নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

এবং যেভাবে এই শহরে আবার বেঁচে থাকার ইচ্ছা জাগে

২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:০৯


গতকাল (২৩শে জুলাই) এর কথা। রক্ত দিতে গিয়েছিলাম কাকরাইলের কোয়ান্টাম ফাউন্ডেশনে। রক্ত দিয়ে আমাদের পারিবারিক গাড়িতে করে বাড়ি ফিরছিলাম। সময় তখন সাড়ে নয়টা। মিরপুর ১ নাম্বার টেকনিক্যাল মোড়ে গাড়ি থেমে আছে। আমি মোবাইলে গেম খেলছিলাম। হঠাৎ করে ছিপছিপে একজন তরুণ দৌড়ে এসে আমার ফোন ছো মেরে নিয়ে গেলো! আমি চিৎকার দিয়ে হতভম্ব অবস্থায় বসে আছি। গাড়ি ঘুরিয়ে যে তাড়া করবো, সেই বোধও কাজ করছে না! প্রায় সাথে সাথেই বাইকে করে একজন যুবক গাড়ির জানালার পাশে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, "এটা আপনার ফোন?"। আমি কোনমতে সায় দিয়ে ফোনটা হাতে নিলাম। সে আমাকে বললো যে চোর দৌড়ে পালিয়ে যাচ্ছিলো, তখন সে লাথি মেরে ফেলে দেয় তাকে। তার হাত থেকে ফোনটি পড়ে যায়। অতঃপর সে আমাকে ফোন ফেরত দেয়। আমি তাকে ধন্যবাদ দিলাম। সে তার আরোহীকে নিয়ে চলে গেলো।

আমার শরীরটা ভালো ছিলো না কাল। জ্বর এবং শরীরে ব্যথা ছিলো। আকস্মিক দুর্ঘটনা এবং অপ্রত্যাশিত সৌভাগ্যে আমি একদম বিমূঢ় হয়ে গেলাম। শরীরটা একদম ছেড়ে দিলো। বাড়ি ফিরে ধাতস্থ হতে অনেক সময় লেগেছিলো।

তিনি যে একজন চমৎকার মানুষ, সে ব্যাপারে সন্দেহ নেই, ভাই। অন্যরা হয়তো ফোন ফেরত দেয়ার বদলে গনধোলাই দিতে ব্যস্ত থাকতো। আমার ফেসবুক দীর্ঘদিন ডিএকটিভেট রাখার ইচ্ছে ছিলো। কিন্তু এ ঘটনার পর তাকে ধন্যবাদ না দেয়াটা খুব অন্যায় হয়ে যায়। আমি ফেসবুক একটিভেট করে নিজের টাইমলাইন এবং বিভিন্ন গ্রুপে পোস্ট দেই তাকে খুঁজে পেতে। এবং কী অদ্ভুত ব্যাপার! DSE গ্রুপে প্রথম কমেন্টটাই ছিলো তার! এ এক অভাবনীয় সুন্দর অভিজ্ঞতা।

তার নাম শাফি খান। তিনি একজন চিকিৎসক। তার সাথে আমার কথা হয় পরে। অসম্ভব ভালো মনের একজন মানুষ। যেকোন প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে বললেন। আর বললেন, তিনি জীবনে সবসময় সৎ থাকতে চেয়েছেন। তার জীবনের দর্শন এমনই সাধারণ এবং সুন্দর।

এই শুভবোধ বেঁচে থাকুক সবসময়।
আমার উপহার পাওয়া স্যামসাং গ্যালাক্সি এস এইট একদম ভালো আছে। নিচের দিকে একটু ঘষে গেছে। আর কিচ্ছু হয় নি।

মন্তব্য ৪৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৩

মা.হাসান বলেছেন: আপনি ইদানিং ব্লগে বড় অনিয়মিত। আপনার জ্বর এর বর্তমান অবস্থা কি? দশভূজা শায়মা আপা আপনার রকেটকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন, দেখা না হয়ে থাকলে দেখে নিয়েন। দুনিয়াতে পিগমি মানসিকতার লোকের সংখ্যা অনেক কম, ভালো মানুষই বেশি। ভালো-মন্দ মিলেই বেঁচে থাকা। অনেক শুভকামনা।

