নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

কান্নাপুরী

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:৩১


দেখছি তোমার পাশে কেউ নেই
দেখছি তুমি যাচ্ছো দূরে একা
দেখছি তোমার নিভছে বুকের আলো
'যাচ্ছো ধরে মৃত্যু পদরেখা
ধরো আমরা পাথর বাঁধি নি বুকে
ধরো তোমার কান্না মিছেমিছি
ধরো তোমার ছিলো না কন্যা জায়া
ধরো আমরা চড়ুইভাতি গেছি!
ধরো তোমার সঙ্গে আছে জোনাক
ধরো তোমার কন্যারা কাঁদছে না
ধরো বুলেট হলো গোলাপ ফুল
আমাদের এই বুকটা আর কাঁপছে না!
ধরো তুমি যাচ্ছো না আর একা
ধরো তুমি থামছো নদীর পাড়
ধরো গাইছে একটা দোয়েল পাখি
হন্তারক আর হানছে না আঁধার!
দেখছি তুমি বাড়ি ফিরে এলে
দেখছি তোমার দুই পাশে দেবদূত
দেখছি ঘরে উথলে পড়ে আলো
দেখছি না আর দানব; মন্ত্রপূত...

মন্তব্য ৬৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৫৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:২৬

উম্মে সায়মা বলেছেন: :( :|

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০১

হাসান মাহবুব বলেছেন: ধরে নিন মন খারাপের কিছুই হয় নি।

৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: :(

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৪

হাসান মাহবুব বলেছেন: ধরে নিন আজ রঙধনু উঠবে।

৪| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১১

তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুন্দর, হাসান ভাই।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ তারেক।

৫| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১৫

মোঃ আল-আমিন৯৮ বলেছেন: সুন্দর কবিতা

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আল আমিন।

৬| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১৫

বিজন রয় বলেছেন: অনেরক দিন পর আপনার কবিতা পড়লাম।

মানুষের জীবনে কান্না বেশি না সুখ বেশি সেটাই ভাবছি..

আরো কবিতা আশা করি।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৬

হাসান মাহবুব বলেছেন: কবিতা আমার সাথে খুব খামখেয়ালী করে। যদি সে চায়, আসুক। আমি থাকবো অপেক্ষায়।

৭| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

আলোরিকা বলেছেন: ধরো আর দেখছির মত ভেবে ভেবেই যদি পার করে দেয়া যেত একটি জীবন !

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৭

হাসান মাহবুব বলেছেন: সত্যি, তাই যদি যেতো!

৮| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৮

শিখা রহমান বলেছেন: আমরাতো ধরেই নিয়েছি মিছেমিছি কান্নাকাটি, মূল্যহীন এই জীবন :(

কবিতাটা বিষণ্ণ সুন্দর!! শুভকামনা।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শিখা। ভালো থাকবেন।

৯| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:২৯

কাওসার চৌধুরী বলেছেন:


আব্বু
তুমি কান্না
করতেছো যে!

কথাটি এখনো কানে বাজে। সারা জীবন মেয়েটির আতংকে কাটবে। এর দায়ভার কার!! হায়রে মাদক বিরোধী অভিযান!! কেউ যায় হজ করতে আর কেউ যায় ক্রস ফায়ারে।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৩৪

হাসান মাহবুব বলেছেন: মেয়েগুলি শক্ত হোক, বড় হোক, প্রতিশোধ নিক।

১০| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:০৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,



অক্ষমের আর্তনাদগুলিই কবিতার লাইনে লাইনে ছেলেভোলানো গল্পের মতো কেঁদে কেঁদে গেছে ।
এ হলো আমাদের মতো পরাজিতদের নিজেদেরকে শ্বান্তনা দেয়ার "লালেবাই" ।

অপূর্ব একটি কবিতা , বাঙ্ময় .....................

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জী এস ভাই। ভালো থাকবেন।

১২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:২৮

আখেনাটেন বলেছেন: ধরো বুলেট হলো গোলাপ ফুল -- এটা হলে মন্দ হতো না। এত এত হিংসে-বিদ্বেষ চারপাশে কার ভালো লাগে বলুন।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৫৫

হাসান মাহবুব বলেছেন: কারোই ভালো লাগে না। তবু যে কেন সবাই এসব করে!

১৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ২:৪৩

কানিজ রিনা বলেছেন: মনে পরে যায় বাবা সে কোন সুদূরে বিদায়
সন্ধাবেলা,
আমি এপাড়ে দাড়িয়ে তুমি বাবা ওপাড়ে
ভাঁসালে ভেলা।
কেউ এমনে ফেলে যায় কেউ মৃত্যু দিয়ে
যায় ফেলে।
কত শিশু স্টেশন ফুটপাতে ঘুমায় বাবাকে
চিনেনা। কোথাও আছে বাবারা সন্তান ফেলে।
কান্নার সুর ভাসে ঘরে বাইড়ে টেলিফোনের
ওপাসে বাবা আমাকে কেমনে ফেলে গেল।

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০৬

হাসান মাহবুব বলেছেন: সহ অনুভূতি ধারণ করার জন্যে ধন্যবাদ।

১৪| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৪০

আরাফআহনাফ বলেছেন: সব কিছু "ধরে নিই" ধরেইতো বেঁচে আছি, জীবন চালিয়ে নিচ্ছি!!
আর কতো সমঝোতা মেনে নিতে হবে?
কবিতার শেষের "দেবদূত"এর দেখা আর কবে পাবো?

সুন্দর কবিতায় শুভেচ্ছা রইলো - অফুরান।

০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আহনাফ, শুভেচ্ছা রইলো।

১৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৭

শ্রাবণধারা বলেছেন: অনেক আগ্রহ নিয়ে আপনার কবিতা পড়লাম, আতি চমৎকার Catharsis মনে হলো।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:০৭

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, ভারমুক্ত হতে চেয়েছিলাম। ধন্যবাদ পড়ার জন্যে।

১৬| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সমসাময়িক বিষয় নিয়ে কবিতা।

কবিতা ভাল হয়েছে।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মাইদুল। শুভেচ্ছা রইলো।

১৭| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:০৯

সানজিদা হোসেন বলেছেন: মন্তব্য লিখতে ইচ্ছা করছিল। কিন্তু ভাষা খুজে পাচ্ছিনা

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৫

হাসান মাহবুব বলেছেন: সবসময় ভাষাকে খোঁজার দরকার নেই। ভাষারও মাঝেমধ্যে আমাদের খুঁজে নিতে ইচ্ছে করে একটু নীরবতার জন্যে।

১৮| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:০২

করুণাধারা বলেছেন: মন বিষণ্ন করে দেয়া কবিতা, সাথের ছবিটা কবিতার সাথে চমৎকার মিলে গেছে।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ করুণাধারা। ভালো থাকবেন।

১৯| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এতসব ধরার বিনিময়ে কি ফেরত পাওয়া যাবে তারে? :(

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: দীর্ঘশ্বাস আর অশ্রূই চিহ্ন রেখে যায় কেবল।

২০| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:০১

ক্লে ডল বলেছেন: অসহনীয় কষ্ট!! মেয়ে দুটো কিভাবে সইবে!!
সব বাবারা প্রতিদিন যেন তাড়াতাড়ি বাড়ী ফিরে আসে! কোন বাবা যেন আর কান্না না করে!!!

০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫৫

হাসান মাহবুব বলেছেন: আমার বুক চেপে আসে, আমার গলা ধরে আসে, আমার চোখে খটখটে, আমি বড় বিশৃঙ্খলে।

২১| ০৬ ই জুন, ২০১৮ রাত ২:০১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এঅবস্থায় কবিতায় ডুব দেয়া ছাড়া কিই বা করার আছে ? যথেষ্ট ভালমানের হয়েছে ভাই..........

০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, কবিতাতেই সান্ত্বনা খুঁজলাম।

ধন্যবাদ।

২২| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধরতে গেলে স্বপ্নেও ধরা দেয়না ধরোর স্বপ্নগুলো!
লাইভ হত্যার নিমর্মতা আগে কে কবে দেখেছে? শুনেছে!
স্তব্দতায় মূঢ় মানবতা! লজ্বায় মূখ লুকায় বিবেক!

