নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১) "অভিনন্দন, সুখ!"
মিলার বয়স সাড়ে পয়ত্রিশ। তাকে একদিন তার ঘনিষ্ঠ সঙ্গী জিজ্ঞেস করলো, "আচ্ছা,তুমি সুখের গোপন রহস্য জানো?"। ফিসফিস করে জিজ্ঞেস করলো, যেন কেউ শুনতে না পায়। মিলাও খুব সতর্কতার সাথে শুনে নিলো, যেন কর্ণকুহর থেকে তা সটকে না পড়ে।
খুব সাবধানে সঙ্গীর আলিঙ্গন থেকে মুক্ত হয়ে ন্যালাখ্যাপা ন্যাদন্যাদে বাচ্চাটার চিৎকার এড়িয়ে চলে পৌঁছে গেলো ল্যাপটপের কাছে। খোঁজযন্ত্রটিতে সার্চ দিলো,
"Secret of happiness".
তার কাছে দলে দলে দঙ্গলে দঙ্গলে সুখ চলে আসতে লাগলো। সর্বমোট তিন কোটি সাতানব্বই লক্ষ সার্চ রেজাল্ট পাওয়া গেলো সুখের গোপন রহস্য সংক্রান্ত।
মিলা সুখী মনে ডাউনলোড করতে লাগলো কোটি কোটি গোপন সুখের বারতা। খুব সাবধানে, যেন কেউ না জানে!
(২)"তোমরা যে বলো দিবস রজনী সভ্যতা সভ্যতা"
আমি একজন ক্ষুধার্ত মানুষ। আমি শেষ ভক্ষণ করেছি দুই সেকেন্ড আগে। মেনুতে ছিলো ধূসর রঙের বেড়ালের উরু, এবং লাল পাখনার রাগী মোরগের ঠ্যাং। এসবে কি আর ক্ষুধা মেটে? তাই বেশ কিছু দালান-কোঠা, রাস্তা-ঘাট, লোহা-লক্কড় যোগাড় করছি খাবার জন্যে। ৩ সেকেন্ডের মধ্যেই কোটি খানেক খাবার যোগাড় হয়ে গেলো। কিন্তু খাওয়া শুরু করতে পারচ্ছি না। কারণ...
কাঁটাচামচ নেই।
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫০
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকু ফ্রেন্ডো।
২| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:৪২
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হাসান ভাই, কেমন আছেন? ব্যক্তিগত ব্যস্ততায় ব্লগে খুবই কম আসা হয়।
আর একদম ফেয়ারলি বলছি। দুটোই মাথার উপর দিয়ে গেছে। কিছুই বুঝিনাই।
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫২
হাসান মাহবুব বলেছেন: ভালো আছি শামীম।
দুটোই স্যাটায়ারধর্মী গল্প। প্রথমটার মানে হলো, সুখের গোপন রহস্য বলতে কিছু নেই। গুগলে খুঁজলেই কোটি কোটি রেজাল্ট পাওয়া যাবে। তারপরেও আমরা ভাবি যে গোপন আমরা জেনে গেছি।
আর দ্বিতীয়টি তো খুব সহজ। সভ্যতার প্রতি উপহাস।
ভালো থাকবেন।
৩| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর হামা ভাই। দুটোই জব্বর হইছে।
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সুজন।
৪| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩
সুমন কর বলেছেন: এই প্রথম আপনার পোস্টে দিলাম, "মোটামুটি লাগল ! "
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৩
হাসান মাহবুব বলেছেন: এই প্রথম, কিন্তু শেষ নয় নিশ্চয়ই
৫| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অামার কাছে খুব ভালো লাগলো দুটো গল্পই। গল্প ছোট পড়তে হলেও দুটো গল্পের কথায় অনেক গভীরতা, অনেক ব্যাপকতা।
যার আছে তারই লাগে আগে, যার নেই সে উপক্ষিতই থেকে যায় যুগ যুগ ধরে!
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৪
হাসান মাহবুব বলেছেন: নিবিষ্ট পাঠের জন্যে ধন্যবাদ নয়ন।
ভালো থাকবেন।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
ধন্যবাদ হাসান মাহবুব ভাই।
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ হেনা ভাই।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: মেনুতে ছিলো ধূসর রঙের বেড়ালের উরু, এবং লাল পাখনার রাগী মোরগের ঠ্যাং। এসবে কি আর ক্ষুধা মেটে?
