নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম উপন্যাস- মন্মথের মেলানকোলিয়া

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২


আচ্ছা, শুরু করা যাক তবে। কাল থেকে তো বইমেলা শুরু। আমার প্রথম উপন্যাস মন্মথের মেলানকোলিয়া আসছে এবার চৈতন্য থেকে। উপন্যাসটি নিয়ে ফেসবুকে বেশ কিছু পোস্ট দিয়েছি আগে। কিন্তু এটার বিষয়বস্তু নিয়ে তেমন কিছু বলা হয় নি। ফ্ল্যাপের লেখাটি তুলে দিই?

“কাজলী, সামলেসুমলে রাখুন নিজেকে। আপনার জীবনাচরণ দুনিয়াসুদ্ধ মানুষকে জানিয়ে দিয়েছি। আমি অবশ্য জানি এতে আপনার তেমন কিছু এসে যায় না। আপনি কেয়ার করেন না। কিন্তু আমি তো করি! আপনাকে আমি নেহায়েত একটি কাগুজে চরিত্র হিসেবে হারিয়ে যেতে দিতে চাই না।
বিট্টু, একটা কুকুরের খুব শখ ছিলো আমার। কিন্তু পেলাম না কখনও তোকে। তাই বলে কি তুই ৯৩-৯৪ এর সৈয়দপুরের পানি উন্নয়ন বোর্ড কলোনির কিছু সুখস্মৃতির বুদবুদ হয়ে হারিয়ে যাবি? তা কী করে হয়!
মিরু, তুই একবার আমার এক ওভারে ২৮ রান নিয়েছিলি। তুই সামনে থেকে এগিয়ে নিয়ে যেতি আমাদের। তোর ওপর এবার অনেক দায়িত্ব দিয়ে দিয়েছি। ওদেরকে নিয়ে তদবির করতে করতে একদম ঈশ্বরের রাজপ্রাসাদ পর্যন্ত চলে যেতে পারবি না?
তুই না পারলে কে পারবে? তোরা না পারলে কেউ পারবে না!"

প্রচ্ছদ করেছে নির্ঝর নৈঃশব্দ্য। বইটি যাকে উৎসর্গ করেছি সে এখনও জানে না। নিশ্চিত, সে বিশাল এক সারপ্রাইজ পাবে।

আপনাদের মধ্যেই কেউ ;)
চৈতন্যের স্টল নাম্বার ৬০৪-৬০৫ (উদ্যান প্রাঙ্গন) এবং ৫৬ (লিটল ম্যাগ প্রান্তর)
কাল মেলায় যাচ্ছি। দেখা হবে তো?

মন্তব্য ৬০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

জনৈক অচম ভুত বলেছেন: নাম এবং প্রচ্ছদ ভাল লেগেছে। ‘‘মন্মথের মেলানকোলিয়া’’র জন্য শুভকামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। বইটি সংগ্রহ করে আমার স্ট্রাগলকে সহায়তা করুন!

২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা হাসান ভাই ।
ভালো লেগেছে আপনার ফ্ল্যাপের লেখা টুকু ই ;হতে পারে বন্ধুদের নিয়ে বিষণ্ণতা 'র খেরোখাতা !!!!
নির্ঝর নৈঃশব্দ্য 'র জন্য ও শুভ কামনা ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মনিরা। ভালো থাকবেন।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

এম এম করিম বলেছেন: শুভকামনা রইল।

আশা করি পাঠকপ্রিয়তা পাবে বইটি।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: পাঠকপ্রিয়তা খুবই দরকার আমার। আই নিড আ বুস্ট!

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

ব্লগারেরা উৎসাহিত হবেন আপনার বই দেখে

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: আপনি তো আগের গল্পে আর কমেন্ট করলেন না।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

এম এম করিম বলেছেন: কী যে বলেন না, আপনাকে তো সবাই চেনে।

আমার একটা গল্পের ব্যপারে আপনার অভিমত/মতামত/ফীডব্যাক দরকার। সময় থাকলে কষ্ট করে অনেস্ট ওপিনিয়ন জানালে কৃতজ্ঞ থাকবো। লিঙ্ক ফেবুতে নক করবো কিনা ভাবছিলাম ক'দিন ধরে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

হাসান মাহবুব বলেছেন: আমি অবশ্যই জানাবো।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২

