নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

এ কী! ঢুকে গেলাম দেখি!

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০০

প্রতিদিন প্রতিবার ব্রাউজার খোলার সময় প্রথমেই বুকমার্কে থাকা সামহয়্যারইনব্লগ ওপেন করার চেষ্টা করি, এবং প্রতিবারই ব্যর্থ হই! কিন্তু, আজ এই মুহূর্তে কোন সমস্যা ছাড়াই ঢুকে গেলাম!
আপনারা কি ভিপিএন ছাড়া ঢুকতে পারছেন স্বাভাবিকভাবে?
সত্যের জয় কি হলো অবশেষে??

মন্তব্য ৯০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৭

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ একটা খবর দিলেন ভাই, আমিও ঢুকলাম ভিপিএন ছাড়াই।

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৮

হাসান মাহবুব বলেছেন: B-) B-) B-)

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৮

হাবিব বলেছেন: আমিও পেড়েছি...... অনলি ওয়াইফাই থেকে

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৯

হাসান মাহবুব বলেছেন: আমি বাংলালিংক থেকেও ঢুকতে পেরেছি।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৯

ডার্ক ম্যান বলেছেন: কমেন্ট করলাম সরাসরি। শুভবুদ্ধির উদয় হল

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৪

হাসান মাহবুব বলেছেন: বুম শাকালাকা বুম বুম শাকালাকা বুম বুম

৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১০

হাবিব বলেছেন: খুবই ভালো লাগছে..........

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫

হাসান মাহবুব বলেছেন: আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর
আমি ফিরে পেতে চাই সাত সুখের সুমুদ্দুর

৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১২

আখেনাটেন বলেছেন: আগে ঢুকতে পারতাম। মাঝে কিছুদিন পারছিলাম না। আজকে দেখছি আবার ঢুকা যাচ্ছে। ওয়াও।

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৬

হাসান মাহবুব বলেছেন: ইনহিল্লিগানে ইনহিল্লাগানে ইনহিল্লাগানে
লে লে না দোপাট্টা মেরা
ও ও দোপাট্টা মেরা

৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আমিও ঢুকলাম ভিপিএন ছাড়াই। হুররে দারুন খবর হাসান মাহবুব । সত্যের জয় হবেই হবে ।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

হাসান মাহবুব বলেছেন: দেখা হবে এখন থেকে নিয়মিত এই প্রাঙ্গনে।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩২

পদ্মপুকুর বলেছেন: আমিও পার্ছি... ভাভা রে ভাভা, কি আনন্দ =p~

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

হাসান মাহবুব বলেছেন: বাতাসে এবং আকাশে প্রচুর আনন্দ।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৩

তারেক ফাহিম বলেছেন: আমিও ঢুকে গেলাম, দেখি।

প্রতিদিন সকাল বিকাল ঔষধের ন্যায় সকাল বিকাল ট্রাই করতাম।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

হাসান মাহবুব বলেছেন: ভালোবাসার প্রতিদান পেলাম আমরা।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৫

বিজন রয় বলেছেন: আপনার পোস্ট দেখে চেষ্টা্ করলাম।
আমিও ঢুকতে পারলাম।

সুখবর!!!

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

হাসান মাহবুব বলেছেন: অতি উচ্চ মানের সুখবর।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: হায় হায়----
ভিপিএন ছাড়া!!!!!

আমি খুব খুশি।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

হাসান মাহবুব বলেছেন: সেই সেই সেই খুশি!

১১| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুনে খুশি হলাম। সামু আবার ফিরে আসুক নতুন উদ্যমে।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

হাসান মাহবুব বলেছেন: চলুন আমরা প্রচুর উদ্যম খরচ করি!

