নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আনন্দভ্রম এখন মেলায়

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০


ছুটির দিনে আরাম করে ঘুমাচ্ছিলাম। একটা অচেনা নম্বর থেকে বার কয়েক ফোন আসলো। কিছুটা বিরক্তি নিয়ে ফোন ধরলাম, ওপাশ থেকে কুহক ভাই জানালেন আমার গল্পগ্রন্থ "আনন্দভ্রম" মেলায় এসেছে। শুনে বেশ আনন্দ পেলাম (আবার এটাও ভাবলাম, এ ভ্রম নয় তো!)। অনুপ্রাণন প্রকাশনকে অনেক ধন্যবাদ দেরী করে যোগাযোগ করার পরেও যথাসময়ে বইটি প্রকাশ করতে পারার জন্যে। বইটি পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ চত্বরের অনুপ্রাণনের স্টলে (৩৫) এবং স্টল নং ২৬৮ তে। আজ তো আরা মেলায় যাওয়া হচ্ছে না, কাল যচ্ছি দলবলসহ, মানে আমার স্ত্রী তিথি,এবং কন্যা ও পুত্র মিতিন এবং রুহিনকে নিয়ে। আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন মনে হয় হবে না। যদি হয় ও, সেটা করবেন আমার পুত্র-কন্যা দ্বয়।

কখনও কোথাও প্রকাশ না হওয়া এবং ব্লগে পূর্বে প্রকাশিত মোট ১৭টি গল্প থাকছে। সবাইকে আমন্ত্রণ জানাই আমার এই অনুর্ধ-১৮(যেহেতু ১৭টি গল্প) বইটিকে প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮+ করে তুলবেন।


নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক বন্ধু রিভিউ লিখেছেন। সেটা এখানে সংযুক্ত করলাম।


