালগ্ন যেমন ভাল লাগে ঠিক তেমনিই ভাল লাগলো আপনার কবিতা।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।
২৫| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো কবিতা !!
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আবার আসবেন
২৬| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭
পার্থ তালুকদার বলেছেন: শীতের শুভেচ্ছা ..।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
হাসান মাহবুব বলেছেন: আপনার জন্যেও শুভেচ্ছা।
২৭| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
সাহসী সন্তান বলেছেন: কম্বল মুড়ি দিয়ে আপনার কবিতাটা পড়লাম মাহবুব ভাই! যতই হোক শীত বালিকা বলে কথা? তবে কবিতা শেষ করার পর কেন জানি হাড় কাঁপানো শীতে আরষ্ট লেগে যাচ্ছি!
চমৎকার কবিতায় ভাল লাগা জানবেন!
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইলো।
২৮| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
আলোরিকা বলেছেন: ' শীতবালিকা, জানি তোমার এই অধিগ্রহণের কোমলতা
কিছুদিন পরে অদৃশ্য হবে ঋতুচক্রের প্রবল পরাক্রমে
তুমি নিয়ে আসবে হিমকাস্তে
আমার শরীর থেকে ওম উৎপাটন করে বুনে দেবে
বরফ আর বাতাসের উদ্দামতা ' - চমৎকার ভাইয়া । কবিতার স্তবকগুলো আলাদা হলে মনে হয় আর বেশি ভাল হত ।
যাহোক , শীতবালিকার ইমোটা কিন্তু জটিল ভাইয়া
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রইলো আলোরিকা। হ্যাপি ব্লগিং।
২৯| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩
অপর্ণা মম্ময় বলেছেন: শীতবালিকা নামটা সুন্দর।
কবিতা ভালো লাগে নাই।
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।
৩০| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নবজাত সূর্য ???
দারুন ক্রিয়েটিভিটি !!
লাইক হাকিয়ে গেলাম ।
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
৩১| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
প্রামানিক বলেছেন: চলে যাও তুমি শীতবালিকা
ফিরে আসো শেষরাতে
চুপিসারে বল উত্তরের জানালা বন্ধ করে দিতে
ওয়ার্ডরোব থেকে কাঁথাটা বের করে জড়িয়ে নিতে
শীতবালিকা, জানি তোমার এই অধিগ্রহণের কোমলতা
কিছুদিন পরে অদৃশ্য হবে ঋতুচক্রের প্রবল পরাক্রমে
তুমি নিয়ে আসবে হিমকাস্তে
আমার শরীর থেকে ওম উৎপাটন করে বুনে দেবে
বরফ আর বাতাসের উদ্দামতা
এই নভেম্বর ভোরের সরণীতে
এক নিঃশ্বাসে পড়া হলো। দারুণ কথামালা। ধন্যবাদ ভাই হাসান মাহবুব।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
৩২| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সে আসে ধীরে, ফিসফিস করে জানান দিয়ে... অপেক্ষায় থাকি শীত প্রিয়তমার
কবিতায় +++, ধন্যবাদ হাসান মাহবুব ভাই চমৎকার কবিতা জন্য। ভালো থাকুন সবসময়।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩৩| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: শীতবালিকার বর্ণনা পড়লাম কাঁথা-মুরি দিয়ে! ভালোই লেগেছে ।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৩৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০১
ঢাকাবাসী বলেছেন: দারুণ কবিতা, খুব ভাল লাগল্ ।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।
৩৫| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল । ভাল থাকুন সারাখন সারা বেলা ।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
৩৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
শীতবালিকা, জানি তোমার এই অধিগ্রহণের কোমলতা
কিছুদিন পরে অদৃশ্য হবে ঋতুচক্রের প্রবল পরাক্রমে
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
৩৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭
গোর্কি বলেছেন:
গ্রীষ্মের দাবদাহে রুদ্ররূপ, বর্ষায় বিরহিনী, শরতে স্নিগ্ধময়ী শারদলক্ষ্মী আর হেমন্তে কুয়াশার অবগুণ্ঠনে ঢাকা হৈমন্তিকা বয়ে নিয়ে আসে এক শুভবার্তা-শীতের পূর্বাভাস। হৈমন্তিক কবিতাখানা পাঠে মুগ্ধতা ও শুভেচ্ছা রইল।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ মন্তব্য। ভোটাপ!