জাহিদ অনিক বলেছেন:


দেখি না গেলেও খুব তাড়াতাড়িই যাব মেলায়।
আপনার বই সহ আরও অনেকের বই উল্টে-পালটে দেখার ইচ্ছে আছে। ভালো লাগলে দুই একটা বই কিনব।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অনিক। শুভকামনা রইলো।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

সোহানী বলেছেন: ‘‘মন্মথের মেলানকোলিয়া’’র জন্য শুভকামনা।

সংগ্রহ একটু সমস্যার এ মূহুর্তে ....... কোন এক সময় হবে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সোহানী। শুভরাত্রি।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০২

মোস্তফা সোহেল বলেছেন: বইটি পড়ার ইচ্ছে রইল।
আপনার জন্য অনেক শুভ কামনা রইল ভাইয়া।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সোহেল আমার স্ট্রাগলকে সমর্থন করার জন্যে।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪

পার্থ তালুকদার বলেছেন: শুভকামনা হাসান ভাই । আশাকরি মেলায় দেখা হবে একদিন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, এবার দেখা হবেই।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

আলোরিকা বলেছেন: অভিনন্দন ও শুভকামনা । গত দুবছর মেলায় যাওয়া হয়নি নানা কারণে । দেখি এবার কি হয় ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

হাসান মাহবুব বলেছেন: এবার মেলায় না এলেও অনলাইনে কেনার সিস্টেম আছে। কোনো ছাড়াছাড়ি নাই! B-)

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

আলোরিকা বলেছেন: হ্যাঁ তা তো জানিই.।.।.।.।.।কিন্তু মেলায় যাওয়ার মজাই আলাদা :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, তা তো অবশ্যই।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ফ্ল্যাপের লেখাটি বেশ আকর্ষণীয় হয়েছে। উৎসর্গ কাকে করছেন, সেটিও কৌতূহল জাগাচ্ছে। অনেক শুভ কামনা।

ফেইসবুকে একবার জানিয়েছি, এবার ব্লগার আমার পক্ষ থেকে অভিনন্দন নিন!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: বই হাতে নিয়াই দেইখেন কারে উৎসর্গ করছি! ;)

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

জেন রসি বলেছেন: পড়ব। আগ্রহ নিয়েই পড়া শুরু করব এটা নিশ্চিত।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

হাসান মাহবুব বলেছেন: বিলাই থেকে এ্যানার্কিস্ট হবার কাহিনীটা ভালা পাইছি। চালায় যান।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

জেন রসি বলেছেন: এ্যানার্কিস্ট হই নাই। বিলায়ই ছিলাম। এ্যানার্কিস্ট হওয়ার ন্যাচারাল প্রবৃত্তিকে দমন কইরা। অভিনয়টা ভালা পাইতে পারেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

হাসান মাহবুব বলেছেন: তাই সই।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার গ্রন্থের সফলতা কামনা করছি। যারা ভালো লেখেন, তাদের বইয়ে শব্দের বিন্যাস, বানানরীতির প্রতি আমার ব্যক্তিগত দাবি কিংবা প্রত্যাশা একটু বেশি থাকে। সামলে সুমলে সাধারণত এক শব্দে লেখা হয়, তদবির-এ হ্রস্ব ই-কার। আপনার গ্রন্থের বহু সংস্করণ আশা করছি, যাতে ক্রমশ সুন্দর থেকে এটি সুন্দরতর হয়ে উঠে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২২

হাসান মাহবুব বলেছেন: আপনার মত একজন পাঠক যদি আমার বইটি পড়ে মতামত জানান তাহলে আনন্দিত হবো। ব্লগের লেখায় আমি ভুলগুলো শুধরে নিচ্ছি। অনেক ধন্যবাদ!

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আগামীকাল মেলায় উপস্থিত হয়ে এককপি নেয়ার ইচ্ছা রাখি, অনেক শুভকামনা............

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

হাসান মাহবুব বলেছেন: দুঃখিত, কাল পাবেন না। ৫ তারিখে আসবে :(

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সিরিয়াসলী বলছি, তাহলে ৫ তারিখের পরই আমি বইমেলায় ঢুকবো..........

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

হাসান মাহবুব বলেছেন: ওকে। দেখা হবার ইচ্ছা থাকলো।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৫

কালীদাস বলেছেন: ইয়েস!!
অভিনন্দন রইল :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ওল্ড মেইট!

