নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ভুল হচ্ছে, নিশ্চয়ই খুব বড় কোন ভুল হচ্ছে এখানে!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:১১



সামহয়্যারইনব্লগ-আমরা যাকে ভালোবেসে সামু ডাকি, যে সাইটটি একটা সময় ছিলো বাংলাদেশের নেটিজেনদের লেখালেখির কেন্দ্রস্থল, সেই সাইটকে এখন পর্ন সাইটের তালিকায় স্থান দিয়ে বন্ধ করে দেবার তোড়জোর চলছে! আমি প্রথমে ভেবেছিলাম এটা কোন টেকনিক্যাল ভুল। কিন্তু আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার পর আর তা মনে করার কারণ নেই। তারপরেও আমি ভাবতে চাই যে এটা বড় কোন ধরণের ভুল বোঝাবুঝি, এবং এটার মিমাংসা হবে। এখন যারা লেখালেখি করছেন তাদের অনেকেই একটা সময় সামহয়্যারইনের জনপ্রিয় ব্লগার ছিলেন। সামহ্যয়ার যদি পর্নসাইট হয়, তাহলে তাদের খেতাব লেখক বা ব্লগার না হয়ে কী হতে পারে ভাবছি!
আজ রকমারি সমকালীন গল্প উপন্যাসের মধ্যে বেস্টসেলিং বিশটি বইয়ের নাম তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় অন্তত আটজন একসময় সামহয়্যারইনে ব্লগিং করতেন। আমি তাদের ব্লগ স্ট্যাটিসটিক্স দেবো এখানে।
১ নম্বরে আছে সাদাত হোসাইনের উপন্যাস নির্বাসন। সাদাত হোসাইন নিজ নামে ব্লগিং করতেন সামহয়্যারইন ব্লগে। তার ব্লগ লিংক- https://www.somewhereinblog.net/blog/sadat99
পোস্ট করেছেন: ২৬৯টি
মন্তব্য করেছেন: ৭৬৪টি
মন্তব্য পেয়েছেন: ১৮০৫টি
ব্লগটি ৫৮৪০৭ বার দেখা হয়েছে

৪ নম্বরে আছে কিঙ্কর আহসানের বিবিয়ানা। তিনিও নিজ নামেই ব্লগিং করতেন। তার ব্লগ লিংক- https://www.somewhereinblog.net/blog/Kinkor
পোস্ট করেছেন: ৩৬টি
মন্তব্য করেছেন: ১৩৩টি
মন্তব্য পেয়েছেন: ১৪২টি
ব্লগটি ৭৪৮৯ বার দেখা হয়েছে

৭ নাম্বারে আছে ইশতিয়াক আহমেদের সাদা প্রাইভেট। তিনিও নিজ নামে ব্লগিং করতেন। ব্লগ লিংক- Click This Link
পোস্ট করেছেন: ৫২২টি
মন্তব্য করেছেন: ৭০৫৩টি
মন্তব্য পেয়েছেন: ১২৫৩৮টি
ব্লগটি ২৩০২৯৭ বার দেখা হয়েছে

রাসয়াত রহমান জিকোর ওয়ান ডাউন আছে ৯ নাম্বারে। তিনি ব্লগিং করতেন জিকসেস নামে। ব্লগ লিংক- https://www.somewhereinblog.net/blog/zicses
পোস্ট করেছেন: ১৬৯টি
মন্তব্য করেছেন: ৬০৪৯টি
মন্তব্য পেয়েছেন: ৮৬০১টি
ব্লগটি ৩০৩৬১০ বার দেখা হয়েছে

১২ নাম্বারে আছে রুমানা বৈশাখীর “জামান সাহেবের স্ত্রী”।
তিনি নিজ নামেই ব্লগিং করতেন। লিংক- Click This Link
পোস্ট করেছেন: ৬০টি
মন্তব্য করেছেন: ৪৯৯টি
মন্তব্য পেয়েছেন: ৮৪৯টি
ব্লগটি ১৭৮০৩ বার দেখা হয়েছে

