নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

পরস্পর

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬


তোমাকে ওরা নিয়ে এলো তোয়ালেতে জড়িয়ে
নবজাতকের মত চোখ মেলে চাইলে তুমি
নবজাতকেরা খোঁজে মাকে,
তুমি কি আমাকে খুঁজছিলে?
তোমার শরীর থেকে বেরিয়ে আসছে নল
সেখান থেকে রক্তের ধীর প্রবাহ
তোমার চোখ ভেজা আর স্থির
তুমি কি ব্যথায় কাঁদছিলে?
তোমার পেটে বাসা বেঁধেছে ব্যাধ
ঘুঙুর পায়ে এগিয়ে আসে অশুভ ছায়া
মৃত নক্ষত্র টানে প্রবল প্রতাপে
আমার আর কতটুকু সাধ্য তা রোখার?
তোমার কপালে বেঁধে দেই জলপট্টি
চুল জুড়ে এঁকে চলি বিমূর্ত অবয়ব
হাত ধরে নামাই বিছানা থেকে
তুমি কি আমাকে জড়িয়ে ধরতে দেবে?
হাসপাতালের শূন্য করিডরে
রাতপোকারা নেমে আসে সোডিয়াম মেঘ থেকে
বিমর্ষ নার্সস্টেশনে খুটখাট মৃত্যুশব্দ
পাশের কামরায় আজরাইলের হুঙ্কার
তুমি কি আমার হাত ধরবে?

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১২

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে আগে আপনার কবিতা পড়েছি মনে পড়ছেনা।
মাঝে মাঝে কবিতা লিখুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৩

হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে সোহেল, আপনার কথা রাখার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: সত্যিই মুগ্ধকর একটি লেখা...

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ শাওন। শুভেচ্ছা রইলো।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


ঘনিষ্ট কেহ অসুস্হ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৪

হাসান মাহবুব বলেছেন: এই মুহূর্তে অসুস্থ না, তবে কিছুদিন আগে ছিলো। আমার স্ত্রীর একটা মেজর অপারেশন হয়েছিলো। সে সময়টাকে ভেবে লেখা। ভালো থাকবেন।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



উনি এখন কেমন আছেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৩

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, এখন ভালো। দীর্ঘ ছুটি শেষে কাজে জয়েন করেছে। সবকিছু এখন স্বাভাবিকভাবেই করছে।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫০

নাসরীন খান বলেছেন: কবিতা লিখেন! চমৎকার মাহবুব ভাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৯

হাসান মাহবুব বলেছেন: লিখলাম আর কী নাসরীন! ধন্যবাদ পড়ার জন্যে!

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। ১ লাখ কমেন্ট করে ইতিহাস তৈরি করুন।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২২

নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছন । চমৎকার

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৮

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি। শুভেচ্ছা রইলো।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩২

তাশমিন নূর বলেছেন: চমৎকার কবিতা। হৃদয়স্পর্শী।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মোসাম্মাৎ তাশমিন নূর।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৯

সানজিদা হোসেন বলেছেন: আপনার লেখা এত্ত কঠিন কেনো?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪২

হাসান মাহবুব বলেছেন: কই সানজিদা, এটা তো সহজ করেই লেখা!

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪

ওমেরা বলেছেন: আপন মানুষের অসুস্থতার সময় কবিতা লিখে মনের ভাব প্রকাশ করেছেন । খুব চমৎকার হয়েছে কবিতা ।
ভাবীকে কি কবিতাটা পড়ে শুনিছেন ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৭

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ। সে খুব আপ্লুত হয়েছে। আপনাকে ধন্যবাদ ওমেরা।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪০

ওমেরা বলেছেন: আপন জনের কাছ থেকে এমন কবিতা শুনে তাতো হবেই । আপনাদের জন্য শুভ কামনা, অনেক ভালো থাকুন আপনারা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫০

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো এমন আন্তরিক মন্তব্যে ওমেরা। আপনিও ভালো ম্থাকুন।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

রোবোট বলেছেন: প্রঠমে ভেবেছিলাম জটিল কিছু। আসলে তো না।

কি খবর?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০১

হাসান মাহবুব বলেছেন: জ্বী, ভালো রোবোটাংকেল। আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.