বুক রিভিউ জীবনে লিখেছি মাত্র দুটা। দুটাই পছন্দের এক মানুষের জন্য। এর বাইরে বুক রিভিউতে বিশেষ আগ্রহ ছিল না কখনই, মাঝে মাঝে পড়তে ভালোলাগে। রিভিউ পড়ে অন্যের পঠন অভিজ্ঞতার সাথে নিজেরটা মিলিয়ে নেয়া, এর বাইরে কিছু নয়…
বুক রিভিউর স্পেসিফিক কোন ফরম্যাট আছে নাকি তাও জানি না। এটাকে রিভিউও বলছি না। অভিজ্ঞতা শেয়ার করবার মত কিছু একটা হবে। থাকবে কিছু সরাসরি না বলা কথা।
গল্পকার হিসেবে হাসান মাহবুব বেশ জনপ্রিয় এই ব্লগে। ব্লগের বাইরে পরিচিতি কেমন তা ঠিক জানি না। আর প্রথমেই বলে নেই গল্পের জন্য হাসান মাহবুবের বেছে নেয়া কিংবা ট্রেডমার্ক ধারাটা আমার ঠিক পছন্দও না। জীবনের অন্ধকার দিক, প্রতিটা মানুষের ভেতরের অবদমিত ইচ্ছাগুলো উনাকে বেশি টানে। এই দিকগুলো ফুটিয়ে তুলতেও উনি বেশ পারদর্শী। এক ধরণের অলস সাবলীলতাও কাজ করে উনার এ ব্যাপারে। এ বইটার বাকী গল্পগুলো পড়ার ব্যাপারেও আমার তেমন আগ্রহ ছিল না। আগ্রহের প্রধান কারণ এই বইয়ের শিরোণাম এর গল্পটা, “আনন্দভ্রম”! প্রতিটা মানুষ জন্মের পর যখন বুঝতে শেখে, তখন থেকেই সত্যি সত্যি মানুষের আনন্দভ্রমের সূচনা হয়। পুরো জীবনটাই কেটে যায় আনন্দভ্রমে। এই গল্পে ঠিক কি আছে সেটা জানবার একটা আগ্রহ ছিল।
যাইহোক, এই বইটার তিনটা কপি এখন আমার হাতে। একটা নিজে সংগ্রহ করেছি। বাকী দুটো অন্যভাবে হাতে চলে আসে। মাসের শুরুতেই দুজন আমাকে জিজ্ঞেস করে আমার কি কি বই কেনার ইচ্ছা আছে বইমেলা থেকে। আমি প্রায় ৮-১০ টা বইয়ের একটা লিস্ট বলি। ওরা প্রায় সবগুলোই জন্মদিনের উপহার হিসেবে হাজির করেছে। যদিও প্রথম কপিটা নিজেই সংগ্রহ করে ফেলেছিলাম। একটা আমার বোন দিয়েছে আর আরেকটা আমার সবচেয়ে ভালো বান্ধবী যার সাথে ছোটবেলায় যে দ্বিমুখী ভালোলাগার টান ছিল কেউ বুঝিনি। প্রায় একযুগ পর গল্পে গল্পে দুজনেই স্বীকার করি কিছু একটা সত্যি ছিল। এ এক অন্য ধরণের অনুভূতি। বন্ধুত্বটা এখনো আছে, ভালোলাগাও আছে, সেগুলো তো আর ছুড়ে ফেলা যায় না। আর এতো বছর পরেও যে কেবল একটা মুখের কথায় বইমেলায় চলে গিয়ে বই খুঁজে নিয়ে আসছে, এটাও তো সেই সম্পর্ক কিংবা বোধের মায়ার কারণে। মানবিক সম্পর্কের আসল ব্যাপার স্যাপারগুলো এই সামান্য বিষয়গুলোতেই। মানবিক সম্পর্কগুলো দেনা পাওনা, স্বার্থের হিসেবের অনেক বাইরের হয়। আনন্দভ্রম সংগ্রহ করতে গিয়েও তেমন আনন্দভ্রমের মধ্যে দিয়েই গিয়েছি…
আনন্দভ্রম কিনতে গিয়ে আমার বান্ধবী তার অভিজ্ঞতার কথাও বলে আমাকে। আমার কাছে ইন্টারেস্টিং লাগছিলো শুনতে। বইটা সংগ্রহের সময় নাকি “আনন্দভ্রমের” লেখক তাকে জিজ্ঞেস করেছিল কেন সে বইটা কিনছে। তার উত্তর ছিল সম্ভবত, “এমনি”। এরপরেও নাকি কয়েকজন জিজ্ঞেস করেছিলো কেন কিনছে। তার উত্তর ছিল, “বই নিলে কি বলতে হবে কেন নেই?”। আমার নিজেরও কিছু অভিজ্ঞতা এমন, আমার বোনেরও তাই।
এ তুচ্ছ ঘটনাটা বলা অন্য কারণে। এ থেকে আমার ব্লগ থেকে উঠে আসা লেখকদের সম্পর্কে একটা ধারণার কথা বলতে চাই। আমার মনে হয় ব্লগাররা বই প্রকাশের পর কেউ নিজের বই সংগ্রহ করতে দেখলে প্রথমেই ধরে নেয় ব্লগেরই কেউ হবে। তার পরিচয় জানতে চায়। পরিচয় জানতে পেলে আপ্লুত হয়। ব্লগের রেশারেশি মুহূর্তে ভুলে গিয়ে শুরু হয় নতুন উষ্ণ সম্পর্কের। নোমান নমির প্রথম বই সংগ্রহের সময়ও আমার একইরকম অভিজ্ঞতা হয়েছিল। সে অভিজ্ঞতা যেমনই হোক, ব্লগের কল্যাণে এমন বেশ কয়েকজন লেখক উঠে আসছে যাদের সম্ভাবনা অনেক, প্রমানও করেছে নিজেদের। সেটা এই আনন্দভ্রমের লেখকই হোক, অথবা নোমান কিংবা গভঃ ল্যাবের সেই জিকো। স্কুল কলেজের দিনগুলোতে কে জানতো জিকো একদিন জিকসেস হয়ে যাবে? যদিও তখন থেকেই জিকোর সেন্স অফ হিউমার এবং অন্যান্য বোধ অসাধারণ ছিল, তবে সেগুলোর পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছে ব্লগ...
এবার আসি “আনন্দভ্রম” সংক্রান্ত কথায়। প্রথম ধরে আমার বইটাকে অল্প ঢিলেঢালা মনে হয়েছে। প্রচ্ছদ ভালো লেগেছে। কিন্তু বাধাই কেমন যেন মসৃণ নয়, ছাপার অক্ষরগুলো আরেকটু গভীর কালো হলে আর অল্প একটু পুরু হলে আমার মত দুর্বল চোখের মানুষেরা আমারে পড়তে পারতো। প্রথমেই পড়ি ভুমিকার কথাগুলো। সেখানে প্যারার মাঝে কোন গ্যাপ নেই। প্যারাগুলো একটু আলগা হলে ভাল হত। পুরো বইয়েই কিছু প্যারা জড়ালাগা অবস্থায় থাকাটা পাঠের সাবলীল আনন্দ কিছুটা হলেও নষ্ট করেছে। গল্পক্রমটাও তাড়াহুড়ায় দায়সারা ভাবে করা বলে মনে হয়েছে। প্রকাশনার ব্যাপারে পর্যবেক্ষণ এটুকুই।
এই বইয়ে মোট গল্প আছে ১৫টি। একে একে সবগুলো নিয়েই বলার ইচ্ছা আছে। যদিও গল্পকার গতমাসে সম্ভবত বলেছিলেন মোট গল্প দিয়েছিলেন ১৭টি। এর মধ্যে দুটা বাদ দিয়েছে না জানিয়েই, একটা নাকি ছিলো একুশ নিয়ে, গল্পকারের খুব প্রিয় একটা লেখা ছিল সেটা। বাদ দেয়ার তালিকায় সেটাও পরে গেছে। এ ব্যাপারে আমি বলবো, শিট হ্যাপেন্স। এটাও একটা অভিজ্ঞতা, পরবতীতে গল্প কিংবা লেখা দেবার সময় এগুলো সম্পর্কে বিশেষ ইন্সট্রাকশন আগে থেকেই দিয়ে রাখলে ভাল হবে সবার জন্যই।
প্রথম গল্পঃ শিহাব এর পকেট
পড়তে পড়তে শিহাবের প্রতি বিরক্ত হয়েছি। কেন যে খুলে দেখছে না। এই বিরক্তিটাই হয়তো গল্পের সাফল্য অথবা ব্যর্থতা, সেটা পাঠকই ঠিক করবে। তবে শেষটা আমি ভাবিনি, আনএক্সপেক্টেড কিছু ভাবছিলাম, কিন্তু পরিণতি তেমন হবে ভাবিনি।
দ্বিতীয় গল্পঃ আনন্দভ্রম
গল্পটা আমি বুঝিনি। কিন্তু ব্যক্তিগত কারণে পড়তে ভালো লেগেছে। পরে লেখককে জিজ্ঞেস করে কাহিনীর কিছুটা ধারণা পাই। আর এই গল্পের শিরোণামটা অন্যতম প্রধান একটা কারণ এই রিভিউ লিখবার। আনন্দভ্রম একটা সাধারণ শব্দ, একটা শব্দের মধ্যেই লুকোনো অনেক বড় একটা গল্প। এটা পড়ে তাৎক্ষণিক একটা কবিতাও লিখে ফেই এই একটামাত্র শব্দকে পুজি করে। এটাই এই গল্পগ্রন্থ থেকে মূল প্রাপ্তি আমার জন্য।