১৩ নাম্বারে আছে রাফিউজ্জামান সিফাতের মনোপাখি। তিনি মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত নামে ব্লগিং করেছেন সামুতে। লিংক- Click This Link
পোস্ট করেছেন: ৯৩টি
মন্তব্য করেছেন: ১৪৯৩টি
মন্তব্য পেয়েছেন: ২৫৩৪টি
ব্লগটি ১২১৭৩২ বার দেখা হয়েছে

১৪ নাম্বারে আছে মাহরীন ফেরদৌসের কাঁচবন্দি সিম্ফনি। তিনি সামুতে ছিলেন একুয়া রেজিয়া নামে। লিংক- https://www.somewhereinblog.net/blog/aqua
পোস্ট করেছেন: ২৭টি
মন্তব্য করেছেন: ৮০৪টি
মন্তব্য পেয়েছেন: ১১৮৭টি
ব্লগটি ২০২৫৪ বার দেখা হয়েছে

২০ নাম্বারে আছে মাহতাব হোসেনের শর্মিলা। তিনি ব্লগিং করতেন মাহতাব সমুদ্র নামে। লিংক- https://www.somewhereinblog.net/blog/mahatab007
পোস্ট করেছেন: ১২১টি
মন্তব্য করেছেন: ২১৪৪টি
মন্তব্য পেয়েছেন: ২৫১৪টি
ব্লগটি ৯৮৯৬৭ বার দেখা হয়েছে

এছাড়াও সমকালীন লেখকদের মধ্যে আহমেদ মোস্তফা কামাল, মাহবুব ময়ূখ রিশাদ, হামিম কামাল, কুশল ইশতিয়াক, কাসাফাদ্দৌজা নোমান...আরো অনেক অনেক নাম জড়িয়ে আছে ব্লগের সাথে। সবার লিংক দিতে গেলে রাত কাবার হয়ে যাবে।
সোশাল মিডিয়া এসে ব্লগের আধিপত্য ক্ষুণ্ণ করেছে, কিন্তু সামহয়্যারইন এখনও টিকে আছে, লড়াই করে যাচ্ছে। ভবিষ্যতে টিকে থাকবে, না হারিয়ে যাবে সেটা একটা প্রশ্ন বটে, কিন্তু পর্নসাইটের অপবাদ নিয়ে বন্ধ হয়ে যাওয়ার চেয়ে গ্লানিময়, আর দুঃখজনক আর কিছু হতে পারে না!
নিশ্চয়ই কোন ভুল হচ্ছে, নিশ্চয়ই খুব বড় রকম কোন ভুল হচ্ছে এখানে!

মন্তব্য ৬২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:০৭

অন্তরন্তর বলেছেন: হাসান ভাই অনেকদিন ব্লগে আসা হচ্ছে না। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে সামুকে পর্ণসাইট লিস্ট করে ইচ্ছেকৃত বন্ধ করার চক্রান্ত চলছে। আমার মতে সরকারের উচিত এব্যাপারে খুব তাড়াতাড়ি সঠিক পদক্ষেপ নেয়া। সামু বাংলা ভাষার শুধু ব্লগ নয় বাংলাদেশের গর্ব বলা চলে বাংলাভাষা তথা বাংলা সাহিত্য প্রসারে। আসলেই খুব বড় একটা ভুল হচ্ছে। আমি আমার কথা বলতে পারি যে সামু আমার মত একজনের নেটে আসার একমাত্র কারন এবং আমি আমার বাড়তি সবটুকু সময় সামুতে পোস্ট পড়ার মাধ্যমে উপভোগ করি। শুভ কামনা হাসান ভাই। আশা করি সব সমস্যার সমাধান হবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অন্তর ভাই। ভালো লাগলো আপনাকে দেখে।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬

রাজীব নুর বলেছেন: আসলে এই সমস্যা শুরু হয় প্রায় একমাসের বেশি সময় আগে।
একবার সিরিকার বেশ কিছু নিউজ পোর্টাল বন্ধ করে দেয়। তারপর অনেক দেন দরবারের পর বেশ কিছু সাইট খোলা হয়। কিন্তু দুঃখের বিষয় সাইট গুলো তবু কিছু এলাকায় বন্ধ থাকে। সেই বন্ধু এলাকা গুলোতে আজও সাইট খুলছে না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

হাসান মাহবুব বলেছেন: সিরিকা?

