নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

যেসব রোজাদারেরা রোজার বিনিময়ে কোনো পুরুষ্কারই পাবেনা, ক্ষুধা ছাড়া

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪০

রাসুল্লাহ(সা) বলেছেন,
কত রোযাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই(মানে কোনই পুরুষ্কার) জুটবে না.......
(সহিহ ইবনে মাজাহ:১৬৯০)

এইটার কারন হল.........

আল্লাহ সুবাহান্তায়ালা বলেন,
হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী(তাকওয়া) অর্জন করতে পার।
(সুরা বাকারাহ:১৮৩)

তার মানে আল্লাহ রোজা আমাদের উপর ফরয করেছেন যাতে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদাত-বন্দেগি করে,,,
মিথ্যা না বলে, অন্যের গিবত না করে,গান- বাজনা ও বেহুদা কাজকর্ম না করে এবং বিভিন্ন রকম অশ্লীলতা থেকে নিজেদেরকে বিরত রেখে আল্লাহর তাকওয়া অর্জন করতে পারি।

কিন্তু আমরা যদি রোজা রেখে নামাজ না পড়ে, উপরোক্ত তাকওয়া বিরোধী কাজকর্ম করি তাহলে তো হাদিস অনুযায়ী রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আমাদের কপালে আর কিছুই(মানে কোনই পুরুষ্কার) জুটবে না.......

তাই না???

সুতারং রোজার পুরুষ্কার পেতে হলে আমাদের রোজা রেখে নামাজ পড়তে হবে এবং বিভিন্ন তাকওয়ামূলক কাজ করতে হবে। অন্যথায় রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আমাদের কপালে আর কিছুই(মানে কোনই পুরুষ্কার) জুটবে না.....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:২২

বোকামানুষ বলেছেন: হুম কথা সত্যি

২| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:২২

হানিফঢাকা বলেছেন: OK. Please read hadith no 1944 and 1933 in the same hadith book.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.