নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

বনসাই গল্পসমূহ

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২



(১)
আজ শূদ্ধর ত্রয়োদশ জন্মদিন। প্রচুর মোমবাতি, কেক, বেলুন, এবং উপহারে একটা জমজমাট পরিবেশ। সবাই খুব আনন্দিত এবং সুখী...

চৌদ্দ বছর আগের এক রাতে, শূদ্ধর বাবা এবং মা শয়নে, সঙ্গোপন বিলাসে মত্ত। কিন্তু আনন্দময় সূচনার পরিণতি সবসময় শুভ হয় না।

কনডমটা লিক হয়ে গেছে।

(২)
আমি আমার একজন অতি ঘনিষ্ঠ বান্ধবীর প্রতি যৌন আকর্ষণ বোধ করতাম। সম্প্রতি তার জটিল একটি রোগ হয়েছে শুনলাম। সে হাসপাতালে ভর্তি আছে। শুনলাম যে'ই তার কাছে যাচ্ছে তাকেই নাকি জড়িয়ে ধরে কাঁদছে। এমন সুযোগ কি আর পাওয়া যাবে? নতুন জুতো, যৌন উত্তেজক বডি স্প্রে আর মাড় দেয়া শার্ট পরে তাকে দেখতে গেলাম।

(৩)
তার বয়সের কোন গাছপাথর নেই। আশি, নব্বই, এমন কী একশও হতে পারে। দীর্ঘদিন আমাদের অফিসে ঝাড়ুদারের কাজ করেছেন। একদিন তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হলো। আমি কখনও তাকে নিয়ে আমার ভাবনার নূণ্যতম অংশও ব্যয় করি নি। কিন্তু যখন সে তার বিদায় সম্বর্ধণা অনুষ্ঠানে সুন্দরী সিইও'র কাছ থেকে হ্যান্ডশেক করে কড়কড়ে পাঁচ হাজার টাকা এবং একটা লুঙ্গি ও পাঞ্জাবি-পায়জামা পেলো, তখন তাকে নিয়ে না ভাবে আমি পারি নি।
Wet dreams...my fucking wet dreams! গোসল করা সম্ভব না এখন। তার কাছ থেকে একটা পায়জামা ছিনতাই করা সম্ভব কি?

(৪)

"দয়া করে টয়লেটের মেঝে শুকনো রাখুন, এবং টিস্যু ঝুড়িতে ফেলুন। ঠিকভাবে ফ্লাশ করুন"।
ফ্লাশ করার নির্দেশিকা দেখে আমি ভাবলাম একটা ফ্ল্যাশ ফিকশন লিখে ফেলা যায় কি না! অজস্র প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত আমি জানি, দুটোর গন্তব্যই এক। প্রকাশকের বদলে আমি বরং একজন ভালো প্লাম্বার মিস্তিরির খোঁজ করতে পারি।

(৫)

সেদিন দেখা হলো এক সুখী যুগলের সাথে। আমার ভার্সিটির জুনিয়র তারা। কথায় কথায় ছেলেটি জানালো আমাকে নাকি সে প্রায়ই দেখে কাওরানবাজার সিগন্যাল থেকে দৌড়ে, লাফিয়ে, ঝাঁপিয়ে বাসে উঠতে। আমি অবশ্য এই কাজটা করি শুক্রাবাদ থেকে। তবে তারা ভুল কিছু বলে নি। আমার মত অসংখ্য প্রতিমানব সাজানো আছে এই শহরের ট্রাফিকে। আর তাছাড়া কাওরানবাজার থেকে শুক্রাবাদের দূরত্বও এমন বেশি কিছু না। হ্যাঁ, সেটা আমিই। আমি না হয়ে কোনো উপায় নেই।

(৬)
-টয়লেট পেপার দিন।
-গোলাপী নাকি সাদা?
আমি হতচকিত হয়ে গেলাম। শেষ পর্যন্ত শৌচকার্য সম্পাদনের ক্ষেত্রেও শ্রেণীবৈষম্য? অথচ দেখুন, আমার পাশের লোকটা কত রঙ বেরঙের চকলেট কিনে হাজার টাকার বিল দিচ্ছে! তার কাছ থেকে আমার সাহায্য নেয়া দরকার। সে বিল মিটিয়ে দৃঢ়পায়ে বেরুচ্ছে। আমি তাকে অনুসরণ করতে গিয়ে দেখলাম সে একজন হাওয়াই মিঠাইঅলা হয়ে গেছে। গোলাপী আর সাদা রঙের হাওয়াই মিঠাই। বিকোচ্ছে ভালোই।

(৭)
দরজাটা খুব ধীরে ধীরে খুলছে। আলো আসছে বাহির থেকে। আমার ঘুমের সমস্যা হচ্ছে। আধা ঘুম আধা জাগরণে বিরক্তি ভরে আমি সুধোলাম, "কে, কে ওখানে?"।
কোন উত্তর এলো না। আরো বেশি হাওয়া আর আলো আসতে লাগলো। অদৃশ্য কেউ ছিনতাই করে নিলো আমার দরোজাটি। আমি কি খুব বেশি রূঢ় আচরণ করে ফেলেছি?
আর আলো আসছে না। হাওয়া আসছে না। ঘুমও আসছে না। কেই যদি জাগিয়ে দেয়ার জন্যে না'ই থাকে, তাহলে ঘুমিয়ে লাভটা কী?

(৮)
বসন্ত উৎসবের দিনে আমার প্রেমিকা আবদার ধরলো ফুল কিনে নিয়ে আসতে হবে। অফিস থেকে বের হতে আমার দেরী হয়ে গেলো। ততক্ষণে সব ফুল চুরি করে নিয়ে গেছে লুটেরা এবং প্রেমিকগণ। তাই আমি কনডম কিনলাম এক প্যাকেট।
রোজ ফ্লেভারড।

(৯)
কথা হচ্ছিলো এক লোডশেডিংয়ের রাতে আমাদের পরিবারের সদস্যদের সাথে। কে কবে কী দেখে ভয় পেয়েছে এসব নিয়ে। ভূত, প্রেত, জ্বীন, সাপ প্রভৃতি ছিলো আলোচনার অনুষঙ্গ। হঠাৎ কলিংবেলের আওয়াজ। কারেন্ট তো নেই। তাহলে কলিংবেলটা বাজালো কে? নিশ্চয়ই কোনো প্রতিভাধর ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার?
সবাই সবার গ্রাজুয়েশন সার্টিফিকেট ছিড়ে ফেলতে লাগলো মন্দ্রলয়ে। ইঞ্জিনিয়ার না হয়ে মসজিদের ইমাম হলে বরং গল্পটা শেষ করা যেতো ভালোভাবে। এখন নতুন করে শুরু করবে কে আবার? কলিংবেলটা বেজেই চলেছে...

