নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

অফিস থেকে উৎপন্ন দুটি গল্প

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২০


একদিন অফিসে গ্যাঁজাইতে গিয়ে হিমালয় প্রসঙ্গ উঠালো; বাংলাদেশের সবচেয়ে লম্বা নায়ক কে। আমি বললাম আলমগীর, হিমালয় বললো ইলিয়াস কাঞ্চন। জায়েদ বললো মাহমুদ কলির নাম। আমরা দুজনেই মাহমুদ কলির নাম শুনে অবাক। এ লোকটা যেন কে! এদিকে মাহমুদ কলির নাম জানি না দেখে জায়েদ ব্যাপক বিস্মিত। মাঝখানে কিছুদিন এ নিয়েই গবেষণা চললো। কে এই মাহমুদ কলি! কেমন ছিলো তার জনপ্রিয়তা? এখন কী করছে? বিয়ে কবে করেছে? সন্তান কজন?

এখানে থেকেই উৎপত্তি "নরকের রাজপুত্র" এর গল্প "একজন ভীষণ লম্বা মানুষ" এর। ডার্ক কমেডি আমার ভীষণ প্রিয় বিষয়। এই গল্পটিও সেই আদলে লিখতে চেয়েছি। গল্পটিতে চরিত্রগুলোর নাম মূল চরিত্রগুলোর নামেই রেখেছি। মাহমুদ কলিকে নিয়ে গল্প করতে করতে তারা অবসেসড হয়ে পড়ে, একঘেয়ে জীবন থেকে নিস্কৃতি পেতে মাহমুদ কলিকে সুপারহিরো বানিয়ে পলায়নপরতার মোহে নিমগ্ন হয়, জড়িয়ে পড়ে নানা ঝামেলায়!

নরকের রাজপুত্রের বিষণ্ণতম গল্প হলো 'জড়জ'। এটার ভাবনা যেভাবে মাথায় এলো তা বেশ মজার! তখন আমার অফিস ছিলো পান্থপথে। নিজের একটা রুম ছিলো। আমার চেয়ারের পাশে আরেকটা চেয়ার ছিলো। আমি প্রায়শই সেই চেয়ারটায় হাতের ভর দিয়ে রেখে আরাম করতাম। একদিন এসে দেখি যে চেয়ারটা নেই। তাতে আমার কিছুই এসে গেলো না। দুইটা চেয়ার দিয়ে আমি কী করবো? কিন্তু টের পেলাম একটু পরে। নিজের অজান্তেই চেয়ারটায় হাত এলিয়ে দিতে গিয়ে একরাশ শূন্যতার দাপটে পরাভূত হলাম।

এমন হতে লাগলো, বারবার, বারেবার! তখন বুঝলাম যে আমি কী হারিয়েছি! 'জড়জ' নামে বাংলা অভিধানে কোনো শব্দ আছে কি না আমার জানা নেই। (এই মাত্র গুগলিং করে দেখলাম, আছে! :( )। জড়র প্রতি নির্ভরতা বোঝাতেই এই নামটি রাখা হলো। গল্পে নিয়ে এলাম এক নিঃসঙ্গ মানুষকে। তার স্বজনরা অনেক দূরে। চেয়ারটির সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। সে মায়া বোধ করে...
নরকের রাজপুত্র পাবেন অনুপ্রাণনের স্টলে। ২৩ (লিটল ম্যাগ চত্বর), ৪৯৫ (সোহরাওয়ার্দি)। যারা ঢাকার বাইরে আছেন, আমার নাম্বারে ১৮০ টাকা বিকাশ করলে পাঠিয়ে দেবো। সাথে, অথবা এমনিই কথা বলতে চাইলে আমি আছি, আছি! নাম্বারটা হলো- 01937205402

শুভরাত্রি।

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন লাগল গল্পের পেছনের গল্প জেনে। আগ্রহতো বেড়েছেই।

মাত্র দুদিন যেতে পেরেছিলাম মেলায়! সব ষ্টল ঘুরতেো পারিনি! আগ্রহ জেগে রইল :)

এমনিই কথা বলতে চাইলে আমি আছি ;) =p~ =p~ =p~ ভাল লাগল :)

+++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: আগ্রহ জানাতে পেরে আনন্দিত। :#)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: গল্পের পিছনের কাহিনী দু'টো জেনে ভালো লাগল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সুমন কর। ভালো থাকবেন।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:
আচ্ছা ...

:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

হাসান মাহবুব বলেছেন: বৃহস্পতিবার আসবেন?

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

অরুনি মায়া অনু বলেছেন: বেশ অন্যরকম একটি গল্প মনে হচ্ছে। পড়ে ভালই লাগবে।
আমি কিন্তু মাহমুদ কলিকে দেখেছি :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

হাসান মাহবুব বলেছেন: আমিও দেখেছি পরে নেটে। সুন্দর দেখতে।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

আরজু পনি বলেছেন: ইনশাহআল্লাহ...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: জাঝাকুল্লাহ!

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

'নরকের রাজপুত্র'র জন্য অনেক শুভ কামনা থাকলো!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫

আরণ্যক রাখাল বলেছেন: ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: রিভিউ কই?

