নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

নরকের রাজপুত্রের দুটি গল্পের শানে নুজুল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭




"নরকের রাজপুত্র"র দ্বিতীয় গল্প "নিরপেক্ষ শান্তিকামুকেরাে"। ইহা একটি স্বপ্নে প্রাপ্ত গল্প। একসময় আমি অনেক অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম। বেশিরভাগই ভয়াবহ রকম দুঃস্বপ্ন। সেখান থেকে বেশ কিছু গল্প লিখেছি। এই গল্পটি অবশ্য ঠিক দুঃস্বপ্ন থেকে আসে নি। যুদ্ধ নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম। সেখানে তেমন ভয়বাহতা ছিলো না। কিছু সাইকোলোজিক্যাল ব্যাপার ছিলো। যেমন, যুদ্ধে যাবো কি যাবো না, পরীক্ষা, শান্তি, ইত্যাদি নানারকম ব্যাপার স্যাপার; অত মনে নেই। তো এসব কিছু থেকে গল্পের জন্যে যে নির্যাসটা আমি পাই, তা হলো, শান্তির প্রত্যাশা কখনও কখনও খুব অশ্লীল হতে পারে। যারা যুদ্ধ, লড়াই, সংগ্রাম সবকিছু থেকে দূরে থেকে শুধু শান্তি আর শান্তি খোঁজে, তারা আদতে শান্তিকামী নয়, শান্তিকামুক। কামুক লম্পটের মত তারা শান্তির দিকে লোলূপ কামনায় মগ্ন থাকে। এইসব সুবিধাবাদীদের আক্রমণ করেই গল্পটি লেখা। আর পটভূমি হিসেবে বেছে নিয়েছিলাম আমাদের মহান মুক্তিযুদ্ধ।

নরকের রাজপুত্র'র প্রথম গল্পটির নাম "পরিবারের সবাইকে নিয়ে পড়ার মত একটি গল্প"। এটি লিখেছি ২০১৬'র জুলাইয়ে। মাঝখানে অফিসে আমরা বাংলা সিনেমা নিয়ে নানারকম গল্প, স্মৃতিচারণ, হাসি-তামাশা, ভালো লাগা-মন্দ লাগা নিয়ে আড্ডা দিতাম। তখন কিছু কমন ডায়লগ মাথার মধ্যে ঢুকে যায়। যেমন "ছি, তুমি এমনটি করতে পারলে?", অথবা "মা, আমি ফার্স্ট হয়েছি! আমাদের আর কোনো দুঃখ থাকবে না!"। তখন আমার মাথায় ভাবনা এলো, পরীক্ষায় ফার্স্ট হলে বা ভালো চাকুরি পেলেই কি মানুষের সব দুঃখ শেষ হয়ে যায়? সব লক্ষ্য অর্জিত হয়? আচ্ছা, ধরলাম জীবন চলতে লাগলো সুখী পারিবারিক বাংলা সিনেমার মত। পরীক্ষা, চাকুরি, সুন্দরী-গুণবতী স্ত্রী, গাবদা-গোবদা বাচ্চাকাচ্চা, প্রমোশনের পর প্রমোশন, লাভের পর লাভ...সবকিছু ঘটতে লাগলো। তারপর কী? আরো সাফল্য। তারপর কী? আরো সুখ। তারপর কী? এই সুখ, সাচ্ছন্দ্য, সচ্ছলতার চূড়ান্ত গন্তব্য কোথায়? কোথায় গিয়ে থামবে একজন Absolute সুখী মানুষ?

"নরকের রাজপুত্র"র নিবাস এখন বইমেলায় অনুপ্রাণনের স্টলে।
স্টল নাম্বার- ৪৯৫ (সোহরাওয়ার্দি) স্টল নাম্বার- ২৩ (লিটল ম্যাগ)
হাওয়াই বার্তা- ০১৯৩৭২০৫৪০২

কাল মেলায় যাবো। দেখা হবে?

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: Absolute সুখী মানুষ একটিও নেই !!