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: বিষয়টি দু:খজনক, গত কয়েকদিন ধরে ভিপিএন ব্যবহার করে সামুতে ঢুকছি, তবে কি পুরোপুরিভাবে বন্দ হয়ে যাবে সামু?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

হাসান মাহবুব বলেছেন: সবচেয়ে খারাপটার জন্যে প্রস্তুত থাকাই ভালো।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিন্দা ও ক্ষোভ ছাড়া আর কিছু প্রকাশ করতে পারছি না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

হাসান মাহবুব বলেছেন: জোরেসোরে প্রতিবাদ করুন হেনা ভাই।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৯

বলেছেন: আজব খেলায় যোগ হলো সামু -- ভুল বড্ড কঠিন ভুল।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪

প্রামানিক বলেছেন: সামুকে পর্নসাইটের কাতারে ফেলে ব্লক করার বিষয়টি খুবই দুঃখজনক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

হাসান মাহবুব বলেছেন: হাস্যকরও বটে।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

রাকিব আর পি এম সি বলেছেন: অামরা কি এর বিরূদ্ধে একযোগে কোন প্রতিবাদ জানাতে পারি না যে যেখানে অাছি সেখান থেকেই? অামার মনে হয় সামুর ব্লগাররা একযোগে প্রতিবাদ জানালে সরকারের ঠিকই টনক নড়বে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই পারি, এবং সেটাই করা উচিত।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,




ঠিকই বলেছেন - ভুল হচ্ছে, নিশ্চয়ই খুব বড় কোন ভুল হচ্ছে এখানে!

পোস্টে যে পরিসংখ্যান দিলেন তা দেখে , পৃথিবীর সকল প্রান্ত থেকে সামুতে বাঙলা ভাষাবাসীদের উপস্থিতি দেখে নিশ্চয়ই এই ভুল ভাঙবে কর্তৃপক্ষের। দু' একটা আগাছার জন্যে বুদ্ধিমান কেউ পুরো ফসলের মাঠটাকে আগুনে পুড়িয়ে ফেলেনা।

যথাযথ কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের ভ্রান্তিটুকু কাটিয়ে শুভবুদ্ধির পরিচয় দেবেন। মাথাব্যাথার জন্যে নিশ্চয়ই মাথাটি কেটে ফেলার মতো নির্বুদ্ধিতার পরিচয় দেবেন না কখনও। এটুকু প্রজ্ঞা ও বিবেচনা তাদের কাছ থেকে আশা করতেই পারি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জী এস ভাই।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লজ্জা! লজ্জা!

কর্তৃপক্ষের এমন একপেশে সীদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১০

ডার্ক ম্যান বলেছেন: মোট তিনটি ব্লগসাইট বন্ধ করে দেবার সিদ্ধান্ত হয়েছিল গত ডিসেম্বরে । তবে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে অকেজো করে দিবে। যাতে বিরক্ত হয়ে আর কেউ না ঢুকে ।
ব্লগ এখনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ । তাই বন্ধ করে দিলেও কোন পাবলিক রিএকশন হবে না।
নতুন একটি ব্লগসাইট আসতে পারে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩

হাসান মাহবুব বলেছেন: গন্ডির মধ্যে সীমাবদ্ধ তাও এত প্রতিহিংসা কেন বুঝি না!