১২| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৬

রোকনুজ্জামান খান বলেছেন: সবাইকে নোটিশ বোর্ড জানিয়ে দেওয়া হোক।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

হাসান মাহবুব বলেছেন: জানা আপা আরেকটু সময় নিতে চাচ্ছেন নিশ্চিত হবার জন্যে।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: সু খবর সু সংবাদ ছড়িয়ে পড়ুক আকাশে বাতাসে।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

হাসান মাহবুব বলেছেন: ছড়িয়ে দিন।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি আনন্দ আকাশে বাতাসে !!
এই উপলক্ষে কি করা যায় বলুন তো ?

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

হাসান মাহবুব বলেছেন: বেশি বেশি করে কমেন্ট করেন সবার ব্লগে!

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৭

পারভীন রহমান বলেছেন: ভিপিএন ছাড়াই ঢুকতে পারলাম প্রিয় ব্লগে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে ! :)

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

হাসান মাহবুব বলেছেন: প্রচুর পাখি ডাকছে।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫

জানা বলেছেন: অনেকেই নিজের ঘরে কোন বাধা ছড়াই প্রবেশ করতে পারছেন জেনে আমারও খুব ভাল লাগছে। তবে, আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আমি গণমাধ্যম গুলো এবং প্রভাইডারদের সাথে যোগাযোগ করছি। খুলে দিয়ে থাকলে সেটা অবশ্যই গণমাধ্যমে আসা উচিত। বিটিআরসি এবং মাননীয় মন্ত্রীকে ইন্টারভিউ করে বন্ধ এবং খোলার কারণ জানানো উচিত। এটা হলো আমার পেশাদারিত্ব। আমি খুব সাধারণভাবেই এর যত্ন করি। সবকিছু ঠিকঠাক থাকলে আমিও যোগ দেবো সবার আনন্দে। আমাকে আর একটু সময় দিন সবাই।

দীর্ঘ আটমাস পর আমারও আজকের সকালটা অন্যরকম লাগছে। দীর্ঘ এই বন্দী সময়টাতে আমাকে কোন সফলতার আনন্দই পরিপূর্ণভাবে শ্পর্শ করতে পারেনি। আজকে আমি একটুখানি সুস্থ বোধ করতে পারি হয়তো! তবু অপেক্ষা করবো নিশ্চয়তার।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

হাসান মাহবুব বলেছেন: আপনার তরফ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার প্রত্যাশায় রইলাম!

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: আমিও ঢুকতে পেরেছি। অনেক ভাল লাগছে। তবে দেখি ভাল লাগাটা কতক্ষণ স্থায়ী হয় !

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

হাসান মাহবুব বলেছেন: অনেকক্ষণই তো স্থায়ীও হয়ে গেলো! ;)

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

হাসান মাহবুব বলেছেন: কী সুন্দর একটি দৃশ্য!

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৩

উম্মে সায়মা বলেছেন: এতদিন পর এত ব্লগার, এত ভিজিটর দেখে বেশ লাগছে :)

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

হাসান মাহবুব বলেছেন: খুব, খুবই!

২০| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :)

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

হাসান মাহবুব বলেছেন: B-)

২১| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: আনন্দধারা ধারা বহিছে ভূবনে
দিন রজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে :) :) :)

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

হাসান মাহবুব বলেছেন: জগৎ আনন্দময়।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ুকতে পেরেছি আলহামদুলিল্লাহ

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

হাসান মাহবুব বলেছেন: আলহামদুলিল্লাহ!

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০১

মনিরা সুলতানা বলেছেন: উফফফফ শান্তি :)

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

হাসান মাহবুব বলেছেন: :) :) :)

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৮

নোবিতা রিফু বলেছেন: সবাই ঢুকতে পারতেছে, খালি মডু পারতেছে না। এই চান্সে সবাই যা করার করে নেন B-) B-)

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

হাসান মাহবুব বলেছেন: কী কী করা যায়? ;)

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেকদিন পর বুকভরে শ্বাস নিতে পারছি!

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

হাসান মাহবুব বলেছেন: আহ! খুবই সতেজ অনুভূতি!

