![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রামাদান বিষয়ক কিছু গুরুত্তপূর্ন হাদিস
==========================
১) সেহরিতে বরকত রয়েছে
------------------------
রাসুল্লাহ(সা) বলেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে
(সহিহ বুখারি: ১৯২৩)
২)সওম পালনকারী ভুলক্রমে কিছু খেয়ে ফেললে যা করবে
----------------------------------
রাসুল্লাহ(সা) বলেছেন, সওম পালনকারী ভুলক্রমে যদি আহার করে বা পান করে ফেলে, তাহলে সে যেন তার সিয়াম পুরো করে নেয়। কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন
(সহিহ বুখারি:১৯৩৩)
৩)সওম পালনকারীকে গালি দিলে যা করবে
------------------------------
রাসুল্লাহ(সা) বলেছেন,,
যদি কেউ রোজাদারের সাথে ঝগড়া করতে চায়,তাকে গালি দেয়,তবে সে যেন দুইবার বলে আমি সওম পালন করছি।
(সহিহ বুখারি:১৮৯৪,মুসলিম:১১৫১)
৪) সওম অবস্থায় মিথ্যাবাদী ও অশ্লীলতাকারীর পানাহার আল্লাহর কাছে কোন প্রয়োজন নেই
-------------------------------
আবু হুরায়ারা(রা) থেকে বর্নিত, রাসুল্লাহ(সা) বলেছেন,,
যে ব্যাক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল(বিভিন্নরকম অশ্লীলতা) বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই
[সহিহ বুখারি:১৯০৩]
৫) অন্যকে ইফতার করানো ফযিলত
---------------------------
রাসুল্লাহ(সা) বলেছেন, যে ব্যাক্তি রোযাদারকে ইফতার করায়, তার জন্য রয়েছে ইফতারকারীদের সমান সওয়াব এবং এইজন্য তাদের(রোজাদারের) সওয়াব থেকে কিছু কমানো হবেনা।
(ইবনে মাজাহ: ১৭৪৬)
৬) পাকা খেজুর দ্বারা ইফতার আরম্ভ করুন
--------------------------------
রাসুল্লাহ(সা) কয়েকটি পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, পাকা খেজুর না পেলে খুরমা দিয়ে, তাও না পেলে কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন
[আবু দাউদ:২৩৫৬ হাসান সহিহ]
৮)সওম পালনকারীর জন্য রয়েছে রাইয়্যান
--------------------------------
রাসুল্লাহ(সা) বলেনঃ জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে, সওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেয়া হবে। যাতে করে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে।
[সহিহ বুখারি:১৮৯৬, ৩২৫৭, মুসলিম ১৩/৩, হাঃ ১১৫২) (আধুনিক প্রকাশনীঃ ১৭৬১, ইসলামী ফাউন্ডেশনঃ
©somewhere in net ltd.