৩৮| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
আবু শাকিল বলেছেন: ভাই ছবিটা দারুন।
কবিতা ভাল লেগেছে
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
৩৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
টুকিঝা বলেছেন: বিষন্ন সুন্দর।
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮
হাসান মাহবুব বলেছেন: থেংকু টুকি।
৪০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ কবিতা
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৪১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩২
Noyon550 বলেছেন: বাহ্ বাহ্ বাহ্
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
হাসান মাহবুব বলেছেন: আহা আহা আহ!
৪২| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৯
সুলতানা রহমান বলেছেন: তুমি যদি হও শীতবালিকা ,
কোন পুরুষের তরে,
কি হবে তোমার নাম ,
যদি আসো রমনীর ঘরে?
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
হাসান মাহবুব বলেছেন: +
৪৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার!
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো কাটুক দিন।
৪৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৮
কিরমানী লিটন বলেছেন: সুন্দর+++
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪১
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৪৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
শায়মা বলেছেন: শীত এত পছন্দের!!!
শীতবালক নেই হামাবেবি?
১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
হাসান মাহবুব বলেছেন: হেমন্তের আগমনী মৃদু শীত পছন্দের।
শীতবালক খুঁজে বের করবে তো মেয়েরা
৪৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
শায়মা বলেছেন: কন্যাকে খুঁজতে বলতে হবে!
কন্যা মানে সমুদ্রকন্যা।
১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
হাসান মাহবুব বলেছেন: তাইলে আমিই উক্ত পুত্র
৪৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
শায়মা বলেছেন: ওলে!!!!!!!!!
আর বালিকা তাইলে উক্ত কন্যা!!!!!!!
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩
হাসান মাহবুব বলেছেন: নিঃসন্দেহে!
৪৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৭
গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার একটি কবিতা । খুব ভালো লেগেছে ।
১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভ সকাল।
৪৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
নেক্সাস বলেছেন: হামা ভাই কবিতায়ও আপনি অদম্য...
দারুণ কবিতা----
দারুন কল্প ব্যাঞ্জনা...
১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।
৫০| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: লাজনম্র বালিকার মত শীত আসে বিকেলে
নভেম্বরের এই সংশয়ী আবহাওয়ায়
একটু হাওয়া, একটু কুয়াশার স্পর্শ
শীত অর্ঘ্য কোল জুড়ে রাখো
আমায় দেবে বলে
তবু চলে যাও ভীরু কাঠবেড়ালীর মত।
সুন্দর +
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।
৫১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
রাবেয়া রব্বানি বলেছেন: আগমনী শীতের মতই সুখি শান্ত আমেজ কবিতায়
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর কমেন্ট। ধন্যবাদ।
৫২| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
অগ্নি সারথি বলেছেন: সুন্দর শীত কবিতা ভাই।
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৫৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: শীতের আগমনী কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।
৫৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
আরজু পনি বলেছেন:
কবিতা পড়েতো শীত শীত লাগতেছে সত্যিই !
আপনি সত্যি করে বলেন তো এগুলো কবিতা নাকি গানের লিরিক হিসেবে প্রকাশ পাবে ?
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
হাসান মাহবুব বলেছেন: যার যেমন মনে হয়! পাঠকের ওপর ছেড়ে দিলাম।
ধন্যবাদ।
৫৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫
সুপান্থ সুরাহী বলেছেন: মায়াবীমিহিন শীতবালিকা। স্নিগ্ধ শব্দসফ...
