নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

লায়লাতুল কদর শুধু ২৭শে রাত্রিতে নয়, অন্যন্য রাত্রিতে ও হতে পারে

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৬

হাজার মাস অপেক্ষা উত্তম লায়লাতুল কদরের সব কয়টি রাত্রি(২১,২৩,২৫,২৭,২­৯) জেগে ইবাদাত করতে আপনি প্রস্তুত আছেন তো?
====================­­­­=======
আল্লাহ সুবাহান্তায়ালা বলেন,
লাইলাতুলকদর হাজার মাস অপেক্ষা উত্তম (সুরা:কদর)

রাসুল্লাহ(সা) বলেন,
যে ব্যাক্তি ঈমানের সংগে নেকির আশায় কদরের রাত্রে ইবাদাতের মধ্যে রাত্রি জাগবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে
(সহিহ বুখারি: ৩৫,৩৭,৩৮,১৯০১,২০০৮,২­­­০০৯,২০১৪)

সুবাহানাল্লাহ!

আমরা অনেকেই হয়তো ২৭শে রাত লায়লাতুল কদর নিশ্চিত জেনে অন্য সম্ভাবনাময় রাত্রিগুলোতে (যেমন:২১,২­­৩,২৫,২৯)­­ রাত জেগে ইবাদাত করি না।

হাদিসে রমযানের শেষ ১০ বেজোর রাত্রিতে লাইলাতুলকদর অনুসন্ধান করতে বলা হয়েছে। অতএব, এই রাত্রিগুলো লাইলাতুলকদর হওয়ার সম্ভবনা অনেক।

আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে বেহুদা রাত জেগে থাকি। তাহলে কেন আমরা বুদ্ধিমানের মত হাজার মাস অপেক্ষা উত্তম লাইকাতুল কদর অনুসন্ধান করার জন্য (২১,২৩,২৫,২৭,২৯) রাত্রিগুলোতে রাত জেগে ইবাদাত করব না??

একটা কথাটা সবারই জানা যে, বিশেষ কিছু পেতে হলে বিশেষ কিছু করতে হয়। যে লায়লাতুল কদর রাতটি পেয়ে যাবে তার এই ইবাদাত হাজার মাসের অপেক্ষা উত্তম হবে এবং অতিতের গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

সুতারং যদি আমরা সত্যিকারের বুদ্ধিমান হয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা এই রাত্রিগুলো জেগে ইবাদাত করার সর্বোচ্চ চেষ্টা করব।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:২১

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.