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১০

নয়া পাঠক বলেছেন: এ লজ্জা রাখবার কোন স্থান কি পাওয়া যাবে। না এটা কোন ষড়যন্ত্রের নীল নকশা। এর তীব্র প্রতিবাদ জানাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩

হাসান মাহবুব বলেছেন: প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫

নয়া পাঠক বলেছেন: ডয়চে ভেলে রিপোর্ট পড়লে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। "বিষয়টি নিয়ে ডয়চে ভেলে কথা বলেছে ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে৷ তাঁকে জানানো হয়েছে, পর্নোসাইট বন্ধ করতে গিয়ে অনেকগুলো পপুলার সাইটও বন্ধ হয়ে যাচ্ছে৷ যেমন সামহোয়্যারইন ব্লগ, গুগল বুকস৷ কিন্তু এগুলো তো পর্নোসাইট না, তাহলে এগুলো বন্ধ হচ্ছে কেন? জবাবে মোস্তাফা জব্বার বলেন, ‘‘নিশ্চয় কোনো কারণ আছে৷ নিশ্চয় অশীল কোনো কনটেন্ট আছে৷ আমরা তো পর্নো বলতে শুধুমাত্র ‘ন্যাংটা' ছবি বুঝি না, যে কোনো কনটেন্ট লেখা কিংবা নাটক এরকম বহু জিনিস আছে যে সব জায়গাতে অনুচ্চারিত শব্দ ব্যবহার হয়৷ আমরা কিন্তু কেবলমাত্র ছবির পর্নোসাইট বন্ধ করছি না৷ অতএব কন্টেন্টের মধ্যে থাকতে পারে... ৷ সামহোয়্যারইন ব্লগ একসময় খুবই বিতর্কিত ব্লগ ছিল৷ এদের কনটেন্টগুলো শুধুমাত্র সরকারবিরোধী না, আরো জঘন্য ছিল৷ যে কোনো বিষয়ে যাকে তাকে যেখানে সেখানে আক্রমণ করত তারা৷ নাস্তিকতার জন্যও দায়ী ছিল তারা৷ সুতরাং এরকম কোনো কনটেন্টের জন্য এটা হতে পারে৷"

সামু বন্ধ হওয়ার অনেকগুলো কারণের তালিকা দেখিয়েছেন মাননীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী মহোদয়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

হাসান মাহবুব বলেছেন: এইসব যুক্তির আওতাও যেকোন কন্টেন্ট বেজড পোর্টালকেই বন্ধ করে দেয়া যায়।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯

নতুন নকিব বলেছেন:



যুগপত লজ্জাজনক এবং বিস্ময়কর!

আশা করছি, এই ব্লগটির বিষয়ে কর্তৃপক্ষ অতি দ্রুততার সাথে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে তবেই কোনো সিদ্ধান্তে যাওয়ার চিন্তা নিবেন। এ আশাও রাখছি, যাচাই বাছাই সঠিকভাবে করা হলে এখানে এমন কিছু পাওয়া যাবে না, যাতে এই সাইটটিকে অন্তত: পর্ণ ওয়েবের বদনাম মাথায় নিতে হয়। সুতরাং, বাংলাভাষাভাষীদের মত প্রকাশের সর্ববৃহত এ প্লাটফর্মটির নির্বিঘ্নে পথচলাতেও আর কোনো বাধা থাকার কথা নয়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

নাহিদ০৯ বলেছেন: ইন্টারনেট এ কোন সাইট কে ইচ্ছাকৃতভাবে বন্ধ করা বা এর একসেস এ সমস্যা তৈরি করা বিরাট বড় ধরনের অপরাধ। এটা অবশ্য বোঝার মতো পরিবেশ আমাদের তৈরি হয়নি। এখনো আমরা ভাত কাপড় একটু মাথা গোঁজার ঠাঁইকেই বিরাট বড় ধরনের অর্জন ভাবি।

ব্লগের উপর সব রকমের নিষেধ তুলে নেওয়া হউক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নাহিদ।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭

রাফা বলেছেন: আমার মনে হয় somewhere something wrong ! জানা আপার উচিত হায়ার লেভেলে যোগাযোগ করে সমস্যাটা অবগত করা। যেখানে সারা বছরে ফেব্রুয়ারী মাস এলে বাংলা ভাষার প্রতি দরদ উথলে উঠে সরকারের সকল মহলের।সেখানে সারা বছর বাংলা ভাষার ব্যাবহার হয় ব্লগে।সেই ব্লগকেই কালো তালিকা করার ঘৃণ্য চেষ্টা হোচ্ছে কোথাও না কোথাও।খুব দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। সম্ভ হলে লক্ষ ব্লগারের স্বাক্ষর সংগ্রহ করে একটি প্রতিবাদলিপি দেওয়া উচিত প্রধানমন্ত্রি বরাবর।