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি একি বিস্ময়
সামু সরাসরি ওপেন হয় ;)
আহা কি আনন্দ
প্রানে যেন নাহি সয় :)

নয়তো এ সাময়িক হোক চিরতরে ঠিক।
জানাপুর কথাই ঠিক
দিতে হবে তাদেরে ঘোষনা, কেন করেছিল বন্ধ
নইলে কাটবেনা দ্বন্ধ!

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

হাসান মাহবুব বলেছেন: না থাকুক কোন সংশয়
ব্লগিং হোক নির্ভয়!

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪১

নীলসাধু বলেছেন: আনন্দম।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

হাসান মাহবুব বলেছেন: প্রচণ্ডম।

২৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

ইসিয়াক বলেছেন: শান্তি শান্তি লাগছে।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

হাসান মাহবুব বলেছেন: খুব শান্তি!

২৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগমুক্তি উপলক্ষে ব্লগের সবাইকে অভিনন্দন।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫০

হাসান মাহবুব বলেছেন: সবাই ধৈর্য ধরে সাথে ছিলেন, এ ভালোবাসা অমূল্য!

৩০| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

সুরঞ্জনা বলেছেন: অবশেষে আমিও ঢুকতে পারলাম। আর সেই খুশীতে দীর্ঘ দিন পরে পোস্টও দিয়ে ফেললাম। :)

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫০

হাসান মাহবুব বলেছেন: এখনই যাচ্ছি পোস্টে!

৩১| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৪

পুলক ঢালী বলেছেন: আমি গতকাল ঢুকতে পেরেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি, ভেবেছিলাম কোন টেকনিক্যাল ফল্টে এমনটি হয়েছে। আজ এখন আবার পরীক্ষা করার মানসে ঢুকতে চেষ্টা করে ঢুকে গেলাম, আর কেউ পারছেন কিনা জানার জন্য একটা ফেসবুকীয় পোষ্ট লিখতে গিয়ে আপনারটা চোখে পড়লো ফলে বুঝতে পারলাম ব্লগ অবমুক্ত হয়েছে।
ফেসবুকের কারনে অনেক জায়গায় দাঙ্গা হয়েছে, মানুষ মারা গেছে কিন্তু ব্লগের কারনে দাঙ্গা হয়নি উপরন্তু ব্লগার খুন হয়েছে, আর সরকারকে তার বিচার করতে হচ্ছে। ব্লগ বন্ধকারী ইঁদুর মস্তিষ্কওয়ালারা দেরীতে হলেও বিষয়টি উপলব্ধি করতে পেরেছে দেখে ভাল লাগছে। মনে হচ্ছে বুকের উপর থেকে একটা জগদ্দল পাথর যেন নেমে গেল।
হ্যাপী ব্লগিং। :D

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫১

হাসান মাহবুব বলেছেন: হ্যাপি ব্লগিং!

৩২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: তোমাদের আনন্দ ছুঁয়ে গেলো আমাদের। হ্যাপী ব্লগিং।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫১

হাসান মাহবুব বলেছেন: মাঝেমধ্যে আসবেন সাজি আপা।

৩৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: রেজওয়ান তানিমের ফেসবুক পোস্ট দেখে ট্রাই করলাম প্রথমে হয়নি, পরে আবার কেন জানি মনে হলো দেখিতো,
বাকিটা ইতিহাস, সবাইকে অনেক অনেক শুভ কামনা।
আশা করি সব ঠিক থাকলে আমাদের পদচারনায় আবারো মুখর হবে এই আঙ্গিনা।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫২

হাসান মাহবুব বলেছেন: এই মুখরিত জীবন!

৩৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-) B-)

!:#P !:#P !:#P

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: পার্টির ইমোটা পাইতেছি না।

৩৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এখানে নাকি পার্টি হচ্ছে? তো খানাপিনা কই?