তৃতীয় গল্পঃ আপনাদের কাছে কি চাবুক আছে?
বেশ ভালো লেগেছে। অন্ধকারের বাইরেও কোথাও না কোথাও এটা আলোর গল্প, মায়ার গল্পও।
চতুর্থ গল্পঃ আশ্চর্য হাস্যদৃশ্য
স্যাটায়ার এটাকেই বলে নাকি জানি না। তবে প্লট হিসেবে চমৎকার। ভাবনাগুলো দারুন ছিল। গল্প হিসেবে মোটামুটি লেগেছে।
পঞ্চম গল্পঃ এক পাতা সিভিট
এটাও আসলে মানুষের চরিত্রের একটা বিশেষ দিকের কথা বলে। একটা বিশেষ অনুভূতির কথা বলে। আমরা তাকে মায়া নাম দেই, তার উৎপত্তি ঠিক কোন কারণে হয় আমরা কেউ জানি না। গল্পটার শেষটা আমার বিশেষ ভালোলেগেছে...
ষষ্ঠ গল্পঃ গল্প যদি শুনতে চাও আমার কাছে এসো
ব্লগাররা ভালো উপলব্ধি করবেন। তবে সাধারণের জন্য আমার কাছে ছুঁয়ে যাওয়ার মত কিছু মনে হয়নি।
সপ্তম গল্পঃ মীরার গভির গোপন
ভালো গল্প। বিশেষ কিছু যদিও বলার নেই।
অষ্টম গল্পঃ নিখিল বাংলাদেশ সাইকো সমিতি
বেশ ভালো। গণমাধ্যম এবং সংবাদ সচেতন পাঠক মাত্রই আরো বেশ কিছু ব্যাপার উপভোগ করবেন। এই যেমন, সুন্নী মাহার ব্যাপারটা। এর বাইরে চরিত্রগুলোর কাজকারবার আমাদের সাধারোন মানুষের চিন্তার সাথেও মিলে যেতে পারে। এক অর্থে আমরা সকলেই তো হালকা অথবা অস্ফুট সাইকো। কেউ একটা মশাকে এক থাপ্পরে মারবে, কেউ ধরতে পারলে একটা একটা পাখনা আর হাত পা ছিড়ে অথবা কয়েলের আগুনে পুড়িয়ে মারবে। এই দুনিয়ায় কে অল্প হলেও সাইকো নয়? গল্পটা আমাদের কথাই বলে, অন্যভাবে...
নবম গল্পঃ অচিন পাখির ডাক
এই গল্পটা আমার বিশেষ পছন্দ হয়নি। গল্পের চেয়ে প্রেক্ষাপট বেশি মনে হয়েছে। অন্য পাঠকের অন্যরকম মনে হতেও পারে।
দশম গল্পঃ অনেক বিল উঠে গেছে
দারুন একটা গল্প।
গল্প এগার-পনেরোঃ
শুণ্যমাত্রিক আর সারপ্রাইজ আমার কাছে বেশ ভালো লেগেছে। রিভিউ বড় হয়ে যাচ্ছে দেখে বাকীগুলো নাই বলি।
সবশেষে একটা কথাই বলবো বইয়ের তেমন কোন গল্প নেই যেটাকে মাস্টারপিস বলবো অথবা অভিভুত হয়ে যাচ্ছিলাম পড়তে গিয়ে। তবে বেশকিছু গল্প আছে, যা মনে থাকবে। অন্তত আনন্দভ্রম্ নামটা মনে থাকবে। আর সেই গল্পটা এখনো পুরোপুরি না বুঝে উঠতে পারলেও চরিত্র আর বিশেষ কিছু দৃশ্যপট মনে থাকবে। যেমন থাকবে আরো কিছু গল্পেরও। হয়তো বহুদিন পর আবার পড়তে বসলে আবার মনে পরবে, ভাববো, “আরে, এই গল্পটা তো আমি জানি।“ ভেতরে থেকে যাবে।
আর এখানেই গল্পগ্রন্থ হিসেবে আনন্দভ্রমের সার্থকতা কিংবা ব্যর্থতা। ছোটগল্প তো এমন বোধই দেয়। আশা করবো একদিন গল্পকার হাসান মাহবুব উপন্যাসেও হাত দেবেন গভীর মমতা নিয়ে। উনার হাত দিয়ে অথবা কিবোর্ডে আঙ্গুল চালনায় লেখা হবে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কোন সাহিত্যকর্মের। এমন কোন উপন্যাসের, যা জীবনের চরম অন্ধকার, সবচেয়ে উজ্জ্বলতম দিক এবং মানব জীবনের সুক্ষ সুক্ষ তুচ্ছ তুচ্ছ কিন্তু অনন্য কিছু ব্যাপার গল্পের ছলে তুলে এনে পাঠকের মাথায় গেঁথে দেবেন। সেইদিন হয়তো আমি কাউকে না কাউকে গল্পচ্ছলে আবার বলবো, “আমি উনার বইয়ের প্রথম পুর্ণাঙ্গ রিভিউ কিংবা সমালোচনা লিখেছিলাম।“ অথবা বছর পাচেক পর কোন আড্ডায় আমার এই স্মৃতিচারণ হবে ব্লগে উনার সাথে ভয়াবহ নানা ক্যাচালের স্মৃতিচারণের বাইরে। তখন হাসতে হাসতে ভুলে যাবো ব্লগ শত্রু হাসান মাহবুবকে, বাস্তবের সাদাসিধা হাসান মাহবুবকে চিনবো বলে...
আনন্দভ্রম পাঠ আনন্দময় হোক!

মন্তব্য ১৮৪ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (১৮৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

গেম চেঞ্জার বলেছেন: মেলায় কাল যাওয়া হতে পারে। :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

হাসান মাহবুব বলেছেন: ভিডি ওয়েল!

