নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

সকাতরে ঐ কাঁদিছে সকলে

১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:২৯

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।

কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।

ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।

যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।

সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে–

মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।

ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–

কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।

কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–

তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: "ফুরায়ে বেলা, ফুরায় খেলা, সন্ধ্যে হয়ে আসে"

চমৎকার সুন্দর কবিতা

১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:১৭

হাসান মাহবুব বলেছেন: এটা মূলত একটা এক্সপেরিমেন্টের জন্যে।

আপনি কি মূল কবির নাম জানেন না? :|

২| ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: না

১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:৪৫

হাসান মাহবুব বলেছেন: এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান।

৩| ১৯ শে মে, ২০২৪ বিকাল ৫:১৬

খায়রুল আহসান বলেছেন: আমার একটি প্রিয় গান।
এক্সপেরিমেন্ট টা কিসের?

১৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:২২

হাসান মাহবুব বলেছেন: করুণাধারার পোস্টে আপনার মন্তব্য দেখুন খায়রুল ভাই।

শুভকামনা।

৪| ১৯ শে মে, ২০২৪ বিকাল ৫:৫৯

করুণাধারা বলেছেন: আপনার এক্সপেরিমেন্ট সম্ভবত আমার পোস্টে উল্লিখিত একটি অংশের জন্য। তাই কিছু বলতে এলাম।

আমার পোস্টে উল্লেখ করা হয়েছে যে, একজন ব্লগার কবিগুরুর একটা গানে একটা শিরোনাম জুড়ে দিয়ে পোস্ট করেছেন নিজের নামে, কবিগুরুর নাম উল্লেখ ছাড়াই। আমার মনে হয়েছে এটা কুম্ভীলকবৃত্তি, কারণ রবীন্দ্রনাথের কোনো গানে আলাদা শিরোনাম থাকে না, গানের প্রথম লাইনই গানের পরিচায়ক।

আপনি যদি গানের প্রথম লাইন শিরোনাম না দিয়ে শিরোনাম দিতেন "শোন পিতা" কিংবা "মঙ্গলবারতা" তাহলে সেটা কবিগুরুর লেখার উপর কারিগরি করা হতো।

আমার যা বলার ছিল বলেছি। আপনার এক্সপেরিমেন্টের সফল হোক।

১৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:২২

হাসান মাহবুব বলেছেন: শিরোনাম ছাড়া ব্লগে পোস্ট করা যায় না বলে শিরোনাম দিয়েছে সে।

এখানে শিরোনাম আর কন্টেন্টের বডি দুইটা আলাদা টেকনিক্যাল পার্ট।

আর ব্লগের মতো জায়গায় রবীন্দ্রনাথের অতি পরিচিত একটা গানকে নিজের বলে চালিয়ে দেয়ার কথা কারো মাথাতেই আসার কথা না। ভদ্রলোক কমেন্টেও তাই বলেছেন। তাই আবারও বলি, কূম্ভীলকবৃত্তির উদাহরণ হিসেবে সেটা যথাযথ ছিল না।

ভালো থাকবেন।

৫| ১৯ শে মে, ২০২৪ রাত ৮:৩১

কামাল১৮ বলেছেন: পুরনো কবিতার শুর বাজে।

১৯ শে মে, ২০২৪ রাত ১১:১৪

হাসান মাহবুব বলেছেন: এটা আমার লেখা নতুন কোবতে।

৬| ১৯ শে মে, ২০২৪ রাত ১০:০৩

শায়মা বলেছেন: এই গান হঠাৎ গাচ্ছো বুঝি আজকাল ভেবেছিলাম। :)

১৯ শে মে, ২০২৪ রাত ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: এটা আমার লেখা নতুন গান। আশা করি ভালো লেগেছে। উৎসাহিত করার জন্যে ধন্যবাদ।

৭| ১৯ শে মে, ২০২৪ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার।

১৯ শে মে, ২০২৪ রাত ১১:১২

হাসান মাহবুব বলেছেন: আমাকে উৎসাহিত করার জন্যে ধন্যবাদ। আরো গান লিখব আপনাদের জন্যে।

৮| ১৯ শে মে, ২০২৪ রাত ১১:১৫

শায়মা বলেছেন: আহা.......

৯| ১৯ শে মে, ২০২৪ রাত ১১:৩৬

বিষাদ সময় বলেছেন: জীবন যখন শুকায়ে যায়............

১০| ২০ শে মে, ২০২৪ সকাল ১১:৩০

অর্ক বলেছেন: দারুণ গান। এরকম কাছাকাছি ধারণার আরেকটি অসাধারণ রবীন্দ্র গান মনে পড়ছে। সেটা খুব কম শোনা যায়। যায়ই না বলতে গেলে। আমার মামার খুব প্রিয় ছিলো। প্রায়শই গুণগুণ করতো। মামার মুখ থেকেই মূলত জানাশোনা। গানটা হলো, “আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-- আমার ব্যথার পূজা হয় নি সমাপন॥” রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির জন্য সত্যি অমূল্য এক সম্পদ। বিরাট সৌভাগ্য আমাদের।

হার্দিক শুভেচ্ছা থাকলো ভাই।

২২ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

হাসান মাহবুব বলেছেন: আমার সকল দুখের প্রদীপ জ্বেলে- এটা আমার মায়ের খুব প্রিয় গান ছিল। তিনি ক্যাসেটে শুনতেন, আমারও শোনা হয়ে যেত। মনে পড়ল সেই কথা।

ভালো থাকবেন।

১১| ২০ শে মে, ২০২৪ দুপুর ১২:৪৩

ধুলো মেঘ বলেছেন: আপনার লেখায় রবীন্দ্রনাথের ছাপ আছে। চালিয়ে যান, ভাই! ভালো করবেন এই লাইনে।

১২| ২০ শে মে, ২০২৪ রাত ১০:২৫

এম ডি মুসা বলেছেন: ভালো

১৩| ২১ শে মে, ২০২৪ বিকাল ৪:৩৬

খায়রুল আহসান বলেছেন: ৩ নং প্রতিমন্তব্য প্রসঙ্গেঃ
করুণাধারার কোন পোস্টে আমার কোন মন্তব্যটি দেখবো?

২১ শে মে, ২০২৪ বিকাল ৪:৫৪

হাসান মাহবুব বলেছেন: স্যরি, উত্তরটা ভুলভাবে বলা হয়েছে। করুণাধারার শেষ পোস্টের ৩ নাম্বার পরিচ্ছেদ হবে। দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.