নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়

Someone become successful and someone not but man loves and will love

এইচ, এম, পারভেজ

Request for everybody : If you like/love someone then tell him/her as soon as possible otherwise you will lost / miss him/her..... so pls....

এইচ, এম, পারভেজ › বিস্তারিত পোস্টঃ

'আমি তোমাকে ভালোবাসি’ ‘I Love You'

০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪



আমি তোমাকে ভালোবাসি’ ‘I Love You

এমন কথা যদি কেউ আপনাকে বলে, তবে বুঝবেন আপনার প্রতি বক্তার একটা ভালোলাগা কাজ করছিলো বহুদিন থেকেই। কেননা, চট করে কেউ কাউকে এ কথা বলতে পারে না। বলার আগে বক্তার ভেতরের যে আবেগ কাজ করে, তা একদিনে জন্মায় নি।’ ভালোবাসা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অনেকেই এভাবে বলেন।



আবার প্রথম দেখায় প্রেম, অনেকের ক্ষেত্রেই ঘটেছে। এটা নিছক প্রেম না মোহ এটা বিচার করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। তবে প্রথম দেখায় প্রেম হয়ে যাওয়ার পর অনেকেই ঘর বেঁধেছে। এটিও সত্য।



ভালোবাসতে কিংবা ভালোবাসা পেতে যে একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে এমন কোন ধরাবাঁধা নিয়ম নেই। একটা ছন্দ পড়েছিলাম, রবীন্দ্রনাথের,

‘প্রেমের এই ফাঁদ পাতা ভূবনে/কে কখন ধরা পড়ে কে জানে।’



তাই কখন প্রেমে পড়বেন, এটা বলা দুষ্কর। এমনটাও কেউ কেউ বলেন ‘দিনের পর দিন, মাসের পর মাস কিংবা বছরের পর বছরও কেটে যাওয়ার পরও, একই সাথে বসবাস করেও ভালোবাসি কথাটি শোনার সৌভাগ্য অনেকের হয় না। যাদের হয় না, তারা দুর্ভাগা। ভালোবাসতে গেলে বা ভালোবাসা পেতে গেলে গুণের দরকার, এটা চেহারায় পায় না।



আবার, একটা প্রবাদ আছে, ‘আগে দর্শনধারী পরে গুণবিচারি’ এটিও ফেলে দেবার মতো নয়। কেউ যদি কারো চেহারার সৌন্দর্য দেখে প্রেমের প্রস্তাব দেয়, তবে তার স্থায়িস্থটা কমই হয় বৈকি।



মান্না দে যদিও গেয়েছেন, ‘ও কেন এতো সুন্দরী হলো/অমনি করে ফিরে তাকালো/দেখে তো আমি মুগ্ধ হবোই/ আমি তো মানুষ...। কিন্তু কেউ যদি কারো পাশে থেকে, তার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়, তবে তার স্থায়ীত্বটা দীর্ঘ হয়, এমনটাই দেখা গেছে। কেননা দেহজ সৌন্দর্য একটা সময়ে আর প্রকট থাকে না।



পক্ষান্তরে মনের সৌন্দর্য সবসময়ই আকৃষ্ট করতে পারে। তাই যদি না-ই হতো, তবে বয়ষ্ক যতো দম্পতি আছেন, তারা একে অন্যকে রেখে পালাতেন। দর্শনধারী এবং গুণবিচারি দুটোই গুরুত্বপূর্ণ। কিন্তু দর্শনধারী এবং তার পাশাপাশি যদি কারো সুন্দর, আকর্ষণীয় ব্যক্তিত্ব বা গুণ থাকে, সেক্ষেত্রে ভালোবাসাটা অনেক অনেক দীর্ঘস্থায়ীত্ব লাভ করে।



কারো প্রকৃত ভালোবাসা পেতে হলে ব্যক্তির দৈহিক সৌন্দর্য এবং মনোজগতের সৌন্দর্য দুটোরই দরকার। প্রথমটার প্রতি আকর্ষণ প্রথম দেখাতেও হয়ে যেতে পারে আবার অনেকটা সময়ও লাগতে পারে। আর মনোজগতের সৌন্দর্য খুঁজে পাওয়া যায় সহাবস্থানের ফলে। এ দুটো বিষয় যার ভেতর আছে, তার প্রতি দিনে দিনে ভালোলাগা কাজ করতে থাকে। এ ভালোলাগাগুলো জমতে জমতে বুকের ভেতরে ভালোরকমভাবে বাসা বেঁধে ফেলে। আর যায় কোথায়! মুখ ফসকে এক সময় বলে বসে, ‘আমি তোমাকে ভালোবাসি’। তো! ভালোবাসা হয়ে গেলো!





কৃতজ্ঞতা স্বীকার: ............................!!!



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

নিলু বলেছেন: টিকবে তো ?

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০২

অপূর্ণ রায়হান বলেছেন: উপরে একজন বলেছেন - টিকবে তো! হাহাহা ;)

হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২০

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

বুঝলাম

++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.