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।
৫৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
আলম দীপ্র বলেছেন: বাহ !
শুভশীত !
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২
হাসান মাহবুব বলেছেন: অনেক দিন পর দেখা হলো। শুভ শীত।
৫৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
এহসান সাবির বলেছেন: এই বছর শীত আসবে না.....
সেইরাম কবিতা.......!!!
১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
হাসান মাহবুব বলেছেন: আসবে, তবে অল্প সময়ের জন্যে। বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে কিছু একটা করা দরকার!
শুভ শীত।
৫৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮
সোমহেপি বলেছেন: শীত বরাবরই আমার পছন্দের । শীতকে স্বাগতম জানিয়ে লিখলেন নাকি ?
শীত আপনাকে ঝাকিয়ে দিয়ে যাক...............
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪
হাসান মাহবুব বলেছেন: এখনকার এই আবহাওয়াটা পছন্দের। শুভ শীত।
৫৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভয়ানক কবিতা হয়েছে ভাইয়া।
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
হাসান মাহবুব বলেছেন: ভয়ানক! বলেন কী!!
৬০| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৫
উল্টা দূরবীন বলেছেন: দারুন।
১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা।
৬১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
অজন্তা তাজরীন বলেছেন: boraborer moto sheet er shuvrotay mon chuye gelo kobir shucharo shobdo binnash ...onek bhalo loga...
১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
নীল কপোট্রন বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাল লাগার অনুভূতিটা ছড়িয়ে আছে পুরো কবিতা জুড়ে!
১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।
৬৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭
রিকি বলেছেন: ওয়াও ওয়াও ওয়াও ভাইয়া---দেরি করে এলাম, দেখলাম, ভালো লাগা জানিয়ে গেলাম
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২
হাসান মাহবুব বলেছেন: থিংকু রিকি। আপনাকে ইদানিং কম দেখা যাচ্ছে ব্লগে।
৬৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
রিকি বলেছেন: একটু ফাঁকিবাজ হয়ে গেছি ভাইয়া---অনিচ্ছাকৃতই!!! তবে রেগুলার আসব সামনে আশা করি
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
হাসান মাহবুব বলেছেন: অপেক্ষায় থাকলাম আপনার পোস্টের জন্যে।
৬৫| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
তানজির খান বলেছেন: দারুণ লিখেছেন ভাই। আহ লাইনগুলি মনে ধরে গেলো।
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬৬| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
হাসান মাহবুব বলেছেন:
৬৭| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৮
রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর!
কিন্তু পড়ার পর কাঁপুনি বাইড়া গেছে শরীরের। শীতবালিকার আসার কোন দরকার নাই। শরীরে ভূমিকম্প সৃষ্টি করায় খালি।
২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০
হাসান মাহবুব বলেছেন: করার কিছু নাই। সে আসবেই। তাকে আলিঙ্গন করুন।
৬৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২১
উর্বি বলেছেন: ভাল লেগেছে
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ উর্বি। স্বাগতম আমার ব্লগে।
৬৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর। শীতবালিকা নামটা পছন্দ হয়েছে , যদিকে শীতকে সচরাচর বৃদ্ধা হিসেবেই বলা হয়।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ তনিমা। শুভ শীত।
৭০| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
রোদেলা বলেছেন: আমার শরীর থেকে ওম উৎপাটন করে বুনে দেবে
বরফ আর বাতাসের উদ্দামতা
এই নভেম্বর ভোরের সরণীতে
শীতবালিকা, তোমার মিহি শুভ্র পদচ্ছাপ
এঁকে রাখি আমার দিনপঞ্জিতে
নবজাত সূর্যের তুলি দিয়ে-----------------------------
শুধুই মুগ্ধতা এক আকাশসম।।
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
৭১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫২
অতঃপর হৃদয় বলেছেন: আজ সত্যি অনেক শীত লাগছে,,, কবিতা পড়ে শীতের মাত্রা দ্বিগুণ হলো।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৭২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
আহমাদ জাদীদ বলেছেন: এই নভেম্বর ভোরের সরণীতে
শীতবালিকা, তোমার মিহি শুভ্র পদচ্ছাপ
এঁকে রাখি আমার দিনপঞ্জিতে
নবজাত সূর্যের তুলি দিয়ে।
+++++
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস।
৭৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
আহমাদ জাদীদ বলেছেন: সপ্তম বর্ষপূর্তির শুভেচ্ছা
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০
হাসান মাহবুব বলেছেন:
৭৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শীতবালিকার কবিতা পড়তে পড়তে তো আরো বেশি শীত লাগতে শুরু করলো... দিনাজপুরে যা শীত...! ভালো লেগেছে!
