![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষবিচারের দিনে আমাদের ডাকা হবে,! কোথায় অমুকের ছেলে?
'ও আমার বান্দা, তুমি নামাজ পড়নি কেন?"
"ও আল্লাহ, আমি ধনী ছিলাম.... আমার অনেক টাকা ছিল"
"ভ্রমন, কাজ এবং মানুষের সাথে দেখা করা নিয়ে ব্যস্ত ছিলাম"
কিন্তু আল্লাহ সুবাহান্তায়ালা আপনার চালাকি ধরে ফেলবেন!
তিনি বলবেন: " তুমি কি সোলাইমান (আ) এর চেয়ে ধনী ছিলে"?
কেওই ছিল না।
কিন্তু তা তাকে তো নামাজ পড়া কিংবা আল্লাহর ইবাদাত থেকে বিরত রাখেনি। "!
তারপর, দ্বিতীয় জনকে আনা হবে। "ও আমার বান্দা, তুমি নামাজ পড়নি কেন? "
সে প্রথম মানুষটিকে বলতে শুনেছে যে সে ধনী ছিল, কিন্তু তাতে কাজ হয়নি, তাই সে বলবে" ও আমার রব, আমি গরিব ছিলাম"
আল্লাহ বলবেন: "তুমি কত গরিব ছিলে?"
"তুমি কি ঈসা (আ) এর চেয়ে গরিব ছিলে?"
ঈসা(আ) বলতেন: এই মাটি আমার বিছানা এবং আকাশ আমার ছাওনি
কিন্তু তা তাকে তো নামাজ পড়া কিংবা আল্লাহর ইবাদাত থেকে বিরত রাখেনি। "!
তৃতীয়জন কেও জিজ্ঞাসা করা হল, "ও আমার বান্দা, তুমি নামাজ পড়নি কেন?"
"ও আল্লাহ আমি অতি সুন্দর ছিলাম, আমি এতই আকর্ষনীয় ছিলাম যে আমার চারপাশে তারা ঘুরাঘুরি করত।"
তখন আল্লাহ সুবাহান্তায়ালা বলবেন: তুমি কি ইয়ুসুফ (আ) এর চেয়ে যৌবন্দীপ্ত ও সুন্দর ছিলে?
এই প্রশ্নের উত্তর দেয়ার আগে আসুন নিজের চেহারাটা আয়নাতে দেখি।
আল্লাহ আমাদের রক্ষা করুক!
তাই অবশ্যই উত্তরটি না!
তখনই ইচ্ছা জাগবে, "ইশ আমি যদি সিজদা করতে পারতাম"
আল্লাহ বলেনস্মরন কর) সেদিন যেদিন হাটুর নিম্নাংশ উন্মোক্ত করা হবে, এবং তাদেরকে আহবান করা হবে সিজদা করার জন্য; কিন্তু তারা তা করতে সক্ষম হবে না।
(সুরা কলম:৪২)
সেইদিন আল্লাহ সুবাহান্তায়ালা তাদের বের করে আনবেন আল্লাহর যেভাবে ইচ্ছা... এবং যারা এই দুনিয়াতে সিজদা করেছে তারা আখিরাতে ও করবে। আর যারা করেনি, তাদের পিঠ পিতলে পরিনিত হবে! আল্লাহর কাছে সিজদা করতে পারবে না।
আমরা কি উপলব্ধি করতে পারছি সে সময়টা কত কঠিন হবে?? অবশ্যই না!
কারন সময়টা এতই কঠিন হবে যে যা আমাদের উপলব্ধির বাইরে!!!
প্রত্যেক আত্মাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে(আল-ইমরান:১৮৫)
তাই আসুন, বিচারের দিন আল্লাহর সামনে সিজদা দেয়ার জন্য দুনিয়াতে সিজদা দেয়ার অভ্যাস করি!
[বি:দ্র: এখানে কিছু কথা কুরআনের আয়াত অনুযায়ী উপমা দেয়া হয়েছে ]
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ঈসা (আ) আবার কবে নামাজ পড়ছে?নামাজ পড়ার আদেশ নবী করিম (স) মুসলমানদের জন্য উপহার হিসাবে নিয়ে আসেন মেরাজের সময়।