নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী হোক নিকিতানের মতো বোকাদের

২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৩



রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনার দশ বছর পুরো হলো কয়েকদিন আগে। ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে পড়ার সমস্ত পূর্ব সংকেত থাকা সত্তেও কর্তৃপক্ষের অবহেলায় কয়েকশো মানুষ মারা যায়। পঙ্গু হয়ে এই বিভীষিকাময় ঘটনার ট্রমা বয়ে নিয়ে বেঁচে আছে আরো অসংখ্য মানুষ।

যদি বলি যে এই ঘটনা নিয়ে একটা রাশিয়ান সিনেমা আছে, বিশ্বাস হবে?

সিনেমাটির নাম রাশিয়ান নাম Durak আর ইংরেজি নাম The Fool. ২০১৪ সালের ছবি। রানা প্লাজার ঘটনা নিয়ে অনুপ্রাণিত কি না জানি না, কিন্তু আশ্চর্য মিল আছে কাহিনীতে।

রাশিয়ার এক ছোট্ট শহরের ভবনের পানির পাইপ লিকের সারাইয়ের কাজ করতে গিয়ে প্লাম্বার নিকিতিন আবিষ্কার করে একটি ফাটল। ঐ বিল্ডিংটায় থাকে ৮২০ জন মানুষ। হতদরিদ্র সবাই। নিকিতিন প্লাম্বিংয়ের কাজ করার পাশাপাশি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ারে পড়ছিলো। সে হিসাব নিকাশ করে দেখে, যেকোনো মূহূর্তে ভবনটি ভেঙে পড়তে পারে।

খবরটি জানাতে সে ছুটে যায় গভীর রাতে শহরের প্রশাসনিক কর্মকর্তাদের এক পার্টিতে। সেখানে সবাই মদে আর নৃত্যে চুর হয়ে আছে। অনেক কষ্টে সে তাদেরকে বোঝাতে সক্ষম হয় সামনে মহাদুর্যোগ আসছে। দুজনকে সরেজমিনে দেখে আসতে পাঠানো হয় তার সাথে। ভবনটার অবস্থা এতটাই খারাপ ছিলো, যে দেখে এসে কারো সন্দেহ থাকে না যে এটা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।

এখন করণীয় কী? অবশ্যই সব মানুষকে সরিয়ে নিতে হবে।

কিন্তু এখানে কিছু সমস্যা আছে।

৮২০ জন মানুষকে সরিয়ে নিয়ে রাখবে কোথায়? শহরে আর কোনো ভবন নেই।
তারপর, ভবন সংস্কারের জন্যে যে বরাদ্দ দেয়া হয়েছিলো, ১২০ মিলিয়ন রুবল, সেটাকে তারা কোন খাতে খরচ দেখাবে?

প্রতিটা মানুষের মধ্যে দুর্নীতি। শহরের শিরায়-উপশিরায়, প্রতিটি ইট-কাঠ-পাথর থেকে শুরু করে ধূলিকণা পর্যন্ত দুর্নীতির সাক্ষী। ৮২০ জন মানুষকে বাঁচানোর চেষ্টা করলে যে সত্যগুলি উঠে আসবে, তাতে চাকুরি তো বাঁচানোই যাবে না, জেলও খাটতে হতে পারে।

তাহলে উপায় কী? বোকা নিকিতিন কি সিস্টেমের সাথে লড়াইয়ে কুলিয়ে উঠতে পারবে?

নোংরা ভবনের অধিকারবঞ্চিত মানুষের জীবন যাপনের হাইপাররিয়েলিস্টিক, RAW চিত্র সেই জীবনের সাথে দর্শককে একাত্ম করবে। কাহিনীর জটিলতা, চরিত্র চিত্রন, স্নায়বিক দ্বন্দ্ব সৃষ্টিকারী সংলাপ সবসময় টানটান অনুভূতির মধ্যে রেখেছে। মিউজিক আর অভিনয় ছিলো টপ নচ।

রানা প্লাজার ঘটনার সাথে অবিশ্বাস্য যোগসাজশ বিমূঢ় করে রেখেছিলো, কিন্তু সেই বায়াস না থাকলেও আমি এই সিনেমাটিকে ক্লাসিক’ই বলতাম। নিকিতিনের মতো Durak বা বোকারা পৃথিবীতে আরো জন্ম নিক। অনুভূতিহীন, অর্থলোভী বুরোক্রেটিক পৈশাচিকতা থেকে মুক্ত হোক পৃথিবী।