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

প্রামানিক বলেছেন: মেলায়া গেলে চেষ্টা করবো বইটা হাতে নেয়ার। একদিন মেলায় গিয়েছিলাম কুহককে খুঁজে পাইনি। সামনের দিনে গেলে হয়তো দেখা হবে। বইয়ের সফলতা কামনা করি। ধন্যবাদ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ প্রামাণিক ভাই।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আনন্দভ্রম-এর সাফল্য কামনা করছি।

ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ হেনা ভাই।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

কল্লোল পথিক বলেছেন: অভিনন্দন জানাই।
শুভ কামনা জানবেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুনে বেশ আনন্দ পেলাম (আবার এটাও ভাবলাম, এ ভ্রম নয় তো!)। :):):)

সবাইকে আমন্ত্রণ জানাই আমার এই অনুর্ধ-১৮(যেহেতু ১৭টি গল্প) বইটিকে প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮+ করে তুলবেন।
=p~ =p~ =p~

আপনি শীঘ্রি ১৮+ হোন.. থুরি আপনার বই ;)

+++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

হাসান মাহবুব বলেছেন: আমার ১৮+ হৈতে দেরী আছে। তয় বইয়ে কিন্তু ১৮+ গল্প আছে B-))

থিংকু।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

বনমহুয়া বলেছেন: শুভকামনা। তবে কাল নয় আমরা পরশু যাচ্ছি। আপনার বইটির মঙ্গল কামনা করি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ বনমহুয়া।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

সুমন কর বলেছেন: অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইলো...... !:#P

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সুমন।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

নাজমুস সাকিব রহমান বলেছেন: অনেক শুভ কামনা রইল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: থাকি সুদূর চট্টগ্রামে। আর যেই চাকুরী করি তাতে একদিন ছুটি সোনার হরিণের চেয়েও দুর্লভ। তাই মেলায় যাওয়া এই চাকুরী জীবনে মনেহয় আর হবেনা। আপনার এবং আপনার বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

হাসান মাহবুব বলেছেন: রকমারিতে এলে আপনাকে জানাবো। শুভেচ্ছা।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক অভিনন্দন হামা ভাই। :)
আর আনন্দভ্রমের জন্য শুভকামনা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখক ও বইএর সাফল্য কামনা করছি ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
কংগ্র‌্যাটস হাসান ভাইয়া! :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

হাসান মাহবুব বলেছেন: থিংকু মুন।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

পুলক ঢালী বলেছেন: বইটি নেবো মেলায় যেতে পারলে । বইটির সাফল্য কামনা করছি ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পুলক ঢালী।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

প্লাবন২০০৩ বলেছেন: আমাকে অনুগ্রহ পূর্বক একটা আনুষ্ঠানিক দাওয়াত দেবেন? অনানুষ্ঠানিক ভাবে ও ভ্রম বিহীন হইয়া আপনার "আনন্দভ্রম" অবলোকনের সুযোগ পাইবার?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

হাসান মাহবুব বলেছেন: নিশ্চয়ই,

সুধী,

আপনার অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আমার রচিত "আনন্দভ্রম" বইটি এখন একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে। প্রকাশক, "অনুপ্রাণন"। স্টল নং ৩৫ এবং ২৬৮। বইটি কিনে লেখকের মনের অন্ধকার জগতে আরো এক পোঁচ গাঢ় তমসা যুক্ত করে বাধিত করবেন।

বিনীত
হাসান মাহবুব।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

পুলক ঢালী বলেছেন: হামা ভাই দয়া করে তাড়াতাড়ী ডিলিট করুন । একটা মন্তব্যই আসছিলোনা, টাচ প্যাডে কয়েকটা টোকা দেওয়ায় এই বিপত্তি । :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

হাসান মাহবুব বলেছেন: আপনি বলার আগেই করেছি :#)

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

সায়েম মুন বলেছেন: দ্বিতীয় বইয়ের শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। আশা রাখি বইটা ১৮+ হবে। 8-|

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

হাসান মাহবুব বলেছেন: আপনারে ১৯ কপি গছায়া দিমু নে। বিনিময়ে পাচ্ছেন আকর্ষণীয় একটি ললিপপ। #:-S

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

কলমের কালি শেষ বলেছেন: 'একটি কাটপিসযুক্ত গল্প' গল্পটা নেই তো আবার ! :|

বইয়ের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা । আপনার এমন সমৃদ্ধ লেখনী সাহিত্য প্রেমীদের অবশ্যই পাঠ করা উচিত । এমন বইগুলো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে ।

বই মেলায় গেলে বইটাকে দেখে নেয়ার ইচ্ছে রইলো ! B-)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

হাসান মাহবুব বলেছেন: হাহা! ঐ গল্পটা নাই, তবে কাছাকাছি অশ্লীল একটা গল্প আছে। "মীরার গভীর গোপন"। ঐডা পড়ার জন্যে হৈলেও বইডা কিনেন B-))

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

ভ্রমরের ডানা বলেছেন: হামা ভাই, অভিনন্দন! "আনন্দভ্রম" বয়ে আনুক আপনার লেখক জীবনের অন্যতম সফলতা! সেই কামনায়----

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভকামনা রইলো।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন: আনন্দভ্রম কেনার লিস্টে আছে।

অনেক অভিনন্দন রইল, হাসান ।

কাল বিশেষ ব্যস্ততা আছে নইলে আসতাম মেলায় ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

হাসান মাহবুব বলেছেন: এবার আর আপনার প্রথম ক্রেতা হওয়া হলো না!

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:



শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় হামা ভাই।
বইটা সংগ্রহে রাখবো অবশ্যই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাই!

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

ওহ আরেকটা কথা...যা আগেই চোখে পড়েছে...
ফ্ল্যাপে আপনার ছবিটা কিন্তু বেশ এসেছে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: এটা চার বছর আগের ছবি। অনেক খুঁজেও আর কোনো ভালো ছবি পাইনি। আমার ফটো ফেস খুবই খারাপ (Along with the real face )। কোন রকমে ঐটা ভালো হৈসে আর কী!

