নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ব্লগার শান্তির দেবদূত লিবিয়াতে নিখোঁজ- অতঃপর দেশে ফিরছেন

২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৯

সর্বশেষ খবর- লিবিয়াতে গিয়ে নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে তাদের। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, আশা করা যাচ্ছে- দুএক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।


আপডেট- তার খোঁজ পাওয়া গেছে। সাথে যে সাংবাদিক ছিলো তার ছবি তোলার প্রক্রিয়ায় সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে ধরে নিয়ে যাওয়া হয়। সন্দেহজনক কিছু পায় নি। আশা করা যায় দ্রুতই ছেড়ে দেবে।





তিনি ব্লগিং করতেন শান্তির দেবদূত নামে। পুরোনো ব্লগাররা তাকে চিনে থাকবেন দুর্দান্ত সব সায়েন্স ফিকশনের জন্যে। সায়েন্স ফিকশন এর সাথে রম্য মিশিয়ে তার মত করে কাউকে লিখতে দেখি নি ব্লগে।

তিনি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আমাকে খুব স্নেহ করতেন। আমার লেখাগুলি মনোযোগ দিয়ে পড়তেন। দীর্ঘ মন্তব্য করতেন। দেরিতে হলেও তিনি বই প্রকাশের দিকে আসেন। মূল নাম মোহাম্মদ সাইফূল ইসলাম এই বই লেখা শুরু করেন। তিনটি সায়েন্স ফিকশন গ্রন্থ লিখেছেন এ পর্যন্ত। বইগুলি যথেষ্ট পাঠকপ্রিয়তাও পেয়েছে।



তিনি গত পাঁচদিন ধরে নিখোঁজ। লিবিয়ার সরকার বিরোধী মিলিশিয়া বাহিনী তাকে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। তার সাথে আরো ছিলেন সাংবাদিক জাহিদুল ইসলাম।

ডেইলি স্টারের বরাতে- "ঢাকা থেকে লিবিয়ায় যাওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান গত ৫ দিন ধরে নিখোঁজ আছেন। ঢাকার সাভার এলাকার বাসিন্দা জাহিদুর রহমান (৪৮) এনটিভির বিশেষ প্রতিনিধি।

জাহিদের সঙ্গে থাকা লিবিয়ার বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও তাদের লিবিয়ার গাড়িচালক মোহাম্মদ খালেদও একই সময় থেকে নিখোঁজ।

জাহিদের পরিবার বলছে, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

তবে, লিবিয়ায় থাকা প্রকৌশলী সাইফুল ইসলামের পরিবারের ধারণা, ত্রিপলিতে যেহেতু মিলিশিয়াদের নিয়ন্ত্রণ কম কাজেই ক্ষমতাসীন সরকারের কোনো বাহিনীর কেউও তাদের ধরে নিয়ে যেতে পারে।

অবশ্য লিবিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান গতকাল রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা এখন ধারণা করছেন কোনো মিলিশিয়া গ্রুপই তাদের ধরে নিয়ে যেতে পারে।"

সূত্র- Click This Link

ভয়ংকর লাগছে আমার। সেদিনই কথা হলো তার সাথে। প্রার্থনা করি তিনি নিরাপদে ঘরে ফিরে আসুন।

মন্তব্য ৪৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৭

নতুন নকিব বলেছেন:



আমাদেরও একই প্রার্থনা, আল্লাহ তাআ'লা তাকেসহ তার সাথে থাকা বাকি নিখোঁজ ব্যক্তিদের সুস্থাবস্থায় ফিরে আসার তাওফিক দিন।

২| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: কি সাংঘাতিক।

ভাইয়া যেমনই ভালো ব্লগার ভালো মানুষ ও ভালো রাইটার ছিলেন তেমনই ভালো মনের মানুষও মনে হয়েছে সব সময়।

ভাইয়ার একটা ছেলেও আছে।

ভিষন খারাপ লাগছে।

আল্লাহর কাছে প্রার্থনা করি ফিরে আসুক ভাইয়া খুব তাড়াতাড়ি।

৩| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাদেরকে সহিসালামতে নিজ নিজ পরিবারে ফেরার তৌফিক দান করুন।

৪| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বিষয়টি জেনে খারাপ লাগলো। আল্লাহ উনাদের হেফাজত করুন।

৫| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৮

অপু তানভীর বলেছেন: কী সর্বনাশ!

কয়েকদিন আগে উনি উনার লেটেস্ট উপন্যাসটা আমাকে পড়তে দিলেন। গতকাল তার ছবিটা হোমপেইজে আসায় লাইক দিলাম আর আজকে এ কি শুনছি!!