সিনেমাটা দেখতে গিয়ে হিমুর কথা মনে পড়ছিলো। সে আরেক বোকা। রানা প্লাজার ঘটনায় জান লড়িয়ে পাগলের মতো উদ্ধারকার্যে অংশ নিয়েছিলো। সেই ঘটনার ট্রমা থেকে বের হতে না পেরে, সিস্টেমের প্রতি রাগ আর ক্ষোভ থেকে সে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে।

(দ্রষ্টব্য- সিনেমাটিতে ক্রসফায়েরর মতো ব্যাপারও আছে। এত মিল রাশিয়ার সাথে বাংলাদেশের! অদ্ভুত না?)

মন্তব্য ২৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৭

মিরোরডডল বলেছেন:




আসলে গল্প উপন্যাস মুভিতে বাস্তব জীবনের প্রতিফলনই দেখায়।
রাশান অনেক মুভিতে দেখেছি ওদের ওখানেও করাপশন আছে।
এগুলোর ওপর বেইজ করে মুভি হতে পারে।
অনেকদিন পর হাসানকে দেখছি।

২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: হ্যালো আয়নাপুতুল! আপনি থাকলে ব্লগটা এসব কূটকচালি থেকে মুক্ত হয়ে প্রাণচাঞ্চল্য ফিরে পাবে। মাঝেমধ্যে এসে এরকম ঘুরে যাবেন প্রজাপতির মতো ডানা মেলে।

২| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: রানা প্লাজা ধস নেমেছিল ২০১৩ সালে। অলমোস্ট ১০ বছর হয়ে গেসে।এখনও অরক্ষিত বেশিরভাগ পোশাক কারখানা।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:১৪

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ। শ্রমিকের জীবন অচল পয়সার চেয়েও মূল্যহীন।

৩| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫০

অর্ক বলেছেন: ভালো লিখেছেন। লেখা পড়ে দেখার আগ্রহ হচ্ছে। আশা করি কাছাকাছি সময় দেখবো। রাশিয়ান সিনেমা যখন ভালো হবার কথা। ওদের প্রযুক্তি নির্মাণশৈলী বেশ উন্নত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর দুয়েকটা দেখেছিলাম। খুবই উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে। রাশিয়া রাশিয়ান সেনাবাহিনীর জয়জয়কার। জাতি হিসেবে ওরা অত্যন্ত আধুনিক ও সৃষ্টিশীল। বেশ ক'বছর আগে শিল্পকলা একাডেমিতে একবার একটি রুশ নৃত্য নাটিকা দেখার সৌভাগ্য হয়েছিলো। প্রায় দুশো জন পারফর্মার অংশ নিয়েছিলো ওতে। এতো চমৎকার সমন্বয়, পরিবেশন কি বলবো! মানে অবর্ণনীয় শব্দবাক্যে সে মুগ্ধতা জানানো। আর প্রত্যেক শিল্পীই একেবারে পেশাদার জিমন্যাস্টদের মতো এ্যাক্রোবেটিক ফিট। প্রচুর পরিশ্রম রিহার্সাল ও কাজের প্রতি শতভাগ আন্তরিকতা ছাড়া দুশো জন পারফর্মারের এরকম শানদার নিখুঁত পরিবেশনা কোনওভাবেই সম্ভব না। দারুণ অভিজ্ঞতা হয়ে আছে।

শুভেচ্ছা থাকলো ভাই।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২০

হাসান মাহবুব বলেছেন: রাশিয়ানদের অবদান পৃথিবীতে অবিস্মরণীয়। শিল্পে, সাহিত্যে,বিজ্ঞানে। কিন্তু সেই দেশে একদম তৃতীয় বিশ্বের মতোই দুর্নীতি।এরকমটা হতে দেখা হতাশাজনক।

