নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চট্টগ্রামের বাড়িগুলি হতে পারতো আঁকাবাঁকা
পথে,
ফুল সাজানো তোরঙ্গের মত মৌমাছির গীতালিতে
অণুর্ভবা
চট্টগ্রামের বাড়িগুলি হতে পারতো কমলা রঙের ছাদের
তাতে মৌসুমী চাঁদ জ্যোৎস্না দিতো সুদূর ঝর্ণা থেকে
মন্দ্র সুরে বাজতো গান,, আর ডাহুক পাখির রাতে
চট্টগ্রামের ঘুমবালিশে থাকতো জেগে ট্রেইল জলপ্রপাতের!
চট্টগ্রামের রাতগুলি হতে পারতো মাতাল কসম মাতোয়ারা
ফয়েজ লেক আর বান্দরবান থেকে চলে আসতো
নীল ভোমড়া, মায়া হরিণ, ওরাং ওটাং বা পদ্মফূল
চট্টগ্রামের রাতগুলি হতে পারতো মায়াচুম্বনে বেভুল।
তুমি চট্টগ্রামে দেখতে চেয়েছো একটা জোনাকফুল
তুমি চট্টগ্রামে দেখতে চেয়েছো সানজিদা আখতার
তুমি চট্টগ্রামে দেখতে পেয়েছো করিম ইলেক্ট্রনিক্স
তুমি চট্টগ্রামে শুনতে পেয়েছো দিলবার দিলবার!
তুমি চট্টগ্রামে শুনতে চেয়েছো জয় বাংলা, স্বাধীনতা!
তুমি চট্টগ্রামে দেখতে চেয়েছো সাহসী নাবিককূল
তুমি চট্টগ্রামে দেখতে পেয়েছো ইটভাঁটা শ’মাইল
তুমি চট্টগ্রামে ভুলেই গেছো মেঘদল বিলকূল!
অথচ চট্টগ্রাম তো অন্য সব শহরের মত নয়
চট্টগ্রাম নয় মাদারীপুর বা সেতাবগঞ্জ
চট্টগ্রামে তোমার যাওয়া উচিত ছিলো খালি গেলাস হাতে
সেখানে আকাশ থেকে মদিরাফুল নেমে আসবে প্রাতে!
অথচ চট্টগ্রাম তো অন্যসব শহরের মত নয়
চট্টগ্রাম তো নয় কিশোরগঞ্জ বা জামালপুর
কথা ছিলো, তুমি আসবে পিয়ানোর শেষ রিডটা ধরে
কথা ছিলো তুমি আসবে চাঁদের চরকাতে চড়ে!
চট্টগ্রামে আর জেগে নেই কাঁচফুল নির্বাণ
তুমি শ দুয়েক টাকা দিয়ে কিনবে কনডম আর এলাচ
হাড় জিরজিরে উদ্বাস্তুরা খুবলে খাবে কঙ্কাল
চট্টগ্রাম আর নয় একটা ফুলের নাম!
চট্টগ্রামে আর জেগে নেই ভাবনার পিলসুজ
তুমি শ খানেক টাকা দিয়ে কিনবে পাঁচুন আর কোঁদাল
আঁকবে সুরম্য ভবন নতুন খোলনলচায়
শহরর ডোঁবাগুলোতে হবে করুণ বীর্য অপচয়!
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে কবিতা
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৭
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা ছবি।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। ঢাকার দশা মনে হয় চট্টগ্রামকেও ধরা শুরু করেছে। চাটি গা থেকে চাট গাঁ। ধীরে ধীরে চিটাগাং বা চট্টগ্রাম। শোনা যায় কোন এক আওলিয়া ওখানকার জঙ্গলে পিলসুজ জ্বেলেছিলেন। সেই আলো যত দূর গেছে সেখানে ধীরে ধীরে শহর হয়েছে। আওলিয়ার নাম ভুলে গেছি। ১২ আওলিয়ার শহর চট্টগ্রাম। সব আওলিয়ার নাম কি জানেন?
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৮
হাসান মাহবুব বলেছেন: না, জানি না।
পাঠের জন্যে ধন্যবাদ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
মেজবানি খাবারের দেশ চট্টগ্রাম
বন্দরের দেশ চট্টগ্রাম
মাছের দেশ চট্টগ্রাম
আমার চাকরি জীবনের প্রথম দেশ চট্টগ্রাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৯
হাসান মাহবুব বলেছেন: বাহ!
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২০
কবিতা পড়ার প্রহর বলেছেন: চট্রগ্রাম এখন ভীড়ের শহর। তবুও টাইগার পাসের কিছু এলাকা এখনও যেন সজীব পাহাড়ী। কিন্তু মেইন শহর থেকে হারিয়ে ফেলছে চট্রগ্রাম তার মূল সৌন্দর্য্য।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৯
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, এজন্যেই খারাপ লাগে।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: চট্রগ্রামে তিনবার গিয়েছি।
ভালো লেগেছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৯
হাসান মাহবুব বলেছেন: লাগারই কথা।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৪
চাঁদগাজী বলেছেন:
কবিতার অবস্হা দেখলে মধুসুদন দ্ত্ত থেকে নজরুল ইসলাম, সবাই কেঁদে ফেলতেন!
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২০
হাসান মাহবুব বলেছেন: তা ক্যা?
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতায় প্লাস মাইনাস না দিয়ে হোমানে পইড়া গেলামগা।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২০
হাসান মাহবুব বলেছেন: ভালা করচেন।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪
তাশমিন নূর বলেছেন: আপনার প্রতিটি কবিতাই সুন্দর। কবিতার ব্যাপারে আরও সামনে এগুনো উচিত আপনার। নিরন্তর শুভকামনা।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৪
হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে। আপনিও গল্প নিয়ে আরো ভাবতে পারেন।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।