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: ভাই সালাদ খাইতেছি।

৩৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: গত সবার পোস্ট পড়ে আমিও টর ছেড়ে গুগল ক্রোমে ট্রাই করলাম দেখি সত্যি তেলেসমাতি কারবার ঘটে গেছে।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৪

হাসান মাহবুব বলেছেন: B-)

৩৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৫

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন, সত্যের জয় হল অবশেষে।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: সত্যের পথে থাকলে সত্য জিতে যায়।

৩৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৩

ফয়সাল রকি বলেছেন: অবশেষে...

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: অবশেষে!

৩৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

মোঃমোজাম হক বলেছেন: আবার জমবে মেলা :)

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫০

হাসান মাহবুব বলেছেন: এ মেলা প্রাণের মেলা!

৪০| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৬

আশিক মাসুম বলেছেন: লেখক বলেছেন: এ মেলা প্রাণের মেলা!

সত্যি তাই

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৯

হাসান মাহবুব বলেছেন: প্রাণে প্রাণে ধ্বণিত হচ্ছে আনন্দ!

৪১| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এটা গতকালের শট ;)




আপনি কি আজ লক্ষ্য করেছেন যে, আমাদের মধ্যে বন্ধনের তৃষ্ণা নিবারণের এক নতুন প্রেম জেগে উঠেছে। যেন আমরা জেগে উঠেছি পুনর্জন্মের নতুন স্বাদে।




২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: এখন ৫০ জন আছে অনলাইনে!

৪২| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৫

অন্তরন্তর বলেছেন: হাসান ভাই আসলেই এটা একটি আনন্দের দিন সামু ব্লগারদের।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৩

হাসান মাহবুব বলেছেন: মহা আনন্দের দিন ভাই!

৪৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪১

করুণাধারা বলেছেন: আনন্দ ভাগাভাগি করে নিতে পোস্ট এলাম। লাইক আগেই দিয়ে রেখেছিলাম।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: এখন পোস্ট দেন!

৪৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ২:২৫

জানা বলেছেন: সবার এতো এতো আনন্দের ফুলঝুরিতে আমি কিছুতেই যোগ দিতে পারছিনা বলে দুঃখ প্রকাশ করছি। সবার আনন্দ আর ভালবাসায় চোখে জল আসছে। সৌভাগ্য আমার। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার।

আশা করি খুব শিগগীর নিজের একাউন্ট থেকে একটা ব্যক্তিগত অনুভূতির পোস্ট নিয়ে আসবো। এটা আমার দায়িত্ব কর্তব্য এবং ভালবাসা থেকেই লিখবো। এই মুহূর্তে একসাথে মিডিয়া, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা (যারা এই বিষয়ে গত আট মাসের পরিস্থিতি অবহিত) এবং কিছু বিশ্ববিদ্যালয়কে ইমেইলে ববা ফোনে সংশ্লিষ্ট বিষয়ে সময় দিচ্ছি সংগত কারণেই। পাশাপাশি আমার অসুস্থ শাশুড়ি মাকে বিশেষভাবে সময় দিচ্ছি। আমাকে ওনার খুব প্রয়োজন। ফলে বিশেষ ব্যস্ততায় আছি।
সময় অভাবে সবার পোস্টে গিয়ে মন্তব্য করতে পারছিনা বলে মন ছটফট করছে। আশা করি এই মন্তব্যটি অনেকের ই নজরে আসবে। তবু জাদীদ আছে বলে রক্ষা। ও সম্ভাব্য চেষ্টা করে সবার সাথে থাকতে এবং ব্লগীয় নানান সমস্যায় সাহায্য করতে। যেভাবেই হোক সময় বার করে আমি খুব শিগগীর ফিরে আসবো একটা ভালবাসাময় পোস্ট নিয়ে। সবাই ভাল থেকো। অশেষ ভালবাসা এবং কৃতজ্ঞতা সবার প্রতি।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৬

হাসান মাহবুব বলেছেন: আমাদেরও চোখে জল আসছে জানা'পা!

৪৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৮

মামুণ বলেছেন: বহু দিন পর ব্লগে ঢুকেই আপনার পোষ্ট চোখে পরল । আহ কি দিন ছিলো

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫০

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ সুন্দর সব দিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.