(১০)
ফোন এলো। মেসেজ এলো। সবই মিস করে ফেললো বেচারা লোকটি। কলব্যাক না করলেই না। অপারেটর থেকে প্রায়ই এমন মেসেজ আর ফোন আসে। অদ্ভুত সব নাম্বার থেকে। সে সব সেভ করে রাখে।

২৩৫৮-সুস্মিতা
৩৬৭৭-সুমি
৮৯০৭-আব্বা
৩৪৯৮-আম্মা

এবং আরো অনেকেই।



মন্তব্য ১৭৬ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১৭৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯

শায়মা বলেছেন: ছোট ছোট গল্প তাই মজা লেগেছে।:)

২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩

হাসান মাহবুব বলেছেন: ট্রাই করলাম আর কী! ধইন্যা শায়মান্টি।

২| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫

শায়মা বলেছেন: (৯)
কথা হচ্ছিলো এক লোডশেডিংয়ের রাতে আমাদের পরিবারের সদস্যদের সাথে। কে কবে কী দেখে ভয় পেয়েছে এসব নিয়ে। ভূত, প্রেত, জ্বীন, সাপ প্রভৃতি ছিলো আলোচনার অনুষঙ্গ। হঠাৎ কলিংবেলের আওয়াজ। কারেন্ট তো নেই। তাহলে কলিংবেলটা বাজালো কে? নিশ্চয়ই কোনো প্রতিভাধর ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার?
সবাই সবার গ্রাজুয়েশন সার্টিফিকেট ছিড়ে ফেলতে লাগলো মন্দ্রলয়ে। ইঞ্জিনিয়ার না হয়ে মসজিদের ইমাম হলে বরং গল্পটা শেষ করা যেতো ভালোভাবে। এখন নতুন করে শুরু করবে কে আবার? কলিংবেলটা বেজেই চলেছে...


আমার মনে হয় তোমাদের কলিংবেলটা ব্যাটারীর ছিলো । ভুতের গল্প শুনতে শুনতে সেটা ভুলে গিয়েছিলে তোমরা তাইনা?

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

হাসান মাহবুব বলেছেন: হাহা! অভিনব ব্যাখ্যা। পছন্দ হয়েছে শায়মান্টি। এই বনসাই গল্পগুলোকে বৃক্ষে পরিণত করার ইচ্ছে আছে। তখন আরো স্পষ্ট হতে পারে।

৩| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৪

সুমন কর বলেছেন: বনসাই গল্পসমূহ ! নাম সুন্দর এবং গল্পসমূহ দারুণ হয়েছে।

যদিও ১ আর ৮ একই ধাঁচের হলো। শুভ শেষ বিকেল।

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সুমন। ভালো থাকবেন।

৪| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৫

তন্ময় ফেরদৌস বলেছেন: ছোট গল্পে ভাবনার খোরাক বেশী ।

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: ইদানিং ফ্ল্যাশ ফিকশন লেখার বাঁই চেপেছে। দেখা যাক কী হয়!

৫| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

উল্টা দূরবীন বলেছেন: সবগুলোই ভালো লেগেছে তবে প্রথম এবং শেষের আগেরটা একটু বাড়াবাড়ি রকমের ভালো। ছোট ছোট টুকরো গল্প পড়ে বেশ মজা, অস্বস্তি এবং ভয় পেলাম। ধন্যবাদ প্রিয় ব্লগার ভাই। ভালো থাকবেন।

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো।

৬| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

বনসাই। নামটা মানিয়েছে বেশ।

শব্দের কত রঙ। পাশাপাশি বসিয়ে দিলে কিনা কি বানিয়ে ফেলে।

+

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪১

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রাজপুত্র।

৭| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

কল্লোল পথিক বলেছেন:





বাহ!চমৎকার অনুগল্প।
নামটাও বেশ দিয়েছেন বনসাই।

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

ইমরান নিলয় বলেছেন: চিনির দানার মত হয়েছে। সুন্দর।

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪১

হাসান মাহবুব বলেছেন: তোমার উপমাটাও সুন্দর।

৯| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

ঈশান আহম্মেদ বলেছেন: ছোট ছোট গল্প কিন্তু ভাবনা অসীম।খুব খুব ভালো লাগলো। পোস্টে 10^10 +

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: এত্ত নাম্বার দিয়া ফেলছেন! করছেনটা কী! :-/

১০| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

অচিন্ত্য বলেছেন: হুম, বুঝতে পারছি, লেখার দুনিয়ার সঙ্গে তফাত আমার দীর্ঘতর হচ্ছে

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: তুমি শ্যাষ! /:)

১১| ২১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

আবু শাকিল বলেছেন: ছোট্ট লেখা - বিশাল চিন্তার খোরাক!!
লেখার সব গুলাতেই চরম বাস্তবতা।
পোষ্টের প্রথম লেখাটাও রম্য হিসেবে নেই নাই।
বাস্তবতাই।
অনেকেই সন্তান নিতে চান না- ভূল করে হয়ে যায়।
উপ্রে একজন বললেন -
ছোট গল্পে, ভাবনার খোরাক বেশি
শতভাগ সহমত।
আপনি রম্যতা দিয়ে বাস্তবতা ভাল ফুটিয়ে তুলতে পারেন।এ জন্যই বেশি ভাল্লাগে।

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

হাসান মাহবুব বলেছেন: বিস্তৃত মন্তব্য পেয়ে ভালো লাগলো শাকিল। শুভেচ্ছা।

১২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৮

পুলক ঢালী বলেছেন: গল্পগুলো সুন্দর হয়েছে প্রতিটাতেই চমক আছে।
অঃটঃ আপনার আনন্দভ্রম ভাল লেগেছে (যেগুলো বুঝেছি সেগুলো) যেগুলো বুঝিনি সেগুলো নিশ্চয়ই আরো ভালো হয়েছে। :P =p~ =p~

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

হাসান মাহবুব বলেছেন: হেহে! তা আর বলতে! ;)

