নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃণা হতভম্ব হয়ে মনিটরের দিকে তাকিয়ে আছে। চোখের সামনে যা দেখছে তা তার বিশ্বাস করতে মন চাইছে না। কেন দেখতে গেলো সে? অধিক কৌতূহলের ফল কখনই ভালো হয় না, তা সে অনুভব করতে পারছে হাড়ে হাড়ে, রোমে রোমে, শিরায় শিরায়। কেন সে রেজার ব্রাউজিং হিস্টোরি দেখতে গেলো? কী দরকার ছিলো তার? অবশ্য সত্যের মুখোমুখি তো একদিন হতেই হতো, এড়ানো যেতো না কোনোভাবেই।
ভালোবাসার মানুষেরা মাঝেমধ্যে খুব বোকার মত কাজ করে। অজান্তেই বিশাল কষ্ট দিয়ে ফেলে। রেজা কি পারতো না ব্রাউজিং হিস্টোরিতা ক্লিয়ার করতে? সত্যটা না হয় কদিন পরেই জানতো তৃণা! গুগল ক্রোমের উইন্ডোটা যেন তৃণার দিকে তাকিয়ে উপহাস করছে।
সামনে একটা অদ্ভুত সুন্দর দিনের জন্যে আগ্রহ নিয়ে অপেক্ষা করে ছিলো সে। এখন সব ফ্যাকাশে লাগছে। ধুসর গোধূলির অস্তাভায় মলিন হতে লাগলো তার মনের ঘরদোর। এই কি প্রাপ্য ছিলো তার?
চোখ ভর্তি জল নিয়ে সে মোবাইলটা হাতে নিলো। কাঁপাকাঁপা হাতে টাইপ করতে লাগলো,
“রেজা, আমি ভাবতেও পারি নি তুমি এমন একটা ভুল করবে। মাত্র ৭ দিন পরে আমার জন্মদিন। অনলাইনে কী গিফট কেনাকাটা করতেছো সেটা আমার চোপার উপর খুইলা রাখার তো কোনো দরকার ছিলো না! দিলা তো সারপ্রাইজ নষ্ট কইরা! (অশ্রাব্য) !"
তৃণা রাগত দৃষ্টিতে কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে হেয়ার ড্রায়ারটাকে চোখের দৃষ্টিতে ভস্ম করে দেয়ার চেষ্টা চালাতে লাগলো।
২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০২
হাসান মাহবুব বলেছেন: খুব দামী কিছু না। হেয়ার ড্রায়ার।
২| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাসপেন্স অনুযায়ী ফিনিসিং হয়নি...
২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
হাসান মাহবুব বলেছেন: এটা আসলে একটু কমিকাল টুইস্ট
৩| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
আখেনাটেন বলেছেন: চমৎকার না বলে বলতে হচ্ছে 'মোটামুটি'।
এন্ডটা সাসপেন্স অনুসারে অারো হাস্যকর বা বেদনাবিধুর হলে পাঠকের অাকাঙ্খা কিছুটা হলেও পুরুন হত। অামার রেটিং দশে চার।
২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
হাসান মাহবুব বলেছেন: এটা আসলে (প্রায়) জীবন থেকে নেয়া, মানে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছিলো আরেকটু হলে। হে হে।
৪| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে তিথীমনিকে!!!!!!!
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০০
হাসান মাহবুব বলেছেন: 'তিথি'
৫| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৪
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
একটু অন্য রকম । অনেক কিছুই হতে পারতো , হয়নি ।
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৫
হাসান মাহবুব বলেছেন: অন্যরকম তো বটে
৬| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৭
ওমেরা বলেছেন: ওরে বাবা !! আহাল্দ কত্ত !!
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৩
হাসান মাহবুব বলেছেন:
৭| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪
রায়হানুল এফ রাজ বলেছেন: মোটামুটি।
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্যে।
৮| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: দিলা তো সারপ্রাইজ নষ্ট কইরা! (অশ্রাব্য) !"
