![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ কুরআনে বলেছেন: তোমরা দুনিয়ার অংশ নিতে ভুলবে না (২৮:৭৭)
ইমাম কুরতুবি বলেছেন, " তোমার দুনিয়ার অংশ হচ্ছে তোমার কাফন"
দুনিয়া থেকে তুমি শুধু তোমার কাফন নিচ্ছ, বাকি সব তুমি রেখে যাচ্ছ।
সবকিছু! তোমার গাড়ি, তোমার ব্যাংক ব্যাল্যান্স,
তুমি কিছু নিবে না, তোমার খ্যাতি, তোমার সুন্দর স্কার্ফ, তোমার বিলাসবহুল বাসা, তোমার সুন্দর কাপড়, সবকিছু থেকে যাবে!
তোমার সাথে কবরে যা যাবে তা হল সেই দুই টুকরো কাফনের কাপড়।
সেটুকুই! এবং এটিই হচ্ছে দুনিয়ার বাস্তবতা!
কিন্তু আমরা প্রায়ই দুনিয়া দ্বারা ধোঁকায় পড়ি।
এ ব্যাপারে সবচেয়ে সুন্দর উদাহরণ হল, দুনিয়ার বাস্তবতা সম্পর্কে ইমাম গাযযালি রাহিমুল্লাহ যে উদাহরণটি দিয়েছেলেন,....
তিনি একটি মানুষের কথা বলেন যে জংগলের মাঝ দিয়ে হাটছে এবং এক সময় সে পিছনে তাকায় আর দেখতে পায় একটি সিংহ তাকে তাড়া করছে,
সে দৌড়াতে থাকে, সে একটি কুয়ার কাছে আসে, এবং সে কুয়াতে ঝাপ দেয়, আর পরতে পরতে একসময় সে একটি দড়ি ঝুলে থাকে,
সে শান্তির নিশ্বাস ফেলে। কিন্তু সে উপরে তাকিয়ে দেখে যে সিংহটি তার জন্য অপেক্ষা করছে, তারপর সে নিচে তাকায়, তার নিচে একটি বড় সাপ মুখ খুলে রেখেছে তার পরে যাওয়ার অপেক্ষায়, এবং তার একমাত্র অবলম্বন হল সেই দড়ি। কিছুক্ষণ পরে সে একটি সাদা ও একটি কালো ইঁদুর দেখতে পায়, আর তারা দড়ির উপরে বসে তা কাটতে শুরু করে, উপরে সিংহ, নিচে সাপ, এবং এখন তার শেষ রক্ষা দড়িটিও কাটা হচ্ছে এবং তার সামনে সে দেখতে পায় একটি মৌচাক, সে তার আংগুল মধুর মধ্যে ঢুকায়, আর সেই মধু সে তার জিহ্বায় লাগায়, এবং মধুর মিষ্টতা তাকে কিছুক্ষনের জন্য সিংহ, সাপ এবং এমনকি সেই ইদুরেরে কথা ও ভুলিয়ে দেয়।
ইমাম গাযযালি রাহিমুল্লাহ বলেন,
সে সিংহটি আসলে মৃত্যু যা তোমাকে সবসময় তাড়া করে, সাপটি হল তোমার কবর যার মধ্যে প্রত্যেকটি মানুষকেই পরতে হবে, এবং সে যদি ভালো হয় তাহলে তার জন্য থাকবে জান্নাতের বাগান, কিন্তু সে যদি খারাপ হয় তাহলে তা হবে জাহান্নামের গর্তগুলোর একটি। এবং দড়িটি হচ্ছে তার জীবন, কালো ইদুরটি রাতকে বুঝায়, সাদা ইদুরটি দিনকে বুঝায়, আর তারা সবসময় জীবনকে খাচ্ছে, এবং সেই মধু হচ্ছে দুনিয়া,
মানুষ যখন দুনিয়ার মিষ্টতা অনুভব করে তখন সে মৃত্যুকে ভুলে যায়, কবরকে ভুলে যায়, সে ভুলে যায় এমন একদিন আসবে যেদিন সে মারা যাবে এবং তাকে তার সৃষ্টিকর্তার সামনে দাড়াতে হবে,
এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা!
©somewhere in net ltd.