১৩| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৯

রোদেলা বলেছেন: নম্বর দিয়ে নাম সেইভ করার বিষয়টি জটিল লেগেছে।

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

হাসান মাহবুব বলেছেন: এইডা নিয়ে আরো কাজ করার ইচ্ছা আছে।

১৪| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৬

তার আর পর নেই… বলেছেন: দুই তিনটা মাথার উপর দিয়ে গেছে। আট নাম্বার পড়ে একটু মজা করতে ইচ্ছে হচ্ছে, যদিও এসব মজা করার ব্যাপারে আমার ভয়ানক আপত্তি।
রোজ ফ্লেভার নিয়ে একজন ডাক্তারের একটা লেখা পড়ছিলাম, ফ্লেভার নিয়ে আর কি …

+++

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: আরে মজার অভাব এখন খুবই। করে ফেলেন করে ফেলেন।

১৫| ২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৮

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগল সবগুলোই। দারুন সব কথা।

শুভকামনা রইল।

২১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যেও শুভকামনা।

১৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৫

প্রামানিক বলেছেন: গল্প ছোট হলেও সবগুলোই ভাল লাগল। ধন্যবাদ

২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:২৬

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৯

অভ্রনীল হৃদয় বলেছেন: শিরোনামটা সুন্দর। ভালো লাগল সবগুলোই। তবে এগুলোকে আসলে ফ্ল্যাশ ফিকশন বলে না। মাইক্রো ফিকশন বলা হয়।

২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:২৬

হাসান মাহবুব বলেছেন: তাই সই! শুভসকাল।

১৮| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

টোকাই রাজা বলেছেন: সবগুলোই অসাধারন, তবে ৭নং টা অনেক ভালো লেগেছে।

২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:২৭

হাসান মাহবুব বলেছেন: জেনে প্রীত হলাম। শুভেচ্ছা।

১৯| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫০

ৎৎৎঘূৎৎ বলেছেন: তিন,পাচ,ছয় বুঝতেসিনা। আধাঘন্টা চিন্তা করার পর এখন কি মাথা ব্যাথা নিয়ে ঘুমাতে যাব? আমি যা ভাবছি তাই কিনা সিউর না। বাকী গুলো ভাল লেগেছে। হয়ত বুঝেছি খানিক বিধায়।

২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩২

হাসান মাহবুব বলেছেন: তিন- হিডেন সেক্সুয়াল ডিজায়ার,কর্পোরেট ফ্রাস্ট্রেশন, সুখী সময়ের প্রতি জেলাসি।
পাঁচ- আইডেনটিটি ক্রাইসিস। নিজের অস্তিত্ব সম্পর্কে নিজেই ওয়াকিবহাল না। অন্যে যা বলে তাই ঠিক মেনে নেয়া!
ছয়-বৈষম্য, রেসিজম, জেলাসি, নিজেকে বিকিয়ে দেয়া।

২০| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৬

মাটিরময়না বলেছেন: পুরাই বস।

+++++

২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৯

সোহানী বলেছেন: হুম কিছ মাথার উপর দিয়ে গেছে .... দেখি বনসাই যখন বনরুই হবে তখন যদি ভীতর দিয়ে যায়.........++++++++

২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৩

হাসান মাহবুব বলেছেন: হাহা! সোহানী।ধন্যবাদ।

২২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪৯

বন্যলোচন বলেছেন: @অভ্রনীল হৃদয়, মাইক্রো ফিকশন আসলে ফ্ল্যাশ ফিকশনের একটা শাখা। সুতরাং বলা যায়। হেমিংওয়ের ছয় শব্দের বিখ্যাত গল্পটা (for sale, baby shoes, never worn) কিন্তু ফ্ল্যাশ ফিকশনের মোড়কেই পরিচিত। ছোট গল্প যেমন ৫০০ শব্দ থেকে ৫০০০ শব্দে খুব সহজেই যাওয়া আসা করে, ফ্ল্যাশ ফিকশন তেমনি বৈচিত্র্যময়।

আর বাংলা ভাষায় যদি আসেন, তবে, ৫০ বা ১০০ শব্দের নিচে লেখা যেকোনো গল্পকে গদ্যকাব্য থেকে আলাদা করে ফ্ল্যাশ ফিকশনের কাতারভুক্ত ধরা হয় বোধহয় বুদ্ধদেবের সময় থেকে। তখন মাসিকগুলোর এক কোণে জায়গা করে নিত লেখাগুলি, যদিও অনুবাদ করে নাম দেওয়া হত 'চকিত কথন' বা 'অণুবীক্ষণ পর্যবেক্ষণ' বা তদসদৃশ কোন টাইটেল।

২৩| ২২ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৪৯

পথে-ঘাটে বলেছেন: কি বলব বুঝতে পারছি না।

২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৪

হাসান মাহবুব বলেছেন: কী জবাব দেবো তবে! :|

২৪| ২২ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৫৯

আকদেনিজ বলেছেন: শিরোনামে ১৮+ এড করে দিলে ভাল হত। (বিশেষ করে ১,২,৮ নং বনসাই) এর মানে এই না যে আমার মত পাবলিক এ থেকে বিরত থাকবে। বরং হুমরি খেয়ে পড়বে।

অামার মনে হয় অশ্লিলতা কে শিল্পের আবরণ দিয়ে বৈধ করা ঠিক না। আপনি অবশ্য আমার চেয়ে জ্ঞানী এবং ভাল বুঝেন।

২২ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৯

হাসান মাহবুব বলেছেন: ১৮+ ট্যাগ দিয়ে অযাচিত মানুষের ভীড় বাড়াতে চাই নি।

অশ্লীলতা। আপনি কি গল্পগুলো পড়ে প্রচণ্ডরকম যৌনত্থিত হয়েছেন? আমার উদ্দেশ্য কিন্তু যৌন সুড়সুড়ি দেয়া ছিলো না। মানব মনের গহীনের কিছু অনিবার্য বাস্তবতা তুলে ধরতে চেয়েছি। যৌনতা, নিরোধক, ইত্যাদি বাস্তব জীবনে বহুল চর্চিত। লিখতে গেলে সবসময় এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। দরকারও নেই।
শুভেচ্ছা।

২৫| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বনসাই গল্প চমৎকার লাগসে।

ভাল থাকুন হাসান ভাই। :)

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

২৬| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১১

সায়ান তানভি বলেছেন: সবচেয়ে ভাল লেগেছে, লেখার স্টাইল, ভাষা, আধুনিক প্রানবন্ত আর গতানুগতিক বাংলা নয়। গল্পগুলোও পুলক জাগানো।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সায়ান।