হা হা হা
++++
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪০
হাসান মাহবুব বলেছেন: অবশেষে একটি ইতিবাচক মন্তব্য!
৯| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮
আমি তুমি আমরা বলেছেন: অন্যরকম টুইস্ট আশা করেছিলাম। তবে এটাও খারাপ না।
তৃতীয় প্লাস
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।
১০| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩
সুমন কর বলেছেন: মোটামুটি।
অ.ট.: এখন আর আপনি আমাদের ব্লগে আসেন না !! ব্লগেও কম দেখা যায় !!
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪
হাসান মাহবুব বলেছেন: সে অনেক কথা!
১১| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৬
করুণাধারা বলেছেন: গল্পটা পড়তে ভালই লাগছিল। কেন যে মোচড় মেরে থামিয়ে দিলেন!!
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৫
হাসান মাহবুব বলেছেন: এই কেন যে'টাই তো গল্প!
১২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন:
কিছু একটা হতে গিয়েও যেন হলো না ! তবে শেষের ব্যাপারটা বেশ মজার ছিলো। আমি তো ভেবেছি কি না কি দেখে ফেললো !! হা হা ।
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৫
হাসান মাহবুব বলেছেন: হা হা! থিংকু কবি।
১৩| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: একটু চমকতো অবশ্যই পেলাম।।। কোথায় তুলকালাম হবে, সেখানে কি নাা ড্র্রায়ারটা হাসছে!!
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৬
হাসান মাহবুব বলেছেন: আপনিও হাসুন
১৪| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৩
মোস্তফা সোহেল বলেছেন: কত কিছু ভাবছিলাম কিন্তু কিছুই হইল না।
লেখক পাবলিকের মন বোঝে না!
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯
হাসান মাহবুব বলেছেন: মাইনাস নাই, কী আনন্দ!
১৫| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬
সোহানী বলেছেন: এইটা কিছু হইলো.............. যাহোক অনেকদিন আসছেন এইটাই বেশি কিছু...........
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯
হাসান মাহবুব বলেছেন: মনে রেখেছেন সোহানী? থ্যাংকিউ!
১৬| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৬
ফারা বলেছেন: Besi Koutuhol Thaka Kokonoi Tik Na. Onner Browsing History Deka o Tik Na.
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬
হাসান মাহবুব বলেছেন: আমার খুব ভালো লাগে দেখতে
১৭| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯
ক্লে ডল বলেছেন: হা হা হা! ভাবছিলাম রেজা কি না কি করে ফেলছে।
সুমন কর বলেছেন:
অ.ট.: এখন আর আপনি আমাদের ব্লগে আসেন না !! ব্লগেও কম দেখা যায় !!
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮
১৮| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯
রাতু০১ বলেছেন: হালকা মেজাজের টুইস্ট , সুন্দর।
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রাতু!
১৯| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬
তাশমিন নূর বলেছেন: খারাপ হয় নাই কিন্তু। আমি ভাবলাম বড় গল্প হতে যাচ্ছে, সম্পর্কের টানাপোড়েন জাতীয় কিছু... ভাবনা ধাক্কা খেল অন্তত। অতএব, বাহবা!
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১
হাসান মাহবুব বলেছেন: আপনি এখানে কোত্থেকে এলেন!
২০| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৪
তাশমিন নূর বলেছেন: @হাসান মাহবুব
কেন, আপনি যেখান থেকে...?
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬
হাসান মাহবুব বলেছেন: আপনাকে চেনাই যাচ্ছে না!