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

ইস্কান্দার মীর্যা বলেছেন: আরজু পনি বলেছেন:
ওহ আরেকটা কথা...যা আগেই চোখে পড়েছে...
ফ্ল্যাপে আপনার ছবিটা কিন্তু বেশ এসেছে । :(

গুড লাক :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন।

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

আবু শাকিল বলেছেন: আমি গল্পের ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছিলাম - যা ককশে ভাই জিজ্ঞেস করে ফেলেছেন-
'একটি কাটপিসযুক্ত গল্প' গল্পটা নেই তো আবার ! =p~

বইটা সংগ্রহ করার ইচ্ছে আছে।
ধন্যবাদ ভাই।
প্রচ্ছদে আপনার ছবিটা ভাল এসেছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

রোকসানা লেইস বলেছেন: অভিনন্দন পাঠক নন্দিত গল্পকার হাসান মাহবুব।

গতবার কেন বইটা বের করলেন না তা হলে আমি একটা নিজে কিনে নেয়ার সুযোগ পেতাম :(
অপেক্ষায় থাকলাম পড়ার

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রোকসানা। শুভেচ্ছা রইলো।

২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৫

প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন হাসান ভাই। আনন্দভ্রম-এর সাফল্য কামনা করছি।

শুভ বসন্ত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ এবং শুভ বসন্ত।

২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৯

হঠাৎ ধুমকেতু বলেছেন: অভিনন্দন। লেখক হিসাবে আপনাকে সন্মান করি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: এ তো আমার পরম পাওয়া। ধন্যবাদ।

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০১

বৃতি বলেছেন: "আনন্দভ্রম" এর জন্য অভিনন্দন আর শুভেচ্ছা থাকলো অনেক :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি।

২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৮

অগ্নি কল্লোল বলেছেন: বইয়ের জন্য শুভ কামনা রইলো।আর লেখার জন্য ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কল্লোল।

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৭

মাহমুদ০০৭ বলেছেন: অভিনন্দন প্রিয় হাসান ভাই ।
আনন্দ্ভ্রমের সফলতা কামনা করছি । :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ। শুভকামনা রইলো।

৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৫

মাসূদ রানা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল হাসান মাহবুব। ছেলে-মেয়েকে ভালোবাসা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৭

হাসান মাহবুব বলেছেন: আইচ্ছা।

৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
চক্ষু লজ্জার কারণে সৌজন্য সংখ্যা চাইলাম না তয় জনগণে কয় হমা ভাই দয়ার সাগর মানুষ =p~

বই এর জন্য শুভ কামনা রইল হামা ভাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পলাশ।

৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৫

লালপরী বলেছেন: শুভকামনা হাসান মাহবুব ভাই :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ লালপরী।

৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

অলওয়েজ ড্রিম বলেছেন: আনন্দভ্রম পড়ে সবাই বাস্তবেই আনন্দিত হোক।

শুভেচ্ছা প্রিয় হামা ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ হে স্বপ্নচারী।

৩৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

অভ্রনীল হৃদয় বলেছেন: মেলায় যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছি না। চট্টগ্রামের বাসিন্দা হওয়ার কারণে। আর তার সাথে যোগ হয়েছে ব্যাস্ত সময়। :( যাইহোক শুভ কামনা রইলো হামা ভাই। :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: দেখি, রকমারিতে দেয়া যায় কি না।

৩৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

আরণ্যক রাখাল বলেছেন: মেলায় তো যেতে পারবো না। সংগ্রহ করার অলটারনেটিভ কোন উপায় নেই?
শুভ নববসন্ত

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

হাসান মাহবুব বলেছেন: আছে। হয়তো বা রকমারি, অথবা টাকা বিকাশ করে দিলে আমি পাঠিয়ে দেবো। নক কৈরেন ফেসবুকে যদি লাগে।

৩৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

সোহানী বলেছেন: আহ্ মিস্ করছি আমার প্রিয় মেলা। অনলাইনে পাওয়া গেলে কোথায় পাবো জানাবেন। এবছর বই মেলায় বা দেশে যেতে পারছি না।... বহুত দু:খে আছি........

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

হাসান মাহবুব বলেছেন: জানাবো। সমবেদনা রইলো।

৩৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

অন্তরন্তর বলেছেন:
hasan bhai ami gotkal giyechilam aponar boita songroho korte. boiti aseni tokhon porjonto. amar
ekta message rekhe esechi. aponar jonno onek shuv kamona. ( deshe esechi 1st of february).

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

হাসান মাহবুব বলেছেন: আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করি দেখা হবে।

৩৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

মশিকুর বলেছেন:

শুভকামনা রইলো :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ মশিকুর।

৩৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।


শুভ কামনা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

৪০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

বিজন রয় বলেছেন: অভিনন্দন লেখক আপনাকে।
+++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ।

৪১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

পথে-ঘাটে বলেছেন: 'আনন্দভ্রম' তোমার জন্য শুভেচ্ছা রইল অনেক দূর থেকে। যেখান থেকে প্রানের মেলাই আসা হবে না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

৪২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: বইতো পড়বই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, পড়তেই হবে। কুনো ছাড়াছাড়ি নাই!

৪৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: শুভ কামনা রইলো ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ কবি।

৪৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

জানা বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা হাসান। যেভাবেই হোক আনন্দভ্রম জোগাড় করে নেবো। ভাল থেকো, নিরাপদে থেকো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

হাসান মাহবুব বলেছেন: আপনি ইউরোপে সেই কবে গেছেন আর আসেন না কেন! :(

৪৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন:
আপনি আমার বইয়ের মোড়ক উন্মুচন অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাকে অনুপ্রাণিত করেছেন ।

আপনার বইয়ের সাফল্য কামনা করছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

হাসান মাহবুব বলেছেন: সেটা আমার জন্যেও এক আনন্দময় অভিজ্ঞতা ছিলো।

অনেক ধন্যবাদ।

৪৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ফেরদৌসা রুহী বলেছেন: শুভ কামনা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রুহী।

৪৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,



এই মূহুর্তে আপনি সম্ভবত সপরিবারে বইমেলায় আনন্দভ্রমনে ।
ঘরে ফিরে যখন এটা আপনি দেখবেন , তখন আপনার সাফল্য কামনা করে করা বসন্তের প্রথম সন্ধ্যার শুভেচ্ছার ফুলগুলো টুপটাপ ঝরে পড়বে আপনারই হাতে ...............................

