নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Parvej molla

Parvej molla › বিস্তারিত পোস্টঃ

মুহাম্মদ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি এক সাহাবির অপরিমেয় ভালোবাসা (হৃদয়স্পর্শী ঘটনা)

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩


একটি হৃদয়স্পর্শী ঘটনা: রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সময়ে একজন গোলাম ছিল যাকে তিনি মুক্ত (আযাদ) করে দিয়েছিলেন। যার নাম ছিল সাওবান (রাদিয়াল্লহু আনহু)। সাওবান খুব আনন্দিত ছিল যে রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে মুক্ত করে দিয়েছেন।

যখনই তিনি রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর দিকে তাকাতেন তিনি খুব খুশি হয়ে যেতেন, এটি তাকে খুব আনন্দ দিতো এবং তিনি সর্বদাই দিনে কয়েকবার রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গিয়ে তাকে দেখতে চেষ্টা করতেন, শুধু তার দিকে তাকিয়েই তার ঈমান বৃদ্বি পেত, আর তিনি তার সব কাজ এবং কষ্ট ভুলে যেতেন।

একদিন তিনি রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে দেখতে পেলেন না। তাই পরে যখন তার সাথে দেখা হল....
রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) লক্ষ্য করলেন যে সাওবান (রা) এর মুখ খুব লাল দেখাচ্ছিল এবং তাকে খুব দুখিঃত লাগছিলো,
তাই রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে প্রশ্ন করলেন, "হে সাওবান" কি হয়েছে? আজকে তোমাকে এতো মনমরা লাগছে কেন? কি ব্যাপার?
তিনি বললেন," ইয়া রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম), আপনি কি জানেন যে আমি আপনাকে অনেক ভালোভাসি। আপনাকে আমি প্রত্যেকদিন দেখতে চাই আর আমি অনেক আনন্দ পাই যখন আপনাকে দেখি। আমার আপনাকে দেখতে হবে, আপনি জানেন না আমার কত ভালো লাগে!

হে রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) আমি অনেক আনন্দিত যে আমি আপনাকে এখন দেখতে পারছি। কিন্তু যখন আমি আপনাকে দেখি নাই....
তখন আমি আমার মৃত্যুর কথা, আখিরাতের কথা, নিজের কথা নিয়ে ভাবলাম, আপনি যখন পরকালে যাবেন, আল্লাহ সুবাহান্তায়ালা আপনাকে নিয়ে যাবেন (জান্নাতে), শুধু জান্নাতে না, জান্নাতের সর্বোচ্চ স্তরে। আপনি সব নবী (আ), শহিদ এবং ধার্মিকদের সাথে থাকবেন।

আর আমি কখনো আপনাকে দেখতে পাব না, কারন আমি যদি জান্নাতে যাই তাহলে হয়তো আরেক স্তরে অন্যদের সাথে থাকবো, আর তখন আমার কি হবে?
খুব সম্ভব হয়তো আমি জান্নাতেই যাব না। আর তাই যদি হয় তবে আমি আর কখনোই আপনাকে দেখতে পারবো না!

আল্লাহর কসম, যখনই এসব বলা হল জিব্রাঈল (আ) আয়াত নিয়ে আসলেন,
আল্লাহ সুবাহান্তায়ালা বলেন, "যারা আল্লাহ এবং রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে অনুসরন করবে তাদেরকে রাসুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে আখিরাতে জান্নাতে থাকতে দেয়া হবে (নিসা:৬৯)
সুবাহানাল্লাহ! এবং শুধু নবী (আ) দের সাথেই নয় বরং সব শহিদদের, সব ধার্মিকদের সাথে থাকতে দেয়া হবে।

সুবাহানাল্লাহ যখন সাওবান (রা) এটা শুনলেন, তিনি আবার হাসতে শুরু করলেন এবং তিনি অন্যদের বলতেন, তুমি কি জানো এই আয়াতটি আমার উদ্দ্যেশ্যে নাযিল হয়েছে?
তুমি কি জানো আমার মুহাম্মদ (সা) এর প্রতি এতই ভালোবাসা যে.....
যখন আমি চিন্তা করেছিলাম এই লোকটিকে (সা) আর দেখতে পাব না, জিব্রাঈল (আ) তখন আয়াত নিয়ে আসলেন আমাকে বলতে, চিন্তা কর না। যদি তুমি তার সাথে থাকতে চাও, তুমি যদি আখিরাতে তার সাথি হতে চাও,
তোমাকে শুধু তার কাছে প্রেরিত নির্দেশনা অনুসরন করতে হবে এবং তিনি যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকবে এবং তুমি জান্নাতের সে স্তরেই থাকবে।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।

এটা আমাদের জন্য শিক্ষা, যদি তুমি মুহাম্মদ (সা) এর সাথে আখিরাতে থাকতে চাও। শুধু ভালো মুসলিম হওয়া আর তার নির্দেশ মানা এবং মুহাম্মদ (সা) এর নিষেধ থেকে বিরত থাকা- এতটুকুই দরকার!!!

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.