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০০
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৭৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন: নবজাত সূর্যের আলিঙ্গনে শীতবালিকার সাথে সঙ্গমের উপযুক্ত সময়
শুভাচ্ছে হা-মা ভাই
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৭৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
গ্রাম্যবালিকা বলেছেন: শীত আরো কবে আসবে?
কেমন আছেন ভাইয়া?
অনেক দিন পরপর ব্লগে ঢুকতাম আপনার লেখা গল্প পড়ার জন্য।
০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
হাসান মাহবুব বলেছেন: ভালো আছি। আপনাকে দেখে ভালো লাগলো।
৭৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
আমি মাধবীলতা বলেছেন: শীতের মিহি আমেজ যেন ছুঁয়ে দিয়ে গেল ! একরাশ ভালোলাগা !
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।
৭৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
গেম চেঞ্জার বলেছেন: নতুন পোস্টের জন্য ঘুরে গেলাম,, আপনার ব্লগবাড়ি থেকে।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগে না লেখালেখি। মেন্টালি ডিস্টার্বড হয়ে আছি।
৭৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
গেম চেঞ্জার বলেছেন: প্রাত্যহিক প্রয়োজনীয়তা মানুষকে সৃজনশীলতা থেকে দূরে ঠেলে। হয়তো এটাই। এছাড়া মানুষের মনের বয়স বাড়লেও একটু সমস্যা। আশা করি আবারো লেখার জগতে মনোনিবেশ করতে পারবেন। এছাড়া কট্টে'র সাইটে যেতে পারেন। মন ভাল হওয়ার জন্য অনেক কিছুই আছে ওখানে।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
হাসান মাহবুব বলেছেন: কট্টে'র সাইট? এটা কী? লিংক দেন।
৮০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০
গেম চেঞ্জার বলেছেন: http://www.kottke.org/
আমি সাধারণত এগুলো দেখি বেশি(ফোটোগ্রাফি)
http://www.kottke.org/tag/photography
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস।
৮১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
অন্ধবিন্দু বলেছেন:
“সংশয়ী আবহাওয়ায়” এখানে হাওয়া বললেই নিরেট শুনায়। “সংশয়ী” বিশেষণ আছে ! আর পরবর্তী কথাগুলোতে আমরা ঋতুচক্র, হিমকাস্ত, ভোরের সরণী, সূর্যের তুলি ইত্যাদি আবহাওয়ায় যুক্ত তো হচ্ছিই, তাই না ? কবিতা মন্দ লাগে নি। উদ্দামতা আছে।
তেত্রিশখানা লাইক পেয়েছে দেখছি; তবুও ইকটু কাব্যক্রিয়া করলেম, ভালো লাগা থেকেই কিন্তু। শুভেচ্ছা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে। আন্তরিক শুভেচ্ছা রইলো।
৮২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবিতা অনেক ভালো হইছে , শীতকালের কবিতা ++++++++++++++++্
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭
হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।
৮৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২
হাসান মাহবুব বলেছেন: মন্তব্য মোছার জন্যে মডারেটরদের ধন্যবাদ।
৮৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসান মাহবুব ভাই,
বাড়ির দরজায় শীত বালিকা একটারে বসিয়ে রাখছেন !