২৭| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২২

অভ্রনীল হৃদয় বলেছেন: @বন্যলোচন আপনি যেই উদাহরণ দিয়েছেন তা ক্ষুদ্রতম, স্ট্যান্ডার্ড নয়। অথচ ক্ষুদ্রতমকেই স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়েছেন আমাদের দেশের মানুষ। এটা থেকে বের হয়ে আসা দরকার। উদাহরণটি ব্যতিক্রম। আর ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না।


আর মাসিক পত্রিকা কিংবা বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন ওয়ার্ড লিমিট ধরে দেওয়া হয়। যেমন এখন খোঁজ নিলে দেখবেন বেশিরভাগ প্রকাশকই তাদের ম্যাগাজিনের জন্য ওয়ার্ড লিমিট প্রায় ২৪০০ শব্দ ধরে দেয়।


রাইটার'স ডাইজেষ্টের এক আর্টিকেলে বলা আছে "Exact definitions can vary by specific market, but generally, complete stories of fewer than 1,500, 1,000, 500 or even 300 words can be classified as flash fiction. Other terms play companionably in the same sandbox, including short-short stories, immediate fiction, sudden fiction and microfiction, though their definitions overlap and publishers’ uses of them often vary just as widely as the word limits do. In a nutshell: Many publishers and writers use short-shorts, immediate fiction and sudden fiction interchangeablyto reference works of 500–750 words, while microfiction often refers to stories of fewer than 400 words. Flash stories can fall under any genre; publishers in the sci-fi, fantasy, horror and even literary realms notably have embraced the inherent creativity of the format." (লিংকঃ Click This Link my-writing/flash-fiction-faqs )


ফিকশন ফ্যাক্টরে আছে এভাবেঃ With the advent of the Internet, editors are looking for shorter works, more easily read on a computer screen. The current term is "flash fiction", a tale between 300-1000 words long. Longer than micro-fiction (10-300 words) but shorter than traditional short stories (3000-5000 words preferred by most magazines), flash fiction is usually a story of a single act, sometimes the culmination of several unwritten events. (লিংকঃ Click This Link )

২৮| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪০

বিজন রয় বলেছেন: বনসাই ছোট হতে পারে কিন্তু অনেক বয়সী এবং গভীরের।
অনেকদিন পর আপনার নিজের লেখার ঝাকুনি।
++++

২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যে শুভকামনা।

২৯| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩০

অলওয়েজ ড্রিম বলেছেন: খাইছে বিন্দুর মাঝে সিন্ধু কেমনে বুঝমু। আমনের অন্যান্য গল্পই কত কষ্ট কইরা বোঝন লাগে। আমনের পিলিজ লাগে এইগুলারে এইবার বড় করেন।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: বেশি দুর্বোধ্য লাগলে সেটা আমার ব্যর্থতা। বিন্দুর মাঝে সিন্ধুকে স্থান দেয়া কঠিন কাজ। আমি পারি নি।

৩০| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩০

ইমরাজ কবির মুন বলেছেন:
condommoy post ;)
1 2 8 10 beshi vaLLagse

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মুন। ভালা থাইক্যো।

৩১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হামা ভাই, গল্প ভালো লেগেছে। মনে হলো আপনার ফ্যান্টাসীর ধাচ কিছুটা কমে গেছে। ধাক্কাগুলো আরো তীব্র লাগলে মনে হয় আরো তৃপ্তি পেতাম। তবে আমার ধারনটা অমুলকও হতে পারে। প্রথম দুইটা গল্প পড়ার পর, আমি ভেবছিলাম আরো তীক্ষ্ণ ধাক্কা অপেক্ষা করছে।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩

হাসান মাহবুব বলেছেন: ধাক্কাধাক্কি তো অনেক করলাম আর কতো! :(

৩২| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: অন্য রকমের গল্প পড়লাম

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩

হাসান মাহবুব বলেছেন: আমার ব্লগে স্বাগতম।

৩৩| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭

আরজু নাসরিন পনি বলেছেন:
বনসাই গল্পের আইডিয়াটা এই কারণে ভালো লেগেছে যে, পরবর্তীতে এই বনসাইগুলোই সঠিক আলো বাতাস, পানি পেয়ে একেকটা পরিপূর্ণ বিশাল বৃক্ষে পরিণত হবে ।

পড়ার শুরুতে ভাবছিলাম, বড় গল্প না লিখতে লিখতে হাসানের মনে হয়, লেখার ধৈর্য, মনোযোগ কিছুটা কমে গেছে। হয়তো নিজেকে বিশ্রাম দিতে আপাতত এই বনসাই।
কিন্তু একটা মন্তব্যে বনসাইকে গাছ বানানোর পরিকল্পনাটা জেনে ভালো লাগলো।
অনেক শুভেচ্ছা রইল।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, এগুলোর বেশ কয়েকটি নিয়ে কাজ করা উচিৎ। ওয়ার্ম আপ ম্যাচে খেললাম আর কী একটা! B-))

ভালো থাকবেন পনি আপা।

৩৪| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭

শরীফ আজাদ বলেছেন: চমতকার হইছে। মজা পাইছি অনেক।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: আনন্দিত হৈলাম শুইনা।

৩৫| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

আরণ্যক রাখাল বলেছেন: সবগুলোই ভালো লেগেছে বলবো না, তবে বেশিরভাগ ভালো লেগেছে।
নামটা টেনেছে বেশি। ফ্ল্যাশফিকশনের পারফেক্ট অর্থ বনসাই গল্প হতে পারে।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: থিংকু!

৩৬| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

এস কাজী বলেছেন: হামা ভাই ১,২,৩ তো প্রায় আমার টাইপের। হাহাহাহা। এরাম গল্প আমার আবার খুব পছন্দ।

আর বাকি গুলার কথা কি বলব!!! আপনের লেখায় মন্তব্য করা আমার মত মানুষের সাজে না। অনেক বড় হতে হয়।

ভাল লেগেছে, খুব ভাল লেগেছে।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: দ্বিতীয় স্তবকটার সাথে একমত না। চতুর কুয়াশাদল আমাকে উৎকর্ষতার ক্যামোফ্লেজে বন্দী করে রাখে। সেখান থেকেই এই বিভ্রান্তি।

থিংকু।

৩৭| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০১

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,



শিরোনামটি জম্পেশ । পিচকী পিচকী গল্পগুলোও হেচকি তুলে গেছে । না বলেও অনেক অনেক কথা বলে গেছে ।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ জী এস ভাই।

