নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। শীতের সকালে নানী/দাদী গোত্রের কেউ নবজাতক শিশুকে রোদে বসিয়ে গায়ে সরিষার তেল মাখিয়ে দিচ্ছেন।
২। অফিস শেষ হওয়ার এক ঘন্টা আগে কেউ প্রস্তাব দিলো চানাচুর-মুড়ি মাখানোর জন্যে চাঁদা তোলা হোক। সবাই মিলে পেঁয়াজ-মরিচ কেটে বিশাল এক গামলায় মাখিয়ে খাওয়া শুরু করলো।
৩। হঠাৎ কারো ইচ্ছা হলো রিকশায় করে একা একা ঘুরতে।
৪। বৃষ্টি শুরু হয়েছে। পরিবারের ছোট মেয়েটি আবদার করলো, “বাবা ভিজতে যাবো।” মা বারণ করলেন। কিন্তু ছাদে গিয়ে তিনিই সবচেয়ে বেশি আনন্দ করলেন।
৫। পাশের বাড়ির খালাম্মা পান চিবুতে চিবুতে লালচে ঠোঁট নিয়ে গল্প করতে এসেছেন মায়ের সাথে। তবে তিনি বসবেন না, কারণ তার দেরি হয়ে যাবে। এ করে দুই ঘন্টা কাটিয়ে দিলেন।
৬। প্রাথমিক শ্রেণিগুলিতে আজ স্কুলে বই দিবে। মা পুরোনো ক্যালেন্ডারের পাতা খুলে বইয়ের মলাট করে দেবেন।
৭। বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রমাগত ব্যর্থতায় অতীষ্ঠ হয়ে খেলা দেখা বন্ধের সিদ্ধান্ত নেয়ার পর হুট করে তারা জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে এক ম্যাচে। প্রতিজ্ঞা ভুলে আবার খেলা দেখতে বসা।
৮। হঠাৎ করে কারেন্ট গেলে বিরক্ত হবার বদলে হৈ হৈ করে গল্পে-খেলায় মেতে ওঠা।
৯। ফুপা বা খালু গোত্রের কেউ একজন কোনো এক বিয়েবাড়িতে কোনো এক ইস্যু নিয়ে রাগারাগি করছেন। তার রাগ ভাঙানোর জন্যে রেজালার বাটিটা খাওয়ার সময় তার প্লেটের পাশেই রাখা হয়েছে।
১০। বাসায় গ্রামের বাড়ি থেকে মুরুব্বী মেহমানেরা এসেছে। তার জন্যে বিছানা ছেড়ে দিয়ে চ্যাংড়া প্যাংড়ারা ফ্লোরে, সোফায় ঘুমানোর আয়োজন করছে। গভীর রাত পর্যন্ত গল্প হবে।
১১। ছয় পদ খাওয়ানোর পর মেহমানকে লজ্জিত মুখে গৃহকর্তা বলছেন, তেমন একটা সমাদর করতে না পারায় তিনি খুবই লজ্জিত।
১২। মা আজকে রান্না করতে পারবেন না বলে বাচ্চারা খুব খুশি। কারণ, মাছের বদলে আলুভর্তা আর ডিমভাজি দিয়ে খাওয়া যাবে।
১৩। টংয়ের দোকানে কেক, কলা, বিড়ি খেয়ে নিজের বিল নিজেই গুণে দিয়ে দেয়া। দোকানদারের অত গোণার সময় নাই।
১৪। বিশ বছর সুখে-দুঃখে একসাথে কাটিয়ে দেয়ার পরেও স্ত্রীর মিষ্টি করে অভিযোগ “আমি বলেই আজও রয়ে গেছি তোমার সাথে। অন্য কেউ হলে সেই কবেই ছেড়ে যেতো!”
১৫। বইমেলা চলছে। বাবা মেলায় নিয়ে যান না বলে ছেলের রাগ। বাবা একদম শেষ শুক্রবারে বিশ্রাম বিসর্জন দিয়ে প্রচণ্ড ভিড় ঠেলে পরিবারের সবাইকে নিয়ে গেলেন। বই কেনার পাশাপাশি ছেলেমেয়েদের জন্যে হাওয়াই-মিঠাই আর স্ত্রীকে ফুচকা খাওয়ানোতে সবাই খুশি।
১৬। দেশের প্রতি প্রেম কাজেকর্মে তেমন প্রকাশ না পেলেও দেশপ্রেমমূলক গানের অভাব নেই। এসব দেশাত্মবোধক গান বিশেষ বিশেষ দিবসে শুনলে আবার চোখে জলও আসে।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
সবার কাছে বাংলাদেশ ধরা দিক তার নিজস্ব সৌন্দর্য নিয়ে।
০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা অপু।
২| ১৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৯
আরজু পনি বলেছেন: দারুণ সব মুহূর্ত!!