বাপরে কি সর্বনাশ এসব মেনু।,...। হাহাহাহা
খুব সুন্দর হয়েছে গল্প দুটি
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ছবি।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: প্রথমটা বেশি ভাল্লাগছে।
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস সোহেল।
৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৮
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
এত্তো ছোট বনসাঁই যে ভালো করে আগলে রেখে পড়তে হলো, যাতে চোখের লেন্স থেকে ছিটকে না পড়ে ।
আবার " সেইরাম হঈছে" মন্তব্য করতে গিয়ে দেখি , কলমের কালি শেষ ...........
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯
হাসান মাহবুব বলেছেন: হাহা! বনসাই মন্তব্য।
১০| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: বনসাই তো হলো এবার বটবৃক্ষ চাই !
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০
হাসান মাহবুব বলেছেন: কাজ চলছে।
১১| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩
অগ্নি সারথি বলেছেন: সর্বমোট তিন কোটি সাতানব্বই লক্ষ সার্চ রেজাল্ট পাওয়া গেলো সুখের গোপন রহস্য সংক্রান্ত। -
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১
হাসান মাহবুব বলেছেন: গুগলে সবকিছুই কোটি কোটি পাওয়া যায়।
১২| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৭
সিগনেচার নসিব বলেছেন: দারুন সৃষ্টিতত্ত্ব
মুগ্ধতা রেখে গেলাম
০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নসিব। স্বাগতম আমার ব্লগে।
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৯
ধ্রুবক আলো বলেছেন: দুইটাই ভালো লাগছে ++
০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২
হাসান মাহবুব বলেছেন: শুনে ভালো লাগলো।
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দ্বিতীয়টা দুর্দান্ত।
০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৩
হাসান মাহবুব বলেছেন: আমার নিজের কাছেও এটা বেশি প্রিয়।
১৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২১
সানজিদা আয়েশা শিফা বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম হামা ভাই ।
পিলাস নিন এক ঝুড়ি !
০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৯
হাসান মাহবুব বলেছেন: আহা এত প্লাস! বিকালে চা দিয়া খামু।
১৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৫
ANIKAT KAMAL বলেছেন: রহস্যের যাদুমাখা সময়ের শ্রেষ্ঠ অহংকার । অার কত মুগ্ধতার অাবেশে হারিয়ে যাব বন্ধু ভাল থাকুন
০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
বর্ষন হোমস বলেছেন:
খুব শিঘঘিড়ি কাঁটাচামচ চলে আসবে হাতে
০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, হেভি ভোজ হবে
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
অতঃপর হৃদয় বলেছেন: হামা ভাই আমিও সার্চ দিবো নাকি?
০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
হাসান মাহবুব বলেছেন: সার্চ দেন, ডাউনলোড করেন। সুখ তো খুবই সহজলভ্য জিনিস!
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:০১
ইমন তোফাজ্জল বলেছেন: ভাল লাগল
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮
হাসান মাহবুব বলেছেন: থিংকিউ।
২০| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:০৬
পুলহ বলেছেন: প্রথমে বুঝতে পারি নি, আপনার ব্যাখ্যা দেখার পর ২ নং স্যাটায়ারটা বেশি ভালো লাগলো।
ধন্যবাদ এবং শুভকামনা।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পুলহ।
২১| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:১৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
সুখের খোঁজে, ভীন্ন গ্রহে, যাচ্ছি মোরা অন্য পথে,
সাধ্য কার, আরাধ্য যার, হয়েছি সওয়ার রণ-রথে।
একটু খানি, সুখ আনি, বিড়াল মাসীর চর্বি চোষে,
তাইতো খাই, যাচ্ছেতাই, রাগীর ঠ্যাং ভোজন রসে।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:১৯
হাসান মাহবুব বলেছেন: দারুণ!