উনি দ্রুত ফিরে আসুক।

৬| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৬

আরাফাত৫২৯ বলেছেন: কি অবস্থা ? উনি অসম্ভব ভালো লিখতেন । প্রায় ১২ বছর আগে যখন এই ব্লগ রমরমা ছিল তখন থেকেই তাকে ফলো করতাম। তিনি সম্ভবত তখন মালয়শিয়া থাকতেন। উনি যখন লিবিয়াতে যান, তখনই আমার খারাপ লাগছিল যে এমন রিস্কি জায়গাতে না যাওয়াই ভালো। উনি ভালোয় ভালোয় ফিরে আসুক। এইসব অপহরণকারীরা খুব খারাপ হয়। এবং নিজেরদের স্বার্র্থ উদ্দারের জন্য যেকোন কিছুই করতে পারে ।

৭| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: উনি আমার প্রিয় একজন ব্লগার ছিলেন। কোন আপডেট পেলে জানাবেন।

৮| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:



সুত্র হিসেবে যেই লিংক দিয়েছেন, ইহা কাজ করছে না।


উনি লিবিয়ায় কত সময় আছেন, ওখানে কি করেন, উনাদের মুক্ত করার জন্য দুতাবাস কোন পদক্ষেপ নিয়েছে? সাংবাদিক কি কারণে ওখানে গিয়েছিলো?

২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩০

হাসান মাহবুব বলেছেন: কেন যেন পোস্টের ভেতর লিংক দিলে কাজ করছে না। এখান থেকে দেখেন- Click This Link

২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩১

হাসান মাহবুব বলেছেন: কেন যেন লিংক দিলে কাজ করছে না। আপনি "লিবিয়ায় বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী নিখোঁজ" লিখে গুগল করলে পেয়ে যাবেন।

৯| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজন।

গত বছর এক লোক আমার সাথে দীর্ঘদিন ঘ্যান ঘায়ন করেছেন। আমাকে ফ্রান্স নিয়ে যাবেন। নদী পথে। কোনো রিস্ক নাই। এমন কি টাকাও আগে দিতে হবে না। আমি ফ্রান্স পউছালে তারপর টাকা আমার পরিবারের কাছ থেকে নিবে।

১০| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সর্বশেষ ওনার কোন খবর পাওয়া গেল কি?

১১| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৪

হাসান মাহবুব বলেছেন: কুয়েটের গ্রুপ থেকে এই আপডেট পেলাম-

তাকে সরকার থেকেই আটক করা হয়েছে। বলা হয়েছে ছেড়ে দেয়া হবে।

১২| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



আমি অনলাইনে পড়েছি; যারাই এদেরকে ধরে নিয়ে যাক না কেন, কোন একটি বাংগালী গ্রুপ এর পেছনে কাজ করছে।

১৩| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

সোনাগাজী বলেছেন:


মনে হয়, সাংবাদিক জাহিদুর রহমান ইউরোপে বাংগালী পাচারের সাথে যুক্ত।

১৪| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

জুন বলেছেন: শান্তির দেবদুতের দ্রুত মুক্তি কামনা করছি

১৫| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: খবর পাওয়া গেছে, আলহাম্দুলিল্লাহ। আপডেট আশা করি

১৬| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাত্রই নিউজটা পড়ে ব্লগে এলাম!
ইয়া আল্লাহ উনিই শান্তির দেবদূত!!!!!!!

যাক। সুখবরে মনটা কিছুটা থিতু হলো।
ভালয় ভালয় সব মিটে যাক। ভায়া ফিরে আসুন পরিবারের মাঝে, আমাদের মাঝে নিরপদে।।

১৭| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে নিউজটা পড়ছিলাম

লিবিয়ায় নিখোঁজ হওয়ার পূর্বে ফেসবুকে যা লিখেছিলেন সাংবাদিক জাহিদুর

১৮| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,




দুঃখজনক। ভালোয় ভালোয় ফিরে আসুন ব্লগার শান্তির দেবদূত , এমন প্রার্থনা রইলো।

১৯| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:১১

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
হামা ভাই, এই সংবাদ শুনে প্রচন্ড অবাক হয়েছি ও ভয়ও পেয়েছি লিবিয়ার বর্তমান অবস্হার কারণে। এই মাসের ১৬ তারিখেই টিপু ভাই এর সাথে আমার কথা হয়। কত কিছু নিয়ে আলোচনা করি; কত কিছু নিয়ে মজা করি। টিপু ভাই অন্য সকলের সুস্হ্য ভাবে ফেরত আসার জন্য প্রার্থনা করছি।

২০| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:১৪

গরল বলেছেন: খুবই দুখজনক ঘটনা, লিবিয়াতে এর আগেও কিছু বাংলাদেশী নিহত ও নিখোঁজ হয়েছে। উনি দ্রুত ফিরে আসুক এই কামনাই করছি।

২১| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৮

পথের ধূলো বলেছেন: অতি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবে ইনশা-আল্লাহ।