আপনার কবিতার ছবিটা ফেসবুক থেকে আমার কবিতায় ব্যবহার করেছি! ছবিঋণ স্বীকার সহ :)

+++

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:০০

হাসান মাহবুব বলেছেন: ছবিটা আমার নিজের না। আমিও কোথাও থেকে পেয়েছি। এই অসাধারণ ছবিটি কে বানিয়েছে আমি জানি না।

২৩| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পরে আপনার কবিতা পড়া হলো, যাইহোক ভিন্নতা খুঁজে পেলাম, দোয়া রইল কবি


০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ লায়লা। ভালো থাকবেন।

২৪| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:২২

কথাকথিকেথিকথন বলেছেন:




ধরো তুমি মৃত নয়
ধরো তুমি ঘরে ফিরেছো
ধরো তুমি ফোনের কথা রেখেছো
ধরো তুমি কন্যাদের ঘুম পাড়িয়ে দিয়েছো
ধরো তুমি সকাল দেখলে....

ধরো তুমি দেখছো জায়া কন্যাদের
ধরো তুমি শুনছো তাদের আহাজারি
ধরো তুমি অনুভব করছো ওদের বাবা বলে চিৎকার

ধরো আমরা অপরাধী
ধরো আমরা ক্ষমা চাইছি
ধরো তোমার কোন কন্যা নেই
ধরো তোমার কোন স্ত্রী নেই
ধরো তোমার কোন পরিবার ছিলো না
ধরো তুমি কখনো ছিলে না......

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১:২১

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

২৫| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৬

অন্তরন্তর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ঠিকই কিন্তু সুন্দর বললে কবিতার যে কষ্টটা তা বিনষ্ট হয়।
ঈদ মোবারক।

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: ঈদ মুবারক অন্তর ভাই।

২৬| ১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা নেবেন।

১৭ ই জুন, ২০১৮ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: নিলাম। আপনাকেও শুভেচ্ছা দিলাম।

২৭| ১৮ ই জুন, ২০১৮ রাত ৮:৪৪

কালোপরী বলেছেন: :( :(

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:৪৯

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর! ভালো আছেন আশা করি।

২৮| ১৯ শে জুন, ২০১৮ রাত ১০:৫৯

কালোপরী বলেছেন: হুম অনেকদিন। চলে যাচ্ছে। আপনার গল্পগুলো মিস করি খুব।

২০ শে জুন, ২০১৮ রাত ১২:০৫

হাসান মাহবুব বলেছেন: আমিও।

২৯| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

দৃষ্টিসীমানা বলেছেন: জীবনের ভাঁজ থেকে তুলে নেয়া কথা মালায় অনেক ভাল রইল ।

২৪ শে জুন, ২০১৮ রাত ১১:২৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপা। ভালো থাকবেন। অনেকদিন পর দেখলাম আপনাকে!

৩০| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:২৬

সেজুতি_শিপু বলেছেন: আহা! ধরলেই যদি সত্যি হয়ে যেত সব। আমরা ধরে নিতাম , সব বাবা ঘরে ফিরে আসে সব কন্যার ডাকে ।
ধরতাম, কোথাও কোন অনিয়ম নেই চারিদিকে । সুশাসন , সচ্ছতা, সততা , জবাবদিহিতা..... সুবাতাস ।
স্বপ্নগুলো সত্যি হোক, কবি।
ভালো লেগেছে , কবিতা ।

২৪ শে জুন, ২০১৮ রাত ১১:২৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ঋদ্ধ পাঠিকা। শুভরাত্রি।

৩১| ২৪ শে জুন, ২০১৮ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: খুবই হৃদয়স্পর্শী হয়েছে এ কবিতা। বিষণ্ণতায় আচ্ছন্ন করে রাখে! + +

২৪ শে জুন, ২০১৮ রাত ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: কেন যে বারবার বিষাদে ফিরতে হয়!

শুভেচ্ছা খায়রুল ভাই।

৩২| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০১

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতাটি অত্যন্ত স্পর্শকাতর! খুবই ভাল লিখেছেন হামা ভাই!

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৫

হাসান মাহবুব বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: বুলেট ও গোলাপ ফুল হতে পারে!!

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০২

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ। ধন্যবাদ পাঠের জন্যে।

৩৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: নতুন হিসেবে আমার ব্লগে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.