২২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সুখের গোপন রহস্য কি,তা জানার আগে জানতে হয় সুখ কি,কিন্তু দুঃখ সবাই সুখী হওয়ার উদ্দেশ্যে সুখের গোপন রহস্য জানতে চায়।বিনিময়ে সার্চ রেসাল্টের(রুপক)মাঝেই নিজেকে সীমাবদ্ধ রেখে সুখের গোপন রহস্য খুঁজে আর সুখী হওয়ার বৃথা চেষ্টা করে।কিন্তু এরপরেই সে আগের চাইতেও বেশি অসুখী হয়ে পড়ে।কারণ,তার ধারণা সে সুখের গোপন রহস্য জানে।তবুও সে সুখী হতে পারছে না।
কাঁটাচামচ আসুক।সভ্যতা ভক্ষণের জন্য অতীব প্রয়োজনীয় বস্তু।
এত্ত ভালো লিখেছেন কেন???
ধুর,ভাল্লাগছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৯
হাসান মাহবুব বলেছেন: এত ভালো কইছেন কেন? ধুর, ভাল্লাগে নাই!
শুভ সকাল।
২৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১
উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লাগল বনসাই গল্প দুটো।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সায়মা।
২৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নেহায়েত মন্দ লাগেনি।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে।
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১:৪৫
সোহানী বলেছেন: আপনার গল্প সাধারনত আমার মাথার উপ্রে দিয়া যায়... যাইহোক এবারের গুলা মাথা ঘেইসাঁ গেছে...
ভালোলাগা সহ ++++++++
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৪
হাসান মাহবুব বলেছেন: জয় মাথা!
২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৫
হাতুড়ে লেখক বলেছেন: বুঝছি বস।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৫
হাসান মাহবুব বলেছেন: ভালো করেছো কর্মচারী!
২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭
হাতুড়ে লেখক বলেছেন: মাস শ্যাষ। হাত চুলকায়। তাড়াতাড়ি বিকাশ করেন বস ।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৮
হাসান মাহবুব বলেছেন: হাত চুলকাইলে মলম কিনা লাগাও
২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১
হাতুড়ে লেখক বলেছেন: মলম কিনতে পয়সা লাগে বস
০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২০
হাসান মাহবুব বলেছেন: হাত চুলকাইলে টেকা আসে।
২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৮
কাল্পনিক কামিনী বলেছেন: ভালো লাগল।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কামিনী।
৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫
আমি তুমি আমরা বলেছেন: গভীর...
০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪
হাসান মাহবুব বলেছেন: ডুইবা যান নাই তো?
৩১| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১
নায়না নাসরিন বলেছেন: বেটে বামুন গল্প ভালোলাগলো ভাইয়া
০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নায়লা। ভালো থাকবেন।
৩২| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৩
আলোরিকা বলেছেন: ! +++++
০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৫
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আলোরিকা। শুভবিকেল।
৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৫
নস্টালজিক বলেছেন: দারুন! মুগ্ধপাঠ।
ছোট্ট টাইপো আছে। ঠিক করে নিও।
অভিনন্দন।
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২২
হাসান মাহবুব বলেছেন: থিংকু! ঠিক করে নেবো।
৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩২
ঢাকাবাসী বলেছেন: দারুণ লাগল যে!
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নিবেন যে!
৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০২
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে বনসাই গল্প ।
ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল ।
০৯ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আলী ভাই। ভালো থাকবেন।
৩৬| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৯
অতৃতীয় বলেছেন: কিভাবে পারেন?
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৬
হাসান মাহবুব বলেছেন: কী পারলাম?
৩৭| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪
নিশাত১২৩ বলেছেন: শক্তিমান প্রিয় ব্লগার হাসান মাহবুব,
মুগ্ধ করলেন বরাবরের মতই।
প্লাস ++++++
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ নিশাত। শুভরাত্রি।
৩৮| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩২
রঙ্গিন চোখে বাংলাদেশ বলেছেন: apnar likha valo lage...........just awesome
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো থাকবেন।
৩৯| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮
নীলপরি বলেছেন: দুটোই ভালো । প্রথমটা তো দারুন ।
শুভকামনা।
১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! শুভরাত্রি।
৪০| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৩
শান্তির দেবদূত বলেছেন: দারুন, বনসাই হলেও মেসেজগুলো মহীরুহ। শুভেচ্ছা রইল।
১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫১
হাসান মাহবুব বলেছেন: তাইলে তো লেখা সার্থক! ধন্যবাদ ভাই
৪১| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১২
িত্রস্তান বলেছেন: হাসান ভাই আরো এক কোটি বাড়ছে....
২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯
হাসান মাহবুব বলেছেন:
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:২২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ভালো লাগতেছে। ২ নম্বরটা পোয়েটিক।