২১| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুরুতেই শেষ !! তবে ভাল লেগেছে।
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
২২| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০
সেলিম আনোয়ার বলেছেন: আরও ভাল লিখবেন ।সেই প্রত্যাশা থাকলো ।
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২
হাসান মাহবুব বলেছেন: দোয়া রাইখেন।
২৩| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হামা ভাই হয়তো ব্যাস্ত হয়ে পড়ছিলেন তাই এখানেই ড্রাইভ করলেন তবে ভেবেছিলাম আরেকটু যাব সাথে তা যখন হয়নি এখানেই তুষ্ট। ভাল থাকবেন সবসময়।
২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৯
হাসান মাহবুব বলেছেন: আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি।
২৪| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭
সোমহেপি বলেছেন: পারিবারিক গফ !
২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৪
হাসান মাহবুব বলেছেন: হয়।
২৫| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২
ফয়সাল রকি বলেছেন: অশিক্ষিত বউ হলে (অশ্রাব্য) কথাগুলো শুনতে হতো না মনে হয় ....
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৩
হাসান মাহবুব বলেছেন:
২৬| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৩
জেন রসি বলেছেন: ফেবুতে পড়েছিলাম।
এখানে মন্তব্য করলাম।
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রসি।
২৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:১৮
জাহিদ অনিক বলেছেন: বাহ । বেশ তো । এদেরকে প্রাইভেট উইন্ডো ব্যবহার শিখাইতে হইবে
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৩
হাসান মাহবুব বলেছেন: তা আর কইতে!
২৮| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, মজা পেলাম
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ তামান্না।
২৯| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯
আনু মোল্লাহ বলেছেন: মজা পাইছি।
বউ অশ্রাব্য নাই কইলেও পারত। ( অবশ্য যাই কউক রেজা তো আর শুনে নাই।)
২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১
হাসান মাহবুব বলেছেন: হা হা হা! শুনে নাই, দেখছে!
৩০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২
পার্থ তালুকদার বলেছেন: সারপ্রাইজ অার সারপ্রাইজ থাকলো না
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
হাসান মাহবুব বলেছেন: কী আফসোসের কথা!
৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
রেজার এমন বেকুবামি মোটেও গ্রহণযোগ্য না ||
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
হাসান মাহবুব বলেছেন: সহমত!
৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
শাহানাজ সুলতানা বলেছেন: ভাল
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শাহনাজ সুলতানা।
৩৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৪
কালীদাস বলেছেন: হা হা হা
আগের ডার্ক হিউমারগুলো আবার শুরু করতে পারেন, অনেক বছর হয় দিচ্ছেন না ব্লগে
১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
হাসান মাহবুব বলেছেন: আসবো, ফিরে আসবো আমি আসবো।
৩৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮
বর্ষন হোমস বলেছেন: হাঃহাঃহাঃ।গল্প পড়ে হাসি চলে আসছে।মনে কর্ছিলাম সিরিয়াস কিছু হবে।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪
হাসান মাহবুব বলেছেন: এইডাইতো মজা!
৩৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২১
অনিক_আহমেদ বলেছেন: হায়রে আমার হেয়ার ড্রায়ার...! হায়রে আমার হিস্ট্রি....! হা হা হা। খুব মজা করে লিখেছেন! প্রথম থেকে থ্রিলিং...শেষে পেট ফাটানো হাসি!
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৮
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো থাকবেন।
৩৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা, শেষে এমন আশা করি নাই। ট্রাজিক কিছু ভাবছিলাম। ভালোই হয়েছে, মুটামোটি।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬
হাসান মাহবুব বলেছেন: ইহা প্রায় হতে যাচ্ছিলো এমন একটা ঘটনা অবলম্বনে রচিত
৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
মিনহাজুল পলক বলেছেন: টাক্লা মেয়েদের হেয়ারড্রায়ার গিফট করলে এমনিতেও রেগে যায় হাহাহা
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৫
হাসান মাহবুব বলেছেন: মেয়েদের আবার টাক পড়ে নাকি?
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০
শ্রোডিঙ্গার বলেছেন: খুব দামি কিছু কিনছে মনে হলো। কী কিনছে, জানার আগ্রহ হচ্ছে।