| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

পারভেজ হুসেন তালুকদার: বর্তমান সময় আধুনিকতার, স্যোশাল মিডিয়া এবং ইন্টারনেটের আসক্তিতে আমাদের শিশু-কিশোররা শিল্প-সংস্কৃতি ও সাহিত্য থেকে দূরে সরে যাচ্ছেন। মহা-মানবেরা আমাদের বারবার বলে গেছেন, সুন্দর মন বিকাশে সুসাহিত্যের চর্চা কতটা প্রয়োজন কিন্তু তার বিপরীতে আমরা এখন নৈরাজ্যের চর্চা করছি। টিকটক-লাইকি'র মত মিডিয়ায় অসামাজিকতা ও অনৈতিকতা শিখছে এই প্রজন্ম অথচ শিল্প-সংস্কৃতি ও সাহিত্য ঠিকই তার পথে আহবান করছে প্রজন্মকে। সাহিত্য আমাদের সুন্দর মানসিকতার ও মানবিকতার সহিত জীবন গড়তে উৎসাহিত করে, সাহিত্য আমাদের আত্মাকে তৃপ্তিদান করে, সাহিত্য পাঠে আমরা নিজের সংস্কৃতিকে গভীরভাবে জানতে পারি এবং সংস্কৃতিচর্চায় উৎসাহিত হই, সাহিত্য পাঠে আমরা সামাজিক রীতিনীতি সঠিকভাবে শিখতে পারি তাছাড়াও সাহিত্যচর্চায় আমাদের কল্পনা শক্তির প্রসার ঘটে। কিন্তু ওপর দিকে অনলাইনের উপকারিতার দিক ছাড়িয়ে অপকারিতার মোহে আসক্ত হয়ে প্রজন্ম অসামাজিকতা ও অগণিত ভ্রান্ত ধারণা গ্রহণ করছে। নৈতিক আচরণ সহ হারাচ্ছে শিল্প-সংস্কৃতি ও সাহিত্যের প্রতি আগ্রহ। শিশুদের জন্য সাহিত্যের বিশেষ ধারা শিশুসাহিত্য শিশুদের জন্য শিক্ষা, বিকাশমূলক ও আনন্দদায়ক অথচ মনোরঞ্জকভাবে রচনা করা হয়। অভিবাবকেরা শিশু-কিশোরদের অনলাইনে আসক্তির দিকে ধাবিত না করে সাহিত্যের প্রতি আগ্রহদান বাড়াতে পারেন যা আপনার শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর মানসিকতার বিকাশ ঘটাবে এবং সঠিক পথে চালনার করবে। বতর্মান সময়ে অনেকেই আবার কিশোর অপরাধের সাথে জড়িত। বলা হয় পরিবার কাঠামোর দ্রুত পরিবর্তন, শহর ও বস্তির ঝুঁকিপূর্ণ পরিবেশ এবং সমাজজীবনে বিরাজমান নৈরাজ্য ও হতাশা কিশোর অপরাধ বৃদ্ধির প্রধান কারণ। অপরাধ বিজ্ঞানী বিসলার বলেছেন- ''কিশোর অপরাধ হলো প্রচলিত সামাজিক নিয়মকানুনের উপর অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের অবৈধ হস্তক্ষেপ"। আবার অপরাধ বিজ্ঞানী বার্ট বলেছেন- ''কোনো শিশুকে তখনই অপরাধী মনে করতে হবে যখন তার অসামাজিক কাজ বা অপরাধ প্রবণতার জন্য আইনগত ব্যবস্থার প্রয়োজন পড়ে''। সাহিত্যই পারে শিশু কিশোরদের অসামাজিক কর্মকাণ্ড থেকে মুক্তি দিয়ে সুন্দর জীবনের পথ দেখাতে। আগেই বলেছি, অনলাইনের ভালো দিক খারাপ দুটোই আছে। প্রযুক্তির কল্যাণে আমরা এখন অনলাইনেই সাহিত্যচর্চা করতে পারি, ই-বই এ আমরা সাহিত্য পাঠ করতে পারি যার মাধ্যমে প্রযুক্তিরও সঠিক ব্যবহার হয়। সবশেষে বলব মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্যে লিখিত ও সঠিক জীবন সাধনায় অত্যন্ত প্রয়োজনীয় এই সাহিত্যের প্রতি শিশুকিশোর সহ সবার আগ্রহ সৃষ্টি করলে সুন্দর ও সুসামাজিকতা সম্পন্ন একটি প্রজন্ম, জাতি ও দেশ পাওয়া সম্ভব।
শিক্ষার্থী
একাদশ শ্রেণি
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ
মীরের ময়দান, সিলেট।
©somewhere in net ltd.