প্রতিদিনই তার বুকের লগে ধাক্কা খাই
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
হাসান মাহবুব বলেছেন: ধাক্কা খাইতে থাকেন, সহজে শীতবালিকারে নড়াইতেসি না এখান থিকা
৮৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০
রাজিয়া সুলতানা বলেছেন: অসাধারণ! অন্য রকম ভালো লাগা।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।
৮৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
গোল্ডেন গ্লাইডার বলেছেন: ভালোলাগছে ভাই
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৮৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: একটা শর্ট ফিল্মের কথা মনে পড়ে গেল https://www.youtube.com/watch?v=5tUNSw3YHJY
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
হাসান মাহবুব বলেছেন: This video is not available in your country. এইটা দেহায়
৮৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: আরে ধুউউউউউউউউর। এই নিষ্পাপ ভিডিও ব্যান করে কি লাভ
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
হাসান মাহবুব বলেছেন: সিস্টেম কৈরা দেইখা ফালাইলাম। অদ্ভুত সুন্দর। বিশেষ করে মিউজিকটা। থ্যাংকস প্রোফেসর।
৮৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা! মিস করলাম ক্যামনে?
শীতবালিকারে ভালো পাইছি। ভালো থাকবেন হামাভাই।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র।
৯০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২
বিজন রয় বলেছেন: আপনি কবিতাও লেখেন ব্লগসম্রাট!!
অসাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২
হাসান মাহবুব বলেছেন: লিখতাম এক কালে...
৯১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
যুগল শব্দ বলেছেন:
আমার শরীর থেকে ওম উৎপাটন করে বুনে দেবে
বরফ আর বাতাসের উদ্দামতা
শীত বালিকারা ওম দিয়ে যাক নিরন্তর। ++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ।
৯২| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মুগ্ধ!!
++++++++++++++++++++
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।
৯৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪
খায়রুল আহসান বলেছেন: শীতের সূচনালগ্নে লেখা কবিতা, পড়লাম শীত চলে যাবার পর। তবু শীতের অনুভূতিটা ভালোলাগার আবেশ রেখে গেল।
কবিতা খুব ভালো লাগলো। মনে হচ্ছে, আবার পড়ে আবার মন্তব্য করতে আসতে হবে, কারণ বলার আছে অনেক কিছুই, যদি তা শেষ পর্যন্ত মনে থাকে। আপাততঃ ৪১তম 'লাইক দিয়ে প্রস্থান......
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে। আন্তরিক শুভেচ্ছা রইলো।
৯৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৭
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ চারটি পংক্তি খুব সুন্দর হয়েছে।
যাদের মন্তব্য ভালো লেগেছেঃ
মানবী (৩ ও ৭), শতদ্রু (১৩), আহমেদ জী এস (১৪), কামরুন নাহার বীথি (১৭), জেন রসি (২১), আলোরিকা (২৭), অপর্ণা মম্ময় (২৮, স্পষ্টবাদিতার জন্য), গিয়াস উদ্দিন লিটন (২৯), গোর্কি (৩৬), টুকিঝা (৩৮), সুলতানা রহমান (৪১), আরজু পনি (৫৩), অজন্তা তাজরীন (৬০), রিকি (৬২, ৬৩), গ্রাম্যবালিকা (৭৫), এবং যুগল শব্দ (৯১)।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৩
হাসান মাহবুব বলেছেন: অভিনব মন্তব্য! আপনার মন্তব্যও আমার ভালো লাগলো। লাইক দিলাম।
কৃতজ্ঞতা এমন একটি মন্তব্যের জন্যে।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩১
গেম চেঞ্জার বলেছেন: জাস্ট অসাম!!