নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

আফসিন তৃষা ছিলেন আমাদেরই এক্জন

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩০


গত ২২শে ফেব্রুয়ারি একটা দুর্ঘটনার খবর ছাপা হয়। অনেকেই হয়তো পড়েছিলেন। বনানীর কামাল আতার্তুক এভিনিউয়ের একটি ভবন থেকে পড়ে গিয়ে আফসিন তৃষা নামক একজন মারা গেছেন। সেটিকে সবাই আত্মহত্যা বলেই ধরে নিয়েছিলো। সেভাবেই খবর ছাপা হয়েছে।

সেই আফসিন তৃষা ছিলেন আমাদের এই ব্লগেরই একজন ব্লগার।


আফসিন তৃষা
পোস্ট করেছেন: ৩৮টি
মন্তব্য করেছেন: ৯৫১টি
মন্তব্য পেয়েছেন: ১১৮৬টি
ব্লগ লিখেছেন: ৯ বছর ২ মাস
অনুসরণ করেছেন: ৭ জন
অনুসরণ করছেন: ৭০ জন

ফেসবুকের নিউজফিডে খবরটি শেয়ার দিতে দেখেছি অনেককেই। আমার বন্ধুদের অনেকেরই পরিচিত ছিলো। আমি জানতাম না যে এটাই আমাদের সেই আফসিন তৃষা। তার স্বামী আমার লিস্টে ছিলো এটাও জানতাম না। মৃত্যুর কয়েকদিন পর থেকে তার কিছু পোস্ট দেখি। শোকার্ত লোকটি শক্তভাবেই বলছেন বারবার তৃষা আত্মহত্যা করতে পারে না। সে অনেক শক্তিশালী এবং ইতিবাচক মনের অধিকারী ছিলো। কোনভাবে পড়ে গেছে।

তৃষা খুব বেশিদিন ব্লগে ছিলেন না। কিন্তু অল্প সময়েই সবার মন জয় করে নিয়েছিলেন। তার ব্লগে গেলেই দেখবেন সুন্দর সব লেখা, তার চেয়েও সুন্দর মানুষের সাথে তার ব্যবহার। এমন উজ্জ্বল একজন মানুষ এত দুর্ভাগ্যজনকভাবে চলে গেলেন!

তার শেষ মন্তব্যটি আমার ব্লগেই করা। তিনি আমাকে আন্তরিকভাবে "হামা ভাই" সম্বোধন করেছিলেন। তৃষা, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৭

মিরোরডডল বলেছেন:



খুবই মর্মান্তিক নিউজ !
এরকম দুর্ঘটনা কেমন করে হয়েছে, ইনভেস্টিগেশন হবে নিশ্চয়ই ।
লিংকটা শেয়ার করার জন্য থ্যাংকস ।


২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: দুঃখজনক!

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৫

জগতারন বলেছেন:
আফসিন তৃষার জন্য আমি মর্মাহত (!)
পরলোকে আফসিন তৃষা ভাল থাকুন প্রার্থনা করি।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩০

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,




একজন সহ ব্লগারকে এমনভাবে হারানো সত্যিই মর্মান্তিক!

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২১

ভুয়া মফিজ বলেছেন: একজন সহ-ব্লগারকে হারানো মানে পরিবারের একজন স্বজন হারানো। উনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা। মহান আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিন।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪০

আমি সাজিদ বলেছেন: মর্মান্তিক। উনার পরিবারকে সৃষ্টিকর্তা শোক বইবার শক্তি দিন। আমিন।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


কষ্টকর সংবাদ; উনার পরিবারের জনা্য সমবেদনা রলো।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
সুষ্ঠু তদন্ত আশা করছি।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




খবর: - ভবন থেকে পড়ে ঢাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু তিনি আমাদের একজন ব্লগার জানা ছিলো না।

আফসিন তৃষা‘র মাগফিরাত কামনা করছি।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

মা.হাসান বলেছেন: কষ্টকর। ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার পরিবারের জন্য সমবেদনা।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২১

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত দুঃখজনক

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কষ্ট পেলাম।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮

কল্পদ্রুম বলেছেন: খবরে এ ব্যাপারে দেখেছিলাম। উনি এই ব্লগের একজন এটা জানা ছিলো না। সমবেদনা জানাচ্ছি ওনার পরিবারের প্রতি।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

ইসিয়াক বলেছেন: অত্যন্ত দুঃখজনক ঘটনা। উনার আত্নার শান্তি কামনা করছি।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২০

করুণাধারা বলেছেন: খুবই দুঃখজনক।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৬

অজ্ঞ বালক বলেছেন: একদিন সবাই চইলা যাইবো। অনিত্য পৃথিবীতে একমাত্র তিক্ত সত্য। সহ-ব্লগারের অকাল প্রস্থানে কষ্ট পাওয়া ছাড়া কিছুই করার নাই। কি দুঃখজনক বিদায়, কি এক অকাল প্রস্থান।

১৭| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:১৬

সোহানী বলেছেন: মনটাই খারাপ হয়ে গেল। এভাবে কারো চলে যাওয়া খুব কষ্টকর, তারউপর একজন ব্লগার।

ভালো থাকুক অপারে।

১৮| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ২:৫০

অন্তরন্তর বলেছেন: খুব দুঃখজনক খবর। তার আত্মার শান্তি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.