নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ভাবো তো!

১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৭


ভাবো তো স্বর্গ নেই
তাতে কীই বা এসে যায়!
নরকে নেই কারো নিবাস
ওপরে শুধু নীল আকাশ
চলো না আজ আমরা সবাই
বাঁচি আজকের জন্যে ...

ভাবো তো নেই কোন দেশ
চাইলেই তো ভাবা যায়!
কেউ কাউকে মারছে না
ধর্ম নয় কারো সহায়
চলো না আমরা সবাই
বাঁচবো শান্তি-সুখে...

তুমি ভাবছো আমি অযথাই
মিছে গড়ছি স্বপ্নের খামার
দেখো তুমিও গড়বে একদিন
পৃথিবীতে চাঁদের পাহাড়!

ভাবো তো নেই ধন সম্পদ
শুনে আঁৎকে উঠলে কি?
ভাবো তো লোভ আর ক্ষুধা নাই
তুমি আমি সবার ভাই!

পৃথিবীর জন্যে মানুষ
মানুষের জন্যে পৃথিবী নয়, তাই না?

তুমি ভাবছো আমি অযথাই
মিছে বুনছি স্বপ্নের জাল
তুমিও গড়বে দেখো একদিন
পৃথিবীতে চাঁদের পাহাড়!

মূল গান- Imagine (John Lenon)
Imagine there's no heaven
It's easy if you try
No hell below us
Above us only sky
Imagine all the people
Living for today (ah ah ah)
Imagine there's no countries
It isn't hard to do
Nothing to kill or die for
And no religion, too
Imagine all the people
Living life in peace
You may say that I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will be as one
Imagine no possessions
I wonder if you can
No need for greed or hunger
A brotherhood of man
Imagine all the people
Sharing all the world
You may say that I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will live as one

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,





চলো না আজ আমরা সবাই
বাঁচি আজকের জন্যে ...



২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৯

হাসান মাহবুব বলেছেন: চলুন!

২| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪

হাবিব বলেছেন:




ভেবে আর কি লাভ হবে
ভাবনাটা বেড়ে যাবে
চুলগুলো ছেড়ে যাবে
দাঁড়ি গোঁফ ছেড়ে যাবে.....

সুন্দর অনুবাদ কবিতা

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ স্যার!

৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তুমি বলো আমি স্বপ্নবাজ
আমি বলি, নই একা আজ।

আপনার অনুবাদ / ভাবার্থ চমৎকার হয়েছে।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

হাসান মাহবুব বলেছেন: আপনার দু লাইন ভালো লাগলো। আপনি পূর্ণাঙ্গ অনুবাদে হাত দিতে পারেন এই গানের।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর।
আসলেই সুন্দর।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

অনেক ধন্যবাদ!

৫| ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৫

কিরমানী লিটন বলেছেন: স্বর্গ যদি না থাকতো
তাইলে বড় ধরা,
ধর্ম নিয়ে বাণিজ্যেতে
মঙ্গা হতো - খরা....

চমৎকার লিখেছেন কবি- দারুন ছন্দে সত্যের অবগাহন। খুব ভালোলাগা।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: আপনিও চমৎকার বলেছেন কবি।

ধন্যবাদ।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নার্গিস। স্বাগতম আমার ব্লগে।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩৮

শের শায়রী বলেছেন: প্রিয় একটা গান। কেমন আছেন প্রিয় ব্লগার?

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৪

হাসান মাহবুব বলেছেন: আরে শের শায়রী ভাই! কতদিন পরে! আমি ভালো আছি। আপনাকে দেখ খুব ভালো লাগলো!

৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০১

ডঃ এম এ আলী বলেছেন: অনুবাদ প্রাঞ্জল হয়েছে
স্বর্গ নাই নরক নাই
বাহরে কি মঝাই !
ধর্ম করি বৃথাই
কল্পনায় কাজ নাই
যাবত জীবন সুখে থাকি ভাই
ঋণ করে ঘি খাই
তাতে কোন ক্ষতি নাই
পোষ্টের কবিতা পাঠে সুখ পাই
তাই যাবার বেলায় প্রিয়তে নিয়ে যাই ।

শুভেচ্ছা রইল

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৪

হাসান মাহবুব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
ভালো থাকবেন।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: কাউকে দিয়ে সুর করিয়ে গেয়ে ফেলুন

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

হাসান মাহবুব বলেছেন: মূল গানের সুরের ওপরেই কথা বসাইছি।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

অন্তরন্তর বলেছেন: চমৎকার অনুবাদ হয়েছে হাসান ভাই। অদ্ভুদ সুন্দর একটি গান। শুভ কামনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অন্তর ভাই। ভালো থাকবেন।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সুন্দর হয়েছে!

ভেবে নাও এমন দুনিয়া
হাতছানি দিচ্ছে তোমায়
তুমি কর ছেলেমানুষি
আমি বলি নই একা
রংবেরং এর এই আকাশে
তোমার সাথেই হবে দেখা-

বার্জার পেইন্টস এর অ্যাডে হত ইমাজিন এর সুরেই। শুনেছেন কখনও?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৭

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, শুনেছি। লেখার সময় মনে পড়ছিলো।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩

এস সুলতানা বলেছেন: চমৎকার কবিতা

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ এস সুলতানা!

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

আমি সাজিদ বলেছেন: যখন মাউথ অর্গান শেখার চেষ্টা করছিলাম তখন এই গানটা বাজানো সোজা বলে প্রথম শুনেছিলাম। বেশ কয়েক বছর আগের কথা। অনুবাদে ভালো লাগা।

'বাঁচি আজকের জন্য' বলতে মাইন্ডফুলনেসের চমৎকার কনসেপ্টের সাথে মিল পাই। এমন কিছু কি আপনারও মনে হয় ?

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: মাইন্ডফুলনেসের কনসেপ্ট আবার কী? জানা নাই ব্রো।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৩

কায়েস মাহমুদ! বলেছেন: "ভেবে দ্যাখো স্বর্গের নেই কোন লোভ
ভেবে দ্যাখো নরকের নেই কোন ভয়
ভেবে দ্যাখো হবে নুতন এক পৃথিবী
বলতে পারো আমায় স্বপ্নবাজ
কিন্তু আমি একা নই
দাঁড়াবে একদিন আমার পাশে
এবং এই স্বপ্নের সাথী হবে"
আমি এভাবে করি। অনুবাদ ভালো হয়েছে ভাই।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর!

ধন্যবাদ।

১৫| ০৬ ই জুন, ২০২০ রাত ৯:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: আপনার লিরিক্স লেখার অভ্যাস পুনরুজ্জীবিত করেন আরেকবার।

০৬ ই জুন, ২০২০ রাত ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: এটা যখন আসে তখন আসতেই থাকে, বেশিরভাগ সময়ই তাকে ধরা যায় না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.