ভুল নাকি আক্রোশের স্বিকার হোচ্ছে অনুসন্ধান করে বের করা উচিত।মন্ত্রনালয় এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টে জোর চাপ প্রয়োগ করে সমস্যার সমাধান করা উচিত।

ধন্যবাদ,হা.মাহবুব।বিষয়টি ব্লগারদের অনুধাবনের জন্য পোষ্ট করায়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

হাসান মাহবুব বলেছেন: জানা আপা সবভাবে চেষ্টা করে যাচ্ছেন। আশা করি ভালো খবর আনবেন।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: কোথাও না কোথাও বড় ভুল হচ্ছে;
আশা করছি যাচাই বাছাই এর মাধ্যামে এ ভুলের প্রতিকার হবে। আমাদের সবার প্রাণের এ ব্লগ আবার মুখরিত হবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মনিরা।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিতান্তই বাল' সুলভ সিদ্ধান্ত!

মাননীয় মহোদয় আবার বাল' সুলভ(শিশু সুলভ) তাকে পর্ণ শব্দ ভাবেন কিনা চিন্তার বিষয় বৈকি!
খুজারহ মন্দিরের ছবি আর যৌনতার জ্ঞান চর্ছার আলোচনা যদি পর্ণ কন্টেন্ট হয়, তবেতো ক্লাস সিক্স থেকে পাঠ যত শারিরীক শিক্ষার বই আছে সবই সেই তালীকায় পড়ে!
মহোদয় কি পাঠ পুস্তকও ব্যান করাবেন নাকি? উনার হাস্যকর যুক্তি অনুযায়ী যা যুক্তি যুক্তও বটে!

অনলাইন পিটিশন, হ্যাশট্যাগ মুভমেন্ট, মানববন্ধন সহ প্রযোজ্য সকল উপায়ে বিষয়টিকে সরকারের নজরে আনা উচিত!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ ভৃগু ভাই। প্রতিবাদে সোচ্চার হোন।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫

নতুন বলেছেন: এটা মাথামোটা সিদ্ধান্ত, সরকার যদি এইটুকু সমালোচনা সহ্য করতে না পারে তবে তো সমস্য।

আর এখানে যেটা হয় সেটা গঠনমুলক সমালোচনা।

এই বিষয়টা প্রধানমন্ত্রী পযন্ত পৌছানো দরকার। তাকে এই ব্যাপারে অবগত করা দরকার। তিনি হয়তো বিষয়টা জানেন না আর জানলেও ভিন্ন ভাবে জানেন।

ব্লগের প্রচারনা ঠিক মতন হচ্ছেনা, নতুন প্রযম্র এখন ব্লগে আসছেনা। স্কুল লেভেলে নতুন প্রযন্মকে ব্লগে আনতে পারলে দেশেরই অনেক উপকার হবে। যৌক্তিক ভাবনা, বিজ্ঞান ভাবনা, রাজনিতি সচেতনা সৃস্টি হবে সবার মাঝে।

আশা করি এই ব্যাপারে ব্লগ কতৃপক্ষ ভাবছেন.... আমাদের তরফ থেকেও যদি কিছু কারার থাকে তবে সেটা ব্লগারটা আন্তরিক ভাবে করবে বলেই আমি বিশ্বাস করি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

হাসান মাহবুব বলেছেন: এত হাস্যকর সিদ্ধান্ত এত ওপর লেভেল থেকে আসবে, এটা ভাবাই যায় না!

