নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

মৃত ব্যাক্তির নামে সমাজে প্রচলিত বেদাত

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:০৩

প্রশ্ন :মৃতের নাম এ কুরআন খানি , মিলাদ , আর লোকজন খাওয়ানো, আর চল্লিশা বা চৌঠা এগুলি পালন করা কি জায়েজ ?

হাদীসে বর্ণীত আমলগুলো ছাড়া মৃত ব্যক্তির পক্ষ থেকে নামায পড়া, কুরআন তেলাওয়াত করা, যিকির-আযকার পড়া মৃত ব্যক্তির নামে চল্লিশা করা, প্রতি বছর মৃত্যু বার্ষিকী পালন করা ও মীলাদ শরীফ পাঠ করা সম্পুর্ণ বিদআত। এগুলোর পক্ষে কোন দলীল নাই। আজকাল আমাদের সমাজে হাফেজ ও কারীদেরকে ভাড়া করে এনে মৃত ব্যক্তির জন্য কুরআন খতম করানো হয়। এটাকে আমাদের দেশের পরিভাষায় সাবিনা পাঠ বলা হয়। অনেক সময় দুপক্ষের মাঝে দামাদামি করে হাদীয়া নির্ধারণ করা হয়ে থাকে। সর্ব যুগের সকল উলামা এব্যাপারে একমত যে, মৃত ব্যক্তির জন্য ভাড়া করা হাফেজ-কারী দিয়ে কুরআন খতম করানো হারাম। পূর্বযুগের কোন আলেম বা নির্ভরযোগ্য কোন ইমাম এব্যাপারে অনুমতি দেননি। পরবর্তীযুগের কিছু পেট পুঁজারী দুনিয়াদার আলেম অন্যায়ভাবে মানুষের অর্থ আত্মসাৎ করার জন্য এ পন্থাটি চালু করেছে। এটি একটি বেদআতী আমল যা, মৃত ব্যক্তির কোন কল্যাণে আসবে না। এর দ্বারা যে টাকা উপার্জন করা হয়, তাও সম্পুর্ণ হরাম।

প্রকৃত পক্ষে উপমহাদেশের মুসলিম সম্প্রদায় ছিল সনাতন ধর্মের অনুসারী। সনাতন ধর্মের বহু রীতি নীতি আজো বৈশিষ্ঠগতভাবে ইসলামীয় রীতি নীতিতে ধারন করে নিয়েছে। তারই ফলশ্রুতিতে তাদের অনুকরনে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন দেখা যায়।

মৃত ব্যক্তিদের নামে উপমহাদেশে যেসব অনুষ্ঠান চালু তার অধিকাংশই বিদআত ; হাদিস সম্মত কিছু বিষয় ছাড়া।

আল্লাহ আমাদের এই সকল বিদআত হতে হেফাজত করুন । আমিন ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:১৩

ফয়সাল এম,এফ,কে বলেছেন: আপনার লেখাটি পড়লাম কিন্তু কোথও কোনো রেফারেন্স ( কোরআন হাদিসের উদ্ধ্ৃতি) পেলাম। দয়াকরে রেফারেন্স দিন।

২| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:১৪

ফয়সাল এম,এফ,কে বলেছেন: ** পেলাম না

৩| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:১৬

লেহালুয়া বলেছেন: আপনার সমস্যাটা কোথায় কোরআন খতম দিলে, মিলাদ পড়লে? কোথায় বলা আছে কোরআন পড়লে গুনাহ হবে? ফাতরামি আলাপ বাদ দিয়ে সোজা পথে আসেন। নিজে ফেসবুক করেন সেটা বিদাত মনে হয় না? নিজের ভুল আগে নিজে ধরেন, অন্যের টা না

৪| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:২২

ডার্ক ম্যান বলেছেন: মৃত ব্যক্তির নামে কুরআন খতম বেদাত?? এটার রেফারেন্স কি??

৫| ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৯

কাবিল বলেছেন:


আপনি একটা কাজ করেন। একটা দলিলে লিখে দিয়ে যান--
আপনি মারা গেলে দু-একজন আপনাকে গোরস্তানে পুতে দিয়ে আসে,
আর কেউ যেন আপনার জন্য দোয়া না করে।

৬| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১:২০

নতুন বলেছেন: করা সম্পুর্ণ বিদআত। এগুলোর পক্ষে কোন দলীল নাই।

ভাই আপনি এই যে ঈহুদীদের আবিস্কারের কম্পিউটারের সাথে ইন্টারনেট দিয়ে ব্লগে বশে ধমপ্রচার করছে সেটার পক্ষে একটু হাদিসের দলীল দেবেন কি???

বিদবাত হইলেই যে সবই খারাপ কে বলেছে আপনাকে???? ( এই যুক্তিই দেবেন তাইনা)

তাহলে কারুর নামে কোরআন খতম খারাপ হয়ে গেলো???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.