নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

এসব পুরোনো কৌতুক

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৬



আপনি হাসুন মন্ত্রী সাহেব, এসব পুরোনো কৌতুক
আপনি বাছুন মন্ত্রী সাহেব, কোনটা নেবেন, চোখ না বুক?
আপনি বাঁচুন মন্ত্রী সাহেব, আপনারই তো দো-জাহান
আপনি আসুন মন্ত্রী সাহেব, আপনি বড় মেহেরবান।
হানিফ বাসের খুনে চালক আপনারই তো অপেক্ষায়
বুকে টেনে না নিলে কে হবে বলুন ওদের সহায়?
যাচ্ছেন কই, দাঁড়ান, দেখুন ভস্মীভূত জাবালে নূর
বাস জ্বালালো, কোথায় তারা, তারাই তো দেশের শত্তুর!
মাত্র দুটো প্রাণই না হয়, এর আর এমন মূল্য কী!
ইন্ডিয়ায় যে তেত্রিশ মলো, বলে না কেউ, চালাকি?
পরিবহন শ্রমিক সংঘ টাকা দিয়ে নেয় লাইসেন্স
আমজনতা দাও নি কিছু, , সও না একটু ভায়োলেন্স!
থেতলানো মুখ, তোবড়ানো বুক, মানুষ অথবা চতুষ্পদ
মরুক শয়ে, বাঁচুক সংঘ ওরাই তো দেশের সম্পদ
হাসুন আপনি মন্ত্রী সাহেব, যেমন আপনার অভিলাষ
রোজ ডিনারে পৌঁছে যাবে, চাহিদামাফিক তাজা লাশ!

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৫

স্বপ্ন কুহক বলেছেন: ভারতে ৩৩ জন মরেছে তাই আমাদের তিনজনের মৃত্যু খুব নগন্য লাগলো তার কাছে --- খুব কঠিন একটা গালি দিতে ইচ্ছে করছে -- । যেদিন নিজের ফ্যামিলিতে আসবে এমন কঠিন সময় তখন বুঝবে । এটাই অভিশাপ দিতে পারে পুরো জাতি ।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৮

হাসান মাহবুব বলেছেন: এদের ওপর শয়তান সহায়। তাই এদের কেউ মরে না। আমাদের ওপর ঈশ্বর রুষ্ট তাই আমাদেরই সইতে হয়।

২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: স্বপ্ন কুহক বলেছেন: ভারতে ৩৩ জন মরেছে তাই আমাদের তিনজনের মৃত্যু খুব নগন্য লাগলো তার কাছে --- খুব কঠিন একটা গালি দিতে ইচ্ছে করছে -- । যেদিন নিজের ফ্যামিলিতে আসবে এমন কঠিন সময় তখন বুঝবে । এটাই অভিশাপ দিতে পারে পুরো জাতি ।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৯

হাসান মাহবুব বলেছেন: অভিশপ্ত জাতির অভিশাপে কি কাজ হবে?

৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

লজ্জাজনক!

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৯

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ।

৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



সময়ের মাপকাঠিতে চমৎকার রম্য; ভাল লাগলো, হাসান ভাই +++++++++++++++

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০০

হাসান মাহবুব বলেছেন: রম্য?

৫| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১২

করুণাধারা বলেছেন: খুনির হাসি কি বীভৎস হয়!

কবিতা ভালো হয়েছে।++++++

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: এই লোকের হাসিটা সুন্দর নয়।
স্বচ্ছ বা পবিত্র একটা ভাব নেই।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬

হাসান মাহবুব বলেছেন: থাকার কোনো কারণ নেই।

৭| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মনে হয় আপনার লেখা কবিতা প্রথম পড়লাম। এসব শকুন সদৃশ মন্ত্রীদের দোষ দিয়ে লাভ নেই হা মা ভাই। আমরা আহাম্মক জনগন ঈদের আনন্দ নিয়ে এসব লাশখেকোদের ভোট দিয়ে আসি। থু থু থু! ছি ছি ছি!

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৯

হাসান মাহবুব বলেছেন: পদত্যাগ চাই

৮| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩২

শামছুল ইসলাম বলেছেন: দারুণ প্রতিবাদী কবিতা ।
শেষ দু'লাইন লা জবাব ।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!

৯| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

মলাসইলমুইনা বলেছেন: জানতাম হামা ভাই,গল্পে সিদ্ধহস্ত,
এ'কবিতাতো হয়েছে সাক্ষাৎ ব্রম্মাস্রো
মন্ত্রী,এমপি, সরকার,
তবু থাকবে নির্বিকার। I
যতই মরি রাস্তায়, হইনা সন্ত্রস্ত !

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

হাসান মাহবুব বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা।

১০| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার পোস্টে মাত্র ২২টা মন্তব্য? এগুলা অন্যায়

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: আমি এখন অন্যদের কমেন্ট করি না, তাই অন্যরাও আমাকে কমেন্ট করে না। সিম্পল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.