নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

এসিড বৃক্ষের গান

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৮



১৪ বছর বয়সী এক কিশোর। সে তার দাদীর সাথে এক ঘরে থাকে। তার দাদীর বয়স একশত পঞ্চাশ। তাদের ঘরে মাঝেমধ্যে আজরাইল আসে দেড়শ বয়সের দাদীর বন্ধুত্বের আহবানে। ছেলেটার ছোট ভাই ডাউন সিনড্রোমে আক্রান্ত। মা নিয়ম করে দুই ভাইকে পেটান। বাবা কিছু কেয়ার করে না।

রাস্তায় গলা কেটে হত্যা করা হয় মানুষকে। ড্রেনে পড়ে থাকে ধর্ষিতা তরুণীর লাশ। কারখানার দূষণে নদী মরে যায়, গাছ মরে যায়। আকাশ থেকে পড়ে এসিড বৃষ্টি।

এই শহরের রুহ কি তাহলে আজরাইল এসে একদিন কবজ করে নিয়ে যাবে? না কি এমন কেউ আছে যে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হবে?

এসিড বৃক্ষের গান আমার নতুন উপন্যাস
পাওয়া যাবে পেন্ডুলাম প্রকাশনীতে। স্টল নং ৫০২।
অনলাইনে অর্ডার করতে পারেন পেন্ডুলামের পেইজ থেকে

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

সাসুম বলেছেন: সুন্দর পটভূমি! দেশে আইলে কালেকশান করতে হবে! আপ্নার জবাইঘর নেয়ার প্লান ছিল গতবার দেশের বাইরে আসার আগে, ভুলে গেছি। এবার গেলে অনেক বই আনতে হবে।

বিঃদ্রঃ হজরত সোহাগ ( রাঃ ) ওরফে রকমারীপুরি হুজুরের মাজারের ঠিকানা না দিয়ে পেন্ডুলামের পেইজের এড্রেস দিয়েছেন দেখে ভালোবাসা জাইনেন

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৪

হাসান মাহবুব বলেছেন: ওহ আপনি দেশের বাইরে না কি! জবাইঘর শীঘ্রই ই-বুক আকারে বের হবে ভারতের একটা সংস্থা থেকে। নাম কেতাবী। ওখানে নতুন দুইটা গল্পও থাকবে। তখন পৃথিবীর যেকোন জায়গা থেকে কিনতে পারবেন।

শুভেচ্ছা।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: গতকাল মেলা থেকে বইটা এনেছি।


আপনার 'বেড়ালতমা'ও খুঁজেছিলাম, পাইনি। 'স্টক শেষ!' - এ কথাটা শোনার সৌভাগ্য একজন লেখকের জন্য বড়ই গৌরবের বিষয়। আরও সাফল্য আপনার থলেতে জমা হোক, এ শুভকামনা রেখে গেলাম।




২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই! কয়েকদিন মেলায় যাই নি। খোঁজখবর নেয় হয় নি। বেড়ালতমা শেষ হয়ে গেছে জেনে উদ্দীপ্ত হলাম। আপনার সাথে আশা করি ঘুরতে ঘুরতে কোন একদিন দেখা হয়ে যাবে মেলায়।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৫

সাজিদ উল হক আবির বলেছেন: গতকাল কিনেছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আবির। আপনি তো পড়ুয়া মানুষ। ব্লগে বই বিষয়ক আলোচনাও লেখেন। আপনার মতামত আমার জন্যে গুরুত্বপূর্ণ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৩

সাজিদ উল হক আবির বলেছেন: গতকাল বাসে ফিরতে ফিরতে দুই চ্যাপ্টার পড়ে ফেলেছি হাসান ভাই। ক্রিটিকাল একটা অব্জারভেশন শেয়ার করি। আপনি আপনার ক্যারেক্টারদের ব্যাপারে সরাসরি অনেক কিছু বলে দেন লেখায়। ইঙ্গিতে চরিত্রদের ব্যাপারে ধারনা দেয়াটা উত্তম মনে হয় আমার। সুযোগ হইলে ডিটেইলসে লিখব আপনার বইয়ের ব্যাপারে। খুশি হব আমার শহরনামা উপন্যাসটা আপনি পড়লে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৯

হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে সাজিদ। মনে থাকবে। শহরনামার খোঁজ নেবো মেলায় গিয়ে।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৬

শায়মা বলেছেন: বাপরে! ঐ কিশোর ছেলেটার মনের মধ্যে বয়ে চলা ঝড়ের আভাস পেয়ে মনে হচ্ছে সেও মেন্টালী সিক হয়ে পড়বে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৪