৩৮| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

আলোরিকা বলেছেন: ৬ নং গল্পের সাদা আর গোলাপি টয়লেট টিস্যু গুলো কি শেষ পর্যন্ত হাওয়াই - মিঠাই হয়ে গেল নাকি ! চমৎকার পরিবেশনা :)

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৯

হাসান মাহবুব বলেছেন: না, রঙবেরঙের চকলেট গুলো হাওয়াই মিঠাই হয়ে গেলো। যত দামী মনে হয় আমাদের এই নাগরিক ছদ্মবেশ আসলে তা নয়। পলকা খুব। হাওয়াই মিঠাইয়ের মতো।

৩৯| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

গুলশান কিবরীয়া বলেছেন: বনসাই গল্পের আইডিয়াটা দারুণ । গল্প গুলোও কল্পনার অনেক জায়গা তৈরি করেছে ।
বেশ ভালো লাগলো । :)

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।

৪০| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭

বন্যলোচন বলেছেন: @অভ্রনীল হৃদয়, যদি নাম আর প্রচারের দিক থেকেই দেখতে চান, তবে আপনার লিঙ্কেই আছে, ফ্ল্যাশ ফিকশন পরিবারের একটি "সদস্য" হচ্ছে মাইক্রো ফিকশন। এরপরে তো কথার দরকার দেখি না।

সংজ্ঞাগত দিক থেকে মাইক্রো ফিকশন বললে কোন আপত্তি নাই, অবশ্যই ঠিক, কিন্তু জেনারেল লিটারেরি সোসাইটি কি বলে? তারা এত ডিটেলস কি দেখে? এখনো ছয় শব্দে, এক লাইনে গল্প লিখলে তা ফ্ল্যাশ ফিকশন আখ্যা পায়। নেট ঘেঁটে দেখেন। যত মাইক্রো ফিকশন লেখা হয়েছে সবই একই ট্যাগে, ফ্ল্যাশ ফিকশনের আন্ডারে। এটা কি স্ট্যান্ডার্ড হৈল না? আমার উদাহরণ ক্ষুদ্রতম, হ, কিন্তু বলি তো নাই এটা একমাত্র? আমি আরও হাজার খানেক উদাহরণ দিতে পারি লিঙ্ক সহ। এটা ব্যতিক্রম না, এটা সাধারণ, এটাই "স্ট্যান্ডার্ড"।

হ, ওয়ার্ড লিমিট তো দেয়ই, তাঁদের তো জায়গা ভরা লাগব ঠিকমতো! এর সাথে ফ্ল্যাশ ফিকশনের অসারতার সম্পর্ক বুঝলাম না।

তারপরে বাংলা ভাষায় ষাটের দশক থেকে যে ফ্ল্যাশ ফিকশনের উত্থান, সেখানে আলোচনায় কয়বার "মাইক্রো ফিকশন" শব্দটা এসেছে বলেন? ইংরেজিতে যদি মাইক্রো ফিকশন নামে আলাদাকরণ চলেও, সেটা বাংলায় আসার পরে ফ্ল্যাশ ফিকশনের ভিত্রে হারায়ে গেছে। এটা নিয়ম, কিছু পরিভাষা-সংজ্ঞা হারাবে, নতুন রূপ নিবে, এটাই স্বাভাবিক। যেমন আমরা ফ্ল্যাশ ফিকশন লেখা শুরু করছি কবিতা তথা গদ্যকবিতা থেকে অনুপ্রেরণা নিয়া, যেখানে বাকি বিশ্ব শুরু করছে গল্প থেকে ব্রাঞ্চ আউট কৈরা। যে শব্দটা গত পঞ্চাশ বছর ধরে আমরা একটা জাঁনরা-রে লেবেল করতে ইউজাই, সেইটা থেকে বের হয়ে আসার কোন দরকার আছে বলে মনে করি না। মাইক্রো ফিকশন একটা সঠিক সংজ্ঞা; কিন্তু একটা অপ্রয়োজনীয়, অচল, মৃত সংজ্ঞা।

আর এত সব কথার দরকার নাই, যদিও বলে ফেলছি। আপনার যুক্তি ঠিক। আমার যুক্তিও ঠিক। ধরেন একটা বলের দুইটা বৈশিষ্ট্য- ওইটা গোল। ওইটা লাল। এখন 'লাল গোল বল' বল্লেও ঠিক, আবার বল যেহেতু গোল ছাড়া অন্য কোন শেপ হয় না, 'লাল বল' বল্লেও ঠিক। আপ্নে বলতে পারেন,
এটা লাল বল, আরও ডিটেলসে বললে লাল গোল বল।
তেমনি, গল্পগুলা ফ্ল্যাশ ফিকশন, আরও ডিটেলসে বললে মাইক্রো ফিকশন।

যাজ্ঞা, অনেক বললাম। ভালো থাকেন। বিদায় !:#P !:#P

@হাসান মাহবুব, আপনার পোস্টে আবোল তাবোল টাইপানোর জন্যি শর্মিত। কমেন্ট ডিলিটায়ে দিয়েন দরকার মনে হৈলে। আর গল্পগুলা খ্রাপ হয় নাই। মাইনাস X(

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩

হাসান মাহবুব বলেছেন: আলোচনা চলুক। জ্ঞানী হৈতাছি। :-B

থিংকু।

৪১| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮

জেন রসি বলেছেন: আইডিয়াগুলো অভিনব। গল্পের বীজ হিসাবে এক্সপেরিমেন্টাল। ফ্ল্যাশ ফিকশনে ব্যাপারটা কখনো ট্রাই করি নাই। এ নিয়ে দেখি আলোচনাও হচ্ছে। লেখক হিসাবে ফ্ল্যাশ ফিকশনের কি কি বৈশিষ্ট্য থাকা উচিৎ বলে মনে করেন।

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ফ্ল্যাশ ফিকশন অল্প কয়েক লাইনের হবে, এবং প্রতিটা বাক্য, শব্দই অর্থবহ হতে হবে মনে করি। অযথা শব্দের কেরদানী দেখানোর সুযোগ এখানে নাই। উপন্যাসে মূল থিমের সাথে সাবপ্লট থাকতে পারে, গল্পে অপ্রাসঙ্গিক বর্ণনা থাকতে পারে, ফ্ল্যাশ ফিকশনে শুধুই র ফ্যাক্টস থাকবে, যা মানুষকে ভাবাবে।
ট্রাই করে দেখতে পারেন। ভালো না খারাপ হয়েছে জানি না, তবে মজা পেয়েছি লিখে।