২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: শায়মান্টির পোস্টটা দেখেছি। এতই অভিভূত হয়েছি, যে কী কমেন্ট করবো বুঝে উঠতে পারি নি। কমেন্ট করবো তো অবশ্যই। ঐ পোস্টের কমেন্টগুলিও আমার জন্যে অমূল্য উপহার। প্রিয়তে রেখে দিয়েছি।

ব্লগে আসা কম হয়, কারণ প্রক্সি ছাড়া ঢোকা যায় না। টর দিয়ে ঢুকলে কম্পিউটার স্লো হয়ে যায়। তবে অনিয়মিত হলেও, আমি আছি। থাকবো সবসময়।

জ্বরের অবস্থা ভালো না। ছেড়ে যাচ্ছে না। ডাক্তারের কাছে যাচ্ছি।

৩| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৮

ক্লে ডল বলেছেন: এমন পরোপকারী মানুষ এখন বিরল!!
শাফি খান এবং আপনার জন্য শুভকামনা রইল।

২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: আপনার জন্যেও শুভকামনা।

৪| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,




কিছু কিছু শুভবোধ হঠাৎ হঠাৎ ঝলক দিয়ে ওঠে বলেই পৃথিবীটাকে সুন্দর মনে হয়।

শাফি খানের মতো শুদ্ধ মানুষটির প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ থেকে জন্ম নেয়া এই পোস্টটিতে +++

২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জীএস ভাই। শুভকামনা রইলো।

৫| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ভালো মানুষ আছে বলেই আমরা ভালো আছি। শাফি সাহেবের জন্য রইলো শুভ কামনা।

২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫৭

নীল আকাশ বলেছেন: ভা অল্প কিছু এই রকম মানুষের জন্যই পৃথিবীটা এখন সুন্দর আছে!

২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০১

হাসান মাহবুব বলেছেন: চলুন, সংখ্যাটাকে বাড়ানো যাক।

৭| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫৯

নতুন বলেছেন: আমাদের চারপাশে অনেক ভালো মানুষ আছে। বিভিন্ন সময় বিপদে পড়ে অনেকেরই সাহাজ্য পেয়েছি।

জ্বর কেমন ভাই?

২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০১

হাসান মাহবুব বলেছেন: জ্বর আসছে, যাচ্ছে। ডেঙ্গু টেস্ট করতে দিয়েছি। দেখা যাক!

৮| ২৫ শে জুলাই, ২০১৯ ভোর ৪:৪৬

বিষন্ন পথিক বলেছেন: ভালো মানুষের বড়ই অভাব, তোমার জন্য শুভকামনা

২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনি এখনও ব্লগে আসেন, এটা দেখতে খুব ভালো লাগে।

৯| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম ভালো মানুষরাই আমাদের আশার আলো।

২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৩

হাসান মাহবুব বলেছেন: জ্বী, হেনা ভাই। ভালো থাকবেন।

১০| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: আপনি কেন জানালা খোলা রেখে মোবাইলে গেমন খেলছিলেন?? জানেন না ঢাকা শহরের পরিস্থিতি?

২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৩

হাসান মাহবুব বলেছেন: এই ভুল আর করবো না।

১১| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৩

এমজেডএফ বলেছেন: ইদানিং এ ধরনের ভালো মানুষের সাক্ষাৎ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। যাক, হাজারো খারাপ খবরের মধ্যে আপনার এই ইতিবাচক সংবাদটি শুনে ভালো লাগলো। ভবিষ্যতে সতর্ক থাকবেন।

২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৩

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ।

সুন্দর এবং নিরাপদ থাকুন।

১২| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমারও বেঁচে থাকতে ইচ্ছে হয় ,মাঝে মধ্যে , এই শহরে। কেমন আছেন আপনি ?

২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: ভালো আছি।

শুভকামনা রইলো।

১৩| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বস্তিদায়ক ঘটনা :)

২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: খুবই!