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫

ক্লে ডল বলেছেন: সংগ্রহের বাসনা রয়েছে মনে মনে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭

হাসান মাহবুব বলেছেন: আপনাদের সংগ্রহের বাসনা জাগবে জেনেই তো বই বের করার সাহস পেয়েছিলাম।

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

আরইউ বলেছেন: অফুরন্ত অভিনন্দন হাসান!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় পাঠক!

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: ইচ্ছা সত্ত্বেও আপনার উপন্যাসটি সংগ্রহ করতে একটু সময় লাগবে, তবে এটি পড়ার প্রবল প্রত্যাশা আছে। সাধারণভাবে আপনার লেখার প্রতি পর্যবেক্ষণ হচ্ছে, আপনি জোরালো বর্ণনাকে প্রাধান্য দেন, এটি অবশ্যই একটি শক্তিশালী ধারা। উত্তম পুরুষে লেখার নানা সীমাবদ্ধতা দূর করতে বর্ণনা অবশ্যই সুপরিস্ফূট হওয়া আবশ্যক।

যেহেতু আপনার লেখনি শক্তিশালী, বিষয়বস্তু বৈচিত্রময়, উত্তম পুরুষেও অন্য ধরণের নিরীক্ষণ আপনার করা উচিত বলে মনে করি। বর্ণনা কেটেছেঁটে, তাতে নির্লিপ্ত নিরাসক্ত ভাব এনে, চরিত্রগুলো আরও সাদামাটা কিন্তু বিস্তৃত করুন এবং তাদের তাৎক্ষণিক, স্পষ্ট রহস্যময় করার চেয়ে ঘটনাক্রমিক রহস্যময় করে দেখুন। আপনি যদি হুয়ান রুলফো'র "পেদ্রো পারামো" পড়ে থাকেন, তাহলে আমি যা বোঝাতে চাচ্ছি, তা স্পষ্ট হবে।

ভালো থাকুন, আমাদের জন্য লিখতে থাকুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

হাসান মাহবুব বলেছেন: পেদ্রো পারামো পড়া হয় নি। আপনার সাথে আমার জমবে বলে মনে হচ্ছে! কথা হবে।

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

সোহেল মাহমুদের খেরোখাতা বলেছেন: হ্যালো

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

হাসান মাহবুব বলেছেন: হাই। কে?

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
আই লাভ দ্যা নেইম!
আমার হয়তো এ মাসের শেষ দিকে ঢাকা যাওয়া হতে পারে, ঢাকা গেলে বইমেলায় যাবো, আর বইমেলায় গেলে এই বইটা নিবো . :-B

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: যোগাযোগ কইরো।

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

কাতিআশা বলেছেন: ‘‘মন্মথের মেলানকোলিয়া’’র জন্য শুভকামন হাসান ভাই!..বইটি এখনই পড়তে ইচছা করছে, কিন্ত নিউ ইয়র্ক থেকে পাব কি করে!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

হাসান মাহবুব বলেছেন: রকমারি থেকে নিতে পারেন। তবে সেখানে এখনও আসে নি বোধ হয়।

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:



বইয়ের সবকিছুই দেখছি রহস্যময়, নাম, বলার ভঙ্গি ইত্যাদি । বইমেলায় এখনো যাওয়া হয়ে উঠে নি । সংগ্রহের তালিকায় রেখেছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: আপনি অবশ্যই নিবেন, পড়বেন, জানাবেন।

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটা আর নরকের রাজপুত্র, আমি দেশে আসলে সংগ্রহ করবো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২

হাসান মাহবুব বলেছেন: তাড়াতাড়ি আসো!

২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




বইটি কেনার সময় আপনার দেখা পাইনি ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: কিনেছেন এজন্যে অনেক ধন্যবাদ! জানিয়েন কেমন লাগলো।

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৮

মলাসইলমুইনা বলেছেন: শুভ কামনা জানাতে মনে হয় দেরি হলো প্রথম উপন্যাসের জন্য -তবুও প্রথম উপন্যাসের জন্য অনেক শুভেচ্ছা |

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! আশা করি কিনবেন।।

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মাইদুল।

৩০| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
B-))

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

হাসান মাহবুব বলেছেন: কিনে ফেলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.