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

হাসান মাহবুব বলেছেন: কী সুন্দর করেই না বলেন আপনি! অনেক ধন্যবাদ জীএস ভাই।

৪৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা

আর ভালবাসা দিবসের আগাম শুভ কামনা, আপন জনের ভালবাসায় ঘিরে থাক জীবনের প্রতিটি মুহূর্ত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো।

৪৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

ঢাকাবাসী বলেছেন: অভিনন্দন আর শুভেচ্ছা। কামনা করি সাফল্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ভাই।

৫০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

সায়ান তানভি বলেছেন: এটা যে কোন লেখকের জন্য সবচেয়ে প্রত্যাশিত আর স্মরণীয় মুহূর্ত ।আপনার লেখক স্বত্বা সুপ্রতিষ্ঠিত হবে ,সমালোচকদের সুদৃষ্টি লাভ করবে এবং পাঠকের কাছে হবে সমাদৃত হবে এই কামনাই করছি ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সায়ান। শুভরাত।

৫১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২

রাবেয়া রব্বানি বলেছেন: অভিনন্দন। মেলায় যাওয়া হবে না। পরে কালেক্ট করে নিব।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাবেয়া। শুভেচ্ছা রইলো।

৫২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,



বইয়ের নাম না হয় "আনন্দভ্রম" কিন্তু কোন আনন্দে আমার মন্তব্যের উত্তরে ভ্রমে "অনেক ধন্যবাদ গিয়াস ভাই।" কহিলেন ?
নাকি , ইহাও একটি টুইষ্ট ?? :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা জীএস করে দিচ্ছি। ছ্যরি!

৫৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬

অন্তরন্তর বলেছেন:
hasan bhai janina dekha hobe kina tobe amaro aponar sathe kotha
bole bhal laglo. kuhok bhaier okhane aponi ki giyechilen?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

হাসান মাহবুব বলেছেন: না। আজকে যাবো।

৫৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

আলোরিকা বলেছেন: অভিনন্দন ! প্রথমে ভাবলাম মেলায় আনন্দ ভ্রমণ বিষয়ক কোন লেখা , ওমা এ দেখি বইয়ের বিজ্ঞাপন ! ;)

তালিকায় সংযুক্ত করা হলো :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আলোরিকা। পড়ে জানাবেন।

৫৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

তৌফিক মাসুদ বলেছেন: শুভকামনা মাহবুব ভাই। মেলায় যেতে পারলে বই সংগ্রহ করে নেব।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৫৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

পলক শাহরিয়ার বলেছেন: অনেক শুভকামনা থাকল। বইকেনার লিস্টে অন্তর্ভূক্ত করা হলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পলক। ভালো থাকবেন।

৫৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: আপনি কি পেশাদার লেখক?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

হাসান মাহবুব বলেছেন: নাহ, আমি নেশাদার লেখক (অর্থাৎ লেখালেখি আমার নেশা)।

৫৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২

দীপংকর চন্দ বলেছেন: অভিনন্দন। অনেক।

অনিঃশেষ শুভকামনা প্রিয় কথাসাহিত্যিক।

কামনা করি, বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করুক গ্রন্থটি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

হাসান মাহবুব বলেছেন: বিপুল পাঠকপ্রিয়তা পাবে না। আমার একটি পাঠকশ্রেণী আছে, তারা কিনলেই খুশি। ধন্যবাদ।

৫৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

বিজন রয় বলেছেন: পেশা নয় নেশা। ভাল বলেছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

৬০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

জেন রসি বলেছেন: শুভকামনা রইলো হামা ভাই। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জেন রসি।

৬১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

দিল মোহাম্মদ মামুন বলেছেন: কনগ্রেজুলেশন, চালিয়ে যান.....।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্যে।

৬২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: অভিনন্দন সুপ্রিয় হামা ভাই! আনন্দভ্রম আমি যশোরে থেকে কিভাবে পেতে পারি?!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: কোথা থেকে উদয় হৈলা ভ্রাতা?

দুইটি উপায়,
১। রকমারি থেকে ক্রয় করা। (রকমারিতে এলে আমি জানাবো)।
২। আমার নাম্বারে ২০০ টাকা বিকাশ করে দিলে আমি কুরিয়ার করে পাঠায়া দেবো নে।

বিস্তারিত জানতে যোগাযোগ @ফেসবুক
*শর্ত প্রযোজ্য :-B

৬৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

আনু মোল্লাহ বলেছেন: আনন্দভ্রম এর সফলতা কামনা করি। প্রিয় মাহবুব ভাইকে অভিনন্দন জানাই। মেলা থেকে বইটি সংগ্রহ করার আশা রাখি :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

হাসান মাহবুব বলেছেন: আশা পূর্ণ হোক! শুভেচ্ছা।

৬৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

মুদ্‌দাকির বলেছেন: আনন্দভ্রমের জন্য শুভেচ্ছা আর শুভ কামনা। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ মুদ্‌দাকির। শুভেচ্ছা রইলো।

৬৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: বইমেলায় যেতে না পারলেও লোক পাঠিয়ে সংগ্রহ করব। তারপর কড়া রিভিউ হবে :#)

শুভেচ্ছা হাসান। অনেক সাফল্য আসুক এই গল্পগ্রন্থে, আপনার প্রাপ্য সেটা নিঃসন্দেহে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর। কড়া কৈরা রিভিউ দিয়েন।

৬৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনার ব্যতিক্রমী লেখার পাঠিকা আমি অনেক আগে থেকে । অজস্র শুভকামনা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা।

৬৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

হাসান মাহবুব বলেছেন: মডারেটরদের ধন্যবাদ দেবজ্যোতিকাজল এর কমেন্ট মোছার জন্যে। দাদাবাবু পুরাই একটা পেইন!