০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৫
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ পনি আপা, বাঙালি মাত্রই অনুভব করবেন এসব।
ভালো থাকবেন। আপনাকে দেখে ভালো লাগলো।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
বাহ! কত মিল
০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৬
মনিরা সুলতানা বলেছেন: আবেগ আর আবেগ !
০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬
হাসান মাহবুব বলেছেন: আভেগে চউখে পানি আইসা গেলো!
৫| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শেষেরটা ভাই !!
আমার দুচোখ ভরা স্বপ্ন
ও দেশ তোমারই জন্য।।
০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৮
হাসান মাহবুব বলেছেন: অনেক শুভেচ্ছা সৌরভ।
ভালো থাকবেন।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩১
অপ্সরা বলেছেন: একদম ঠিক ঠিক তবে ১৬ টা না ১৬শো আছে মনে হয়।
আমি এই বিজয় দিবসে আমার লাইফের ফার্স্ট গিটার পারফর্মেন্স করেছি!
দেশাত্মবোধক গানের সাথে। চোখে জল এসেছে কিন্তু আমারও।
০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৮
হাসান মাহবুব বলেছেন: আসুন শায়মান্টি ১৬০০টার লিস্ট তৈরি করার প্রজেক্ট হাতে নেই।
৭| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮
শেরজা তপন বলেছেন: এক কলসি ভর্তি আবেগ!
সবারই কমবেশি এমন অভিজ্ঞতা আছে।
০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৯
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, তপন ভাই।
ভালো থাকবেন।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: বাহ!!!
০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৯
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রাজীব।
ভালো থাকবেন।
৯| ১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪১
ইসিয়াক বলেছেন:
আহা!দারুণ সব আবেগময় মুহুর্ত,তবে অনেক কিছু দ্রুত বদলে যাচ্ছে।
০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪১
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, পরিবর্তন আবশ্যিক, কিন্তু কিছু কিছু জিনিস না বদলালে ভালো লাগতো।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২০
হাসান জামাল গোলাপ বলেছেন: অনেক কিছু মিলে, দেশে থাকি না অনেকগুলো স্বপ্ন, ইস অমন যদি হতো।
০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪২
হাসান মাহবুব বলেছেন: দেশ যতই খারাপ হোক, কিছু কিছু মুহূর্ত আর কিছু অনুভূতি অনন্য।
ভালো থাকবেন।
১১| ০১ লা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
মিরোরডডল বলেছেন:
পোষ্টে উল্লেখিত প্রতিটা মুহূর্তের বর্ণনা ভীষণ ভালোলাগার।
বিশেষ দিন ছাড়াও দেশের গান শোনা হয় যা সবসময়ই ভালো লাগে।
রুনা লায়লার কণ্ঠে দেশের গান আমার অলটাইম ফেভারিট।
এসব গান শুনলে বাবাকে মনে পরে।
হাসানকে নতুন বছরের শুভেচ্ছা।
০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৩
হাসান মাহবুব বলেছেন: মিরোরডডল মানেই চমৎকার সব গানের মাধ্যমে অনুভূতির প্রকাশ।
ভালো থাকবেন আয়নাবালিকা।
১২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৪
আব্দুল্যাহ বলেছেন: দিন দিন সব হারিয়ে যাচ্ছে।
৩,৫,৬ এখন আর নেই
০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২০
হাসান মাহবুব বলেছেন: ঠিকই বলেছেন। তবে ৩ মনে হয় হারিয়ে যায় নি।
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৭
নতুন বলেছেন: ১৪। বিশ বছর সুখে-দুঃখে একসাথে কাটিয়ে দেয়ার পরেও স্ত্রীর মিষ্টি করে অভিযোগ “আমি বলেই আজও রয়ে গেছি তোমার সাথে। অন্য কেউ হলে সেই কবেই ছেড়ে যেতো!”
কেবল ১৩ বছর ধরে শুনছি....
বিদেশে থেকে এখন অনেক কিছুই আর দেখা হয় না...
০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩০
হাসান মাহবুব বলেছেন: এর মানে হলো, আপনার দাম্পত্য জীবন সঠিক পথেই আছে! ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৯
অপু তানভীর বলেছেন: ১, ৩, ৫, ৬, ৮, ১০, ১১, ১৩, ১৪, ১৬ এই গুলো চোখের সামনেই দেখা ।
৭ নম্বরটা এক সময় ছিল তবে এখন আর নেই । এখন সত্যিই আর দেখি না । মিরপুরে হলে তো দেখিই না ।