নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু মানুষ থাকে, তাদের সাথে সাধারণ গণিত অথবা জীববিজ্ঞানের সূত্র খাটে না। সমীকরণ সমাধান করে যখন ফলাফল যখন আসে শূন্য, তারা কীভাবে যেন সেটাকে ১ বানিয়ে ফেলে। জানা আপা তেমনই একজন মানুষ। আমি বরাবরই জানতাম তার কিছু সমস্যা আছে। সমস্যাগুলি হরমোনগত। আমার আপনার শরীরে যে জীবনরস প্রবাহিত হয় সেগুলির থেকে জানা আপারটা আলাদা। আমার আপনার যেখানে হুমকি খেয়ে চুপ করে যাওয়ার কথা, তিনি সেখানে বুক চিতিয়ে দাঁড়ান। আপনারা হয়তো প্যাশন, ইমোশন, Cause এসব শব্দের সাথে পরিচিত। আমাদের কারো সিনেমা দেখা প্যাশন, কারো বিরিয়ানি খাওয়া প্যাশন আসল প্যাশন কাকে বলে, একটা Cause এর জন্যে কীভাবে লড়াই করতে হয়, এটা জানতে জানা আপাকে দেখলেই হবে। সামহয়্যারইন ব্লগ কোনো ছোট সাইট না। এটার সার্ভার আর নিরাপত্তা ব্যবস্থা অতি শক্তিশালী। এর পেছনে প্রতি বছর বিপুল পরিমাণ টাকা খরচ হয়। এই খরচ জানা আপা বছরের পর বছর দিয়ে আসছেন বিশাল লোকসানের বোঝা টেনে। এই সাইট বারবার বন্ধ করে দেয়ার চেষ্টা করা হয়েছে, কত বড় বড় সরকারী রাঘব বোয়াল এর পেছনে লেগেছে, তারা হেরে গেছে এই একজন মানবীর কাছে। তার এইসব লড়াইয়ের মানে আমি বুঝি না। কিন্তু তিনি এই লড়াই চালিয়ে যাচ্ছেন বলে আপনারা এই প্লাটফর্মে এসে মনের সুখে ঝগড়াঝাঁটি করতে পারছেন একে অন্যের সাথে।
গত কয়েক বছর ধরেই তাকে অসহনীয় সব দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়েছে। সামু বিষয়ক প্রতিকূলতা তো আছেই, এরপর তিনি হারিয়েছেন তার মাকে, হারিয়েছেন পুত্রসম ভাগ্নেকে, আর এখন ক্যান্সার এসে বাসা বাঁধল। আমি তার মেডিকেল রিপোর্ট দেখি নি, আমি জানি না ডাক্তাররা কী বলছেন, জানি না কতটুকু ছড়িয়েছে, শুধু জানি যে ক্যান্সার ভুল মানুষের কাছে এসেছে। জানা আপা ভুগবেন, কষ্ট পাবেন, তাকে যেতে হবে কষ্টকর চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে, কিন্তু এই অসময়ে এসে গেঁড়ে বসার জন্যে ক্যান্সারকেই একসময় রাস্তা মাপতে হবে।
জানা আপা, আপনার অনিঃশেষ শক্তির সাথে আমাদের ভালোবাসাও যোগ করে নিয়েন। এই লড়াই এখন আর আপনার একার না।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: প্যাশন এর ডেফিনেশন অসাধারণ হয়েছে।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রোগ নির্নিত হওয়া অর্ধেক চিকিৎসার সমান।
এই দু:সংবাদটি অচিরেই সুসংবাদে পরিনত হোক। শুভকামনা জানা'বু।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭
খায়রুল আহসান বলেছেন: আপনার আশাবাদ দ্রুত সত্যে পরিণত হোক; তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত তার স্বাভাবিক জীবনে ফিরে আসুন!
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৬
বাউন্ডেলে বলেছেন: সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক !
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি খুবই সত্য বলেছেন - ক্যান্সার তুমি ভুল মানুষের কাছে এসেছ।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৪
শায়মা বলেছেন: শিরোনামের সাথে একেবারেই একমত!