হাসান মাহবুব বলেছেন: প্রকৃতির দূষণের সাথে মানুষের জীবন আর মনের বিপর্যয় তুলে ধরার চেষ্টা করেছি শায়মান্টি।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪১

জুল ভার্ন বলেছেন: দুই লাইনের পটভূমি পড়েই মুগ্ধ!
শুভ কামনা।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই। আপনার কাছ থেকে একটা পাঠ প্রতিক্রিয়া পেলে খুশি হবো।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫১

শায়মা বলেছেন: হুম! আমিও দেখেছি অনেক টিন এইজ ছেলেমেয়েরাই এই দুষিত পৃথিবীতে ভীত হয়ে পড়ে। তালগোল হারায়।
আমার জানা একটা ছেলে আমাকে বলেছিলো-

ছোট থেকে মা বাবাই বললো মানুষকে হেল্প করতে হয়। মানুষের বিপদে এগিয়ে যেতে হয়। সেই আমি যখন আমার বন্ধুর জন্য খাবার কিনেছিলাম ওর টাকা হারিয়ে গেছিলো বলে তখন মা বকলো। বললো তুমি কি হাজী মুহাম্মদ হুমসিন হয়েছো নাকি ঐ ছেলের বাবা যে তোমাকেই খাবার কিনে দিতে হবে নিজের টাকা খরচ করে?

এই শেখার ও কাজের বাস্তব প্রয়োগের বৈপরীত্যেও বাচ্চারা বিভ্রান্ত হয়। বুঝে উঠতেই পারেনা কোনটা সঠিক কি করতে হবে। :(

এইভাবে রাস্তা ঘাটে পত্রিকা টিভিতে নির্মমতা মনুষত্ব হারাতে দেখে সে শেখার মাঝে ও বাস্তব দুনিয়ার মাঝে লিঙ্ক করতে পারেনা।

বুঝে উঠতে উঠতেই অনেক কিছু হারিয়ে ফেলে।

এসব সমস্যায় পড়ে সরল সহজ ছেলেমেয়েরা বেশি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: আপনি তো গার্ডিয়ান এ্যাঞ্জেল। আপনাকে আমাদের প্যারেন্টিং ক্লাবের গ্রুপে নিয়মিত চাই।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৩

আল আমিন হাসান সাদেক বলেছেন: বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকায় কেনো বসবাস সম্ভব নয়। Antarctica। DURBEEN BANGLA

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩১

হাসান মাহবুব বলেছেন: আপনার নিক তো বেশিক্ষণ টিকবে না। খুদাপেজ।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১০

শায়মা বলেছেন: হুম। :(

কিন্তু আমি ছোট্ট পিচ্চু পাচ্চাদেরকে পড়াতে ভালোবাসি।

তবে এটা সত্যি সত্যিকারের যত্ন তখনই দরকার যখন একটা বাচ্চা আর শিশুও থাকেনা বড়ও হয় না। মাঝামাঝি থাকে মানে বয়সন্ধিক্ষনে.....

এই সময়টাতেই নানা রকম হরমোনাল পরিবর্তন শাররিক ও মানসিক পরিবর্তনের আবর্তে পড়ে হিমশিম খায়।

অথচা চারপাশে কেউ থাকে না। :(

বেশি ভাগ বাবামাই জানেনা এসময় তার বন্ধু দরকার। সত্যিকারের বন্ধু আর সেটাই হতে হবে বাবা এবং মাকে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৪

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, আমার এবারের উপন্যাসটা সেরকমই এক কিশোরকে নিয়ে যে কারো কাছ থেকে কোনো সাহায্য পায় নি।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন শুভ কামনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:২৫

গরল বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৫৪

সোহানী বলেছেন: আপনার লিখা মানেই বিশেষকিছূ। শুভকামনা নতুন বই এর জন্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৬

হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা সোহানী।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা হাসান !

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ মনিরা। আপনার বইয়ের জন্যেও শুভকামনা।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: বইটা সংগ্রহ করবো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। আশা করা যায় একদিন মেলায় দেখা হয়ে যাবে।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৫

ফয়সাল রকি বলেছেন: শুক্রবার আসছি মেলায়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৪

হাসান মাহবুব বলেছেন: আমারও যাওয়ার কথা। তবে শরীরটা কেবা যেন লাগতিছে। ভালো থাকলে যাবো।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৩

জটিল ভাই বলেছেন:
শুভ কামনা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩১

প্রত্যাবর্তন@ বলেছেন: শুভকামনা অনিঃশেষ ।

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.