১৪| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৬

পুলক ঢালী বলেছেন: আপনি সৌভাগ্যবান। ট্রেনে যাচ্ছিলাম, মোবাইলে গেম খেলছিলাম, বি বাড়ীয়ায় দাড়িয়েছে, জানালা ৪ ইঞ্চি খোলা ছিল, ট্রেনটা চলতে শুরু করতেই থাবা দিয়ে দৌড়। :D
শাফি খান সাহেবের প্রতি রইল অনেক ভালবাসা ও শ্রদ্ধা।
সুস্থ্য হয়ে উঠুন তাড়াতাড়ি এই কামনা রইল।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: এখন অনেকটাই ভালো।

আপনার জন্যেও শুভকামনা রইলো।

১৫| ২৫ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই ভুল আর করবো না।

অবশ্য মানুষ ভুল করেই শিখে।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: জ্বী, অবশ্যই।

১৬| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমি ঢাকা, কিংবা চট্টগ্রাম শহরে গেলে, শরের ভেতরে রিকসায় যাওয়া আসা করি; ছোট ফোন পকেটে থাকে, কখনো গেইম খেলি না।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:১১

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো।

১৭| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৮

তারেক ফাহিম বলেছেন: আপনার দ্রুত সুস্থ্যতা কামন করছি।

শাফি ভাই’র মহানুভবতা দেখে মুগ্ধ।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:১২

হাসান মাহবুব বলেছেন: এখন অনেকটাই ভালো।

ভালো থাকবেন।

১৮| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: দারুন অভিজ্ঞতা শেয়ার করলেন।
ডক্টর শফি খানকে অজস্র ধন্যবাদ।এমন মানুষ আজো আছে বলে পৃথিবীটা এখনো এত সুন্দর।
আপনার দুজনের জন্য একরাশ মুগ্ধতা ও শুভকামনা রইল।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:১২

হাসান মাহবুব বলেছেন: আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো।

১৯| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: থাক, মোবাইলের জন্য মন খারাপ করবেন না। এই দুনিয়ার কিছুই চিরস্থায়ী নয়।
মানূষই মরে যায় আর সামান্য মোবাইল। এরকম ভাবুন , তাহলে বেশি খারাপ লাগবে না।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৩

হাসান মাহবুব বলেছেন: মোবাইল তো হারায় নাই!

২০| ২৬ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৫

সোহানী বলেছেন: হাঁ, সত্যিই আমাদের দেশে অনেক ভালোমানুষ আছে। কিন্তু সামান্য কিছু অপশক্তির মানুষের কারনে তারা সামনে আসতে পারে না। ভালো লাগলো শেয়ারিং।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সোহানী।

ভালো থাকবেন।

২১| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ১২:২১

রাফা বলেছেন: ভালো মানুষের সংখ্যাই আসলে বেশি।কারন ভালো বলেই তারা ঢোল পিটিয়ে বেরায়না।আসলে সাহসী মানুষ খুব বেশি দরকার আমাদের বর্তমানে।ড. শফি সাহেবের জন্য শুভ কামনা । উনি একজন ভালো মানুষই না শুধু ,সাহসী মানুষ হিসেবে তাকে স্যালুট।

এরপর আরও একটু বেশি সতর্ক থাকবেন ।ধন্যবাদ,পজেটিভ অভিজ্ঞতা শেয়ার করার জন্য।এগুলো যত বেশি ঘটবে মানুষ তত বেশি অনুপ্রানিত হবে। আশা করি ডেঙ্গুতে আক্রান্ত হন নাই।জ্বর শুনলেই আশংকা হয় এখন।সুস্থ হয়ে উঠুন সৃষ্টিকর্তার কৃপায়।

৩০ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৫

হাসান মাহবুব বলেছেন: সাত দিন তো পার হয়ে গেলো। মনে হয় বিপদমুক্ত। কাল থেকে অফিস করবো।

ধন্যবাদ, ভালো থাকবেন।

২২| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫৩

শহুরে আগন্তুক বলেছেন: নারায়ণগঞ্জের সাইনবোর্ডে গাড়িতে বসে থাকে অবস্থায় সেট ছোঁ মেরে নিয়ে দৌড় দিল । আমি গাড়ি থেকে নামার কোন আগ্রহও জোগাড় করতে পারলাম না । চলন্ত রাস্তায়, হাজার মানুষের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে একটা মানুষ সামান্য একটা মোবাইল কেড়ে নিতে নেমেছে জীবিকার জন্য - এই চিন্তাটাই আমাকে হতাশ করেছে ।

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: কী আর কমু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.