৪২| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০২

জেন রসি বলেছেন: ফ্ল্যাশ ফিকশনের সাথে হাইকুর অনেকটা মিল আছে মনে হচ্ছে। আপনার ফ্ল্যাশ ফিকশনগুলো ভালো লেগেছে। সবচেয়ে বড় ব্যাপার এ সম্পর্কে কোন ধারনা ছিলনা। এখন ধারনা পাইলাম। :)

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, তা কিছুটা মিল আছে। দুইডাই লেখা শুরু কৈরা দ্যান! B-)

৪৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭

অভ্রনীল হৃদয় বলেছেন: @বন্যলোচন, হাহাহা! আচ্ছা থাক। আর কথা না বাড়াই। এরকম হলে একের পর এক যুক্তি আসতেই থাকবে। থামার নাম গন্ধ ও পাওয়া যাবে না। :P


অটঃ হামা ভাই, আমিও এরকম অনেকগুলো প্রায়সময় লিখে আসছি। ফেসবুকের টাইম্লাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদিও বা আপনারগুলোর তুলনায় আমারগুলো বড়ই নগন্য। ভাবতেছি আমিও কয়েকটা কয়েকটা করে পোস্ট দেওয়া শুরু করবো। কি বলেন?! :D

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩

হাসান মাহবুব বলেছেন: নিশ্চয়ই! আগ্রহের সাথে অপেক্ষা করে থাকবো।

৪৪| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১

তাসলিমা আক্তার বলেছেন: সব ভালো লাগতেই হবে এমন কোনো কথা নেই। অনেকগুলোই বেশ লেগেছে। কেটেছেটে বনসাই। আইডিয়া মন্দনা।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে।

৪৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শিরোনামেই বাজিমাত! সবারই খুব মনে ধরেছে দেখা যাচ্ছে। গল্পগুলোও মন্দ নয়।

ইমরান নিলয় বলেছেন: চিনির দানার মত হয়েছে। সুন্দর। শুধু চিনি, নাকি ঘন চিনি?

পুলক ঢালী বলেছেন: গল্পগুলো সুন্দর হয়েছে প্রতিটাতেই চমক আছে।
অঃটঃ আপনার আনন্দভ্রম ভাল লেগেছে (যেগুলো বুঝেছি সেগুলো) যেগুলো বুঝিনি সেগুলো নিশ্চয়ই আরো ভালো হয়েছে।
আমি না বুঝার ভয়ে এখনো পড়াই শুরু করি নাই।

সোহানী বলেছেন: হুম কিছ মাথার উপর দিয়ে গেছে .... দেখি বনসাই যখন বনরুই হবে তখন যদি ভীতর দিয়ে যায়.........++++++++ বন নিয়ে চারিদিকে টানাটানি চলছে দেখি।

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব, শিরোনামটি জম্পেশ। পিচকী পিচকী গল্পগুলোও হেচকি তুলে গেছে। না বলেও অনেক অনেক কথা বলে গেছে। আহমেদ জী এস ভাই, কি দারুণ বললনে... পিচকী পিচকী গল্পগুলোও হেচকি তুলে গেছে

বন্যলোচন আর অভ্রনীল হৃদয় এর আলোচনা ভাল্লাগছে, চলুক আরও। লেখক বলেছেন: আলোচনা চলুক। জ্ঞানী হৈতাছি। :-B থিংকু।

সবচেয়ে ভাল লেগেছে ৭ নম্বরটা। তবে সবচেয়ে ভাল লেগেছে বিভিন্ন কমেন্টে গল্পগুলোর মূল থিমের যে পরিচয়গুলো, যা আপনি লিখেছেন। প্রতিটি গল্পের সাথে এই থিম থাকলে আমাদের মত বোকাদের সুবিধা হত। লেখার শেষেও যুক্ত থাকলে মন্দ হত না। কেননা বেশিরভাগ পাঠকই এই ধরণের লেখাগুলোর সাথে পরিচিত নয়।

ভালো থাকুন সবসময়। শুভকামনা রইল।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩১

হাসান মাহবুব বলেছেন: বাহ! পোস্ট এবং কমেন্ট দুটোই মনোযোগ দিয়ে পড়েছেন দেখছি। আকর্ষণীয় মন্তব্য।

ঘনিষ্ঠ একজন পাঠক বলেছিলেন আমার লেখাগুলো আগেকার চেয়ে সহজ হয়। আনন্দভ্রম পড়ুন, আমার মনে হয় আপনারও তাই মনে হবে।

অল্প কটি লাইনে মূলভাব প্রকাশ করতে উচ্চপর্যায়ের দক্ষতা লাগে। সেটা এখনও অর্জন করতে পারি নি। ভবিষ্যতে পারবো আশা করি।

শুভেচ্ছা।

৪৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

উর্বর বীজগুলো...
এগুলোকে বনসাঁই বলে শেষ করে দিলে গল্প কীভাবে পাবো /:)


হাহাহা.... আমি ভেবেছিলাম গ্রন্থকার হবার পর আর ব্লগে লেখা প্রকাশ করতে হয় না... :)

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩২

হাসান মাহবুব বলেছেন: মইনুল ভাই, আমি তো মূলত ব্লগার, তারপরে লেখক। ব্লগে তাই অবশ্যই দেবো।

শুভরাত।

৪৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:২০

সকাল রয় বলেছেন: শেষেরটা বেশী ভালো লাগলো

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সকাল। শুভেচ্ছা রইলো।

৪৮| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৮

অগ্নি সারথি বলেছেন: প্রত্যেকটাই অসাধারন!

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৩

হাসান মাহবুব বলেছেন: উৎসাহিত হলাম। অনেক ধন্যবাদ।

৪৯| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:০২

যুগল শব্দ বলেছেন:

বনসাইয়ের মতোই প্রতিটি গল্প
ছোট্টও - সুন্দর আর গভীর ++

অনেক ভালোলাগা রইল লেখায়।

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।

৫০| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: বোকা মানুষ বলেছেন কেননা বেশিরভাগ পাঠকই এই ধরণের লেখাগুলোর সাথে পরিচিত নয়।
আসলেই তাই।। আমার বেলায়ও একথা খাটে।।
১ম টার প্রক্ষীতে বলছি, প্রচুর মোমবাতি, কেক, বেলুন, এবং উপহারে একটা জমজমাট পরিবেশ। সবাই খুব আনন্দিত এবং সুখী...
আর ৫ম টাতে নিজেকে খুজে ফেরা,আপনারই প্রতিউত্তরে জানলাম।।