ভালো থাকবেন।

৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৬

যবড়জং বলেছেন: ইচ্ছা আছে সিনেমা টা দেখার, দারুন লিখেছেন ++++++

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২২

হাসান মাহবুব বলেছেন: দেখে দেলুন।

শুভেচ্ছা।

৫| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেকদিন পর হামা ভাই।
মুভি নিয়ে পোষ্টটা ভালো লাগলো। এখন আর মুভি দেখা হয়না।
সোভিয়েত সাহিত্য নিয়ে ধারনা থাকলেও মুভি নিয়ে কোন ধারণা নেই। অনেকদিন মুভি দেখা হয় না।
আপনার পোস্ট থেকে ইউটিউবে ট্রেইলর দেখলাম। মিউজিক বেশ প্রভাব ফেললো।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২২

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, মিউজিকের কল্যাণে দৃশ্য বদলে যায়।

দেখে ফেলুন সিনেমাটা। রাশিয়ান সাহিত্য নিয়ে আপনার অনুরাগের কথা মনে আছে।

৬| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হয়ত এটা তাদেরর পূর্বের কোন কাহিনীর প্রেক্ষাপটে লেখা। যার আধুনিকায়নে আমাদের আধুনিকতার সাথে মিলে যাচ্ছে!

বর্তমানে আমাদের অনেক পরিচালক এরকম সমস্যাগুলো নিয়ে মুভি তৈরি করছেন। যেমন ফ্রাইডে। এরকম মুভি যতবেশি তৈরি হবে ততই সচেতনতা বৃদ্ধি পাবে।

সুন্দর ও সন্ধানী রিভিউয়ের জন্য আপনাকে ধন্যবাদ।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৪

হাসান মাহবুব বলেছেন: হতে পারে। তবে দুর্নীতির চিত্র দুই দেশেই প্রায় একইরকম মনে হলো।

আপনাকেও ধন্যবাদ।

৭| ২৬ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

শেরজা তপন বলেছেন: ছবিটা মুল ভাষায় দেখে এসে মন্তব্য করার ইচ্ছে রইল।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৫

হাসান মাহবুব বলেছেন: সেটা খুবই আগ্রহউদ্দীপক হবে।

আপনার রুস্কাইয়া ব্লুদা বইটি সংগ্রহে আছে। শীঘ্রই পড়া শুরু করবো।

রাশিয়ার দুর্নীতি নিয়ে আপনার কোনো লেখাজোকা আছে?

৮| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৬

আমি সাজিদ বলেছেন: কখনও সময় সুযোগ পেলে সিনেমাটা দেখার আশা রাখি। মাঝে মাঝে ব্লগে এভাবে পদধূলি দিবেন প্লিজ। বাসি ঈদ মোবারক হামা ভাই।

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৮

হাসান মাহবুব বলেছেন: দেখে ফেলেন। ভালো লাগবে। তাগাদা দেয়ার জন্যে অনেক ধন্যবাদ!

ভালো থাকবেন।

৯| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৫৫

শেরজা তপন বলেছেন: না মাহবুব ভাই তেমন কিছু নাই, তবে 'হলোদোমোর' ইতিহাসের ভয়ঙ্করতম মানবসৃষ্ট দুর্ভিক্ষ নামে একটা লেখা আছে।

আমার বই আপনি সংগ্রহ করেছেন জেনে দারুন আপ্লুত হলাম। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে। যদি সম্ভব হয় রিভিউ দিবেন( একটু দুর্বল প্রুফ আর এডিটিং)
'দুরাক'( বেকুব বা বোকা) মুভিটা আজকেই আমি দেখার চেষ্টা করব।

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৯

হাসান মাহবুব বলেছেন: আমি জানাবো বইটি পড়ে আমার প্রতিক্রিয়া।

ভালো থাকবেন।

১০| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


দেখতে হবে মুভিটা।

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৯

হাসান মাহবুব বলেছেন: দেখে ফেলুন।

শুভকামনা।

১১| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৯

শাওন আহমাদ বলেছেন: দেখা হয়নি মুভি, এই প্রথম আপনার পোস্ট দেখে দেখার আগ্রহ জন্মালো। রানা প্লাজার ওই ঘটনার পর আমার নিজেরও স্বাভাবিক হতে বেশ সময় লেগেছিলো।

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৯

হাসান মাহবুব বলেছেন: দেখে ফেলুন।

শুভকামনা।

১২| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: আমি যেসব মুভিই দেখব, সেসব মুভির নাম লিখে রাখি। আপনার দেওয়া মুভিটার নাম লিখে নিলাম। অবশ্যই দেখবো।

২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.