নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

একজন ম্যাজিসিয়ান

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০


*
লোকটা ভেবেছিলো, চাইলেই সে তার সন্তানদের খুশি করতে পারে। এমন অদ্ভুত ভাবনা কী করে তার মাথায় এলো বলা কঠিন। স্বল্প রোজগারের চাকুরি আর হাড়ভাঙা খাটুনি, সাথে বিনা বেতনের ওভার টাইম, এমন অবস্থায় একজন লোক কী করে এমন ভাবতে পারে? তবে তারপরেও সে ঘরে ফিরে বাচ্চাদের সময় দিতো। ঘোড়া হতো, গরু হতো, মাছ হতো, পাখি হতো, ভূত হতো!
এভাবে চলছিলো বেশ। বিপত্তি বাধলো একদিন শখ করে দোকান থেকে এক পাতা সিভিট কেনার পর থেকে। চকলেট, বার্গার অথবা মাংস খাবার সুযোগ সুযোগ তো তেমন হয় না তার সন্তানদের। তাই সেই গোলাকৃতির শুষ্ক ট্যাবলেটেই অমৃত খুঁজে পেলো অপুষ্ট শরীরের শিশুদ্বয়।
লোকটা ভাবতেও পারে নি ক্ষণিকের আবেগে নেয়া সেই অপচয়কারী সিদ্ধান্তটি তার এতটা আর্থিক ক্ষতি করবে। প্রতি দিন দুজনকে একটি করে সিভিট না দিলে তারা শুরু করে কান্নাকাটি,ঝগড়াঝাটি, অশান্তি। কী করা যায়, কী করা যায়?
লোকটা ভাবলো। অনেক ভাবলো। একসময় সে চমৎকার একটা সিদ্ধান্ত নিলো। সে জাদু দেখাবে তার সন্তানদের।
*
-বাবা’রা, চোখ বন্ধ করো তো! তোমাদের এখন কী দিবো বলো তো?
-কী বাবা?
-সিভিট!
-ইয়েয়ে!
লোকটা মানিব্যাগ থেকে একটি সিভিট বের করলো। মোড়ক থেকে খুলে নিয়ে ভেঙে দু ভাগ করলো। বাচ্চাদের মুখে পুরে দিলো একটি সিভিটের দুটি খন্ডাংশ।
খরচ কমে অর্ধেক হলো, বাচ্চারাও খুশি। বাচ্চাদের হাসি দেখে ম্যাজিসিয়ান তৃপ্ত মনে একটি দীর্ঘশ্বাস গোপন করলো।

মন্তব্য ৪২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গল্পের অন্তর্নিহিত বার্তাটি খুব কষ্টের।

চমৎকার অনুগল্পের জন্য ধন্যবাদ হা মা ভাই।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ হেনা ভাই।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত দীর্ঘশ্বাস গোপন করে কত বাবা যে বেঁচে থাকে
কোন হিসাব রক্ষক নেই হিসাবের
জীবনের ঝলমল রুপটাইতো খুঁজি সবাই
পেতে বা দেখতে...

মন আর্দ্র করে দেয়া গল্প

+++++

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১১

বিলিয়ার রহমান বলেছেন: ছোট কিন্তু টাছি!:)

লাইক!:)

প্লাস!:)

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

আমি তুমি আমরা বলেছেন: এভাবেই বাবাদের কত দীর্ঘশ্বাস গোপনে হারিয়ে যায় :(

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪

হাসান মাহবুব বলেছেন: উপলব্ধির জন্যে ধন্যবাদ।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৪

কালীদাস বলেছেন: মন খারাপ হয়ে গেল লাস্ট লাইনটায় এসে।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

হাসান মাহবুব বলেছেন: এটা কিন্তু সত্যি ঘটনা।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫

কানিজ রিনা বলেছেন: ব্য়ক্তিত্ব্য় আর চরিত্রবান বাবারা জীবনের শেষদিন পর্যন্ত সন্তানের দায়িত্ব্য় ভরা জীবনে পিছপা হয়না।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কানিজ রিনা।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭

সুমন কর বলেছেন: শেষটা কষ্টের। ভালো লাগল।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সুমন কর।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৮

ডঃ এম এ আলী বলেছেন:
ভাব গাম্ভির্যময় গল্পটি একজন অভাবী পিতার দু:খের অনুভুতি বুকের ভিতরে চেপে রেখে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য প্রানান্তকর প্রয়াসের ম্যজিক দেখানোর দৃশ্যটি হৃদয় মনকে নাড়া দিয়ে যায় ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০

সুপ্ত শিপন বলেছেন: -------------------------------------------------------------------------------------------------------------
দীর্ঘশ্বাস ।


গল্পের জন্য +++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৩

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

রাতু০১ বলেছেন: চমৎকার অনুগল্প।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




গল্পটা ছোট্ট । দীর্ঘশ্বাসটি আকাশ ছোঁয়া । জাদুকরের দীর্ঘশ্বাস বলেই হয়তো । এমন জাদুকরে ভরা সব অলি গলি ..................

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি ভাল মন্তব্য করতে জানি না। তবে এইটুকু জানি গল্পটা ভাল লেগেছে।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৪

আনু মোল্লাহ বলেছেন: সুন্দর অণুগল্প, হৃদয় ছুঁয়ে গেল।
শুভেচ্ছা নিবেন প্রিয় মাহবুব ভাই :)

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৬

সোহানী বলেছেন: সতর্কীকরন বার্তা : বেশী সিভিট বাচ্চাদের জন্য মোটেও ভালো না।

অসাধারন মাহবুব ভাই...

আপনি মনে হয় আপনার ট্রেন্ড থেকে একটু একটু করে সরে যাচ্ছেন...........। আপনি যাই লিখেন তাইতো অসাধারন..........

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

আলোরিকা বলেছেন: হৃদয়স্পর্শী !! :(

২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আলোরিকা।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: ভাল লিখেছেন।

৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আবুল।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: হৃদয় বিদারক ।এভাবেই অনেক সংসার বেঁচে আছে ।
পরিপূর্ণ অণুগল্প ।

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কবি। শুভেচ্ছা রইলো।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২

অন্তরন্তর বলেছেন: হাসান ভাই এরকম বাবার অভাব নেই এই পৃথিবীতে। গল্পটা মন খারাপ করে দিল। আমার মতে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যাজিক হওয়া উচিত। অসাধারণ গল্প।

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, এটাই সর্বশ্রেষ্ঠ ম্যাজিক। যে কোন বাবাই বুঝবেন। আপনিও তাই বুঝতে পেরেছেন।

#গল্পটা কিন্তু বাস্তব ঘটনা থেকে নেয়া।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বাস্তবতাগুলো এমনই দু:খময় :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ। ভালো আছেন আশা করি।

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০

ANIKAT KAMAL বলেছেন: সীমার মা‌ঝে অসীম তু‌মি , সাধার‌নের মা‌ঝে অসাধারণ এমন লেখা অাপনার তা‌ছে চাই সারাক্ষন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

হাসান মাহবুব বলেছেন: অনেক বড় একটা চাওয়া, অনেক বড় একটা প্রেরণা। আন্তরিক ধন্যবাদ রইলো।

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০

জেন রসি বলেছেন: জাদুর সীমাবদ্ধতা, জাদুকরের অসহায়ত্ব!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

হাসান মাহবুব বলেছেন: হ্যালো রসি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.