নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

১২ রকম ঈদ!

০১ লা আগস্ট, ২০২০ রাত ১২:২৮



নৈরাশ্যবাদী- এই করোনার সময় আবার ঈদ! জীবন ছাড়খাড়।
আশাবাদী- ফজলি আমের সময়ে ঈদ! শেষ কবে কোরবানীর গরু আর আম একসাথে খেয়েছেন?
ষড়যন্ত্রবাদী- গরু যেন সুলভ না হয়, এজন্যে সূক্ষ্ণভাবে ঈদের সময় করোনা জিইয়ে রেখেছে জায়ানিস্ট, ইলুমিনাতিরা।
নৈরাজ্যবাদী- সব গরু ছিনিয়ে নাও, গরুদের বাকস্বাধীনতা নিশ্চিত করো!
সাম্যবাদী- গরু এবং ছাগলকে একই বটি দিয়ে জবেহ করতে হবে।
তালগাছবাদী- দোকান থেকে বিফ বার্গার কিনে খান, তবুও ঈদের সময় পশুহত্যা করবেন না প্লিজ!
হুমায়ুন আহমেদ ফেক কোট - পৃথিবীতে অসংখ্য বাজে গরু আছে, কিন্তু বাজে বিফ কারি একটিও নেই।
রিপন ভিডিও- বন্দু তোমার গরু দিছে ঢিশ
তুমার ঠোঁটে করবো যে লিপকিস।
জনৈক প্রযুক্তি বিষয়ক মন্ত্রী- অশ্লীল অঙ্গভঙ্গিকারী গরুদের আইনের আওতায় আনা হবে।
জনৈক তথ্যমন্ত্রী- বিএনপি আমলে অসংখ্য গরু রাস্তায় দড়ি ছিড়ে পালিয়ে গিয়েছিলো, এইবার অবস্থা নিয়ন্ত্রণে।
মোস্তফা সারওয়ার ফারুকী- ইন্ডিয়ান গরু আর বাংলাদেশী গাভীর মধ্যে যৌনসম্পর্ক নিয়ে নির্মিতব্য আমার চলচ্চিত্রটি ইতিমধ্যেই ভেনিস, প্যারিস এবং মাদ্রিদে পুরস্কার পেয়েছে এবং বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে।
আমজনতা ফিচারিং শবনম ফারিয়া- খেতে খেতে আট পিস গরুর মাংস খেয়ে ফেলেছি!

ঈদ মুবারক!




মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২০ রাত ১২:৪১

এস এম মামুন অর রশীদ বলেছেন: পৃথিবীতে ১০ রকমের লোক আছে: যারা পোস্টটি পড়ে হাসবে আর যারা গোমড়ামুখোই থেকে যাবে। :)

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৭

হাসান মাহবুব বলেছেন: বাইনারি?

২| ০১ লা আগস্ট, ২০২০ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা।
গরীব বাংগালীদের মনের পশুগুলো কোরাবানী থেকে রক্ষা পায়; মনের পশুরা গরীব বাংগালীদের ভালোবাসে।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: ঈদের শুভেচ্ছা।

৩| ০১ লা আগস্ট, ২০২০ রাত ১:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঈদ মোবারক
...................................................
তবে গরু কুলের মনে হয়
বিদ্রোহ করা উচিত ।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: একদিন নিশ্চয়ই করবে!

৪| ০১ লা আগস্ট, ২০২০ রাত ২:৫৫

অন্তরন্তর বলেছেন: অনেক্ক্ষণ হাসলাম হাসান ভাই। সবচেয়ে বেশী ভাল লেগেছে তালগাছবাদীর টা। ঈদ এর শুভেচছা আপনাদের সকলকে। আল্লাহ্‌ পৃথিবীর সকলের মঙ্গল করুন।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৮

হাসান মাহবুব বলেছেন: আপনাকেও শুভেচ্ছা অন্তর ভাই। ভালো থাকবেন।

৫| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৩:০৬

রাজীব নুর বলেছেন: ভালো বিনোদন।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: ঈদের শুভেচ্ছা।

৬| ০১ লা আগস্ট, ২০২০ সকাল ৮:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হাস্তেই আছি, রিপুন ভিড্যু হা হা

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: ঈদের শুভেচ্ছা।

৭| ০১ লা আগস্ট, ২০২০ সকাল ৮:৫৮

হাবিব ইমরান বলেছেন:

হা হা হা, পুরাই মার ডালা অবস্থা।

যাহোক, ইদের শুভেচ্ছা নিন।
ইদ মোবারক।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১০

হাসান মাহবুব বলেছেন: ঈদের শুভেচ্ছা।

৮| ০১ লা আগস্ট, ২০২০ সকাল ৯:২৩

শাহ আজিজ বলেছেন: কোরবানির দিন সকালে হাস্লাম জুত করে

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১০

হাসান মাহবুব বলেছেন: B-)

৯| ০১ লা আগস্ট, ২০২০ সকাল ১০:৩০

শেরজা তপন বলেছেন: আমি ভাবতেছি আমি কোন পক্ষে? ১ নম্বরেই থাকি-সবার উপরে কিন্তু সেফ প্লেস :)

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১০

হাসান মাহবুব বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।

১০| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক ভাইজান।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১০

হাসান মাহবুব বলেছেন: ঈদ মুবারক।

১১| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৯:২৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: তোফা হয়েছে!

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ ঈদের শুভেচ্ছা।

১২| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৪৫

মিরোরডডল বলেছেন:

হা হা হা...... সবগুলোই মজার কিন্তু সারওয়ার ফারুকীরটা অনেক বেশী ফানি :)

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১১

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: পুজিবাদি ঈদ যোগ দিলে ভালো হত। যারা কোরবানির নামে সম্পদের প্রতিযোগিতা করে তারা এই ধরণের ঈদ পালন করে তাদের পুজির জানান দিয়ে থাকেন। এই ধরণের মানুষ আমাদের সমাজে অনেক আছে।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১২

হাসান মাহবুব বলেছেন: :-/

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৬

স্থিতধী বলেছেন: দারুন লাগলো লেখাটা! =p~

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.