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫

খোলা মনের কথা বলেছেন: বেদের মেয়ে জোসনা খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ নাকি এক সময় মাহমুদ কলির প্রেমে পড়েছিল। মাহমুদ কলি পরে ছ্যাকা দেওয়ায় অঞ্জু ঘোষ নাকি দেশ থেকে চলে গেছে। আজও ফিরে আসেনি!!!!!! :( :( :(

এত্তো বড় নায়ুক্কে চিন্তে পার্লেন না মশাই!!!!! :D :D :D

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: কন কী! এই তথ্য তো জানতাম না! B:-)

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: লিখছি ভাই

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

হাসান মাহবুব বলেছেন: ওয়াও!

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: আজই পোস্ট করবো

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: তাড়াতাড়ি!

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: অফিস থেকে উৎপন্ন দুটি গল্প
একদিন অফিসে গ্যাঁজাইতে গিয়ে হিমালয় প্রসঙ্গ উঠালো ....।

আমিও অফিস এ গ্যাঁজাই কিন্তু আমার ঘটে গল্পের প্লট আসে না। মানে আমি এটাই বুঝলাম খালি গ্যাঁজাইলেই হবে না , প্রতিভাবান হতে হবে! গল্পের বইয়ের জন্যে অভিনন্দন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! আপনার প্রতিভা অন্যখানে। সেখানে আবার আমি নেই।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: দুটো গল্পের পেছনের কাহিনী জানলাম।

শুভকামনা রইলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রুহী, ভালো থাকবেন।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

কল্পদ্রুম বলেছেন: গল্পের পিছনের গল্প পড়ে ভালো লাগলো।আপনার জন্য শুভকামনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কল্পদ্রুম। শুভকামনা।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

ভাবুক কবি বলেছেন: ভাল গল্প, আবার মেলায় গেলে সংগ্রহে রাখার চেষ্টা করব।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনার আগ্রহের জন্যে।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮

মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: নরকের আবার রাজপুত্র থাকে নাকি? ফাউল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

হাসান মাহবুব বলেছেন: এখন কী করবেন রেফারি সাহেব? রেড কার্ড দেখাবেন? =p~

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭

আসল শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:


হাসান ভাই আমাকে সাহায্য করুন। আমার নিক নিয়ে চরম দুষ্টামি করছে কে বা কারা।
আমার আসল নিক শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)। আমি বর্তমানে কমেন্ট ব্যান, অন্যের পোস্টে কমেন্ট করতে পারি না। অসুস্হতার কারণে গত কয়েকদিন যাবত ব্লগেও অনিয়মিত। গতকাল থেকে দেখছি আমার নাম বদনামি করে তিনটি নিক অশ্রাব্য ভাষায় মানুষের পোস্টে পোস্টে মন্তব্য করে আসছে। জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) নিকের মন্তব্য খুব কাছাকাছি হওয়াতে অনেকে বিশ্বাসও করছে। ঐ নিকটাও আসল না, এরা আমার এবং সামুর ক্ষতি করার জন্য এসব করছে।

আপনারা আমাকে সাহায্য করূন। এদের নামে রিপোর্ট করুন।

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়.) বলেছেন: :> শালা তুই মাইর চিনস। আমিই সত্যের ছায়া

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৭

তারছেড়া লিমন বলেছেন: ভাল লাগা রইল........

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ লিমন।

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

কালীদাস বলেছেন: আচ্ছা, এই তাহলে গল্পের পেছনের গল্প :)
চেয়ার নিয়ে আমিও একবার এই শূণ্যতা অনুভব করেছিলাম।
শুভকামনা :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২০

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ! এমন আরো অনেক গল্পের পেছনের গল্প আছে। থিংকু।

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

টুনটুনি০৪ বলেছেন: ভালো লাগল। শুভ কামনা জানবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ টুনটুনি। শুভেচ্ছা রইলো।

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গল্পের পেছনের গল্প বেশ ভাল লাগল। প্রিয় লেখক আপনার লেখালেখির সাফল্য কামনা করছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মহাশয়। শুভরাত্রি।

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩

নীলপরি বলেছেন: অনেক শুভকামনা রইলো ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫

বৃতি বলেছেন: হায় হায়! চেয়ার নিয়ে আমারও একটা গল্প লেখার কথা! আমার সামনের বাসায় এমি থাকে। তার ফ্রন্ট ইয়ার্ডে একটা কাঠের রকিং চেয়ার পেতে রাখা, ডেকোরেশনের জন্যই। চেয়ারটা দেখলেই মনে পড়ে, একে নিয়ে লিখতে হবে।

গল্পগুলোর পেছনের গল্পগুলোও সুন্দর।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: লিখে ফেলেন।।আপনি যা লেখেন তাই সুন্দর হয়।

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮

অন্তরন্তর বলেছেন:
গল্পের পিছনের গল্প ভাল লেগেছে। মাহমুদ কলির অনেক ছায়াছবি দেখেছি। আমাদের সেই সময় বিনোদনের সিনেমা ছারা কিছু ছিল না। তাই ছায়াছবি দেখা হত অনেক বন্ধুতে মিলে। আপনার বইটা মেলা হতে সংগ্রহ হয়েছে কিন্তু আমার হাতে যে কবে আসবে তা জানি না। শুভ কামনা হাসান ভাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫

হাসান মাহবুব বলেছেন: শুভ দুপুর অন্তর ভাই।

২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬

কাবিল বলেছেন: বই মেলা কি শেষ হয়ে গেছে? বা কতদিন চলবে?
এবারের মেলাই যেতে খুব ইচ্ছা ছিল
পারলাম না :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬

হাসান মাহবুব বলেছেন: আজই শেষ দিন :( বই পাঠিয়ে দেবো কিছুক্ষণ পরেই :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.