৬৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

দিয়া আলম বলেছেন: অভিনন্দন ভাইয়া

তবে আপনার গল্প গুলো অনেক কঠিন, খুব কষ্ট হয় বুঝতে, কত শব্দ অর্থ জানিনা :(

ধন্যবাদ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা দিয়া।

৬৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

মৃদুল শ্রাবন বলেছেন: যেদিন আপনার বইটি এল আমি স্টল থেকে বইটি হাতে নিয়ে দেখলাম। এবং জানলাম আপনি বিকেলে আসবেন। আমার প্লান ছিল আমি সন্ধ্যা পর্যন্ত মেলায় থাকবো, তাই তখন আর কালেকশন করলাম না, ভাবলাম আপনার অটোগ্রাফ সহই নিবো। কিন্তু পরে হঠাৎ অনিবার্য কারণ বসত আমাকে চলে আসতে হয় মেলা থেকে, তাই আপনার বইটি আমার আর নেয়া হয়নি। এখন খুব আফসোস লাগছে। দেখি যদি এই মাসের মধ্যে আর ঢাকা না যাই তবে কুরিয়ারে কালেকশন করার চেষ্টা করবো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: ফেসবুকে নক কৈরেন। বিকাশ নম্বর জানাবো, আর আপনার ফোন এবং ঠিকানা জানায়েন।

৭০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৯

ডি মুন বলেছেন: এবার বইমেলায় আমার কেনা শ্রেষ্ঠ বই "আনন্দভ্রম" ।
একটুও বাড়িয়ে বলছি না হাসান ভাই। আমার মনে হয়, এবারের বইমেলায় কেউ যদি মাত্র একটা বই কেনার ইচ্ছা করে , তবে তার কেনা উচিত "আনন্দভ্রম"। গতানুগতিক একঘেয়ে বাংলা গল্পের ক্ষেত্রে আপনি ব্যতিক্রম। আমি আর মাহমুদ ভাই প্রায়ই বলাবলি করি যে, বাংলা সাহিত্যে আপনার একটা স্থায়ী আসন থাকবে। আজ জানিয়ে দিলাম ভালোলাগার কথা। :)

প্রতিবছর বই উপহার দিন আমাদেরকে।
শুভকামনা রইলো প্রিয় হাসান ভাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

হাসান মাহবুব বলেছেন: এইডা কী কৈলা! হাহাহা! আমি তো এই কমেন্ট পৈড়া কাইল্কা রাইতে ঘুমাইতেই পারি নাই। ভাবতেছিলাম, বড় লেখক হৈসি, প্রচুর বই লিখসি, পুরষ্কার টুরষ্কার পায়া একাকার অবস্থা। ব্লগ ছাইড়া দিসি। পুরাতন ব্লগমেইটদের দেইখা নাক ঊচা কৈরা তাকাই হাহা!

কী হবে না হবে জানি না, তবে লেখা আশা করি থামবে না। বিশেষ করে যদি জানি কেউ, সে একজন হলেও আমার লেখার জন্যে অপেক্ষা করে থাকে।

অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৭১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

নীল ভোমরা বলেছেন: অনেকদিন ব্লগে ঢোকা হয়না। তাই আপনার আনন্দ সংবাদটা দেরীতে দেখলাম।

'আনন্দভ্রম' এর জন্য শুভকামনা রইল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

কল্লোল পথিক বলেছেন: অভিনন্দন।
শুভ কামনা জানবেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

অন্তরন্তর বলেছেন:
আপনার লিখার ব্যাপারে আমার বলার সাহস নেই। বইটার প্রতিটি গল্প ভাল লেগেছে। আশা করি
যারাই বইটি সংগ্রহ করবে তাদের ভাল লাগবে। জানিনা কেমন কাটতি হল আপনার বই তবে
বইটা ভাল পাঠকপ্রিয়তা পাবার মত। ভাল থাকুন সর্বদা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: আপনাদের মত কিছু পাঠক আছে বলেই লেখার এবং তা প্রকাশের সাহস পাই। ধন্যবাদ নিন, কৃতজ্ঞতা জানুন।

আর চকলেটগুলোর জন্যে অনেক ধন্যবাদ!

৭৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

উৎস আরণ্যক বলেছেন: আপনার পোস্টেই প্রথম কমেন্টটা করলাম =p~

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

হাসান মাহবুব বলেছেন: ও।

৭৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: আনন্দ ধারা বহিছে ভূবনে....


আনন্দভ্রম নাম শুনে এই গান মনে এলো হামা বেবি।:)


বই এর নাম অনেক সুন্দর হয়েছে। তবে আমি এবারে একবারও বই মেলায় যাইনি।:(

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

হাসান মাহবুব বলেছেন: কী কন! সেইদিনই না দেখা হলো আপনার সাথে সিসিমপুরের স্টলে। মিতিন-রুহিনের জন্যে একসেট বই কিনে দিলেন, ভুলে গেছেন সে কথা? ;) বয়স বাড়ছে আপ্নার শায়মান্টি, বেশি করে মাছ খাবেন B-)

৭৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

শায়মা বলেছেন: মাছ খাই না আমি। বাদামও না।:(


তবুও আমার অনেক স্মরণ শক্তি।:) সিসিমপুর স্টলে তো এই বছরে না গত বছর দেখা হয়েছিলো!!!!!!!!! তোমার জন্য কালকেই এক প্যাকেট কেশ্যুনাট পাঠায় দেবো।:)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

হাসান মাহবুব বলেছেন: মাছ খান না? আপ্নি তাহলে পুরাই মাংশাসী :-/

তাড়াতাড়ি পাঠায়েন।

৭৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

হাসান মাহবুব বলেছেন: একজন বন্ধু রিভিউ লিখেছেন। পোস্টে সংযুক্ত করা হলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

হাসান মাহবুব বলেছেন: বইমেলায় যাইগা। টাটা!