শানে নুজুল শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১০

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৪

ঋতো আহমেদ বলেছেন: শানে নুজুল এর জন্য ধন্যবাদ । অবশ্য শিরোনামই অনেক কৌতুহল সৃষ্টি করেছে ইতিমধ্যে । বইমেলা থেকে 'নরকের রাজপুত্র' সংগ্রহের আশা রাখছি ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১০

হাসান মাহবুব বলেছেন: চলে আসেন। আজ আর কাল থাকবো মেলায়।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: স্বপ্নের ঘটনা কি আসলেই সত্য??। আমার "যতসব" স্বপ্নেরা তো কোনদিনই বাস্তবে দেখা দেয় না!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১১

হাসান মাহবুব বলেছেন: সত্যি।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


ভালো, লেখা সম্পর্কে ধারনা হলে, জানার ইচ্ছা।

এবার দেশ থেকে দুরে থাকায়, মেলায় যাওয়া হচ্ছে না; অনেক আয়োজন অদেখা থেকে যাবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১২

হাসান মাহবুব বলেছেন: আপনার কৌতূহল জেগেছে জেনে খুশি হলাম।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫২

আহা রুবন বলেছেন: পড়ার আগ্রহ তৈরি হল। ঢাকায় থাকলে অবশ্যই যেতাম। শুভ কামনা রইল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৮

হাসান মাহবুব বলেছেন: ঢাকায় না এসেও পেতে পারেন। ০১৯৩৭২০৫৪০২ এই নাম্বারে ১৮০ টাকা বিকাশ করে দিন এবং আপনার ঠিকানা পাঠান। তাহলেই পেয়ে যাবেন

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৫

বর্ষন হোমস বলেছেন:


দেখা হবে।বই কেনা হবে।আর মাজা হবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৩

হাসান মাহবুব বলেছেন: আইসা পড়েন।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২১

রোকসানা লেইস বলেছেন: অভিনন্দন গল্পকার হাসান মাহবুব। পড়ার ইচ্ছা রইল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৪

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস রোকসানা।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৫

আহমাদ মুহাইমিন বলেছেন: "নরকের রাজপুত্র", নরকের পথ ধরে একদিন আমিও আসছি...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: স্বাগতম।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




আপনাকেও মিস করলুম একদিন পরে গিয়ে । কিন্তু নরকের রাজপুত্রের দেখা মিলেছে । সাথে করে নিয়ে এসেছি ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫

হাসান মাহবুব বলেছেন: একটা ফোন দিলেন না? X((

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০১

আনু মোল্লাহ বলেছেন: আমি মেলা থেকে সংগ্রহ করে নেব আশা করছি বইটি।
শুভেচ্ছা নিবেন মাহবুব ভাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আনু মোল্লাহ ভাই। শুভেচ্ছা।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

জেন রসি বলেছেন: বইটি আজ সংগ্রহ করেছি বইমেলা থেকে। প্রথমে লিটল ম্যাগ চত্বরে গিয়েছিলাম। সেখানে ছিলনা। ওরা বলল এনে দেবে অল্প সময় অপেক্ষা করলে। পরে ৪৯৫ নং স্টল থেকেই সংগ্রহ করলাম। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

হাসান মাহবুব বলেছেন: কখন আইছিলেন? আমি সাতটার দিকে ছিলাম। একটা ফোন করতে পারতেন!

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

জেন রসি বলেছেন: আমি পাঁচটার পরে গিয়েছিলাম। আপনার সাথে কোন একদিন দেখা করে অটোগ্রাফ নিয়ে নেব। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো হবে।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৯

তীর্থক বলেছেন: আমি আজ বই মেলায় যাচ্ছি :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৪

হাসান মাহবুব বলেছেন: শুনে আনন্দিত হলাম।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১

নেক্সাস বলেছেন: হামা ভাই আপনার আগের বইগুলো আমার সংগ্রহে আছে। কিন্তু বিদেশে থাকায় এটা সংগ্রহ করা গেলনা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: অসুবিধা নাই, দেশে আসলেই পাকড়াও করবো B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.