নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু নামের রূপকথা

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৯


মৃত্যুকালে বাজে না কোন বিদায়ী সঙ্গীত
মৃত্যুকালে বাজে না কোন বিষাদী অর্কেস্ট্রা
মৃত্যুকালে আমি শুধু চেয়েছিলাম একমুঠো নিঃশ্বাস
মৃত্যুকালে আমি শুধু চেয়েছিলাম রক্তের বাড়তি প্রবাহ
চোখের সামনে ছুটে যায় দৃশ্যেরা
নিভে আসে শহরের আলো
সকালের মৃদু রোদে মিশে যায় বিষাক্ত ফসফরাস
বিশুদ্ধ বাতাসে আলকাতরার প্রলেপ
পেস্ট্রি আর চকলেটের দোকান থেকে ভেসে আসে শবপচা গন্ধ
মৃত্যুকালে কেউ চেয়ে থাকে না সুন্দরের দিকে
হাওয়ার অসন্তোষে কুঁচকে যায় বুক
ভস্ম হয় ফ্যামিলি এ্যালবামের প্রিয় মুখ
দলিত মাংস হয়ে বেঁচে থাকার আকুতিতে
রক্ত আর পুঁজের স্রোতে অপাংক্তেয় হয়েও বাঁচা যায়!
মৃত্যুকালে ফ্ল্যাশব্যাকের মত ফুটে ওঠে না শৈশব
মৃত্যুকালে সময় চেয়ে থাকে শ্বাপদের মত
মৃত্যুকালে আমি খুঁজি নি কোন অপার্থিব অনুভব
মৃত্যুকালে শুধু চেয়েছিলাম ফোনের ওপাশে তোমায়...

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন।

২| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: আমিও একদিন মরে যাবো!!!

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৯

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ।

৩| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা। +

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৯

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক দিন সবাই মারা যাবে।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৯

হাসান মাহবুব বলেছেন: ও।

৫| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩২

অর্থনীতিবিদ বলেছেন: শেষ লাইনটা পড়ে থমকে গেলাম। একে তো মৃত্যু তার উপর আবার বুক ভরা হাহাকার।

১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫০

সেতুর বন্ধন বলেছেন: সবাইকে মরে যেতে হবে। তৃপ্ত , অতৃপ্ত সবাই এই মরণ সুধা পান করবে, ভুলে যাবে সব কিছু কি চেয়েছিল বা কি ছিল পাওয়ার ঝুলিতে।

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ৩:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মৃত্যুকালে আমি খুঁজি নি কোন অপার্থিব অনুভব
মৃত্যুকালে শুধু চেয়েছিলাম ফোনের ওপাশে তোমায়...

.....................................................................................
আমরা যেন সব মৃত আত্তার প্রতিচ্ছবি,
ঘুরি ফিরি আর নির্দিষ্ট বৃত্তের মাঝেই বিচরন !
নূতন জীবনের উদ্দীপনা বা সৃষ্টির কথা ভুলে গেছি ।
.........................................................................................

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২১

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।

৮| ১৮ ই জুলাই, ২০১৯ ভোর ৬:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
প্রায় কবিরাই শেষ লাইনে এসে আমাদের পূর্ণ তৃপ্ততা দিয়ে কিছুক্ষণ ভাবনার জগতে ডুবিয়ে দেন। প্লাস কবিতায় এবং কবি সত্ত্বায় ভালবাসা।

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ তাজুল। ভালো থাকবেন।

৯| ২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৮

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,




মৃত্যুকালে আর কিছুই না, কেবল এক ভয় কাজ করে ................

২২ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ জী এস ভাই।

ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুর্দান্ত !!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সৌরভ। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.