নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

কাষ্ঠপ্রজাতন্ত্র

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৪


আমার একটা হাত কাঠের
আর একটা চোখ পাথরের
আমার ধার করা হৃদয়ে
নিবাস মাংস এবং মদের।
আমার আরেক হাতে ধরি
ছিন্ন শতেক চোখের মনি
আমার আরেক চোখ গচ্ছিত
রেখেছেন এক সম্মানিত।
আমার ইস্পাতের পাকস্থলি
রক্ত,শেকড়, মাটির খনি
আমার মুষ্টিতে গোরস্থান
ভিন্নমতের দেহাবসান।
আমার ঠিকানা নয় প্রেতপুরী
আমি লয়াল কর্মচারী
ফেরাও আমার দেহের মাটি
আমি সর্প হয়েই কাটি...
আমি ওঝা হয়েই ঝাড়ি
স্নেহশীলা মা হয়ে গড়ি
আমার ভাঙা গড়া খেলায়
তোমার মূল্য কানাকড়ি!

ছবি- রূপম
(আবরারের স্মৃতির উদ্দেশ্যে)

মন্তব্য ৪৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৩

বিজন রয় বলেছেন: শুভসকাল! ভাল আছেন নিশ্চয়ই।

কাঠ হতে পারলে ভাঙা-গড়ার খেলায় আঘাত পেতাম না।
সেটাই ভাল হতো।

শুভকামনা হাসান মাহবুব।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২০

হাসান মাহবুব বলেছেন: শুভসকাল শুভার্থী।

ভাল থাকবেন।

২| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৭

বলেছেন: নিবাস -মাংস ও মদের।।।।আমিও মানুষ তবে।।


কবিতায় বেদনার ক্ষত।।।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২০

হাসান মাহবুব বলেছেন: এই বেদনা পুষে রাখতে হবে।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১২

নীল আকাশ বলেছেন: আমার ভার্সিটির প্রিয় অনুজকে নিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
লেখা ভালো লেগেছে। তবুও মনে হয় এই পৃথিবীর কোন ভাষা, কোন শব্দই
এই দুঃখী ছেলেটা যত কষ্ট পেয়েছে সেটা প্রকাশের জন্য উপযুক্ত নয়।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২১

হাসান মাহবুব বলেছেন: আপনার জন্যেও শুভকামনা রইলো।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাজীন নূর।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৭

নতুন নকিব বলেছেন:



আবরারের স্মৃতির উদ্দেশ্যে আপনার লেখাটা পড়ে ভালো লাগলো। আবরারের বিয়োগজনিত শোক এবং বেদনার প্রেক্ষাপটে আমারও ছোট্ট একটা লেখা ছিল-

কবিতা ফিরিয়ে আনুক হারিয়ে যাওয়া শব্দ কথা…...

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২০

হাসান মাহবুব বলেছেন: পড়ে এলাম। ভালো লিখেছেন।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৫

অন্তরন্তর বলেছেন: হাসান ভাই আমরা বাংলাদেশীরা আমার মনে হয় এখনকার সময় পৃথিবীর সবচেয়ে অমানবিক জাতিতে পরিণত হয়েছি। সেই আগের দিনের সহজ, সরল ও মানবিক মানুষ এখন আর নেই। আবরারের স্মৃতির উদ্দেশে যে কষ্টে লিখলেন তা কবিতায় ফুটে উঠেছে। এসব ব্যাপারে কিছু লিখতে গেলেই অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু হাত চলে না, থমকে যায়। শুভ কামনা নিরন্তর।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৫

হাসান মাহবুব বলেছেন: অমানবিক ব্যাপার এত বেশি ঘটছে, নিতে পারছি না! অভ্যস্ত হয়ে যাওয়াটা বেশি ভয়ংকর।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আমাদের মূল্য কানাকড়ি, এটাই বাস্তবতা।

২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫২

হাসান মাহবুব বলেছেন: শুভবিকেল অভি।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কবিতা । +

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কবি। ভালো থাকবেন।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৫

রাইসুল সাগর বলেছেন: কবিতায় প্রতিবাদ দারুন লাগলো। নামে +। শুভকামনা নিরন্তর হামা ভাই।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ! ভালো লাগলো আপনাকে দেখে।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪০

করুণাধারা বলেছেন: অল্প কথায় অনেক কথার প্রকাশ- ভালো লাগলো। আমাদের প্রত্যেকের উচিত নিজের মতো করে অন্যায়ের প্রতিবাদ জানানো।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ করুণাধারা। ভালো থাকবেন।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বেদনার কাব্য :(

কেমন আছেন হাসান ভাই?

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩১

হাসান মাহবুব বলেছেন: এই তো ভালোই আছি! ভালো আছেন আশা করি!

১২| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,




কাষ্ঠ নয়, কষ্টকর প্রজাতন্ত্র....................

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩২

হাসান মাহবুব বলেছেন: আমরা সবাই কাঠ হয়ে গেলে ভালো হত।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিরাপদ ষ্ট্যাটাস! উইদ উচ্চমানের বাঁশ ;)

সহজ কথাটা সহজ করে বললে কি হয়, আবরার বুঝে উঠতে পারেনি!
আমজনতার মূল্য কানাকড়ি!

ভাল লাগা একরাশ
++++++

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই।

শুভকামনা রইলো।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৭

নীলসাধু বলেছেন: অসাধারণ।
কবিতায় ভালো লাগা রইলো।

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সাধু ভাই।
ভালো থাকবেন।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৪

কিরমানী লিটন বলেছেন: গভীর বেদনায় মন ছুঁয়ে যাওয়া কবিতা। অসাধারণ লিখেছেন - খুব ভালোলাগা......

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

শুভেচ্ছা।

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৩

ইসমাঈল আযহার বলেছেন: মোটামুটি, ভালই লাগলো।

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আজহার।

শুভসকাল।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: বর্তমান সময়ের ভয়ঙ্কর রূপ। কিছু কি করার আছে ? একমাত্র অপেক্ষা ছাড়া - - - - - - -

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: অপেক্ষা কবে নিজের পালা আসবে!

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীন নূর।

ভালো ত্থাকুন।

১৯| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৮

ফয়সাল রকি বলেছেন: কানাকড়িও বেশি হয়ে যায়... :(

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২

হাসান মাহবুব বলেছেন: একমত।

২০| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেদনায় নীল হয়ে যায় বুকের আকাশ।

২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৭

হাসান মাহবুব বলেছেন: পাঠের জন্যে ধন্যবাদ মাইদুল। ভালো থাকবেন।

২১| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সৌরভ কে ভাইয়া?

২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৭

হাসান মাহবুব বলেছেন: স্যরি।

২২| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ কবিতা প্রিয় ব্লগার।

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ সৌরভ।

শুভসন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.