২২| ২৯ শে মার্চ, ২০২২ রাত ২:৫২

নেওয়াজ আলি বলেছেন: উনাকে সহী সালামতে ফেরত পাওয়া গিয়েছে সাথে সাংবাদিকসহ। দেখলাম অনলাইন নিউজ 24livenews.com

২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:০২

হাসান মাহবুব বলেছেন: পুলিশি হেফাজতে আছে বলে খবর মিলেছে। তবে এখনও মুক্তি দেয়া হয় নি তাকে। Click This Link

২৩| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৩:০১

বিষন্ন পথিক বলেছেন: টিপুর জন্য প্রার্থনা আর শুভকামনা, আমার খুব কাছের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই

২৪| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৩:৫৩

অধীতি বলেছেন: যাক অবশেষে খোঁজ পাওয়া গেছে এটুকোই স্বান্তনা

২৫| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ৮:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক ঘটনা।বিদেশে কাজে গিয়ে এমন ঘটনার শিকার হওয়া। বোঝাই যাচ্ছে ও দেশের সরকার ও বিরোধী গোষ্ঠীর যাঁতাকলে পড়তে হয়েছে ওনাকে। বাংলাদেশ সরকারের সদর্থক ভূমিকা কামনা করি।। পাশাপাশি যে কোনো মূল্যে ওনার মুক্তি প্রার্থনা করি।

২৬| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উনি সুস্থ্য অবস্থায় দেশে ফিরে আসুক সেই কামনা করছি।

২৭| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ৯:০০

শামছুল ইসলাম বলেছেন: শান্তির দেবদূতের আশু মুক্তি কামনা করছি।

২৮| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৬

নজসু বলেছেন:


আল্লাহ উনাকে ভালো রাখুন এবং পরিবারের সাথে দ্রুত মিলিয়ে দিন এই কামনা রইলো।

২৯| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:১৪

সেজুতি_শিপু বলেছেন: সুস্থ্য প্রত্যাবর্তন কামনা করছি।

৩০| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৯

জুল ভার্ন বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ আলীম।

৩১| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৬

মেহবুবা বলেছেন: গত রাতে খবরে দেখেছি লিবিয়া সরকারের কাছে আছে, জানতাম না সে শান্তির দেবদূত! ভালভাবে ফিরে আসুক সেই দোয়া করি।
মনে পড়ছে " দেবদূতদের বিবাহনামা"।

আপনাকে ধন্যবাদ এই পোষ্টের জন্য।

৩২| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৯

মেহবুবা বলেছেন: কারো কাছে আপডেট থাকলে দেবেন অনুগ্রহ করে।
আল্লাহ্ সব সহজ করে দিক।

৩৩| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:০০

জটিল ভাই বলেছেন:
আল্লাহ্ সহায় হোন।

৩৪| ৩০ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৫

অপু তানভীর বলেছেন: হামা ভাই, আর কোন আপডেট কি আছে?

৩০ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: না। আর কোন আপডেট পাই নি। পেলে জানিয়ে দিবো।

৩৫| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৭

জ্যাকেল বলেছেন: যাইহক, শেষ পর্যন্ত ভাল খবরটা পাওয়া গেছে।

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫২

হাসান মাহবুব বলেছেন: বাসায় না ফেরা পর্যন্ত স্বস্তি নেই।

৩৬| ৩০ শে মার্চ, ২০২২ রাত ১১:০২

রোকসানা লেইস বলেছেন: যে কারণেই আটক হন যার কাছেই আটক আছেন তিনি পরিবারের কাছে সুস্থ ভাবে ফিরে আসুন এই কামনা।

৩৭| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:২৫

ধূসর সন্ধ্যা বলেছেন: তার সুস্থতা কামনা করছি । দ্রুত ফিরে আসুন তিনি ।

৩৮| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ ৩১ মার্চ এর আপডেট সংবাদ-

লিবিয়ায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আরো বলেন, আশা করা যায় আগামী দু-এক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।

সূত্র: কালের কন্ঠ

৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:২১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ভৃগু ভাই। শান্তি পেলাম। পোস্ট আপডেট করে দিচ্ছি।

৩৯| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৭

ইসিয়াক বলেছেন: @ বিদ্রোহী ভৃগু ভাই আপনাকে ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য। উনি ভালোয় ভালোয় উনার আপনজনদের কাছে ফিরে আসুন এটাই কামনা।
হামা ভাইকেও ধন্যবাদ পোস্টের জন্য।

৪০| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১২:০০

মেহবুবা বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগুকে, এমন স্বস্তিদায়ক সংবাদ জানাবার জন্য।
আশা করছি সব ভাল ভাবে ঘটবে।

৪১| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১২:১৭

অপু তানভীর বলেছেন: অবশেষে একটা শান্তির সংবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.