ক্যান্সাকে হার মানতেই হবে।
জানা আপু নিশ্চয় সুস্থ হয়ে উঠবেন।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২০
মায়াস্পর্শ বলেছেন: আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুন।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০
অধীতি বলেছেন: খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: জানা আপা সুস্থ হয়ে উঠবেন।
তার মানসিক শক্তি অনেক। ক্যান্সারের জীবানুর কাছে তিনি হার মানবেন না।
আমি অবশ্যই তার জন্য প্রার্থনা করবো।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: নদীর পাড়ের মানুষ পদ্মানদী কে ভয় পায়। এই পদ্মা বহু মানুষের ঘরবাড়ি বিলীন করে দিয়েছে।
ক্যান্সার বহু মানুষকে অসহায় করে দিয়েছে। আমার বিশ্বাস সাহসী জানা আপা ক্যান্সার জয় করবেন।
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬
নয়ন বড়ুয়া বলেছেন: জানা আপা দ্রুত সুস্থ হোক...
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৫
আঁধারের যুবরাজ বলেছেন: সকল ব্লগার এবং এই ব্লগের পাঠকগণ সবাই তার পাশে আছেন। উনি সুস্থ হয়ে উঠবেন।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭
আরোগ্য বলেছেন: আল্লাহ উনাকে দ্রুত আরোগ্য দান করুন।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০
জ্যাক স্মিথ বলেছেন: আশা করি উনি ক্যান্সারকে জয় করবেন।
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০১
নতুন বলেছেন: স্টেজ ১ ক্যন্সার থেকে আরোগ্য হবার সম্ভাবনা অনেক। যেহেতু ৪ সেন্টিমিটারের চেয়ে ছোট এবং লিম্ফনোটে ছড়ায়নাই তাই হয়তো সার্জারীর এবং রেডিও থেরাপি দিয়ে সুস্থ হয়ে যাবে।
আমার এক কলিগও ২/৩ বছর আগে ক্যান্সার চিকিতসা করে এখনো সুস্থ অবস্থায় চাকুরী করছেন।
জানা আপু অবশ্যই পারবেন ক্যান্সাকে পরাস্থ করতে...
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২০
সোনাগাজী বলেছেন:
১৬ নং মন্তব্যটাকে অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৭
হাসান মাহবুব বলেছেন: ঠিক বলেছেন। মুছে দিয়েছি।
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ক্যান্সার এখন ডাল-ভাত হয়ে গেছে। আমার বড় ভাবীর ক্যান্সারের চিকিৎসা চলছে। তিনি এর মধ্যেও খুব সুন্দর ভাবে সংসার সামলাচ্ছেন। আশা করি জানা আপুও দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।
১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখন ক্যান্সারের চিকিৎসা আছে ।
কিন্তু বিষয় হচ্ছে ক্যান্সারটা শনাক্তকরণ করতে হবে খুব প্রাথমিক স্টেজে।
জানা আপার ক্যান্সারের যে পর্যায়ে এটা সেটা এখন প্রাথমিক পর্যায়ে আছে বলেই পোস্ট মাধ্যমে জানা গেছে ।
আশা করি উনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
জানা আপুর সুস্থতার জন্য শুভ কামনা রইল
২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৩
শ্রাবণধারা বলেছেন: এ ধরনের দুঃসংবাদগুলো যদি আমাদের না শুনতে হতো, যদি এমন ঘটনাগুলো না ঘটতো তবে অনেক ভালো হতো।
তিনি সম্পুর্ন সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।
২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: যথার্থই বলেছেন, 'তুমি ভুল মানুষের কাছে এসেছো..
যেন সেটাই হয়। জানাপু দ্রুত সুস্থ হয়ে উঠুন দোয়া করি।
২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৪
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সব সময় দোয়া করি। জানা সুস্থ্য হয়ে উঠুন।
২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৫
ধুলো মেঘ বলেছেন: জানা আপু, কষ্ট হলেই এই পোস্টটা পড়ুন, আর আমাদেরকে জানান - আপনার যুদ্ধে আমাদেরকে পাশে পেয়ে আপনার শক্তি কতখানি বেড়েছে? যদিও লড়াই আপনার একার, আমরা সবাই আমাদের সবকিছু নিয়ে আপনার পাশে আছি, জানবেন।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৩
সোনাগাজী বলেছেন:
তিনি সংগ্রামী মানুষ, তিনি জয়ী হবেন; আমারা আছি পাশে, সব সময়।