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

৫১| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: বন্যলোচন আর অভ্রনীল হৃদয় এর আলোচনা ভালো লাগছে। যদিও ফ্ল্যাশ ফিকশন নিয়ে কখনো লেখার কথা ভাবিনি। লিখতেও মনে হয় পারুম না। চিন্তা ভাবনা আগায় না বেশিদূর।
৩ ভালো লাগছে। বনসাই মহীরুহ হোক।
শুভেচ্ছা

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা অপর্ণা।

৫২| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সবগুলো বনসাই উপভোগ্য। ইনডিভিজুয়ালি প্রতিটি বনসাই মহীরুহ হবার দাবী রাখে।

ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০২

হাসান মাহবুব বলেছেন: দাবী মেটানোর চেষ্টা করবো। ধন্যবাদ হেনা ভাই।

৫৩| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১

রাবেয়া রব্বানি বলেছেন: জটিল জটিল থিম। বনসাই সাইজেই ঠিক আছে। ছোটি বাত বাড়ি সামাঝ।দারুণ

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাবেয়া। শুভবিকেল।

৫৪| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার !!!

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।

৫৫| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

আহসানের ব্লগ বলেছেন: আমি আমার একজন অতি ঘনিষ্ঠ বান্ধবীর প্রতি যৌন আকর্ষণ বোধ করতাম। সম্প্রতি তার জটিল একটি রোগ হয়েছে শুনলাম। সে হাসপাতালে ভর্তি আছে। শুনলাম যে'ই তার কাছে যাচ্ছে তাকেই নাকি জড়িয়ে ধরে কাঁদছে। এমন সুযোগ কি আর পাওয়া যাবে? নতুন জুতো, যৌন উত্তেজক বডি স্প্রে আর মাড় দেয়া শার্ট পরে তাকে দেখতে গেলাম।
=p~

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৩

হাসান মাহবুব বলেছেন: লেভেল অফ সিকনেস... আনডিফাইনড।

৫৬| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮

আহসানের ব্লগ বলেছেন: মেয়েটার জন্য দুঃক্ষ প্রকাশ :(

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

৫৭| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

সোমহেপি বলেছেন: অনেক ভালোলাগলো ।


একটা তৃপ্তি পেলাম......

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৩

হাসান মাহবুব বলেছেন: থিংকু!

৫৮| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:০২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৮

হাসান মাহবুব বলেছেন: Click This Link

৫৯| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:০১

দীপংকর চন্দ বলেছেন: বৈচিত্র্যের প্রতি সমর্থন সবসময়ের।

যে কোন পরিসরে লেখার দক্ষতা আপনার সহজাত।

অনিঃশেষ শুভকামনা জানবেন প্রিয় কথাসাহিত্যিক।

ভালো থাকবেন। সবসময়।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৮

হাসান মাহবুব বলেছেন: অনুপ্রানিত হলাম। শুভেচ্ছা রইলো।

৬০| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৫

দ্য ইলিউশনিস্ট বলেছেন: একদম শেষেরটা সবচেয়ে ভাল লাগল।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: থিংকু!

৬১| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৫

তাসজিদ বলেছেন: বৈচিত্র্যময়..................... যথারীতি।

+++++++++++++

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১:০৭

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

৬২| ২৯ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৪৬

রাবার বলেছেন: সুন্দর গল্প ++++++++

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ।

৬৩| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

নাজমুস সাকিব রহমান বলেছেন: "কেউ যদি জাগিয়ে দেয়ার জন্যে না'ই থাকে, তাহলে ঘুমিয়ে লাভটা কী?"
আমার খুবই ভালো লেগেছে। শুভেচ্ছা নেবেন।

২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভদুপুর।

৬৪| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২

তানজির খান বলেছেন: লেখায় দ্রোহ দীর্ঘশ্বাস আর পরিহাস। চমৎকার লাগলো।


নিজের একটা ঘটনা মনে পড়ে গেল। যে লেখা পড়ে মনে পড়লো তা আর লিখতে পারছিনা।

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

হাসান মাহবুব বলেছেন: আহা! জানতে ইচ্ছে করছে খুব।

থাউক, কিছু কথা থাউক গুপোন!

শুভবিকেল।

৬৫| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮

তানজির খান বলেছেন: আমারও কইতে ইচ্ছে করছে খুব। কিন্তু গল্পটা মিলে যাচ্ছে এমন এক গল্পের সাথে তাতে নিজের ঢোল বাজানো হবে এখানে লিখলে। এই গল্পটা নিয়েই একটা পোস্ট দিবো নিশ্চিত। আপনি পড়া মাত্র বুঝে যাবেন এই গল্পই সেই গল্প।

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা, অপেক্ষায় থাকলাম।

৬৬| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০

অরণ্য গহীন বলেছেন: কিছু বুঝলাম, কিছু মাথার উপর দিয়ে গেলো। কয়েকবার পড়েও ধরতে পারলাম না। কয়েকটা ভালোলাগলো, কিছু অন্যরকম হতে পারতো। তবে চমৎকার প্রয়াস।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্যে।

৬৭| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
কয়খানে মহীরুহের আভাস ছিল ৷ তবে ধাঁধার ফাঁদে আটকে যেন না পড়ে, ক্ষণিকের ভাবনা স্পষ্টতায় ৷

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো কাটুক দিন।

৬৮| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

নেক্সাস বলেছেন: অল্প কথা যে পাঠক কে ভাবনার কত গভীরে নিয়ে যেতে পারে, আপনার বনসাই গল্প তার উদাহরন।


৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

৬৯| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:



যা দিলেন না হামা ভাই, একদম ডায়রেক্ট টু মাইন্ড।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

৭০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: ১, ২, ৪, ৬, ৭, ৮, ১০ বেশি ভাল লেগেছে । বনসাই এ বটগাছের অনুভূতি !