৭৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০

খোলা মনের কথা বলেছেন: আগামী দিনের জন্য শুভ কামনা রইল হাসান ভাই। আপনারাই তো আগামীদিনের নজরুল, হুমায়ুন, আনিসুল। আপনার লেখার হাত সদাসচাল থাক এটা প্রার্থনা করি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২০

হাসান মাহবুব বলেছেন: আমি নজরুল, হুমায়ূন বা আনিসুল হতে চাই না। আমি হাসান মাহবুব হতে চাই।

শুভেচ্ছা রইলো।

৭৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা রইল ---

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ লায়লা।

৮০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

পার্থ তালুকদার বলেছেন: শুভকামনা থাকলো হাসান ভাই। বইটি হাতে পাইনি । রকমারিতে পাওয়া যাবে কিনা জানাবেন প্লিজ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

হাসান মাহবুব বলেছেন: রকমারিতে পাওয়া যাবে না। :(

৮১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: আনন্দভ্রম আমার সংগ্রহে এসে গেছে , পড়ে মন্তব্য রেখে যাব । ভাল থাকুন সব সময় ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৮২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮

মাটিরময়না বলেছেন: সংগ্রহ করেছি হামা ভাই।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:২১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৮৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:২০

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: দিবো। তাগাদা দেয়ার জন্যে ধন্যবাদ।

৮৪| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২২

অপর্ণা মম্ময় বলেছেন: নতুন পোস্ট দিবেন্না ?

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৩:৪৬

হাসান মাহবুব বলেছেন: অনেক তো হলো। আর কত! গত চারমাসে ব্লগর ব্লগর সিরিজ ছাড়া কিছু লিখি নাই। কী আর হবে!

৮৫| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

বিজন রয় বলেছেন: হামা এখন অলস কচ্ছপ। তাগাদা না দিলে পোস্ট দেয় না।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৩:৪৭

হাসান মাহবুব বলেছেন: হু। শুভরাত্রি।

৮৬| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: তাগাদা দিয়ে গেলাম। বইয়ে প্রকাশিত গল্প যা ব্লগে দেন নাই সেটা দিতে পারেন।
তাগাদা কাটাবার জন্য দয়ালের কাছে আরজ জানামু ;)

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৩:৪৮

হাসান মাহবুব বলেছেন: হু, তাই দিতে হবে। এশিয়া কাপটা যাউক, ধীরে ধীরে একটা একটা কৈরা দিমু। আর এই ফাঁকে নতুন গল্প লিখুম বইয়ের জন্যে। ঐগুলা আবার ব্লগে দিমু ২০১৭ এর মার্চ থেকে। এমুন্টাই ভাইবা রাখসি।

৮৭| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৯

বুলবুল আহমেদ পান্না বলেছেন: অভিনন্দন, হামা!

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: ধৈন্যা পানু ভচ।

৮৮| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩

এরশাদ বাদশা বলেছেন: এটা তো জানাই ছিলো....শুধু সময়ক্ষেপন হলো। হামা ভাই অান্তরিক অভিনন্দন জানাই...যদিও ম্যালা দেরি হয়ে গেছে। রিভিউটাও খুব ভালো লাগলো।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৮৯| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২২

অপর্ণা মম্ময় বলেছেন: রিভিউ ভালো হইছে। লেখক কে খুশি করা টাইপ লুতুপুতু কিছু নাই তাই। রিভিউ লেখককে আমার ধন্যবাদ পৌঁছায় দিয়েন। আনন্দভ্রম গল্পটা পোস্ট দিয়েন। পড়ার আগ্রহ জাগছে। যদিও আপনার বই কেনা হয় নাই কারণ বাবুইএর আর আমার ভাতিজার জন্য অনেক বই কিনে আমার হাতের অবস্থা সে সময় শূন্যে ছিল।

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: বইয়ের সব গল্পই ধীরে ধীরে দিবো। আপাতত আরো দুই-তিনটা রিভিউ লেখি।

৯০| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৮

রুদ্র জাহেদ বলেছেন: রিভিউটা পরে সংযুক্ত করা হইছে।তাই শুরুতে পড়া হয়নাই।চমৎকার রিভিউ।রিভিউ লেখককে আন্তরিক শুভেচ্ছা প্রিয় লেখকের প্রিয় বই সম্পর্কে চমৎকার রিভিউ উপহার দেওয়ার জন্যে।একদম নিরেপেক্ষ রিভিউ কোনো লুতুপুতু ভাব নেই।রিভিউতে একটা প্রচ্ছন্ন আকর্ষণ আছে যা পাঠককে গল্পগ্রন্হটি পড়তে বাধ্য করবে...

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ।শুভরাত।

৯১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


মেলায় অনুপস্থিতদের জন্য আনন্দভ্রম পাবার উপায় কী?

২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

হাসান মাহবুব বলেছেন: ২০০ টাকা বিকাশ করুন বিকাশ একাউন্টে ( বিকাশ একাউন্ট নম্বর- ০১৯১৯-৫২০৪৭৩, ০১৬১৯-৮০৯২৩৫) এবং বিকাশে পাঠানো টাকার পরিমান, TrxID, বইয়ের নাম, সংখ্যা এবং টেলিফোন নম্বরসহ প্রাপকের পূর্ণ ঠিকানা এসএমএস করে পাঠিয়ে দেন এই নম্বরে- ০১৭৬৬৬৮৪৪৩৬। কোন ক্যুরিয়ার খরচ ছাড়াই বইটি/বইগুলো আপনার কাছে পৌঁছে যাবে সুন্দরবন ক্যুরিয়ারের মাধ্যমে।

৯২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হলোটা কি ভায়া তোমা
ব্লগে মোর আসোনা;
জানি বুঝি সবি ঠিকি
লিখা মোর খাসও না। /:)

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯

হাসান মাহবুব বলেছেন: ভালা ঠেহে না কিচু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.