নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেনটাইনস ডের বাণী চিরন্তনী

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭


(১) ভালোবাসার জন্যে নির্দিষ্ট কোন দিন বেছে নেয়ার মতাদর্শে আমি বিশ্বাসী নই। আমার কাছে সব দিনই ভালোবাসা দিবস। (একজন বিশিষ্ট সিঙ্গেল, যিনি ৩৬৫ দিনে ৩৬৫ জনের ওপর ক্রাশ খান)।
(২) ভালোবাসা দিবস বুর্জোয়া সভ্যতার বস্তুতান্ত্রিক ভোগ বিলাসী জীবনের কুৎসিত রূপকে রিপ্রেজেন্ট করে। (কেএফসির চিকেন ফ্রাই চিবুতে চিবুতে নেসক্যাফের মগে চুমুক দিতে দিতে জনৈক পাতি বিপ্লবী)।
(৩) আমার কাছে ভালোবাসা দিবস মানে শুধু প্রেমিক/প্রেমিকার জন্যে ভালোবাসা না। ভালোবাসা সবার জন্যে। বন্ধু-বান্ধব, কলিগ, ফুপাতো ভাই, ননদ, তালুই সাব সবাইকে ভালোবাসা। (সম্প্রতি ভেড়ুয়া মার্কা বয়ফ্রেন্ডকে ছ্যাকা দেয়া সেলফিখোর তরুণী)।
(৪) আমার কাছে ভালোবাসা দিবস মানে সুন্দর একটি মনকে খুঁজে নেয়ার উপলক্ষ্য। চেহারা কোন বিষয় না। (কাভার পিকচারে ড্রিউ ব্যারিমোর/জন আব্রাহামের ছবি লটকিয়ে রাখা তরুণ/তরুণী)
(৫) ভ্যালেনটাইনসে ডে'র মত বিদেশী সংস্কৃতিকে অনুকরণ করে আমরা হারাচ্ছি নিজেদের স্বকীয়তা। নষ্ট হচ্ছে মূল্যবোধ। (নিয়মিত জি বাংলা এবং হিন্দি ছবিতে মন সঁপে দেয়া বিদগ্ধ টিভি দর্শক)।
(৬) ভালোবাসা দিবস আবার কী? এইডা লুইচ্চা পুরুষদের ভোগ করার বাসনা। এই পুরুষতান্ত্রিক সমাজের ওপর আমি ** ***(সেন্সরড) (কিছুক্ষণ আগে প্রেমিকের কাছে ন্যাকামো করে ঝাড়ি খাওয়া অতি আধুনিকা ফেমিনিস্ট নারী)।
(৭) আমরা সবাই ভ্যালেনটাইনস ডে নিয়ে মাতামাতি করি। কিন্তু কজন জানি এর সঠিক ইতিহাস? আমরা কি জানি, ১৭৭৩ সালের এই দিনে ওসামাগুয়ার বারকুন্ডিতে তিনজন নিরীহ ভেড়াশাবকের হার্ট এ্যাটাক হয়? (জ্ঞানী স্ট্যাটাস দিতে গিয়ে গুগলিং করতে গিয়ে ফেক লিংক ধরে ধরা খাওয়া পাবলিক)।
(৮) Valenteneio dey haram। এটিকে avoid korun. (রেডিও মুন্না এবং সানি লিওন উভয় পেইজের এ্যাকটিভ লাইকার, বিশিষ্ট ফেসবুক মুমিন)।
(৯) ভ্যালেনটাইনস ডে নিয়ে আমার কখনও বিশেষ প্ল্যান থাকে না। এসবে আমার তেমন আগ্রহও নেই। আমি মূলত ঘুমিয়ে কাটাই দিনটি। (ফরএভার এ্যালোন ব্যক্তির আত্মসান্ত্বনা)।
(১০) বিপরীত লিঙ্গের সুন্দর দেহের সর্বংসহা সঙ্গী/সঙ্গিনী চাই, যার সাথে প্রেম করা যাবে, সেক্স করা যাবে (সমগ্র পৃথিবী)।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

এরশাদ বাদশা বলেছেন: দূর্দান্ত পোস্ট...হাইসা গড়াগড়ি খাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬

হাসান মাহবুব বলেছেন: কিতা খবর ওল্ড মেইট?

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

সুমন কর বলেছেন: হাহাহা....ব্যাপক মজা পাইলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৭

হাসান মাহবুব বলেছেন: থিংকিউ সুমন।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১২

হাসান মাহবুব বলেছেন: ;)

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৩

আনু মোল্লাহ বলেছেন: হাঃ হাঃ হাঃ বেশ মজা পাইসি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩

হাসান মাহবুব বলেছেন: :#)

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৫

সোহানী বলেছেন: হাহাহাহা......

