নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

রাতবন্দী

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৮


আজ রাতে জাগবো বলে প্ল্যান
তারার দেশে হবো নিরুদ্দেশ
কফির মগে সময় চন্দ্রমুখী
চিলেকোঠায় বিদায় হাপিত্যেশ!

আজ রাতে ধরবো তোমার হাত
কাঁচের গেলাস ভরা আগুন স্মৃতি
দখিন দুয়ার জোনাক জলে ভেজা
(তোমার) নীল শাড়িতে জোছনার বিচ্যূতি!

আজ রাতে ছায়াপথে বাড়ি
দীঘির পাড়ে বাতাসটা উন্মন
পিপাসা নদীর ব্যাকুল জলধারা
নিকষ অন্ধকারের চোখে সমর্পণ

আজ রাতে শামুক ভাঙে খোলস
প্রাগৈতিহাসিক দুঃখ; সুলভ দাম
একলা পথে ছায়া দীর্ঘতর
ভাসিয়ে দেবো কুহকের সাম্পান!


মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: চিলেকোঠার রাত আসলেও দারুন এক অনুভূতি। যার না দেখা হয়েছে সে কখনও জানবে না।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: ঠিকই বলেছেন। আমার ব্লগে স্বাগতম।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চমৎকার একটা কবিতা। আসলে গল্পকারেরা যে শুধু ভালো গল্পই না ভালো ভালো কবিতাও লিখতে পারে সেটা আপনার লেখা কবিতা পড়লে বোঝা যায়। :)

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০১

সাবিনার বচন বলেছেন: ভাল লাগলো!

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা সাবিনা।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৯

নেওয়াজ আলি বলেছেন: পড়ে ভালো লাগলো। ।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ কানিজ ফাতেমা।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২০

সাগর শরীফ বলেছেন: দারুণ। খুবই ভাল লেগেছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪০

শেরজা তপন বলেছেন: হাসান মাহবুব ভাই, অনেক দিন বাদে আপনার কবিতার পাতায় আসলাম।


ভাল লাগল

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৭

হাসান মাহবুব বলেছেন: স্বাগতম আপনাকে তপন ভাই। পুরোনো মুখদের দেখলে ভালো লাগে।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ছন্দবদ্ধ লেখা পড়লাম, ভালো লাগা রইল।
রাত জেগে জোছনা দীঘিতে ভাসিয়ে সাম্পান, করব সমর্পণ!

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা ইফতি।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১১

ইমন তোফাজ্জল বলেছেন: রানা ভাইয়ের প্রভাব আছে লেখায় ।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, ছন্দের গঠনটা কাছাকাছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.