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পুরাই চক্রান্ত। সামুকে রক্ষা করার দায়িত্বও আমাদের সবার সুচ্চার হওয়া চাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সুজন।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

ডার্ক ম্যান বলেছেন: খেলিতেছে তাহারা, যাহারা এক কালে খেলোয়াড় ছিল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

হাসান মাহবুব বলেছেন: খেলোয়াড়রা তো খেলবেই।

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫

নীল আকাশ বলেছেন: যারা বাক স্বাধীনতার টুটি চেপে ধরে দেশে গনতন্ত্রকে জ্যান্ত কবর দিয়েছে, তাদের কাছে এই উপহার পাওয়া তেমন কোন আশ্চর্য্যের বিষয় নয়। ঘরের ঘাস খাবেন আর বনে যেয়ে মোষ তাড়াবেন এটা কেমন কথা! এদের মোদ্দা কথা হলো WHY YOU ARE HERE?? HERE means what আমরা সবাই জানি।

পর্ণসাইটের একজন লেখক বা ব্লগার হিসেবে চরম পুলকিত বোধ করছি। গল্প কবিতা লেখা বাদ দিয়ে এখানে সবাই চটি লেখা শুরু করলে একদম মন্দ হয় না!! দেশের মানুষজন ব্যাপক বিনোদন পেত। আর অ্যাড দিয়ে সামুও ভালোই ইনকাম করত!!

আপাতত ব্লগের আর কি দরকার? শাহাবাগ মুভমেন্ট তো আর দরকার নেই এখন...............

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: এত সহজে ছেড়ে যাচ্ছি না। শেষ পর্যন্ত আছি। শেষের পরেও আছি।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটা একেবারেই বিশ্বাস করতে পারছি না যে সামহোয়্যারইন ব্লগ পর্ণ সাইটের অপবাদ নিয়ে হারিয়ে যাবে কোনদিন!


জব্বার সাহেব একটা আছাড় খাবার চাইতাছে মনে হয়!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: :-&

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

ঢাবিয়ান বলেছেন: পর্ন সাইটের অভিযোগটা একটা অজুহাত, এটা না বোঝার কিছু নাই। এই ব্লগে যে পরিমান শিক্ষিত ও সচেতন নারী ব্লগার নিয়মিত লেখালেখি করে, আর কোন ব্লগে করে কিনা সন্দেহ। নোংরামি থাকলে কোন নারীই এই সাইটে ঢুকতো না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: একদম!

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৯

আরোগ্য বলেছেন: এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক যে সামুকে বন্ধ করার জন্য নোংরা পর্ণসাইটের নাম ব্যবহার করা হচ্ছে। বাক স্বাধীনতা রুদ্ধ করার বিচিত্র কৌশল। আফসোস এমন অসাধু কতৃপক্ষের জন্য।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

হাসান মাহবুব বলেছেন: আরোগ্য হোক।

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

করুণাধারা বলেছেন: এই পোস্টে view this link পোস্ট দাতা কারো নাম উল্লেখ করেননি, কিন্তু মন্তব্যকারীরা ( যার মধ্যে আমিও আছি) একজন ব্যক্তির বিরুদ্ধে বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। আমার মনে হচ্ছে, এই কারণেই সামু ব্লগের উপর পর্ন ট্যাগ দিয়ে একে বন্ধের পরিকল্পনা করা হলো। এখন আর কিছুই বলতে চাচ্ছি না, শুধু এটাই চাই সামুর ব্লগ বন্ধ না হোক।

২৩ নম্বর মন্তব্যে সহমত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আইএসপি থেকে ব্যান করার পরেও সামুর ইউজার খুব একটু কমে নি। এতে করে সামুর প্রতি ব্লগারদের ভালোবাসা বোঝা যায়।

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২০

নীলপরি বলেছেন: শুনে , মনটা খারাপ লাগছে । আশারাখি সব ঠিক হবে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: আমরাও আশা রাখি।

২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: দুর্যোগ কেটে যাবে ; আমি আশাবাদী । একটা দেশের অভ্যন্তরীণ ও নিরাপত্তার বিষয়কে সম্মান জানাই । কিন্তু নোংরামির কোন ভাষা কোন জাতি বা কোন সুনির্দিষ্ট সীমানা থাকে না। নোংরামি বন্ধ করার জন্য নিরপরাধী শাস্তি পাবে- এটা কোনমতেই কাম্য নয়। যেমন কাম্য নয় অন্যকে সুবিধা পাইয়ে দিতে আর একজনের পায়ে বেড়ি পড়ানো ।
।বাকস্বাধীনতা প্রসারিত হোক। মুক্তমনের বা চিন্তা-চেতনা ডানা মেলুক।

.............. সমগ্র বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তমঞ্চ সামুর দুর্যোগের অবসান ঘটুক কামনা করি।.........