আমরাই শুধু বেশী লাফাই মনে হয়... আরেকটা যোগ করেন হাসান ভাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৪

হাসান মাহবুব বলেছেন: শুভ সকাল সোহানী।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক মজার লেখা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সোহেল। ভালো থাকুন।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

জেন রসি বলেছেন: হা হা হা হা.......

প্রতিবছর এমনটাই দেখি!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

হাসান মাহবুব বলেছেন: :#)

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

সানজিদা হোসেন বলেছেন: ভ্যলেন্টাইন ডে মানে ভালোবাসার আগুনে ঝলসে যাওয়া একটি মুরগির আত্মকাহিনী ( কালকে চিকেন গ্রিল খাইছি)।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

হাসান মাহবুব বলেছেন: হাহাহা!

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

আরািফন বলেছেন: ;) ;) ;)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২১

হাসান মাহবুব বলেছেন: =p~

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিভিন্ন জনের বিভিন্ন লজিক ভাবনা। সবগুলো কে এক করার ক্ষুদ্র চেষ্টা। আপনার এ প্রেয়াস ভালো লেগেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: বহমান স্রোতের বিপরীত।। মনের ইচ্ছেপূরন।। তাই হয়তো (ভীরু বলেই) সেটাই দেখতে চাই, আরেকজনের সুউচ্চ প্রতিবাদে।।
(৫) ভ্যালেনটাইনসে ডে'র মত বিদেশী সংস্কৃতিকে অনুকরণ করে আমরা হারাচ্ছি নিজেদের স্বকীয়তা। নষ্ট হচ্ছে মূল্যবোধ। (নিয়মিত জি বাংলা এবং হিন্দি ছবিতে মন সঁপে দেয়া বিদগ্ধ টিভি দর্শক)। এবং শফিক রেহমান শ্রদ্ধাভাজন হওয়া সত্বেও ঘৃনিত হয়ে থাকবেন ( আমার কাছে)।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে সচেতনহ্যাপী। ভালো থাকবেন।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

শায়মা বলেছেন: B:-)
B:-)
B:-)

নোটিফিকেশন
সকল নোটিফিকেশন মুছে ফেলুন
হাসান মাহবুব আপনাকে অনুসরন করছেন



এতদিন পর!!!!!!!!!!!!!!!!!!!!


B:-)

হামাবেবিভাই্যু!!!!!!!!!!!!!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: ;) B-)

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল পোস্ট , ধন্যবাদ । আর হ্যাঁ এখনো হাতে আসেনি , ভাল থাকুন সব সময় ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ দৃষ্টি আপা। আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।

১৪| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৬

এরশাদ বাদশা বলেছেন: আউট অফ ট্র্যাক....হামা ভাই। তবে অভিনন্দন আপনাকে; অভিষ্ট লক্ষ্যের খুব কাছে আপনি।

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: অভিষ্ট লক্ষ্যের ব্যাপারটা বুঝলাম না।

১৫| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

রফিকুলইসলাম বলেছেন: আমার কাছে ভালোবাসা দিবস মানে শুধু প্রেমিক/প্রেমিকার জন্যে ভালোবাসা না। ভালোবাসা সবার জন্যে। বন্ধু-বান্ধব, কলিগ, ফুপাতো ভাই, ননদ, তালুই সাব সবাইকে ভালোবাসা।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৩

হাসান মাহবুব বলেছেন: বাহ বাহ!

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

আবিদা সিদ্দিকী বলেছেন: এই বছরের ভালোবাসা দিবস পুরোপুরি উপভোগ করার ইচ্ছা আছে। এর আগে দুই ঈদ আর জন্মদিন বাদে সব দিনই ব্যস্ততায় মিশে গিয়েছিল। এবার দিনটি স্পেশাল হবে কারণ আমি জানি, একেবারে ক্লিয়ার জানি কারা আমায় ভালোবাসে। আর এবার আমার শুভেচ্ছা তালিকায় নূতনদের মধ্যে আছে এলজিবিটি, এনিমেল লাভারস, ভিন্ন দেশের বন্ধুরা।

লেখাটা খুবই সত্য। ১০টা কথার সাথে সহমত এবং আমার তরফ থেকে ১০বাদীকে বড়সড় ইগনোর!

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালো থাকুক ভালোবাসারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.