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা জানবেন।

৭১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

শামীম আরেফীন বলেছেন: বনসাইগুলো দারুণ লাগল। আরো চলুক। শুভ কামনা

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৭২| ০৩ রা এপ্রিল, ২০১৬ ভোর ৫:১১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ৪,৬,৭,৯,১০- খুব খুব খুব ভাল।
৩ বুঝিনি।

প্রিয়তে থাকছে।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

হাসান মাহবুব বলেছেন: তিন নম্বরটা আসলেই দুর্বোধ্যতার দোষে আক্রান্ত। ব্যাখ্যা করাও মুশকিল! আমার ব্যর্থতা।

ধন্যবাদ রাজশ্রী।

৭৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০০

গেম চেঞ্জার বলেছেন: বোধগম্য বেশিরভাগই। তবে দু-একটার মর্মোদ্ধার করে নিয়েছি নিজের মতো করে। কহিয়া শলম পাইতে চাইনা। ;)

পয়লাটা এক্কেরে...... :-/

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: থিংকু! মানে জানতে চাহিয়া লজ্জা দিবেন না। মনে যা চায় লেইখ্যা গেছি :-B

৭৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

রাজসোহান বলেছেন: ৪ নাম্বারের ডার্ক কমেডিটা ধরতে পেরে হেসে ফেলেছি =p~

আপনি ফেব্রুয়ারীর পর আর গল্প লিখেন নাই। নতুন যেটা দিছেন সেটাও বই থেকে তুলে দিছেন। এতোদিন নতুন গল্প না লিখে আছেন কীভাবে :-*

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

হাসান মাহবুব বলেছেন: আমি নভেম্বরের পর আর নতুন গল্প লিখি নাই। অবশ্য এই বনসাই গল্পগুলোকে যদি হিসাবে না ধরো। বই আর সিনেমাতে ডুবে আছি, রিভিউ লিখলাম কিছু। এগুলা হোমওয়ার্ক। কিছুদিন পর আবারও নতুন ছোটগল্প লেখা শুরু করবো। ওগুলো অবশ্য ব্লগে দিমু না। প্রতি মাসে একটা কৈরা গল্প বই থিকা দিমু।

৭৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১

রাজসোহান বলেছেন: মাত্রই চেক করলাম, আপনি কয়েকটা ডার্ক কবিতা লিখছেন! দেখিই নাই!

আমি নেক্সট কয়েকমাসের কবিতার থিম পাইয়া গেছি B-)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

হাসান মাহবুব বলেছেন: উত্তম। গল্পও লেইখো সম্ভব হইলে। কবিতার চেয়ে গল্প ভালা পাই।

৭৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭

ফয়সাল রকি বলেছেন: সবগুলোই ভাল লাগছে... +++

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: আনন্দিত হলাম শুনে।

৭৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: মদ অল্প হইলেও তৃপ্তি অাছে (খাসা মাল)! ভালা লাগছে ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

৭৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১

এহসান সাবির বলেছেন: বনসাই গল্পসমূহ বেশ লাগল।
১০ টা ধরতে পারিনি। ঐ রকম নামে নাম দিয়ে সেভ করে রাখা?


শুভেচ্ছা।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: মানে অপারেটর থেকে আসা আজাইরা মেসেজ সে প্রিয়জনদের নাম দয়ে সেভ করে রাখতো। এক ধরণের নির্মম সান্ত্বনা আর কী।

৭৯| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ওয়ার্ম আপ ম্যাচ !!

৮ নং টা ফেবুতে পড়েছিলাম।

ভালোলাগা জানুন ভ্রাতা। +++

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা ভ্রাতা। শুভ প্রত্যাবর্তন।

৮০| ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:৪৬

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: অন্যরকম বনসাই, খুব ভাল লাগল।

০১ লা মে, ২০১৬ রাত ৯:১৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৮১| ০৬ ই মে, ২০১৬ সকাল ১০:২৫

রুদ্র জাহেদ বলেছেন: কয়েকটা বাদে বাকিগুলো খুব খুব ভাল্লাগছে।কিছু গল্পের মর্মার্থ নিজের মতো করে বুইঝা লইছি

০৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৮

হাসান মাহবুব বলেছেন: ভালা করছেন। ধৈন্যবাদ।

৮২| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

তাশমিন নূর বলেছেন: মজাই লাগল। কিছু কিছু গাছ হয়ে উঠবে আশা করি।

১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০১

হাসান মাহবুব বলেছেন: আমারও সেরকম ভাবনা। শুভেচ্ছা তাশমিন।

৮৩| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৩

অন্ধ আগন্তুক বলেছেন: ঞ!

১১ ই মে, ২০১৬ বিকাল ৪:০৯

হাসান মাহবুব বলেছেন: মানে কী?

৮৪| ১৯ শে মে, ২০১৬ রাত ৮:০৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: অফলাইনে এসেছিলাম মনে হয়, লেখার শরীর পরিচিত লাগে! আমারও লিখতে ইচ্ছে করছে কিছু এখন।

১৯ শে মে, ২০১৬ রাত ৮:১৬

হাসান মাহবুব বলেছেন: লেখেন লেখেন! অনেক বিল উঠে গেছে। পরে আর শোধ করতে পারবেন ন:-/

৮৫| ২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর তো
:)

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নিবেন তো!

৮৬| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই এ না নিয়ে থাকা যায় না ..। নিলাম এবং দিলাম ভালবাসা আর শুভেচ্ছা। লিখতে থাকুন অবিরত

২২ শে জুন, ২০১৬ সকাল ১০:২৩

হাসান মাহবুব বলেছেন: এনশাল্লাহ! কেউ আমাকে দাবায়ে রাখতে পারবে না!

শুভেচ্ছা ফাতেমা।

৮৭| ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ্ হবে :(

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:০১

হাসান মাহবুব বলেছেন: ওহ হ্যাঁ, তাই তো! আর ভুল হবে না ইনশাল্লাহ!

৮৮| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:১৯

আলম দীপ্র বলেছেন: বাহ ! বেশ ভাল লেগেছে আমার !

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৩৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৮৯| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫০

মাদিহা মৌ বলেছেন: ফ্ল্যাশ ফিকশনের চমৎকার নামকরণ! বনসাই! দারুণ লেগেছে। প্রত্যেকটাই বোঝার জন্য মাথা খাটাতে হয়েছে। সুতরাং ফ্ল্যাশ ফিকশন লেখা স্বার্থক। তবে ৫ আর ১০ বুঝিনি …

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৩

হাসান মাহবুব বলেছেন: এই দুইটাই আমার সবচেয়ে প্রিয়।

প্রথমটা- আত্মপরিচয় হীনতা। সে নিজেই জানে না কোথায় আছে, কোথায় যাচ্ছে। অন্যেরা তাকে যে আবাস নির্ধারণ করে দিবে সেটাই তার পরিচয়।

দ্বিতীয়টা- একাকী মানুষের গল্প। তার কেউ নেই। কেউ তাকে মেসেজ পাঠায় না, কল করে না, মোবাইল কোম্পানির বিদঘুটে নম্বর গুলো ছাড়া। তাই ঐ নম্বর গুলোই সে আপনজন দের নামে সেভ করে রাখে।

ক্লিয়ার হলো?

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.