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো আপনার জন্যে।

২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪১

সাদিয়া দুর্দানা বলেছেন: ফোনের ডিফল্ট ব্রাউজারটা দিয়ে যখন ব্লগে আসতে পারছিলাম না, ভেতরটা অজানা আশঙ্কায় ভরে গেছিলো! সবশেষে অপেরা মিনি দিয়ে পারলাম! সামুর জন্য শুভকামনা ❤

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

হাসান মাহবুব বলেছেন: আসা বন্ধ করবেন না দুর্দানা।

২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

সরকার মহোদয়ের উচিত, সঠিকভাবে সামহোয়্যারইন ব্লগ নিয়ে গবেষণা করা। এই ব্লগ তার সূচনালগ্ন থেকেই সকল প্রকার পর্ন, জুয়া ও অনৈতিকতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে এসেছে। অসহায় মানুষেকে এই ব্লগটি তার সর্বস্ব দিয়ে সাহায্য করেছে। প্রতিটি বছর এই ব্লগ থেকে সংঘবদ্ধভাবে এমনকি এর এক-একজন ব্লগার নিজে থেকেও অসহায় মানুষের উপকারের জন্য কাজ করে যাচ্ছেন।

সর্বোপরি এখানে হাসান ভাইয়ের পোস্টে উল্লেখিত বাংলা সাহিত্যে ব্লগারদের ভূমিকাও বাংলাদেশের জন্য বিশাল প্রাপ্তি।


সরকার মহোদয়ের উচিত, এই বিষয়ে সঠিকভাবে রিসার্চ করে লেখক ও সমাজ সেবকদেরকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার মাধ্যমে তাদেরকে সম্মানিত করা।


আর আমাদের উচিত, বসে না থেকে ভৃগু ভাইয়ের কথামতো কিছু একটা করে ব্লগের প্রতি আমাদের ভালবাসার প্রকাশ ঘটানো।
অনলাইন পিটিশন, হ্যাশট্যাগ মুভমেন্ট, মানববন্ধন সহ প্রযোজ্য সকল উপায়ে বিষয়টিকে সরকারের নজরে আনা উচিত!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর প্রস্তাবনা তাজুল। ধন্যবাদ।

৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যারা ভুলটা করছে তারা যদি উপলব্ধি করতে পারতো, কোথাও ভুল হচ্ছে, বড্ড বেশী ভুল হচ্ছে; তাহলেই হতো। সমস্যা হল উনাদের শত ধাক্কা দিলেও ঘুম ভাংগবে না। :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

হাসান মাহবুব বলেছেন: তাই বলে ধাক্কা দেয়া বন্ধ করা যাবে না। জোর ধাক্কা দিতে হবে।

৩১| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৫

স্বপ্নের আগামী বলেছেন: কোনো ভুল নেই। বর্তমান ক্ষমতাশীনরা চাচ্ছে আওয়াজ বন্ধ রাখতে। চাচ্ছে দূরে না যাক। কান বন্ধ থাকুক। চোখ বন্ধ থাকুক। চাচ্ছে তেলের ডিব্বা নিয়ে তেল মেরে অনৈতিকতা নৈতিকতা প্রমাণ করুন। সমস্যা হচ্ছে ব্লগারেরা একটু দুষ্ট প্রকৃতির তারা তেল নিয়ে লাইইনে দাঁড়াতে লজ্জা পাচ্ছে। সুতরাং লজ্জার কেশারত এটাই।

১১ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১৬

হাসান মাহবুব বলেছেন: তা কি আর জানি না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.